১। সংক্ষিপ্ত শিরনামা

মূল্য সংযোজন কর বিধিমালা, ১৯৯১

প্রজ্ঞাপন
ঢাকা, ১২ই জুন, ১৯৯১/২৮ জ্যৈষ্ঠ, ১৩৯৮ বাং

           এসআরও নং-১৭৮-আইন/৯১/৩-মূসক।―  [মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২ নং আইন)] এর ধারা ৭২ এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড নিন্মরূপ বিধিমালা প্রণয়ন করিলেন, যথা:―

১। সংক্ষিপ্ত শিরনামা।― এই বিধিমালা মূল্য সংযোজন কর বিধিমালা, ১৯৯১ নামে অভিহিত হইবে।

 


মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা প্রস্তাবনায় “মূল্য সংযোজন কর অধ্যাদেশ, ১৯৯১ (অধ্যাদেশ নং ২৬,১৯৯১)” শব্দগুলি, কমাগুলি, সংখ্যাগুলি ও বন্ধনীগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
 

About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment