৩৫। বাজেয়াপ্তিকরণ ও অর্থদন্ড আরোপ।

৩৫। বাজেয়াপ্তিকরণ ও অর্থদন্ড আরোপ।― কোন নিবন্ধিত ব্যক্তি এই বিধিমালার যে কোন বিধান লঙ্ঘন করিলে,  [*] সংশ্লিষ্ট পণ্য সরবরাহ বা সেবা প্রদানের উপর প্রদেয় মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্কের  [অন্যূন অর্ধেক পরিমাণ এবং অন–র্ধ্ব সমপরিমাণ] পরিমাণ অর্থদন্ডে দন্ডনীয় হইবেন এবং উক্ত লঙ্ঘন সম্পর্কিত পণ্য বা সেবা (প্রযোজ্য ক্ষেত্রে) সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হইবে  [:]
“তবে শর্ত থাকে যে, যেক্ষেত্রে কোনো রাজস্ব ফাঁকি হয় নাই সেক্ষেত্রে অন্যূন ৫(পাঁচ) হাজার টাকা এবং অন–র্ধ্ব ১০(দশ) হাজার টাকা অর্থদন্ডে দন্ডনীয় হইবে।”]


মূসক এসআরও নং-২১২, তারিখ: ১০/০৬/১৯৯৯ দ্বারা “পঁচিশ হাজার টাকা অথবা” শব্দগুলি বিলুপ্ত।
মূসক এসআরও নং-১৭৯, তারিখ: ০৭/০৬/২০১২ দ্বারা “অন–্যন সমপরিমাণ এবং অনুর্ধ্ব আড়াই গুণ” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-১৭৯, তারিখ: ০৭/০৬/২০১২ দ্বারা প্রান্তস্থিত “দাড়ি” এর পরিবর্তে “কোলন” প্রতিস্থাপিত এবং শর্ত সংযোজিত।

 

About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment