৩৯। পণ্য অপসারণের সময়সীমা।

[৩৯। পণ্য অপসারণের সময়সীমা।― (১) করযোগ্য পণ্যের বিপরীতে যথাযথভাবে কর পরিশোধ ও চালানপত্র প্রদান সাপেক্ষে, নিবন্ধিত ব্যক্তি যে কোন সময়ে তাহার প্রস্তুতকৃত বা  [উৎপাদিত বা সরবরাহযোগ্য পণ্য প্রস্তুতকরণ বা উৎপাদনস্থল বা ব্যবসায়স্থল] হইতে অপসারণ করিতে পারিবেন। তবে পণ্যের প্রকৃতি, অপসারণ প্রক্রিয়া ও করদাতার অবয়ব (profile) বিবেচনাক্রমে, প্রয়োজন বোধে, [কমিশনার], আদেশ দ্বারা, আদেশে উল্লিখিত শর্ত সাপেক্ষে, যে কোন নিবন্ধিত ব্যক্তির প্রস্তুতকৃত বা উৎপাদিত যে কোন পণ্য বা পণ্যশ্রেণীর অপসারণের সময়ের ক্ষেত্রে বাধা-নিষেধ আরোপ করিতে পারিবেন।]


মূসক এসআরও নং-৯০, তারিখ: ০৯/০৬/১৯৯৪ দ্বারা বিধি ৩৯ এর পরিবর্তে নূতন বিধি ৩৯ প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-১২৮, তারিখ: ২৮/০৭/১৯৯৬ দ্বারা “উৎপাদিত পণ্য বা প্রস্তুতকরণ বা উৎপাদনস্থল” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-১১৭, তারিখ: ১৫/০৬/১৯৯৫ দ্বারা “কালেক্টর” শব্দটির পরিবর্তে প্রতিস্থাপিত।

 

About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment