৩। মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক ধার্যের জন্য মূল্য ঘোষণা

 [৩।  [মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক ধার্যের জন্য মূল্য ঘোষণা।― (১) আইন এর ধারা ৫ ও ধারা ৭ এর উদ্দেশ্য পূরণকল্পে করযোগ্য পণ্য সরবরাহের পূর্বে নিবন্ধিত ব্যক্তি তৎকর্তৃক উৎপাদিত বা সরবরাহযোগ্য পণ্যের ওপর প্রদেয় মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক ধার্যের লক্ষ্যে সংশ্লিষ্ট পণ্যের উপকরণ-উৎপাদ সম্পর্ক বা সহগ (input-output co-efficient) সহ মূল্যভিত্তি সম্পর্কিত একটি ঘোষণা ফরম “মূসক-১” দুই প্রস্থে সংশ্লিষ্ট এলাকার বিভাগীয় কর্মকর্তার নিকট দাখিল করিবেন এবং উক্তরূপ দাখিলকৃত ঘোষণার ভিত্তিতেই, ঘোষণা দাখিলের তারিখ হইতে, নিবন্ধিত ব্যক্তি তাহার সরবরাহযোগ্য পণ্যের ওপর প্রদেয় কর নির্ধারণ ও পরিশোধপূর্বক পণ্য সরবরাহ করিতে পারিবেন]  [:তবে শর্ত থাকে যে, ব্যবসায়ী বা বাণিজ্যিক আমদানিকারককে ফরম “মূসক-১খ” অনুযায়ী এই উপ-বিধিতে বর্ণিত পদ্ধতিতে মূল্যভিত্তি ঘোষণাপত্র দাখিল করিতে হইবে।]
[(১ক) করযোগ্য পণ্য সরবরাহ বা সেবা প্রদানে নিয়োজিত কোন নিবন্ধিত ব্যক্তি স্থানীয়ভাবে পণ্য সরবরাহ বা সেবা প্রদানের পাশাপাশি অব্যাহতিপ্রাপ্ত অথবা বাংলাদেশ হইতে রপ্তানিকৃত বা রপ্তানিকৃত বলিয়া গণ্য কোন পণ্য বা সেবা সরবরাহ বা রপ্তানি করিলে যদি তা ইতিপূর্বে ঘোষিত বা অনুমোদিত মূল্য বা সহগের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়, তবে উক্তরূপ সরবরাহ বা রপ্তানির পূর্বে সংশ্লিষ্ট ব্যক্তিকে ফরম “মূসক-১গ” এ উপকরণ মূল্য এবং উপকরণ-উৎপাদ সম্পর্ক বা সহগ
(input-output co-efficient) সম্পর্কিত একটি ঘোষণাপত্র সংশ্লিষ্ট এলাকার বিভাগীয় কর্মকর্তার নিকট দাখিল করিতে হইবে এবং বিভাগীয় কর্মকর্তা উক্ত ঘোষণাপত্র যাচাই-বাছাই করিয়া উহার ওপর, ১৫ (পনের) কার্যদিবসের মধ্যে, প্রয়োজনে সংশোধনপূর্বক, সিদ্ধান্ত প্রদান করিবেন:
তবে শর্ত থাকে যে, নিবন্ধিত ব্যক্তি কর্তৃক প্রদত্ত ঘোষণায় কোন পরিবর্তন বা সংশোধনী আনয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে যুক্তিসঙ্গত শুনানির সুযোগ প্রদান করিতে হইবে  [:
আরও শর্ত থাকে যে, এই বিধান শতভাগ রপ্তানিকারক বা শতভাগ প্রচ্ছন্ন রপ্তানিকারক নিবন্ধিত ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হইবে না।]]
[(১খ) চুক্তিভিত্তিক উৎপাদনের ক্ষেত্রে পণ্যের উৎপাদক পণ্যের স্বত্বাধিকারীর নিকট হইতে প্রতি পণ্যের জন্য যে পণ বা মূল্য গ্রহণ করিবেন তাহার ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকার বিভাগীয় কর্মকর্তার নিকট ফরম “মূসক-১” এ মূল্য ঘোষণা দাখিল করিবেন।

(১গ) চুক্তিভিত্তিক উৎপাদনের ক্ষেত্রে পণ্যের স্বত্বাধিকারী উৎপাদনকারী হিসেবে বিবেচিত হইবেন এবং উপ-বিধি (১) অনুযায়ী “মূসক-১” এ মূল্য ঘোষণা দাখিল করিবেন।]
[(১ঘ) আইনের ধারা ৫ এর উদ্দেশ্য পূরণকল্পে, কোনো প্রস্তুতকারক বা উৎপাদক তৎকর্তৃক উৎপাদিত পণ্যের মোড়কে সুস্পষ্ট, লক্ষণীয় ও অনপনীয়ভাবে খুচরা বিক্রয় মূল্য মুদ্রিত থাকিলে, স্বেচ্ছায় ফরম “মূসক-১ঘ” তে বিভাগীয় কর্মকর্তার কার্যালয়ে ঘোষণা দাখিল করিতে পারিবেন:
তবে শর্ত থাকে যে, এইরূপ ক্ষেত্রে উৎপাদন পর্যায়ের মূসক আরোপযোগ্য মূল্য খুচরা বিক্রয় মূল্যের দুই-তৃতীয়াংশের কম হইতে পারিবে না।
(১ঙ) কোনো পণ্যের প্রস্তুতকারক বা উৎপাদক উপ-বিধি (১ঘ) এর বিধান অনুযায়ী বিভাগীয় কর্মকর্তার কার্যালয়ে খুচরা বিক্রয় মূল্য সংবলিত পণ্যের মোড়কসহ ফরম ‘মূসক-১ঘ’ তে ঘোষণা প্রদান করিলে, উক্ত কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে, উক্তরূপ ঘোষণা প্রদানের তারিখ হইতে উহা কার্যকর হইবে।]
[(২) উপ-বিধি (১) অনুযায়ী ঘোষিত মূল্যভিত্তির কোন পরিবর্তন সাধনের প্রয়োজন হইলে, উক্ত পরিবর্তন কার্যকর করিবার সাত কার্যদিবস পূর্বে নিবন্ধিত ব্যক্তি ফরম [“মূসক-১” বা, ক্ষেত্রমত, “মূসক-১খ”] এ মূল্যভিত্তির একটি নতুন ঘোষণা বা পূর্বে দাখিলকৃত ঘোষণার সংশোধনী, যাহাই প্রযোজ্য হউক না কেন, বিভাগীয় কর্মকর্তার নিকট দাখিল করিবেন এবং নতুনভাবে বা সংশোধিত ঘোষিত মূল্যভিত্তি অনুযায়ী প্রদেয় কর নিরূপণ ও পরিশোধ করিবেন। বিভাগীয় কর্মকর্তা ঘোষিত মূল্য সম্পর্কিত তথ্যাদি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট সার্কেল ১০[রাজস্ব কর্মকর্তা] এবং কমিশনারের দপ্তরের কম্পিউটার সেলকে অবহিত করিবেন।
১১[(২ক) উপ-বিধি (১ক) অনুযায়ী দাখিলকৃত ঘোষণাপত্রের কোন পরিবর্তন সাধনের প্রয়োজন হইলে, উক্ত পরিবর্তন কার্যকর করিবার সাত কার্যদিবস পূর্বে অব্যাহতিপ্রাপ্ত অথবা বাংলাদেশ হইতে রপ্তানিকৃত বা রপ্তানিকৃত বলিয়া গণ্য পণ্যের উৎপাদক ফরম “মূসক-১গ” তে একটি নূতন ঘোষণা বা পূর্বে দাখিলকৃত ঘোষণার সংশোধনী, যাহাই প্রযোজ্য হউক না কেন, বিভাগীয় কর্মকর্তার নিকট দাখিল করিবেন এবং বিভাগীয় কর্মকর্তা উক্তরূপ নূতন ঘোষণা বা, ক্ষেত্রমত, পূর্বে দাখিলকৃত ঘোষণার সংশোধনী যাচাই-বাছাই করিয়া প্রাপ্ত ঘোষণা, প্রয়োজনে সংশোধনপূর্বক, অনুমোদন করিবেন:
তবে শর্ত থাকে যে, নিবন্ধিত ব্যক্তি কর্তৃক প্রদত্ত ঘোষণায় কোন পরিবর্তন বা সংশোধনী, আনয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে যুক্তিসঙ্গত শুনানীর সুযোগ প্রদান করিতে হইবে।]
১২[(২খ) ক্রেতার নিকট হইতে প্রাপ্য পণের পরিবর্তন না ঘটিলে এবং মূল্য সংযোজন পরিবর্তনের হার পাঁচ শতাংশের কম হইলে, উপ-বিধি (২) এবং (২ক) এর বিধান অনুযায়ী ঘোষণা প্রদানের প্রয়োজন হইবে না:
তবে শর্ত থাকে যে, এই বিধানের কারণে উপ-বিধি (৩) এ বর্ণিত তদন্ত বা জরিপ সংক্রান্ত কার্যক্রমের এখতিয়ার ক্ষুণ্য হইবে না।]
(৩) উপ-বিধি (১) বা (২)  ১৩[বা বিধি ৩খ] অনুযায়ী ঘোষিত মূল্যভিত্তির বিষয়ে পরবর্তী সময়ে বিভাগীয় কর্মকর্তা, সার্কেল ১৪[রাজস্ব কর্মকর্তা], অথবা কমিশনারের নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোন মূল্য সংযোজন কর কর্মকর্তা কর্তৃক এতদুদ্দেশ্যে পরিচালিত তদন্তে বা বাজার জরিপে  ১৫[অথবা সার্কেল, বিভাগ বা কমিশনারের দপ্তরে রক্ষিত অভিন্ন বা অনুরূপ বা সমজাতীয় পণ্যের মূল্য সংযোজনের পরিমাণ ও বিভাজন, প্রতিষ্ঠানের প্রকৃত ব্যয়, ঘোষিত মূল্য, অনুমোদিত মূল্য বা বাজার মূল্য সংক্রান্ত তথ্য উপাত্তের ভিত্তিতে পরিচালিত তদন্তে বা জরীপে] প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যদি প্রতীয়মান হয় যে-
(ক)    পণ্যের ঘোষিত মূল্যভিত্তি আইনের ধারা ৫ এর সহিত অসঙ্গতিপূর্ণ, বা
(খ)    একই অধিক্ষেত্র বা অন্য কোন অধিক্ষেত্রের অনুরূপ প্রকৃতি ও গুণগতমানের পণ্যের মূল্যভিত্তির তুলনায় ঘোষিত মূল্যভিত্তি উল্লেখযোগ্য পরিমাণে কম, বা
(গ)    ফরম ১৬[“মূসক-১” বা, ক্ষেত্রমত, “মূসক-১খ”] এ প্রদর্শিত মূল্য সংযোজনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কম, বা
(ঘ)    পণ্যের সরবরাহকারী ও সরবরাহ গ্রহীতার মধ্যে বিদ্যমান কোন সম্পর্কের কারণে বা তাহাদের পারস্পরিক বা যে কোন এক পক্ষের আর্থিক সুবিধা লাভের উদ্দেশ্যে ঘোষিত মূল্যভিত্তি উল্লেখযোগ্যভাবে কম,
এবং সেই কারণে মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক কম পরিশোধিত হইয়াছে বা হইতে পারে, তাহা হইলে বিভাগীয় কর্মকর্তা, নিবন্ধিত ব্যক্তিকে যুক্তিসঙ্গত শুনানীর সুযোগ প্রদান করার পর, উক্তরূপে সংগৃহীত বা প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যুক্তিসঙ্গত মূল্যভিত্তি নির্ধারণ করিতে পারিবেন এবং ঘোষণার তারিখ হইতে উক্ত মূল্যভিত্তি অনুযায়ী সংশ্লিষ্ট সকল কর-মেয়াদে প্রদেয় কর নিরূপণ ও পরিশোধযোগ্য হইবে।
ব্যাখ্যা।― এই উপবিধির অধীনে বিভাগীয় কর্মকর্তা কর্তৃক মূল্যভিত্তি ও কর নির্ধারণের কারণে, আইন বা এই বিধিমালার অধীনে সংঘটিত কোন অপরাধের দ- সম্পর্কিত বিধানের কার্যকারিতা ক্ষুণ্য হইবে না]  ১৭[: তবে শর্ত থাকে যে, বিভাগীয় কর্মকর্তা মূল্য ঘোষণা প্রাপ্তির  ১৮[পনের] কার্যদিবসের মধ্যে উল্লিখিত কার্যক্রম সম্পন্ন করিতে ব্যর্থ হইলে ঘোষিত মূল্য বিষয়ে তাঁহার কোন আপত্তি নাই বলিয়া গণ্য হইবে।]
১৯[(৪), (৫) বিলুপ্ত]
(৬) ধারা ৫ এর উপ-ধারা (৫) অনুযায়ী বাণিজ্য বাটা প্রদানের ক্ষেত্রে নিবন্ধিত ব্যক্তিকে আসল এবং বাণিজ্য বাটা প্রদানের পর যে মূল্যে পণ্য সরবরাহ হইবে সেই মূল্য এবং যে মেয়াদের জন্য বাণিজ্য বাটা কার্যকর হইবে সেই মেয়াদ উল্লেখ পূর্বক একটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রচার ও সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাকে অবহিত করিতে হইবে এবং বাণিজ্য বাটার পরিমাণ প্রকৃত মূল্যের পনের শতাংশের অধিক হইতে পারিবে না এবং যেকোনো বার মাস সময়ে সর্বোচ্চ তিরিশ দিনের জন্য বাণিজ্য বাটা প্রদান করা যাইবে।
(৭) উপ-বিধি (১) হইতে (৬) এ যাহাই থাকুক না কেন, ২০[কমিশনার] নিবন্ধিত ব্যক্তির আবেদনক্রমে বা স্বতঃপ্রবৃত্ত হইয়া  ২১[বা বিভাগীয় কর্মকর্তার অনুরোধক্রমে] পণ্যের বাজারমূল্য উঠা-নামার কারণে বা তাঁহার বিবেচনায় অন্যকোনো বিশেষ কারণে কোনো পণ্য বা পণ্যশ্রেণির ক্ষেত্রে কর নিরূপণের জন্য মূল্যভিত্তি স্থির করিতে পারিবেন  ২২[:
২৩[তবে শর্ত থাকে যে, বিভাগীয় কর্মকর্তা ঘোষিত মূল্য অপেক্ষা উচ্চতর মূল্যভিত্তি নিরূপণ করিলে সংশ্লিষ্ট নিবন্ধিত ব্যক্তি উক্তরূপ উচ্চতর মূল্য নিরূপণের তারিখ হইতে ত্রিশ কার্যদিবসের মধ্যে উক্ত নিরূপিত মূল্যভিত্তি পুনর্বিবেচনার নিমিত্ত কমিশনারের নিকট আবেদন দাখিল করিতে পারিবেন এবং আবেদন প্রাপ্তির তারিখ হইতে পনের কার্যদিবসের মধ্যে কমিশনার উক্ত আবেদনের উপর সিদ্ধান্ত প্রদান করিতে ব্যর্থ হইলে তিনি আবেদনটি মঞ্জুর করিয়াছেন বলিয়া গণ্য হইবে:]
আরও শর্ত থাকে যে, স্বতঃপ্রবৃত্ত হইয়া বা বিভাগীয় কর্মকর্তার অনুরোধক্রমে মূল্য ভিত্তি স্থির করার ক্ষেত্রে, কমিশনার কোন পণ্য বা পণ্যশ্রেণীর মূল্য বিষয়ে সুপারিশ প্রদানের জন্য, বোর্ড কর্তৃক আদেশ দ্বারা গঠিত, মূল্যভিত্তি পর্যালোচনা কমিটিকে অনুরোধ করিতে পারিবেন।]
(৮) সরবরাহযোগ্য পণ্যের ঘোষিত মূল্য তালিকা পণ্য প্রস্তুতকরণ বা উৎপাদনস্থলের  ২৪[বা ব্যবসায়স্থলের] এইরূপ কোনো স্থানে আঁটিয়া রাখিতে হইবে যাহাতে উহা সহজেই দৃষ্টিগোচর হয়।]
২৫[(৯) যে সকল উৎপাদিত বা সরবরাহযোগ্য পণ্যের ওপর আইন এর ধারা ৫ এর উপ-ধারা (৭) অনুযায়ী বোর্ড কর্তৃক ট্যারিফ মূল্য নির্ধারণ করা হইয়াছে সে সকল প্রত্যেকটি পণ্যের জন্য নিবন্ধিত ব্যক্তিকে ফরম “মূসক-১ক”-এ উপকরণ-উৎপাদ সম্পর্ক বা সহগ (input-output co-efficient) সম্পর্কিত একটি ঘোষণা সংশ্লিষ্ট এলাকার বিভাগীয় কর্মকর্তার নিকট দাখিল করিতে হইবে এবং বিভাগীয় কর্মকর্তা উক্ত ঘোষণাপত্র যাচাই বাছাই করিয়া প্রাপ্ত তথ্য প্রয়োজনে সংশোধনপূর্বক অনুমোদন করিবেন এবং নিবন্ধিত ব্যক্তি উক্তরূপে অনুমোদিত উপকরণ-উৎপাদ সম্পর্ক বা সহগের ভিত্তিতে ট্যারিফ মূল্যের অধীন পণ্যের প্রদেয় মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক নিরূপণ ও প্রদান করিবেন:
তবে শর্ত থাকে যে, নিবন্ধিত ব্যক্তি কর্তৃক প্রদত্ত ঘোষণায় কোনো পরিবর্তন বা সংশোধনী আনয়নের ক্ষেত্রে নিবন্ধিত ব্যক্তিকে যুক্তিসঙ্গত শুনানীর সুযোগ প্রদান করিতে হইবে।]


মূসক এসআরও নং-৯০, তারিখ: ০৯/০৬/১৯৯৪ দ্বারা বিধি ৩ এর পরিবর্তে নূতন বিধি ৩ প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৩০৬, তারিখ: ০৭/০৬/২০০১ দ্বারা বিদ্যমান উপান্তটীকার পরিবর্তে নূতন উপান্তটীকা প্রতিস্থাপিত এবং উপ-বিধি (১) এর পরিবর্তে নূতন উপ-বিধি (১) প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৫১১, তারিখ: ১১/০৬/২০০৯ দ্বারা “দাড়ির” পরিবর্তে “কোলন” প্রতিস্থাপিত এবং নূতন শর্ত সংযোজিত।
মূসক এসআরও নং-৫২৭, তারিখ: ৩০/০৬/২০০৯ দ্বারা উপ-বিধি (১ক) এর পরিবর্তে নূতন উপ-বিধি (১ক) প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা দাঁড়ি চিহ্নের পরিবর্তে কোলন চিহ্ন প্রতিস্থাপিত এবং অতঃপর নূতন শর্তাংশ সংযোজিত।
মূসক এসআরও নং-৫১১, তারিখ: ১১/০৬/২০০৯ দ্বারা উপ-বিধি (১খ) এর পরিবর্তে নূতন উপ-বিধি (১খ) এবং (১গ) প্রতিস্থাপিত।

মূসক এসআরও নং-৫৬৪, তারিখ: ৩০/০৬/২০১০ দ্বারা উপ-বিধি (১ঘ) এবং (১ঙ) এর পরিবর্তে নূতন উপ-বিধি (১ঘ) এবং (১ঙ) প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-১১৭, তারিখ: ১৫/০৬/১৯৯৫ দ্বারা উপ-বিধি (২) ও (৩) এর পরিবর্তে নূতন উপ-বিধি (২) ও (৩) প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৫১১, তারিখ: ১১/০৬/২০০৯ দ্বারা ““মূসক-১”” শব্দ, চিহ্ন এবং সংখ্যার পরিবর্তে প্রতিস্থাপিত।
