১৬। করযোগ্য পণ্যের সরবরাহ ও রপ্তানীর ক্ষেত্রে চালানপত্র প্রদান।

১৬।  [করযোগ্য পণ্যের সরবরাহ ও রপ্তানীর ক্ষেত্রে চালানপত্র প্রদান]।― [(১) যেকোনো নিবন্ধিত ব্যক্তিকে তৎকর্তৃক সরবরাহকৃত পণ্যের প্রতিটি সরবরাহের ক্ষেত্রে ফরম “মূসক-১১” -এ অথবা বোর্ড কর্তৃক, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা এতদুদ্দেশ্যে অনুমোদিত অন্যকোনো ফরমে দ্বিমুখী কার্বন ব্যবহার করিয়া একটি চালানপত্র প্রদান করিতে হইবে এবং চালানপত্রের তিনটি অনুলিপি তৈরি করিতে হইবে তš§ধ্যে ম–ল অনুলিপিটি পণ্যের চালানপত্রে বর্ণিত চুড়ান্ত গন্তব্যস্থল পর্যন্ত পণ্যের সহিত রাখিতে হইবে এবং পণ্যের ক্রেতা যদি নিবন্ধিত ব্যক্তি হন তাহা হইলে চালানপত্রের উক্ত অনুলিপিটি তিনি নিজ ব্যবসায় অঙ্গনে অন্যন ছয় বৎসর সংরক্ষণ করিবেন এবং চালানপত্রের দ্বিতীয় অনুলিপিটি পণ্য সরবরাহের ৫(পাঁচ) কার্যদিবসের মধ্যে স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ে পৌঁছাইতে হইবে এবং তৃতীয় অনুলিপিটি চালানপত্র পুস্তকে সংযুক্ত অবস্থায় পণ্য প্রস্তুতকরণ বা উৎপাদনস্থলে বা ব্যবসায়স্থলে অন্যন ছয় বৎসর সংরক্ষণ করিতে হইবে:
তবে শর্ত থাকে যে, যান্ত্রিক নৌযান বা মোটরযান সরবরাহের ক্ষেত্রে উল্লিখিত যান রেজিস্ট্রেশনের সময় রেজিস্ট্রেশন কর্তৃপক্ষের নিকট চালানপত্রের মূল অনুলিপি দাখিল করিতে হইবে;
আরও শর্ত থাকে যে, নিবন্ধিত নহেন এমন ব্যক্তির নিকট ব্যবসায়ী কর্তৃক উহাদের প্রতিটি সরবরাহের ক্ষেত্রে ফরম “মূসক-১১” বা “মূসক-১১ক” -এ দ্বিমুখী কার্বন ব্যবহার করিয়া একটি চালানপত্র প্রদান করিতে হইবে এবং চালানপত্রের দ্বিতীয় অনুলিপিটি চালানপত্র পুস্তকে সংযুক্ত অবস্থায় ব্যবসায়স্থলে অন–্যন ছয় বৎসর সংরক্ষণ করিতে হইবে।”]
(২) নিবন্ধিত সরবরাহকারী তৎকর্তৃক প্রস্তুতকৃত বা উৎপাদিত  [বা মজুদকৃত] পণ্য প্রস্তুতকরণ বা উৎপাদনস্থলের  [বা ব্যবসায় স্থলের] অভ্যন্তরে ভোগের জন্য সরবরাহ করিলে দিনের শেষে স্বনামে উপ-বিধি (১) এ বর্ণিত  [ফরমে] একটি সম্মিলিত চালানপত্র প্রদান করিবেন এবং এই চালানপত্রের মূল ও তৃতীয় অনুলিপি পণ্য প্রস্তুতকরণ বা উৎপাদনস্থলে  [বা ব্যবসায়স্থলে] রাখিতে হইবে এবং দ্বিতীয় অনুলিপি  [বাহাত্তর ঘণ্টার] মধ্যে স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ে জমা দিতে হইবে।
(৩) রপ্তানির ক্ষেত্রে চালানপত্র প্রদানের জন্য উপ-বিধি (১) এ বর্ণিত পদ্ধতির অনুরূপ পদ্ধতি অনুসৃত হইবে।
[(৩ক) উপ-বিধি (১), (২) ও (৩) এ যাহা কিছুই থাকুক না কেন,  [কমিশনার] প্রতিটি ক্ষেত্রে বিশেষ আদেশ দ্বারা কোন নির্দিষ্ট পণ্য শ্রেণী বা প্রতিষ্ঠান বা ব্যক্তিকে কম্পিউটারের মাধ্যমে তৈরীকৃত চালানপত্র প্রদানের অনুমতি প্রদান করিতে পারিবে।]
[(৩খ) উপ-বিধি (১) ও (২) এ যাহা কিছুই থাকুক না কেন, কোনো নিবন্ধিত ব্যক্তি নিজস্ব ফরমেটে চালানপত্র ইস্যু করিতে আগ্রহী হইলে ফরম মূসক-১১ এর তথ্যাদি অক্ষুণœ রাখিয়া নিজস্ব অতিরিক্ত তথ্যাদিসহ মূসক-১১ চালানপত্র তৈরী ও ইস্যু করিতে পারিবেন।
(৩গ) চুক্তি ভিক্তিক উৎপাদনের আওতায় পণ্যের স্বত্ত্বাাধিকারী উৎপাদকের নিকট উপকরণ সরবরাহের সময় ফরম মূসক-১১গ এ দ্বিমুখী কার্বন ব্যবহার করিয়া একটি চালানপত্র প্রদান করিবেন এবং চালানপত্রের দ্বিতীয় অনুলিপিটি চালানপত্র পুস্তকে সংযুক্ত অবস্থায় ব্যবসায়স্থলে অন্যূন চার বৎসর সংরক্ষণ করিবেন।
(৩ঘ) চুক্তি ভিত্তিক উৎপাদক চুক্তির ভিত্তিতে উৎপাদিত পণ্য কেবলমাত্র স্বত্ত্বাধিকারীর নিবন্ধিত ঠিকানার অনুকূলে সরবরাহ করিতে পারিবেন এবং পণ্য সরবরাহের ক্ষেত্রে উপ-বিধি (১) এর বিধান অনুসরণ করিবেন।]

১০[(৪) নিবন্ধিত ব্যক্তি কর্তৃক উপ-বিধি  ১১[(১), (২),  ১২[(৩), (৩ক), (৩খ), (৩গ) ও (৩ঘ)]] এ বর্ণিত পদ্ধতিতে প্রদত্ত “মূসক-১১” চালানপত্র ও উহার বিপরীতে গৃহীত উপকরণ করের যথার্থতা সংশ্লিষ্ট মূল্য সংযোজন কর কার্যালয়ের  ১৩[রাজস্ব কর্মকর্তা] বা তদুর্ধ্ব যে কোন কর্মকর্তা ফরম “মূসক-১১খ”এর মাধমে যাচাই করিতে পারিবেন।]

 


মূসক এসআরও নং-১৭৯, তারিখ: ০৭/০৬/২০১২ দ্বারা উপ-বিধি (১) এর পরিবর্তে নিুরূপ উপ-বিধি (১) প্রতিস্থাপিত হইবে।
মূসক এসআরও নং-১২৮, তারিখ: ২৮/০৭/১৯৯৬ দ্বারা “উৎপাদিত” শব্দটির পর “বা মজুদকৃত” শব্দগুলি সন্নিবেশিত।
মূসক এসআরও নং-১২৮, তারিখ: ২৮/০৭/১৯৯৬ দ্বারা “উৎপাদনস্থলের” শব্দটির পর “বা ব্যবসায় স্থলের” শব্দগুলি সন্নিবেশিত।
মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা “ফর্ম” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-১২৮, তারিখ: ২৮/০৭/১৯৯৬ দ্বারা “উৎপাদনস্থলে” শব্দটির পর “বা ব্যবসায়স্থলে” শব্দগুলি সন্নিবেশিত।
মূসক এসআরও নং-১৪০, তারিখ: ০৩/১১/১৯৯৬
মূসক এসআরও নং-৩৪০, তারিখ: ০৬/০৬/২০০২ দ্বারা নূতন উপ-বিধি (৩ক) সন্নিবেশিত।
মূসক এসআরও নং-৪৭০, তারিখ: ২৭/০৭/২০০৭ দ্বারা “বোর্ড” শব্দটির পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৪৭০, তারিখ: ২৭/০৭/২০০৭ দ্বারা নূতন উপ-বিধি (৩খ), উপ-বিধি (৩গ) ও উপ-বিধি (৩ঘ) সন্নিবেশিত।

১০মূসক এসআরও নং-৩০৬, তারিখ: ০৭/০৬/২০০১ দ্বারা নূতন উপ-বিধি (৪) সংযোজিত।
১১মূসক এসআরও নং-৩৪০, তারিখ: ০৬/০৬/২০০২ দ্বারা “(১), (২) ও (৩)” সংখ্যাগুলি ও বন্ধনীগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
১২মূসক এসআরও নং-৪৭০, তারিখ: ২৭/০৭/২০০৭ দ্বারা “(৩) ও (৩ক)” সংখ্যাগুলি, বন্ধনীগুলি ও অক্ষরের পরিবর্তে প্রতিস্থাপিত।
১৩মূসক এসআরও নং-৫৬৪, তারিখ: ৩০/০৬/২০১০ দ্বারা “সুপারিনটেনডেন্ট” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।

 

About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment