Rules-1991

Displaying 1-10 of 55 results.

১। সংক্ষিপ্ত শিরনামা

মূল্য সংযোজন কর বিধিমালা, ১৯৯১

প্রজ্ঞাপন
ঢাকা, ১২ই জুন, ১৯৯১/২৮ জ্যৈষ্ঠ, ১৩৯৮ বাং

           এসআরও নং-১৭৮-আইন/৯১/৩-মূসক।―  [মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২ নং আইন)] এর ধারা ৭২ এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড নিন্মরূপ বিধিমালা প্রণয়ন করিলেন, যথা:―

১। সংক্ষিপ্ত শিরনামা।― এই বিধিমালা মূল্য সংযোজন কর বিধিমালা, ১৯৯১ নামে অভিহিত হইবে।

 


মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা প্রস্তাবনায় “মূল্য সংযোজন কর অধ্যাদেশ, ১৯৯১ (অধ্যাদেশ নং ২৬,১৯৯১)” শব্দগুলি, কমাগুলি, সংখ্যাগুলি ও বন্ধনীগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
 

২। সংজ্ঞা

২। সংজ্ঞা।―  [(১)] বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কিছু না থাকিলে, এই বিধিমালায়―
[(ক)    “আইন” অর্থ মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২ নং আইন);]
[(কক) “ইউটিলাইজেশন পারমিশন ও ইউটিলাইজেশন ডিক্লারেশন” অর্থ সম্পূর্ণ রপ্তানীমুখী শিল্প প্রতিষ্ঠান (সাময়িক আমদানী) বিধিমালা, ১৯৯৩ এ বর্ণিত ইউটিলাইজেশন পারমিশন ও ইউটিলাইজেশন ডিক্লারেশন;]
[(খ)    “কর” অর্থ, ধারা ২ এর দফা (ঘঘঘ) তে সংজ্ঞায়িত কর;]
[(খখ) “চুক্তিভিত্তিক উৎপাদক” অর্থ ব্র্যান্ডযুক্ত পণ্যের স্বত্বাধিকারী কর্তৃক সরবরাহকৃত উপকরণ অথবা নিজস্ব উপকরণ ব্যবহার করিয়া পণের বিনিময়ে চুক্তি ভিত্তিতে পণ্য উৎপাদনকারী;
(খখখ)    “ধারা” অর্থ আইনের ধারা;]
(গ)    “নিবন্ধনপত্র” অর্থ বিভাগীয় কর্মকর্তা কর্তৃক  [আইনের] ধারা ১৫ এর অধীন নিবন্ধিত ব্যক্তিকে প্রদত্ত নিবন্ধনপত্র;
(ঘ)    “নিবন্ধিত ব্যক্তি” অর্থ  [আইনের] ধারা ১৫ এর আওতায় নিবন্ধিত ব্যক্তি;
[(ঘঘ)) বিলুপ্ত]
(ঙ)    “প্রতিষ্ঠিত রপ্তনিকারক” অর্থ এমন কোনো রপ্তানিকারক যাহাকে, তাহার বিগত বারো মাস সময়ে রপ্তানির ও  [রপ্তানি প্রত্যর্পণ] গ্রহণের উল্লেখযোগ্য রেকর্ডের ভিত্তিতে প্রতিষ্ঠিত রপ্তানিকারক হিসাবে শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তর কর্তৃক স্বীকৃতি প্রদান করা হইয়াছে;
১০[(ঙঙ)     “পশ্চাদ সংযোগ শিল্প প্রতিষ্ঠান” (Backward Linkage Industry) অর্থ এমন কোনো শিল্প প্রতিষ্ঠান যে শিল্প প্রতিষ্ঠান অভ্যন্তরীণ ব্যাক-টু-ব্যাক ঋণপত্র কিংবা অভ্যন্তরীণ ঋণপত্রের বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময়ে এমন কোন নিবন্ধিত ব্যক্তির নিকট পণ্য সরবরাহ বা সেবা প্রদান করে যিনি বৈদেশিক মুদ্রার বিনিময়ে কোন প্রকৃত রপ্তানীকারকের নিকট পণ্য সরবরাহ বা সেবা প্রদানের জন্য অভ্যন্তরীণ ব্যাক-টু-ব্যাক ঋণপত্রে আবদ্ধ;]
১১[(ঙঙঙ) “প্রকৃত রপ্তানিকারক বা রপ্তানিকারক” অর্থ এমন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যিনি তাঁর উৎপাদিত পণ্য বা সেবা অথবা অন্যবিধভাবে সংগৃহীত পণ্য বা সেবা সরকার কর্তৃক, সময়ে সময়ে, জারিকৃত রপ্তানি নীতি আদেশে বর্ণিত শর্তাবলী এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক, সময়ে সময়ে, জারিকৃত বৈদেশিক মুদ্রা সংক্রান্ত বিধি-বিধান পালন করিয়া সরাসরি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় অথবা বাংলাদেশের বাহিরে রপ্তানি করেন;
(ঙঙঙঙ)     “প্রচ্ছন্ন রপ্তানিকারক” অর্থ এমন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যিনি অভ্যন্তরীণ ব্যাক-টু-ব্যাক ঋণপত্র অথবা স্থানীয় বা আন্তর্জাতিক দরপত্রের বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময়ে বাংলাদেশের অভ্যন্তরে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পণ্য সরবরাহ অথবা সেবা প্রদান করেন;]
(চ)    ১২[“ফরম”] অর্থ এই বিধিমালার সহিত সংযোজিত যে কোন  ১৩[ফরম];

১৪[(চচ)    “বন্ডেড ওয়্যার হাউস” এবং “স্পেশাল বন্ডেড ওয়্যার হাউস” অর্থ Customs Act, 1969 (IV of 1969)  এর Chapter XI এ বর্ণিত, যথাক্রমে, bonded warehouse এবং Special bonded warehouse;]
 ১৫[(ছ)    “বিভাগীয় কর্মকর্তা” অর্থ আইনের ধারা ২ এর দফা  ১৬(থথথথথ) তে সংজ্ঞায়িত বিভাগীয় কর্মকর্তা;]
(জ)    “বিল অব এন্ট্রী” অর্থ Customs Act, 1969 (IV of 1969) এরsection 79 এর অধীন দাখিলকৃত বিল অব এন্ট্রী;
(ঝ)    “বিল অব এক্সপোর্ট” অর্থ Customs Act, 1969 (IV of 1969) এরsection 131 এর অধীন দাখিলকৃত বিল অব এক্সপোর্ট;
১৭[(ঝঝ)    “স্বত্ত্বাধিকারী” অর্থ চুক্তি ভিত্তিতে উৎপাদিত পণ্যের মালিক;]
(ঞ)    ১৮[“রাজস্ব  কর্মকর্তা”]  অর্থ  স্থানীয়  মূল্য  সংযোজন  কর  কার্যালয়ের  বা
সার্কেলের  [বা মূল্য সংযোজন কর  [বৃহৎ করদাতা ইউনিটের]] দায়িত্বে নিয়োজিত  ১৯[রাজস্ব কর্মকর্তা।]
২০[(২) এই বিধিমালায় ব্যবহৃত যে সকল শব্দ বা বক্তব্যের (expression) সংজ্ঞা দেওয়া হয় নাই সেই সকল শব্দ বা বক্তব্য আইন এ যে অর্থে ব্যবহৃত হইয়াছে সেই অর্থে প্রযোজ্য হইবে  ২১[।]]


মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা উপ-বিধি (১) হিসাবে সংখ্যায়িত।
মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা দফা (ক) এর পরিবর্তে নূতন দফা (ক) প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-১৭৫, তারিখ: ১১/০৬/১৯৯৮ দ্বারা নূতন দফা (কক) সংযোজিত।
মূসক এসআরও নং-৫১১, তারিখ: ১১/০৬/২০০৯ দ্বারা দফা (খ) এর পরিবর্তে নতুন দফা (খ) প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৪৭০, তারিখ: ২৭/০৭/২০০৭ দ্বারা দফা (খখ) এর পরিবর্তে নূতন দফা (খখ) ও (খখখ) প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা “অধ্যাদেশের” শব্দটির পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা “অধ্যাদেশের” শব্দটির পরিবর্তে প্রতিস্থাপিত।
৮ মূসক এসআরও নং-২৬৫, তারিখ: ০৮/০৬/২০০০ দ্বারা দফা (ঘঘ) বিলুপ্ত।
মূসক এসআরও নং-৩৪০, তারিখ: ০৬/০৬/২০০২ দ্বারা “রপ্তানি রেয়াত” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
১০মূসক এসআরও নং-১২৭, তারিখ: ১৫/০৭/১৯৯৬ দ্বারা নূতন দফা (ঙঙ) সন্নিবেশিত।
১১মূসক এসআরও নং-৪৮৮, তারিখ: ২৬/০৬/২০০৮ দ্বারা নূতন দফা (ঙঙঙ) এবং (ঙঙঙঙ) সন্নিবেশিত।
১২মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা “ফর্ম” শব্দটির পরিবর্তে প্রতিস্থাপিত।
১৩মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা “ফর্ম” শব্দটির পরিবর্তে প্রতিস্থাপিত।

১৪মূসক এসআরও নং-১৫০, তারিখ: ১২/০৬/১৯৯৭ দ্বারা নূতন দফা (চচ) সন্নিবেশিত।
১৫মূসক এসআরও নং-৪৫৮, তারিখ: ০৮/০৬/২০০৬ দ্বারা দফা (ছ) এর পরিবর্তে নূতন দফা (ছ) প্রতিস্থাপিত।
১৬মূসক এসআরও নং-১৭৯, তারিখ: ০৭/০৬/২০১২ দ্বারা দফা (থথথথথ)” শব্দ, সংখ্যা ও বন্ধনী প্রতিস্থাপিত।
১৭মূসক এসআরও নং-৪৭০, তারিখ: ২৭/০৭/২০০৭ দ্বারা নূতন দফা (ঝঝ) সন্নিবেশিত।
১৮মূসক এসআরও নং-৫৬৪, তারিখ: ৩০/০৬/২০১০ দ্বারা “সুপারিনটেনডেন্ট” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
১৯মূসক এসআরও নং-৪৪১, তারিখ: ০৯/০৬/২০০৫ দ্বারা “বা সার্কেলের” শব্দগুলির পর “বা মূল্য সংযোজন কর বৃহৎ করদাতা ইউনিটের সার্কেলের” শব্দগুলি সন্নিবেশিত।
২০মূসক এসআরও নং-৪৭০, তারিখ: ২৭/০৭/২০০৭ দ্বারা “বৃহৎ করদাতা ইউনিটের সার্কেলের” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
২১মূসক এসআরও নং-৫৬৪, তারিখ: ৩০/০৬/২০১০ দ্বারা “সুপারিনটেনডেন্ট” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
২২মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা নূতন উপ-বিধি (২) সংযোজিত।
২৩মূসক এসআরও নং-৫৬৪, তারিখ: ৩০/০৬/২০১০ দ্বারা সেমিকোলনের পরিবর্তে দাড়ি প্রতিস্থাপিত।

 

৩। মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক ধার্যের জন্য মূল্য ঘোষণা

 [৩।  [মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক ধার্যের জন্য মূল্য ঘোষণা।― (১) আইন এর ধারা ৫ ও ধারা ৭ এর উদ্দেশ্য পূরণকল্পে করযোগ্য পণ্য সরবরাহের পূর্বে নিবন্ধিত ব্যক্তি তৎকর্তৃক উৎপাদিত বা সরবরাহযোগ্য পণ্যের ওপর প্রদেয় মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক ধার্যের লক্ষ্যে সংশ্লিষ্ট পণ্যের উপকরণ-উৎপাদ সম্পর্ক বা সহগ (input-output co-efficient) সহ মূল্যভিত্তি সম্পর্কিত একটি ঘোষণা ফরম “মূসক-১” দুই প্রস্থে সংশ্লিষ্ট এলাকার বিভাগীয় কর্মকর্তার নিকট দাখিল করিবেন এবং উক্তরূপ দাখিলকৃত ঘোষণার ভিত্তিতেই, ঘোষণা দাখিলের তারিখ হইতে, নিবন্ধিত ব্যক্তি তাহার সরবরাহযোগ্য পণ্যের ওপর প্রদেয় কর নির্ধারণ ও পরিশোধপূর্বক পণ্য সরবরাহ করিতে পারিবেন]  [:তবে শর্ত থাকে যে, ব্যবসায়ী বা বাণিজ্যিক আমদানিকারককে ফরম “মূসক-১খ” অনুযায়ী এই উপ-বিধিতে বর্ণিত পদ্ধতিতে মূল্যভিত্তি ঘোষণাপত্র দাখিল করিতে হইবে।]
[(১ক) করযোগ্য পণ্য সরবরাহ বা সেবা প্রদানে নিয়োজিত কোন নিবন্ধিত ব্যক্তি স্থানীয়ভাবে পণ্য সরবরাহ বা সেবা প্রদানের পাশাপাশি অব্যাহতিপ্রাপ্ত অথবা বাংলাদেশ হইতে রপ্তানিকৃত বা রপ্তানিকৃত বলিয়া গণ্য কোন পণ্য বা সেবা সরবরাহ বা রপ্তানি করিলে যদি তা ইতিপূর্বে ঘোষিত বা অনুমোদিত মূল্য বা সহগের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়, তবে উক্তরূপ সরবরাহ বা রপ্তানির পূর্বে সংশ্লিষ্ট ব্যক্তিকে ফরম “মূসক-১গ” এ উপকরণ মূল্য এবং উপকরণ-উৎপাদ সম্পর্ক বা সহগ
(input-output co-efficient) সম্পর্কিত একটি ঘোষণাপত্র সংশ্লিষ্ট এলাকার বিভাগীয় কর্মকর্তার নিকট দাখিল করিতে হইবে এবং বিভাগীয় কর্মকর্তা উক্ত ঘোষণাপত্র যাচাই-বাছাই করিয়া উহার ওপর, ১৫ (পনের) কার্যদিবসের মধ্যে, প্রয়োজনে সংশোধনপূর্বক, সিদ্ধান্ত প্রদান করিবেন:
তবে শর্ত থাকে যে, নিবন্ধিত ব্যক্তি কর্তৃক প্রদত্ত ঘোষণায় কোন পরিবর্তন বা সংশোধনী আনয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে যুক্তিসঙ্গত শুনানির সুযোগ প্রদান করিতে হইবে  [:
আরও শর্ত থাকে যে, এই বিধান শতভাগ রপ্তানিকারক বা শতভাগ প্রচ্ছন্ন রপ্তানিকারক নিবন্ধিত ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হইবে না।]]
[(১খ) চুক্তিভিত্তিক উৎপাদনের ক্ষেত্রে পণ্যের উৎপাদক পণ্যের স্বত্বাধিকারীর নিকট হইতে প্রতি পণ্যের জন্য যে পণ বা মূল্য গ্রহণ করিবেন তাহার ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকার বিভাগীয় কর্মকর্তার নিকট ফরম “মূসক-১” এ মূল্য ঘোষণা দাখিল করিবেন।

(১গ) চুক্তিভিত্তিক উৎপাদনের ক্ষেত্রে পণ্যের স্বত্বাধিকারী উৎপাদনকারী হিসেবে বিবেচিত হইবেন এবং উপ-বিধি (১) অনুযায়ী “মূসক-১” এ মূল্য ঘোষণা দাখিল করিবেন।]
[(১ঘ) আইনের ধারা ৫ এর উদ্দেশ্য পূরণকল্পে, কোনো প্রস্তুতকারক বা উৎপাদক তৎকর্তৃক উৎপাদিত পণ্যের মোড়কে সুস্পষ্ট, লক্ষণীয় ও অনপনীয়ভাবে খুচরা বিক্রয় মূল্য মুদ্রিত থাকিলে, স্বেচ্ছায় ফরম “মূসক-১ঘ” তে বিভাগীয় কর্মকর্তার কার্যালয়ে ঘোষণা দাখিল করিতে পারিবেন:
তবে শর্ত থাকে যে, এইরূপ ক্ষেত্রে উৎপাদন পর্যায়ের মূসক আরোপযোগ্য মূল্য খুচরা বিক্রয় মূল্যের দুই-তৃতীয়াংশের কম হইতে পারিবে না।
(১ঙ) কোনো পণ্যের প্রস্তুতকারক বা উৎপাদক উপ-বিধি (১ঘ) এর বিধান অনুযায়ী বিভাগীয় কর্মকর্তার কার্যালয়ে খুচরা বিক্রয় মূল্য সংবলিত পণ্যের মোড়কসহ ফরম ‘মূসক-১ঘ’ তে ঘোষণা প্রদান করিলে, উক্ত কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে, উক্তরূপ ঘোষণা প্রদানের তারিখ হইতে উহা কার্যকর হইবে।]
[(২) উপ-বিধি (১) অনুযায়ী ঘোষিত মূল্যভিত্তির কোন পরিবর্তন সাধনের প্রয়োজন হইলে, উক্ত পরিবর্তন কার্যকর করিবার সাত কার্যদিবস পূর্বে নিবন্ধিত ব্যক্তি ফরম [“মূসক-১” বা, ক্ষেত্রমত, “মূসক-১খ”] এ মূল্যভিত্তির একটি নতুন ঘোষণা বা পূর্বে দাখিলকৃত ঘোষণার সংশোধনী, যাহাই প্রযোজ্য হউক না কেন, বিভাগীয় কর্মকর্তার নিকট দাখিল করিবেন এবং নতুনভাবে বা সংশোধিত ঘোষিত মূল্যভিত্তি অনুযায়ী প্রদেয় কর নিরূপণ ও পরিশোধ করিবেন। বিভাগীয় কর্মকর্তা ঘোষিত মূল্য সম্পর্কিত তথ্যাদি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট সার্কেল ১০[রাজস্ব কর্মকর্তা] এবং কমিশনারের দপ্তরের কম্পিউটার সেলকে অবহিত করিবেন।
১১[(২ক) উপ-বিধি (১ক) অনুযায়ী দাখিলকৃত ঘোষণাপত্রের কোন পরিবর্তন সাধনের প্রয়োজন হইলে, উক্ত পরিবর্তন কার্যকর করিবার সাত কার্যদিবস পূর্বে অব্যাহতিপ্রাপ্ত অথবা বাংলাদেশ হইতে রপ্তানিকৃত বা রপ্তানিকৃত বলিয়া গণ্য পণ্যের উৎপাদক ফরম “মূসক-১গ” তে একটি নূতন ঘোষণা বা পূর্বে দাখিলকৃত ঘোষণার সংশোধনী, যাহাই প্রযোজ্য হউক না কেন, বিভাগীয় কর্মকর্তার নিকট দাখিল করিবেন এবং বিভাগীয় কর্মকর্তা উক্তরূপ নূতন ঘোষণা বা, ক্ষেত্রমত, পূর্বে দাখিলকৃত ঘোষণার সংশোধনী যাচাই-বাছাই করিয়া প্রাপ্ত ঘোষণা, প্রয়োজনে সংশোধনপূর্বক, অনুমোদন করিবেন:
তবে শর্ত থাকে যে, নিবন্ধিত ব্যক্তি কর্তৃক প্রদত্ত ঘোষণায় কোন পরিবর্তন বা সংশোধনী, আনয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে যুক্তিসঙ্গত শুনানীর সুযোগ প্রদান করিতে হইবে।]
১২[(২খ) ক্রেতার নিকট হইতে প্রাপ্য পণের পরিবর্তন না ঘটিলে এবং মূল্য সংযোজন পরিবর্তনের হার পাঁচ শতাংশের কম হইলে, উপ-বিধি (২) এবং (২ক) এর বিধান অনুযায়ী ঘোষণা প্রদানের প্রয়োজন হইবে না:
তবে শর্ত থাকে যে, এই বিধানের কারণে উপ-বিধি (৩) এ বর্ণিত তদন্ত বা জরিপ সংক্রান্ত কার্যক্রমের এখতিয়ার ক্ষুণ্য হইবে না।]
(৩) উপ-বিধি (১) বা (২)  ১৩[বা বিধি ৩খ] অনুযায়ী ঘোষিত মূল্যভিত্তির বিষয়ে পরবর্তী সময়ে বিভাগীয় কর্মকর্তা, সার্কেল ১৪[রাজস্ব কর্মকর্তা], অথবা কমিশনারের নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোন মূল্য সংযোজন কর কর্মকর্তা কর্তৃক এতদুদ্দেশ্যে পরিচালিত তদন্তে বা বাজার জরিপে  ১৫[অথবা সার্কেল, বিভাগ বা কমিশনারের দপ্তরে রক্ষিত অভিন্ন বা অনুরূপ বা সমজাতীয় পণ্যের মূল্য সংযোজনের পরিমাণ ও বিভাজন, প্রতিষ্ঠানের প্রকৃত ব্যয়, ঘোষিত মূল্য, অনুমোদিত মূল্য বা বাজার মূল্য সংক্রান্ত তথ্য উপাত্তের ভিত্তিতে পরিচালিত তদন্তে বা জরীপে] প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যদি প্রতীয়মান হয় যে-
(ক)    পণ্যের ঘোষিত মূল্যভিত্তি আইনের ধারা ৫ এর সহিত অসঙ্গতিপূর্ণ, বা
(খ)    একই অধিক্ষেত্র বা অন্য কোন অধিক্ষেত্রের অনুরূপ প্রকৃতি ও গুণগতমানের পণ্যের মূল্যভিত্তির তুলনায় ঘোষিত মূল্যভিত্তি উল্লেখযোগ্য পরিমাণে কম, বা
(গ)    ফরম ১৬[“মূসক-১” বা, ক্ষেত্রমত, “মূসক-১খ”] এ প্রদর্শিত মূল্য সংযোজনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কম, বা
(ঘ)    পণ্যের সরবরাহকারী ও সরবরাহ গ্রহীতার মধ্যে বিদ্যমান কোন সম্পর্কের কারণে বা তাহাদের পারস্পরিক বা যে কোন এক পক্ষের আর্থিক সুবিধা লাভের উদ্দেশ্যে ঘোষিত মূল্যভিত্তি উল্লেখযোগ্যভাবে কম,
এবং সেই কারণে মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক কম পরিশোধিত হইয়াছে বা হইতে পারে, তাহা হইলে বিভাগীয় কর্মকর্তা, নিবন্ধিত ব্যক্তিকে যুক্তিসঙ্গত শুনানীর সুযোগ প্রদান করার পর, উক্তরূপে সংগৃহীত বা প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যুক্তিসঙ্গত মূল্যভিত্তি নির্ধারণ করিতে পারিবেন এবং ঘোষণার তারিখ হইতে উক্ত মূল্যভিত্তি অনুযায়ী সংশ্লিষ্ট সকল কর-মেয়াদে প্রদেয় কর নিরূপণ ও পরিশোধযোগ্য হইবে।
ব্যাখ্যা।― এই উপবিধির অধীনে বিভাগীয় কর্মকর্তা কর্তৃক মূল্যভিত্তি ও কর নির্ধারণের কারণে, আইন বা এই বিধিমালার অধীনে সংঘটিত কোন অপরাধের দ- সম্পর্কিত বিধানের কার্যকারিতা ক্ষুণ্য হইবে না]  ১৭[: তবে শর্ত থাকে যে, বিভাগীয় কর্মকর্তা মূল্য ঘোষণা প্রাপ্তির  ১৮[পনের] কার্যদিবসের মধ্যে উল্লিখিত কার্যক্রম সম্পন্ন করিতে ব্যর্থ হইলে ঘোষিত মূল্য বিষয়ে তাঁহার কোন আপত্তি নাই বলিয়া গণ্য হইবে।]
১৯[(৪), (৫) বিলুপ্ত]
(৬) ধারা ৫ এর উপ-ধারা (৫) অনুযায়ী বাণিজ্য বাটা প্রদানের ক্ষেত্রে নিবন্ধিত ব্যক্তিকে আসল এবং বাণিজ্য বাটা প্রদানের পর যে মূল্যে পণ্য সরবরাহ হইবে সেই মূল্য এবং যে মেয়াদের জন্য বাণিজ্য বাটা কার্যকর হইবে সেই মেয়াদ উল্লেখ পূর্বক একটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রচার ও সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাকে অবহিত করিতে হইবে এবং বাণিজ্য বাটার পরিমাণ প্রকৃত মূল্যের পনের শতাংশের অধিক হইতে পারিবে না এবং যেকোনো বার মাস সময়ে সর্বোচ্চ তিরিশ দিনের জন্য বাণিজ্য বাটা প্রদান করা যাইবে।
(৭) উপ-বিধি (১) হইতে (৬) এ যাহাই থাকুক না কেন, ২০[কমিশনার] নিবন্ধিত ব্যক্তির আবেদনক্রমে বা স্বতঃপ্রবৃত্ত হইয়া  ২১[বা বিভাগীয় কর্মকর্তার অনুরোধক্রমে] পণ্যের বাজারমূল্য উঠা-নামার কারণে বা তাঁহার বিবেচনায় অন্যকোনো বিশেষ কারণে কোনো পণ্য বা পণ্যশ্রেণির ক্ষেত্রে কর নিরূপণের জন্য মূল্যভিত্তি স্থির করিতে পারিবেন  ২২[:
২৩[তবে শর্ত থাকে যে, বিভাগীয় কর্মকর্তা ঘোষিত মূল্য অপেক্ষা উচ্চতর মূল্যভিত্তি নিরূপণ করিলে সংশ্লিষ্ট নিবন্ধিত ব্যক্তি উক্তরূপ উচ্চতর মূল্য নিরূপণের তারিখ হইতে ত্রিশ কার্যদিবসের মধ্যে উক্ত নিরূপিত মূল্যভিত্তি পুনর্বিবেচনার নিমিত্ত কমিশনারের নিকট আবেদন দাখিল করিতে পারিবেন এবং আবেদন প্রাপ্তির তারিখ হইতে পনের কার্যদিবসের মধ্যে কমিশনার উক্ত আবেদনের উপর সিদ্ধান্ত প্রদান করিতে ব্যর্থ হইলে তিনি আবেদনটি মঞ্জুর করিয়াছেন বলিয়া গণ্য হইবে:]
আরও শর্ত থাকে যে, স্বতঃপ্রবৃত্ত হইয়া বা বিভাগীয় কর্মকর্তার অনুরোধক্রমে মূল্য ভিত্তি স্থির করার ক্ষেত্রে, কমিশনার কোন পণ্য বা পণ্যশ্রেণীর মূল্য বিষয়ে সুপারিশ প্রদানের জন্য, বোর্ড কর্তৃক আদেশ দ্বারা গঠিত, মূল্যভিত্তি পর্যালোচনা কমিটিকে অনুরোধ করিতে পারিবেন।]
(৮) সরবরাহযোগ্য পণ্যের ঘোষিত মূল্য তালিকা পণ্য প্রস্তুতকরণ বা উৎপাদনস্থলের  ২৪[বা ব্যবসায়স্থলের] এইরূপ কোনো স্থানে আঁটিয়া রাখিতে হইবে যাহাতে উহা সহজেই দৃষ্টিগোচর হয়।]
২৫[(৯) যে সকল উৎপাদিত বা সরবরাহযোগ্য পণ্যের ওপর আইন এর ধারা ৫ এর উপ-ধারা (৭) অনুযায়ী বোর্ড কর্তৃক ট্যারিফ মূল্য নির্ধারণ করা হইয়াছে সে সকল প্রত্যেকটি পণ্যের জন্য নিবন্ধিত ব্যক্তিকে ফরম “মূসক-১ক”-এ উপকরণ-উৎপাদ সম্পর্ক বা সহগ (input-output co-efficient) সম্পর্কিত একটি ঘোষণা সংশ্লিষ্ট এলাকার বিভাগীয় কর্মকর্তার নিকট দাখিল করিতে হইবে এবং বিভাগীয় কর্মকর্তা উক্ত ঘোষণাপত্র যাচাই বাছাই করিয়া প্রাপ্ত তথ্য প্রয়োজনে সংশোধনপূর্বক অনুমোদন করিবেন এবং নিবন্ধিত ব্যক্তি উক্তরূপে অনুমোদিত উপকরণ-উৎপাদ সম্পর্ক বা সহগের ভিত্তিতে ট্যারিফ মূল্যের অধীন পণ্যের প্রদেয় মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক নিরূপণ ও প্রদান করিবেন:
তবে শর্ত থাকে যে, নিবন্ধিত ব্যক্তি কর্তৃক প্রদত্ত ঘোষণায় কোনো পরিবর্তন বা সংশোধনী আনয়নের ক্ষেত্রে নিবন্ধিত ব্যক্তিকে যুক্তিসঙ্গত শুনানীর সুযোগ প্রদান করিতে হইবে।]


মূসক এসআরও নং-৯০, তারিখ: ০৯/০৬/১৯৯৪ দ্বারা বিধি ৩ এর পরিবর্তে নূতন বিধি ৩ প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৩০৬, তারিখ: ০৭/০৬/২০০১ দ্বারা বিদ্যমান উপান্তটীকার পরিবর্তে নূতন উপান্তটীকা প্রতিস্থাপিত এবং উপ-বিধি (১) এর পরিবর্তে নূতন উপ-বিধি (১) প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৫১১, তারিখ: ১১/০৬/২০০৯ দ্বারা “দাড়ির” পরিবর্তে “কোলন” প্রতিস্থাপিত এবং নূতন শর্ত সংযোজিত।
মূসক এসআরও নং-৫২৭, তারিখ: ৩০/০৬/২০০৯ দ্বারা উপ-বিধি (১ক) এর পরিবর্তে নূতন উপ-বিধি (১ক) প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা দাঁড়ি চিহ্নের পরিবর্তে কোলন চিহ্ন প্রতিস্থাপিত এবং অতঃপর নূতন শর্তাংশ সংযোজিত।
মূসক এসআরও নং-৫১১, তারিখ: ১১/০৬/২০০৯ দ্বারা উপ-বিধি (১খ) এর পরিবর্তে নূতন উপ-বিধি (১খ) এবং (১গ) প্রতিস্থাপিত।

মূসক এসআরও নং-৫৬৪, তারিখ: ৩০/০৬/২০১০ দ্বারা উপ-বিধি (১ঘ) এবং (১ঙ) এর পরিবর্তে নূতন উপ-বিধি (১ঘ) এবং (১ঙ) প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-১১৭, তারিখ: ১৫/০৬/১৯৯৫ দ্বারা উপ-বিধি (২) ও (৩) এর পরিবর্তে নূতন উপ-বিধি (২) ও (৩) প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৫১১, তারিখ: ১১/০৬/২০০৯ দ্বারা ““মূসক-১”” শব্দ, চিহ্ন এবং সংখ্যার পরিবর্তে প্রতিস্থাপিত।
১০মূসক এসআরও নং-৫৬৪, তারিখ: ৩০/০৬/২০১০ দ্বারা “সুপারিনটেনডেন্ট” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
১১মূসক এসআরও নং-৫১১, তারিখ: ১১/০৬/২০০৯ দ্বারা নূতন উপ-বিধি (২ক) সন্নিবেশিত।
১২মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা নূতন উপ-বিধি (২খ) সন্নিবেশিত।
১৩মূসক এসআরও নং-৪০৮, তারিখ: ১০/০৬/২০০৪ দ্বারা “উপ-বিধি (১) বা (২)” শব্দগুলি, বন্ধনীগুলি ও সংখ্যাগুলির পর “বা বিধি ৩খ” শব্দগুলি ও সংখ্যা সংযোজিত।
১৪মূসক এসআরও নং-৫৬৪, তারিখ: ৩০/০৬/২০১০ দ্বারা “সুপারিনটেনডেন্ট” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
১৫মূসক এসআরও নং-২৬৫, তারিখ: ০৮/০৬/২০০০ দ্বারা “কোন মূল্য সংযোজন কর কর্মকর্তা কর্তৃক এতদুদ্দেশে পরিচালিত তদন্তে বা বাজার জরীপে” শব্দগুলির পর “অথবা সার্কেল, বিভাগ বা কমিশনারের দপ্তরে রক্ষিত অভিন্ন বা অনুরূপ বা সমজাতীয় পণ্যের মূল্য সংযোজনের পরিমাণ ও বিভাজন, প্রতিষ্ঠানের প্রকৃত ব্যয়, ঘোষিত মূল্য, অনুমোদিত মূল্য বা বাজার মূল্য সংক্রান্ত তথ্য উপাত্তের ভিত্তিতে পরিচালিত তদন্তে বা জরীপে” শব্দগুলি ও কমাগুলি সন্নিবেশিত।
১৬মূসক এসআরও নং-৫১১, তারিখ: ১১/০৬/২০০৯ দ্বারা “মূসক-১” শব্দ,চিহ্ন এবং সংখ্যার পরিবর্তে প্রতিস্থাপিত।

১৭মূসক এসআরও নং-১৫০, তারিখ: ১২/০৬/১৯৯৭ দ্বারা “দাঁড়ির” পরিবর্তে “কোলন” প্রতিস্থাপিত এবং তৎপর নূতন শর্তাংশ সন্নিবেশিত।
১৮মূসক এসআরও নং-৩০৬, তারিখ: ০৭/০৬/২০০১ দ্বারা “দশ” শব্দটির পরিবর্তে প্রতিস্থাপিত।
১৯মূসক এসআরও নং-১১৭, তারিখ: ১৫/০৬/১৯৯৫ দ্বারা উপ-বিধি (৪) ও (৫) বিলুপ্ত।
২০মূসক এসআরও নং-১১৭, তারিখ: ১৫/০৬/১৯৯৫ দ্বারা “কালেক্টর” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
২১মূসক এসআরও নং-১৫০, তারিখ: ১২/০৬/১৯৯৭ দ্বারা “স্বতঃপ্রবৃত্ত হইয়া” শব্দগুলির পর “ বা বিভাগীয় কর্মকর্তার অনুরোধক্রমে” শব্দগুলি সন্নিবেশিত।
২২মূসক এসআরও নং-১৫০, তারিখ: ১২/০৬/১৯৯৭ দ্বারা “দাঁড়ির” পরিবর্তে “কোলন” প্রতিস্থাপিত এবং তৎপর নূতন শর্তাংশ সংযোজিত।
২৩মূসক এসআরও নং-৩৪০, তারিখ: ০৬/০৬/২০০২ দ্বারা বিধি ৩ এর উপ-বিধি (৭) এর প্রথম শর্তাংশের পরিবর্তে প্রতিস্থাপিত।
২৪মূসক এসআরও নং-১২৮, তারিখ: ২৮/০৭/১৯৯৬ দ্বারা “উৎপাদনস্থলের” শব্দটির পর “বা ব্যবসায়স্থলের” শব্দগুলি সন্নিবেশিত।
২৫মূসক এসআরও নং-৩০৬, তারিখ: ০৭/০৬/২০০১ দ্বারা নূতন উপ-বিধি (৯) সংযোজিত।

 

৩ক। সেবার ক্ষেত্রে মূল্য সংযোজন কর ধার্যের জন্য মূল্য ঘোষণা

 [৩ক। সেবার ক্ষেত্রে মূল্য সংযোজন কর ধার্যের জন্য মূল্য ঘোষণা।― বোর্ড, সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা, করযোগ্য কোন সেবা প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিবন্ধিত ব্যক্তি কর্তৃক মূল্য সংযোজন কর ধার্যের জন্য মূল্যভিত্তি ঘোষণা প্রদানের আদেশ প্রদান ও ঘোষণার পদ্ধতি নির্ধারণ করিতে পারিবে।]


মূসক এসআরও নং-১২৮, তারিখ: ২৮/০৭/১৯৯৬ দ্বারা নূতন বিধি “৩ক” সন্নিবেশিত।

৩কক। মূল্য ঘোষণা দাখিলের দায় হইতে অব্যাহতি

[৩কক। মূল্য ঘোষণা দাখিলের দায় হইতে অব্যাহতি।― সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা যে সমস্ত পণ্য বা সেবার ক্ষেত্রে ধারা ৫ এর উপ-ধারা (২গ) অনুযায়ী পশ্চাদগণনা (back calculation) এর মাধ্যমে উৎপাদন বা সেবা প্রদান স্তরে সমুদয় মূল্য সংযোজন কর বা সম্পূরক শুল্ক বা মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আদায় করিবে, সেই সমস্ত পণ্য বা সেবাকে উক্ত প্রজ্ঞাপনে বর্ণিত শর্তসাপেক্ষে মূল্য ঘোষণা দাখিলের দায় হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে।]


মূসক এসআরও নং-৫১১, তারিখ: ১১/০৬/২০০৯ দ্বারা নূতন বিধি ৩কক সন্নিবেশিত।

৩খ। অভিন্ন মূল্যে উৎপাদনকারী বা আমদানিকারক কর্তৃক পণ্য সরবরাহ পদ্ধতি

[৩খ। অভিন্ন মূল্যে উৎপাদনকারী বা আমদানিকারক কর্তৃক পণ্য সরবরাহ পদ্ধতি।― কোন উৎপাদনকারী কর্তৃক উৎপাদন পর্যায়ে বা আমদানিকারক কর্তৃক সরবরাহ পর্যায়ে পণ্যের গায়ে বা ধারকে বা প্যাকেটে মুদ্রিত আকারে কোন পণ্য সরবরাহ করার ক্ষেত্রে নিম্নবর্ণিত পদ্ধতি অনুসরণ করিতে হইবে, যথা:
(ক)    করযোগ্য পণ্য সরবরাহের পূর্বে উৎপাদনকারী বা আমদানিকারক উৎপাদিত বা সরবরাহযোগ্য পণ্যের উপর প্রদেয় মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক ধার্যের উদ্দেশ্যে বিধি ৩ এ বিধৃত পদ্ধতিতে মূল্য ঘোষণা করিবে:
তবে শর্ত থাকে যে, উক্তরূপ মূল্য ঘোষণার ক্ষেত্রে উৎপাদন পর্যায়ের ঘোষণা এবং পণ্যের চূড়ান্ত সরবরাহ পর্যায়ের যাবতীয় ব্যয়, মুনাফা ও কমিশন পৃথকভাবে  [“মূসক-১” বা, ক্ষেত্রমত, “মূসক-১খ”] এ প্রদর্শন করিবে;
(খ)    উৎপাদনকারী বা আমদানিকারক এইমর্মে বোর্ডে অঙ্গীকারনামা দাখিল করিবে যে, ঘোষিত অভিন্ন মূল্য পণ্যের গায়ে বা ধারকে বা প্যাকেটের দৃশ্যমান স্থানে অনপনীয় কালিতে মুদ্রিত থাকিবে এবং দেশের সর্বত্র উক্ত অভিন্ন মূল্যেই পণ্য সরবরাহ করা হইবে;
(গ)    দফা (খ) এ উল্লিখিত অঙ্গীকারনামা বোর্ডে দাখিলের সময় অঙ্গীকারনামার সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করিতে হইবে;
(ঘ)    দফা (গ) এর অধীন কাগজপত্র দাখিলের সময় পণ্যের গায়ে বা ধারকে বা প্যাকেটে মুদ্রিত মূল্যের পাশে বা নীচে বা উপরে “মূসক পরিশোধিত” বা, ক্ষেত্রমত, “ঠঅঞ ঢ়ধরফ” মুদ্রণ সম্বলিত পণ্যের নমুনা দাখিল করিতে হইবে;
(ঙ)    বোর্ডের অনুমোদন প্রাপ্তির পর বিভাগীয় কর্মকর্তা সংশ্লিষ্ট উৎপাদনকারী বা আমদানিকারককে উহা অবহিত করিবেন এবং তৎকর্তৃক নির্দিষ্টকৃত তারিখ হইতে উল্লিখিত পণ্য সরবরাহ করা যাইবে;
(চ)    নিজস্ব বিক্রয়কেন্দ্রে বা পরিবেশক বা ডিলার বা এজেন্ট কর্তৃক পণ্য সরবরাহ বা বিক্রয়কালে  “মূসক-১১” চালানে “উৎসে সমুদয় মূসক পরিশোধিত” মর্মে সীল প্রদান করিয়া পণ্য সরবরাহ বা বিক্রয় করিতে হইবে।]


মূসক এসআরও নং-৪০৮, তারিখ: ১০/০৬/২০০৪ দ্বারা নূতন বিধি ৩খ সন্নিবেশিত।
মূসক এসআরও নং-৫১১, তারিখ: ১১/০৬/২০০৯ দ্বারা “মূসক-১ক” শব্দ,চিহ্ন ও সংখ্যার পরিবর্তে প্রতিস্থাপিত।

 

৪। টার্নওভার কর প্রদান

[৪। টার্নওভার কর প্রদান।― (১) যে কোন করযোগ্য পণ্য সরবরাহকারী বা করযোগ্য সেবা প্রদানকারীর বার্ষিক টার্নওভার  [ষাট লক্ষ] টাকার নিম্নে হইলে তাহাকে বার্ষিক টার্নওভারের উপর [ধারা ৮ এ বর্ণিত হারে] টার্নওভার কর প্রদান করিতে হইবে।
(২) উপ-বিধি (১) অনুযায়ী টার্নওভার কর প্রদানে বাধ্য কোন ব্যক্তিকে টার্নওভার কর প্রদানের নিমিত্তে [বিভাগীয় কর্মকর্তার] নিকট তালিকাভুক্ত হইতে হইবে। এতদুদ্দেশ্যে সংশ্লিষ্ট ব্যক্তিকে  [“ফরম মূসক-৬”] এ  [বিভাগীয় কর্মকর্তার] নিকট আবেদন করিতে হইবে।  [বিভাগীয় কর্মকর্তা] আবেদনকারীর বার্ষিক টার্নওভার সম্পর্কে সন্তুষ্ট হইলে তাহাকে আবেদনপত্র প্রাপ্তির সাত কার্যদিবসের মধ্যে তালিকাভুক্ত করিবেন এবং  [ফরম “মূসক-৮”] এ তৎসম্পর্কে একটি প্রত্যয়নপত্র প্রদান করিবেন।
[(২ক) উপ-বিধির (২) এর অধীন তালিকাভুক্তির তারিখ হইতে পরবর্তী প্রত্যেক বৎসরের প্রথম ত্রিশ দিনের মধ্যে  ১০[বিভাগীয় কর্মকর্তার] নিকট উক্ত বৎসরের প্রাক্কলিত টার্নওভারের পরিমাণ এবং কর প্রদান পদ্ধতি সংক্রান্ত একটি ঘোষণা (প্রথম ও দ্বিতীয় অনুলিপিসহ) ফরম “মূসক-২খ” এ প্রদান করিতে হইবে। উক্ত ঘোষণায় বর্ণিত তথ্যাদি  ১১[বিভাগীয় কর্তকর্তার] নিকট
গ্রহণযোগ্য বিবেচিত হইলে তিনি পরবর্তী ত্রিশ কার্যদিবসের মধ্যে উহা অনুমোদনপূর্বক একটি অনুলিপি তালিকাভুক্ত ব্যক্তির নিকট প্রেরণ করিবেন  ১২[:
তবে শর্ত থাকে যে, কোন ব্যক্তি কর্তৃক ঘোষিত টার্নওভার ১৩[বিভাগীয় কর্তকর্তা] কর্তৃক সুস্পষ্ট ও যৌক্তিক কারণে গ্রহণযোগ্য বলিয়া বিবেচিত না হইলে তিনি উক্ত ব্যক্তিকে যথাযথ শুনানীর সুযোগদানপূর্বক ত্রিশটি কার্যদিবসের মধ্যে তৎকর্তৃক প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত ব্যক্তির যুক্তিসঙ্গত টার্নওভারের পরিমাণ নির্ধারণ করিতে পারিবেন।]
(৩) তালিকাভুক্ত যে কোন ব্যক্তিকে তালিকাভুক্তির তারিখ হইতেই টার্নওভার কর প্রদান করিতে হইবে।
(৪) তালিকাভুক্ত ব্যক্তি টার্নওভার কর বার্ষিক এককালীন প্রদান করিতে পারিবেন। বার্ষিক এককালীন পরিশোধের ক্ষেত্রে তালিকাভুক্ত হওয়ার পরবর্তী ত্রিশ দিনের মধ্যেই  ১৪[১/১১৩৩/০০০০/০৩১৩] খাতে সরকারী ট্রেজারীতে প্রদেয় টার্নওভার কর জমা প্রদান করিতে হইবে। এককালীন টার্নওভার কর প্রদানকারীকে বৎসরে শুধুমাত্র একবার ফরম “মূসক-৪” এ সংশ্লিষ্ট  ১৫[রাজস্ব কর্মকর্তার] নিকট একটি দাখিলপত্র পেশ করিতে হইবে এবং দাখিলপত্রের সহিত টার্নওভার কর পরিশোধের প্রমাণস্বরূপ ট্রেজারী চালানের মূল কপি সংযুক্ত করিতে হইবে।
১৬[(৫) তালিকাভুক্ত ব্যক্তি টার্নওভার কর, ইচ্ছা করিলে, মাসিক বা ত্রৈমাসিক ভিত্তিতে প্রদান করিতে পারিবে। এইরূপ ক্ষেত্রে তালিকাভুক্ত ব্যক্তিকে তালিকাভুক্ত হওয়ার তারিখ হইতে পরবর্তী ত্রিশ দিনের মধ্যে মাসিক ও ত্রৈমাসিক ভিত্তির ক্ষেত্রে টার্নওভার করের যথাক্রমে বার ভাগের এক ভাগ ও চার ভাগের এক ভাগ পরিমাণ উপ-বিধি (৪) এ বর্ণিত ব্যবস্থায় পরিশোধ করিতে হইবে। অবশিষ্ট প্রদেয় টার্নওভার কর, মাসিক ভিত্তির ক্ষেত্রে পরবর্তী প্রতি মাসের পনের দিনের মধ্যে এবং ত্রৈমাসিক ভিত্তির ক্ষেত্রে, প্রতি তিন মাস অতিক্রান্ত হওয়ার পনের দিনের মধ্যে উপ-বিধি (৪) এ বর্ণিত ব্যবস্থায় পরিশোধ করিতে হইবে। মাসিক ও ত্রৈমাসিক ভিত্তিতে টার্নওভার কর পরিশোধের ক্ষেত্রে তালিকাভুক্ত হওয়ার দিন হইতে শুরু করিয়া  যথাক্রমে প্রতি মাস ও প্রতি তিন মাস (ইংরেজি মাস) অতিক্রান্ত হওয়ার পনের দিনের মধ্যে ফরম “মূসক-৪” - এ  ১৭[রাজস্ব কর্মকর্তার] নিকট পৃথক পৃথক কর মেয়াদের জন্য দাখিলপত্র পেশ করিতে হইবে এবং দাখিলপত্রের সহিত টার্নওভার কর পরিশোধের প্রমাণস্বরূপ ট্রেজারী চালানের মূল কপিও সংযুক্ত করিতে হইবে।]
১৮[(৫ক)  উপ-বিধি (৫) এর অধীন নির্ধারিত সময়ের মধ্যে দাখিলপত্র পেশ করিতে ব্যর্থ হইলে উক্ত সময় অতিক্রান্ত হইবার ৭(সাত) কার্যদিবসের মধ্যে সংশি-ষ্ট ম–ল্য সংযোজন কর কর্মকর্তা নোটিশ দ্বারা নোটিশে উলি-খিত সময়-সীমার মধ্যে প্রদেয় টার্ণওভার কর পরিশোধপ–র্বক দাখিলপত্র পেশ করিবার জন্য তালিকাভুক্ত ব্যক্তিকে নোটিশ দিবেন এবং উহার অনুলিপি সংশি-ষ্ট বিভাগীয় কর্মকর্তার নিকট প্রেরণ করিবেন।
(৫খ) উপ-বিধি (৫ক) এর অধীন প্রদত্ত নোটিশে উলি-খিত সময়-সীমার মধ্যে কর পরিশোধ করিয়া দাখিলপত্র পেশ করিতে ব্যর্থ হইলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করিয়া ন্যায়-নির্ণয়ের জন্য বিভাগীয় কর্মকর্তার নিকট প্রেরণ করিতে হইবে।”]

১৯[(৬)    বিলুপ্ত]     ২০[(৭) হতে (১২) বিলুপ্ত]     ২১[(১৩)    বিলুপ্ত]

২২[(১৩ক) তালিকাভুক্ত ব্যক্তি  ২৩[“উপ-বিধি (২ক) এর বিধান প্রতিপালনে ব্যর্থ হইলে অথবা”]  ২৪[বিভাগীয় কর্মকর্তা] কর্তৃক নির্ধারিত বার্ষিক টার্নওভার কর উপ-বিধি (৪) বা উপ-বিধি (৫) এ বর্ণিত পদ্ধতিতে পরিশোধে ব্যর্থ হইলে ২৫[বিভাগীয় কর্মকর্তা] তাহার উপর সর্বোচ্চ পাঁচ হাজার টাকা অর্থদন্ডসহ, অনাদায়ী পরিমাণের উপর মাসিক দুই শতাংশ হারে ২৬[সুদ] আরোপ করিতে পারিবেন।]
(১৪) টার্নওভার কর সম্পর্কিত যে কোন সরকারী পাওনা ধারা ৫৬ তে বর্ণিত পদ্ধতিতে আদায়যোগ্যে হইবে।

(১৫) ভুলবশতঃ বা অধিক পরিশোধিত টার্নওভার কর সংক্রান্ত যে কোন অর্থ ২৭[ফেরত প্রদানের (জবভঁহফ) ক্ষেত্রে] ধারা ৬৭ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যাইবে।
(১৬) টার্নওভার কর প্রদানকারী ব্যক্তি তাহার পণ্য প্রস্তুতকরণ বা উৎপাদনস্থল হইতে পণ্য অপসারণকালে বা সেবা প্রদানকালে  ২৮[ফরম “মূসক-১৭ক” এ তাহার লেনদেনের হিসাব] সংরক্ষণ করিবেন এবং পণ্য অপসারণ বা সেবা প্রদানকালে ইস্যুকৃত ক্যাশ মেমোতে তাহার তালিকাভুক্তির নম্বর স্পষ্টভাবে উল্লেখ করিবেন।
২৯[(১৭) ধারা ১৭ অনুযায়ী মূল্য সংযোজন কর প্রদানের জন্য স্বেচ্ছায় নিবন্ধিত কোনো ব্যক্তির ক্ষেত্রে এবং ধারা ৮ এর উপ-ধারা (৪) অনুযায়ী জারীকৃত আদেশে বর্ণিত পণ্য ও সেবা প্রদানকারীর ক্ষেত্রে এই বিধি প্রযোজ্য হইবে না।
(১৮) তালিকাভুক্ত ব্যক্তির প্রকৃত বার্ষিক টার্নওভার তালিকাভুক্তির ৩০[পর যে কোন সময়] উপ-বিধি (১) এ বর্ণিত পরিমাণের অধিক হইলে তাহাকে তালিকাভুক্তি নম্বর বাতিলের আবেদনপত্র সহ ধারা (১৫) এর অধীন নিবন্ধনের জন্য ফরম মূসক-৬ এ সংশ্লিষ্ট স্থানীয় মুল্য সংযোজন কর কার্যালয়ে আবেদন করিতে হইবে।
(১৯) ৩১[বিভাগীয় কর্মকর্তা] প্রতি মাসে  ৩২[তৎপূর্ববর্তী মাসে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, ব্যবসার ধরন ও বার্ষিক টার্ণওভারের পরিমাণসহ উক্ত মাস পর্যন্ত] তালিকাভুক্তির সংখ্যা এবং টার্নওভার কর আদায় সংক্রান্ত তথ্যাবলির একটি কপি  ৩৩[কমিশনারের] নিকট প্রেরণ করিবেন।
 ৩৪[(২০) উপ-বিধি (১৯) এর অধীন তথ্য প্রাপ্তির পর  ৩৫[কমিশনার], যথাশ্রীঘ্র সম্ভব, তালিকাভুক্ত ব্যক্তির বার্ষিক টার্নওভার কর সংক্রান্ত তথ্য পরীক্ষা করিবেন এবং উক্তরূপ পরীক্ষা করিবার পর যদি ৩৬[কমিশনারের] নিকট প্রতীয়মান হয় যে, তালিকাভুক্ত ব্যক্তি কোন ভুল বা মিথ্যা তথ্য সরবরাহপূর্বক তালিকাভুক্ত হইয়াছেন বা অনুরূপ তথ্যের কারণে টার্নওভার কম নির্ধারিত হইয়াছে, সেইক্ষেত্রে ৩৭[কমিশনার] তালিকাভুক্ত ব্যক্তিকে তৎসম্পর্কে নোটিশ প্রদানপূর্বক দশ কার্যদিবসের মধ্যে আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য প্রদানের সুযোগ প্রদান করিবেন এবং প্রাপ্ত জবাবে  ৩৮[কমিশনার] সন্তুষ্ট না হইলে ৩৯[বিভাগীয় কর্মকর্তা] এর উপস্থিতিতে শুনানীর সুযোগ প্রদান করিয়া―
(ক)    তালিকাভুক্ত ব্যক্তির টার্ণওভার পুণঃনির্ধারণ করিতে পারিবেন; অথবা
(খ)    টার্ণওভার তালিকাভুক্তি বাতিলপূর্বক সংশ্লিষ্ট ব্যক্তিকে নিবন্ধিত হইয়া তালিকাভুক্তির তারিখ হইতে প্রযোজ্য হারে মূল্য সংযোজন কর প্রদান করিবার আদেশ প্রদান করিতে     পারিবেন।]

 

 


মূসক এসআরও নং-৯০, তারিখ: ০৯/০৬/১৯৯৪ দ্বারা বিধি ৪ এর পরিবর্তে নূতন বিধি ৪ প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা “চল্লিশ লক্ষ” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-১৭৯, তারিখ: ০৭/০৬/২০১২ দ্বারা “তিন শতাংশ হারে” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা “সুপারিনটেনডেন্টের” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-১৭৫, তারিখ: ১১/০৬/১৯৯৮ দ্বারা “ফরম মূসক-২” শব্দগুলি ও সংখ্যার পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা “সুপারিনটেনডেন্টের” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা “সুপারিনটেনডেন্ট” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-১৭৫, তারিখ: ১১/০৬/১৯৯৮ দ্বারা “ফরম মূসক-২” শব্দগুলি ও সংখ্যার পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-২১২, তারিখ: ১০/০৬/১৯৯৯
১০মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা “সুপারিনটেনডেন্টের” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
১১মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা “সুপারিনটেনডেন্টের” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।

১২মূসক এসআরও নং-২৬৫, তারিখ: ০৮/০৬/২০০০ দ্বারা দাঁড়ির (।) পরিবর্তে কোলন (ঃ) প্রতিস্থাপিত এবং তৎপর নূতন শর্তাংশ সংযোজিত।
১৩মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা “সুপারিনটেনডেন্ট” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
১৪মূসক এসআরও নং-৪৫৩, তারিখ: ০৫/০৩/২০০৬ দ্বারা “১/১১৩৩/০০০০/০৯২১” সংখ্যাগুলি ও চিহ্নগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
১৫মূসক এসআরও নং-৫৬৪, তারিখ: ৩০/০৬/২০১০ দ্বারা “সুপারিনটেনডেন্টের” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
১৬মূসক এসআরও নং-১২৫, তারিখ: ২৯/০২/১৯৯৬ দ্বারা উপ-বিধি (৫) এর পরিবর্তে নূতন উপ-বিধি (৫) প্রতিস্থাপিত।
১৭মূসক এসআরও নং-৫৬৪, তারিখ: ৩০/০৬/২০১০ দ্বারা “সুপারিনটেনডেন্টের” শব্দের পরিবর্তে শব্দগুলি প্রতিস্থাপিত।
১৮মূসক এসআরও নং-১৭৯, তারিখ: ০৭/০৬/২০১২ দ্বারা উপ-বিধি (৫ক) ও (৫খ) সন্নিবেশিত।
১৯মূসক এসআরও নং-৩৭০, তারিখ: ১২/০৬/২০০৩ দ্বারা উপ-বিধি (৬) বিলুপ্ত।
২০মূসক এসআরও নং-৩৬৪, তারিখ: ৩০/০১/২০০৩
২১মূসক এসআরও নং-৩৭০, তারিখ: ১২/০৬/২০০৩ দ্বারা উপ-বিধি (১৩) বিলুপ্ত।
২২মূসক এসআরও নং-৩৮৬, তারিখ: ০১/০৭/২০০৩ দ্বারা নূতন উপ-বিধি (১৩ক) সন্নিবেশিত।
২৩মূসক এসআরও নং-১৭৯, তারিখ: ০৭/০৬/২০১২ দ্বারা “উপ-বিধি (২ক) এর বিধান প্রতিপালনে ব্যর্থ হইলে অথবা” শব্দগুলি, সংখ্যা, বন্ধনী ও চিহ্ন প্রতিস্থাপিত।
২৪মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা “সুপারিনটেনডেন্ট” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
২৫মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা “সুপারিনটেনডেন্ট” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
২৬মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা “অতিরিক্ত কর” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।

২৭মূসক এসআরও নং-৩৭০, তারিখ: ১২/০৬/২০০৩ দ্বারা “প্রত্যর্পণের ক্ষেত্রে” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
২৮মূসক এসআরও নং-১৭৫, তারিখ: ১১/০৬/১৯৯৮ দ্বারা “তাহার নিজস্ব পন্থায় দলিলাদি” শব্দগুলির পরিবর্তে “ফরম “মূসক-১৭ক” এ তাহার লেনদেনের হিসাব” শব্দগুলি ও সংখ্যা প্রতিস্থাপিত।
২৯মূসক এসআরও নং-২১২, তারিখ: ১০/০৬/১৯৯৯ দ্বারা উপ-বিধি (১৭) এর পরিবর্তে নূতন উপ-বিধি (১৭) প্রতিস্থাপিত এবং এর পর নূতন উপ-বিধি (১৮), (১৯) ও (২০) সংযোজিত।
৩০মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা “তারিখ হইতে এক বৎসর অতিক্রান্ত হওয়ার পর” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
৩১মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা “সুপারিনটেনডেন্ট” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
৩২মূসক এসআরও নং-৫১১, তারিখ: ১১/০৬/২০০৯ দ্বারা “প্রতি মাসে” শব্দগুলির পর “তৎপূর্ববর্তী মাসে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, ব্যবসার ধরন ও বার্ষিক টার্ণওভারের পরিমাণসহ উক্ত মাস পর্যন্ত” শব্দগুলি ও কমাগুলি সন্নিবেশিত।
৩৩মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা “বিভাগীয় কর্মকর্তার” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
৩৪মূসক এসআরও নং-৫১১, তারিখ: ১১/০৬/২০০৯ দ্বারা উপ-বিধি (২০) এর পরিবর্তে নূতন উপ-বিধি (২০) প্রতিস্থাপিত।
৩৫মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা “বিভাগীয় কর্মকর্তা” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
৩৬মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা “বিভাগীয় কর্মকর্তার” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
৩৭মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা “বিভাগীয় কর্মকর্তা” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
৩৮মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা “বিভাগীয় কর্মকর্তা” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
৩৯মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা “সুপারিনটেনডেন্ট” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।

 

 

 

৫। মূল্য সংযোজন কর কর্মকর্তাকে ক্ষমতা প্রদান

৫। মূল্য সংযোজন কর কর্মকর্তাকে ক্ষমতা প্রদান।― বোর্ড  [আইন] বা বিধিদ্বারা প্রদত্ত যে কোন ক্ষমতা প্রয়োগের কর্তৃত্ব যে কোন মূল্য সংযোজন কর কর্মকর্তাকে প্রদান করিতে পারিবে।


মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা “অধ্যাদেশ” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।

৬। কমিশনার কর্তৃক অন্যান্য কর্মকর্তাদের ক্ষমতা প্রয়োগ

৬।  [কমিশনার] কর্তৃক অন্যান্য কর্মকর্তাদের ক্ষমতা প্রয়োগ।―  [কমিশনার] এই বিধিমালার আওতায় যে কোন কর্মকর্তার উপর আরোপিত সকল বা যে কোন দায়িত্ব বা কোনো কর্মকর্তার উপর ন্যস্ত সকল বা যে কোন ক্ষমতা প্রয়োগ করিতে পারিবেন।


মূসক এসআরও নং-১১৭, তারিখ: ১৫/০৬/১৯৯৫ দ্বারা “কালেক্টর” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-১১৭, তারিখ: ১৫/০৬/১৯৯৫ দ্বারা “কালেক্টর” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।

 

৭। উৎপাদন স্থল, সেবাপ্রদান স্থল, ব্যবসায় স্থল, আবাসস্থল এবং যানবাহণ পরিদর্শন, তল্লাসী ও আটক

 [৭।  [উৎপাদন স্থল, সেবাপ্রদান স্থল, ব্যবসায় স্থল, আবাসস্থল এবং যানবাহণ পরিদর্শন, তল্লাসী ও আটক]।―   [(১) আইন বা এই বিধিমালার কোন বিধান লংঘন করিয়া কোন উৎপাদন স্থল, সেবাপ্রদান স্থল, ব্যবসায় স্থল, আবাসস্থল কিংবা যানবাহনে কর আরোপযোগ্য কোন পণ্য সংরক্ষণ বা সরবরাহ বা বোঝাই বা বহন করা হইতেছে বা কর বা টার্নওভার কর পরিহার করিয়া পণ্য বা সেবা সংরক্ষণ বা সরবরাহ বা বোঝাই বা বহন করা হইতেছে বলিয়া কোন অভিযোগ থাকিলে বা তাহা বিশ্বাস করিবার যুক্তিসঙ্গত কারণ রহিয়াছে বলিয়া বিবেচিত হইলে, সহকারী কমিশনার পদমর্যাদার নিম্নে নহেন এইরূপ কোন মূল্য সংযোজন কর কর্মকর্তা বা তাহার নিকট হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত যে কোন মূল্য সংযোজন কর কর্মকর্তা উক্ত যানবাহনের পথরোধ করিয়া বা উৎপাদন স্থল বা সেবাপ্রদান স্থল বা ব্যবসায় স্থল বা আবাসস্থল বা যানবাহনে প্রবেশ করিয়া উহাতে রক্ষিত বা বোঝাইকৃত বা বহনকৃত পণ্য বা সেবা পরিদর্শন ও তল্লাশী করিতে পারিবেন এবং যানবাহনের চালককে বা দখলদারকে, পণ্য বা সেবা সরবরাহকারী, পণ্য বা সেবা গ্রহীতা বা তাহাদের প্রতিনিধিকে তাৎক্ষণিকভাবে পণ্য বা সেবা সরবরাহে বা গ্রহণে বা পরিবহনে আবশ্যক চালানপত্র প্রদর্শন করিবার নির্দেশ প্রদান করিতে পারিবেন:
    তবে শর্ত থাকে যে, উপর্যুক্ত কারণে উৎপাদনস্থল, সেবাপ্রদানস্থল, ব্যবসায়স্থল, আবাসস্থল ও যানবাহন পরিদর্শন, তল্লাশী বা আটকের ক্ষমতার্পণের আদেশে আদেশ দানকারী কর্মকর্তা সুনির্দিষ্টভাবে এইরূপ কার্যক্রম পরিচালনার এলাকা ও পণ্য বা পণ্য শ্রেণীর বা সেবা বা সেবা শ্রেণীর নাম এবং ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার নাম ও পদবী উল্লেখ করিবেন এবং উক্তরূপ কার্যক্রম পরিচালনাকালে ক্ষমতাপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা তাঁহার পরিচিতি পত্র সঙ্গে বহন করিবেন এবং, প্রয়োজনে, সংশ্লিষ্ট ব্যক্তিকে উহা প্রদর্শন করিবেন।]
(২) উপ-বিধি (১) অনুযায়ী [পণ্য বা সেবা] পরিদর্শন ও তল্লাশীর পর তল্লাশীকৃত যানবাহনে কর অপরিশোধিত অবস্থায় কোন [পণ্য বা সেবা] পরিবাহিত হয় নাই মর্মে উক্ত কর্মকর্তা সন্তুষ্ট হইলে তিনি সংশ্লিষ্ট চালানপত্রের বিপরীত পৃষ্ঠায় উক্ত যানবাহনের [পণ্য বা সেবা] তল্লাশীর সময়, তারিখ ও স্থান উল্লেখপূর্বক তাঁহার স্বাক্ষর ও সিল প্রদান করিবেন।
(৩) উপ-বিধি (১) অনুযায়ী [পণ্য বা সেবা] পরিদর্শন ও তল্লাশীকালে বৈধ চালানপত্র ব্যতিরেকে বা কর ফাঁকি প্রদানপূর্বক কোন [পণ্য বা সেবা] পরিবহন করা হইয়াছে বলিয়া প্রতীয়মান হইলে উক্ত কর্মকর্তা উক্ত [পণ্য বা সেবা] পরিবহণকারী যানবাহনের চালককে বা দখলদারকে, বা ১০[পণ্য বা সেবা] সরবরাহকারী বা সরবরাহগ্রহীতা বা তাহাদের প্রতিনিধিকে ফরম “মূসক-৫” এ একটি প্রাপ্তি রসিদ প্রদানপূর্বক যানবাহনসহ উক্ত ১১[পণ্য বা সেবা] আটক করিবেন ১২[এবং, অন্যান্য ক্ষেত্রে, কর বা টার্নওভার কর ফাঁকি প্রদান সংক্রান্ত পণ্য বা সেবা সরবরাহের প্রাসঙ্গিক প্রমাণ সম্বলিত ১৩[দলিলপত্র ও বাণিজ্যিক দলিলাদি] আটক করিবেন]।
১৪[(৩ক) উপ-বিধি (৩) এ যাহা কিছুই থাকুক না কেন, ১৫[মৌসুমী ইটভাটা মূল্য সংযোজন কর বিধিমালা, ২০০৪] এর আওতায় ইটভাটা হইতে কর আদায়ের ক্ষেত্র ব্যতীত, আটককৃত পণ্য এবং পণ্য বহনকারী যানবাহনের মালিক অভিন্ন ও নিবন্ধিত ব্যক্তি বলিয়া প্রতীয়মান হইলে উক্ত কর্মকর্তা আটককৃত পণ্য পরিবহনকারী যানবাহনের চালকের বা দখলদারের বা পণ্য সরবরাহকারীর বা সরবরাহ গ্রহীতার বা তাহাদের প্রতিনিধির, অতঃপর সরবরাহকারী বলিয়া উল্লিখিত, পরিচয়পত্র, পণ্যের চালানপত্র (যদি থাকে) ও অন্যান্য দলিলাদি আটকপূর্বক ফরম মূসক-৫ক-এর দুইটি কপিতে সরবরাহকারীর স্বাক্ষর গ্রহণ করিবেন এবং স্বাক্ষরিত মূসক-৫ক এর একটি কপিসহ, পণ্যের ন্যায়-নির্ণয়ন অনিষ্পন্ন থাকা অবস্থায়, তাৎক্ষণিকভাবে পণ্য এবং যানবাহন ছাড় প্রদান করিবেন।
(৩খ) আটককৃত  ১৬[পণ্য বা সেবা] বা ১৭[পণ্য বা সেবা] পরিবহনকারী যানবাহনের মালিক মামলা চলাকালীন সময় আটককৃত যানবাহনের জন্য অন্তর্বতীকালীন ছাড় প্রদানের আবেদন জানাইলে, এবং ন্যায়-নির্ণায়নের প্রয়োজনে ন্যায় নির্ণয়কারী কর্মকর্তা কর্তৃক নির্দেশিত স্থান, সময় ও পদ্ধতিতে উক্ত যানবাহন উপস্থাপন করা হইবে এবং উক্তরূপ উপস্থাপনে ব্যর্থ হইলে উক্ত মালিক ধারা ৩৭ অনুযায়ী দ-নীয় হইবেন এবং এই মর্মে ফরম মূসক-৫ক এ অঙ্গীকারনামা প্রদান করিলে, সংশ্লিষ্ট ন্যায় নির্ণয়নকারী কর্মকর্তা উক্ত যানবাহন, আবেদন প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে, আবেদনকারীর অনুকূলে ছাড় প্রদান করিবেন।]

১৮[(৪) উপ-বিধি (২) ও (৩) অনুযায়ী পরিচালিত প্রতিটি পরিদর্শন, তল্লাশী ও আটক সম্পর্কে উক্তরূপ কার্যক্রম পরিচালনাকারী কর্মকর্তা পরবর্তী কার্যদিবসের মধ্যে অথবা উক্ত সময়ের মধ্যে সম্ভব না হইলে বিলম্বের কারণ উল্লেখপূর্বক অতিরিক্ত দুই কার্যদিবসের মধ্যে নিয়ন্ত্রণকারী কর্মকর্তা বা, ক্ষেত্রমত, আদেশ দানকারী কর্মকর্তার নিকট লিখিত প্রতিবেদন দাখিল করিবেন এবং উক্ত প্রতিবেদনের ভিত্তিতে পরিদর্শিত বা তল্লাশিতকৃত বা আটককৃত পরিবহনের নম্বর, ১৯[পণ্যের বা সেবার] নাম, পরিমাণ ও মূল্য, সরবরাহকারী ও গ্রহীতার নাম, ইত্যাদি সম্পর্কিত তথ্যাদি নিয়ন্ত্রণকারী কর্মকর্তা বা, ক্ষেত্রমত, আদেশদানকারী কর্মকর্তা তাহার কার্যালয়ে একটি রেজিস্টারে সংরক্ষণ করিবেন।]
 ২০[(৫) বিলুপ্ত]


মূসক এসআরও নং-১১৭, তারিখ: ১৫/০৬/১৯৯৫ দ্বারা বিধি ৭ এর পরিবর্তে নূতন বিধি ৭ প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা বিদ্যমান উপান্তটীকার পরিবর্তে নূতন উপান্তটীকা প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা উপ-বিধি (১) এর পরিবর্তে নূতন উপ-বিধি (১) প্রতিস্থাপিত।

মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা “পণ্য” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা “পণ্য” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা “পণ্য” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা “পণ্য” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা “পণ্য” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা “পণ্য” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
১০মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা “পণ্য” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
১১মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা “পণ্য” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
১২মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা “করিবেন” শব্দের পর “এবং, অন্যান্য ক্ষেত্রে, কর বা টার্নওভার কর ফাঁকি প্রদান সংক্রান্ত পণ্য বা সেবা সরবরাহের প্রাসঙ্গিক প্রমাণ সম্বলিত দলিলাদি আটক করিবেন” শব্দসমূহ সংযোজিত।
১৩মূসক এসআরও নং-১৭৯, তারিখ: ০৬/০৬/২০১২ দ্বারা “দলিলপত্র ও বাণিজ্যিক দলিলাদি” শব্দগুলি প্রতিস্থাপিত ।
১৪মূসক এসআরও নং-২৬৫, তারিখ: ০৮/০৬/২০০০ দ্বারা উপ-বিধি (৩ক) ও (৩খ) সন্নিবেশিত।
১৫মূসক এসআরও নং-৪০৮, তারিখ: ১০/০৬/২০০৪ দ্বারা “মূল্য সংযোজন কর  (মৌসুমী ইটভাটা) বিধিমালা, ২০০১” শব্দগুলি, বন্ধনী, কমা ও সংখ্যার পরিবর্তে প্রতিস্থাপিত।
১৬মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা “পণ্য” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
১৭মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা “পণ্য” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।

১৮মূসক এসআরও নং-৪০৮, তারিখ: ১০/০৬/২০০৪ দ্বারা উপ-বিধি (৪) এর পরিবর্তে নূতন উপ-বিধি (৪) প্রতিস্থাপিত।
১৯মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা “পণ্যের” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
২০মূসক এসআরও নং-২৬৫, তারিখ: ০৮/০৬/২০০০ দ্বারা উপ-বিধি (৫) বিলুপ্ত।