১০মূসক এসআরও নং-৫৬৪, তারিখ: ৩০/০৬/২০১০ দ্বারা “সুপারিনটেনডেন্ট” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
১১মূসক এসআরও নং-৫১১, তারিখ: ১১/০৬/২০০৯ দ্বারা নূতন উপ-বিধি (২ক) সন্নিবেশিত।
১২মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা নূতন উপ-বিধি (২খ) সন্নিবেশিত।
১৩মূসক এসআরও নং-৪০৮, তারিখ: ১০/০৬/২০০৪ দ্বারা “উপ-বিধি (১) বা (২)” শব্দগুলি, বন্ধনীগুলি ও সংখ্যাগুলির পর “বা বিধি ৩খ” শব্দগুলি ও সংখ্যা সংযোজিত।
১৪মূসক এসআরও নং-৫৬৪, তারিখ: ৩০/০৬/২০১০ দ্বারা “সুপারিনটেনডেন্ট” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
১৫মূসক এসআরও নং-২৬৫, তারিখ: ০৮/০৬/২০০০ দ্বারা “কোন মূল্য সংযোজন কর কর্মকর্তা কর্তৃক এতদুদ্দেশে পরিচালিত তদন্তে বা বাজার জরীপে” শব্দগুলির পর “অথবা সার্কেল, বিভাগ বা কমিশনারের দপ্তরে রক্ষিত অভিন্ন বা অনুরূপ বা সমজাতীয় পণ্যের মূল্য সংযোজনের পরিমাণ ও বিভাজন, প্রতিষ্ঠানের প্রকৃত ব্যয়, ঘোষিত মূল্য, অনুমোদিত মূল্য বা বাজার মূল্য সংক্রান্ত তথ্য উপাত্তের ভিত্তিতে পরিচালিত তদন্তে বা জরীপে” শব্দগুলি ও কমাগুলি সন্নিবেশিত।
১৬মূসক এসআরও নং-৫১১, তারিখ: ১১/০৬/২০০৯ দ্বারা “মূসক-১” শব্দ,চিহ্ন এবং সংখ্যার পরিবর্তে প্রতিস্থাপিত।

১৭মূসক এসআরও নং-১৫০, তারিখ: ১২/০৬/১৯৯৭ দ্বারা “দাঁড়ির” পরিবর্তে “কোলন” প্রতিস্থাপিত এবং তৎপর নূতন শর্তাংশ সন্নিবেশিত।
১৮মূসক এসআরও নং-৩০৬, তারিখ: ০৭/০৬/২০০১ দ্বারা “দশ” শব্দটির পরিবর্তে প্রতিস্থাপিত।
১৯মূসক এসআরও নং-১১৭, তারিখ: ১৫/০৬/১৯৯৫ দ্বারা উপ-বিধি (৪) ও (৫) বিলুপ্ত।
২০মূসক এসআরও নং-১১৭, তারিখ: ১৫/০৬/১৯৯৫ দ্বারা “কালেক্টর” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
২১মূসক এসআরও নং-১৫০, তারিখ: ১২/০৬/১৯৯৭ দ্বারা “স্বতঃপ্রবৃত্ত হইয়া” শব্দগুলির পর “ বা বিভাগীয় কর্মকর্তার অনুরোধক্রমে” শব্দগুলি সন্নিবেশিত।
২২মূসক এসআরও নং-১৫০, তারিখ: ১২/০৬/১৯৯৭ দ্বারা “দাঁড়ির” পরিবর্তে “কোলন” প্রতিস্থাপিত এবং তৎপর নূতন শর্তাংশ সংযোজিত।
২৩মূসক এসআরও নং-৩৪০, তারিখ: ০৬/০৬/২০০২ দ্বারা বিধি ৩ এর উপ-বিধি (৭) এর প্রথম শর্তাংশের পরিবর্তে প্রতিস্থাপিত।
২৪মূসক এসআরও নং-১২৮, তারিখ: ২৮/০৭/১৯৯৬ দ্বারা “উৎপাদনস্থলের” শব্দটির পর “বা ব্যবসায়স্থলের” শব্দগুলি সন্নিবেশিত।
২৫মূসক এসআরও নং-৩০৬, তারিখ: ০৭/০৬/২০০১ দ্বারা নূতন উপ-বিধি (৯) সংযোজিত।

 

About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment