১৭। সেবা প্রদান বা সেবা রপ্তানির ক্ষেত্রে চালানপত্র প্রদান।

[১৭। সেবা প্রদান বা সেবা রপ্তানির ক্ষেত্রে চালানপত্র প্রদান।―  [(১) সেবা প্রদান বা সেবা রপ্তানির ক্ষেত্রে নিবন্ধিত ব্যক্তি বিধি ১৬ এর উপ-বিধি (১) এ বর্ণিত ফরমে অথবা আইন পরামর্শক, ইমিগ্রেশন উপদেষ্টা, কোচিং সেন্টার এবং ইংলিশ মিডিয়াম স্কুল কর্তৃক সেবা প্রদানের ক্ষেত্রে ফরম “মূসক-১১ঘ” এ দ্বিমুখী কার্বন ব্যবহার করিয়া চালানপত্রের তিনটি অনুলিপি তৈরি করিবেন এবং উক্তরূপে তৈরিকৃত চালানপত্রের :
(ক)     মূল অনুলিপিটি সেবার ক্রেতা বা গ্রাহককে প্রদান করিবেন এবং সেবার ক্রেতা বা গ্রাহক যদি নিবন্ধিত হন তাহা হইলে উক্ত চালানপত্রের অনুলিপিটি তিনি নিজ ব্যবসায় অঙ্গনে অন্যন ছয় বৎসর সংরক্ষণ করিবেন;
(খ)     দ্বিতীয় অনুলিপিটি সেবা সরবরাহের ৫(পাঁচ) কার্যদিবসের মধ্যে স্থানীয় ম–ল্য সংযোজন কর কার্যালয়ে পৌঁছাইবেন; এবং
(গ) তৃতীয় অনুলিপিটি চালানপত্র পুস্তকে সংযুক্ত অবস্থায় সেবাপ্রদানের স্থানে অন্যূন ছয় বৎসর সংরক্ষণ করিবেন।”]
(২) ভূমি উন্নয়ন সংস্থা কর্তৃক উন্নয়নকৃত ভূমি বা ভবন নির্মাণ সংস্থা কর্তৃক নির্মিত এপার্টমেন্ট বা দোকান বা ভূমি বিক্রয়কারী কর্তৃক বিক্রিত ভূমি রেজিষ্ট্রেশনের সময় রেজিষ্ট্রেশন কর্তৃপক্ষের নিকট চালানপত্র (মূসক-১১) ও সংশ্লিষ্ট ট্রেজারী চালানের মূল বা সত্যায়িত অনুলিপি দাখিল করিতে হইবে।
[(২ক) উপ-বিধি (১) ও (২) এ যাহা কিছুই থাকুক না কেন,  [কমিশনার] প্রতিটি ক্ষেত্রে বিশেষ আদেশ দ্বারা কোন নির্দিষ্ট সেবা শ্রেণী বা প্রতিষ্ঠান বা ব্যক্তিকে কম্পিউটারের মাধ্যমে তৈরীকৃত চালানপত্র প্রদানের অনুমতি প্রদান করিতে পারিবে।]
 [(২খ) উপ-বিধি (১) ও (২) এ যাহা কিছুই থাকুক না কেন, কোনো নিবন্ধিত ব্যক্তি নিজস্ব ফরমেটে চালানপত্র ইস্যু করিতে আগ্রহী হইলে মূসক-১১ ফরম-এর তথ্যাদি অক্ষুন্ন রাখিয়া নিজস্ব অতিরিক্ত তথ্যাদিসহ মূসক-১১ চালানপত্র তৈরী ও ইস্যু করিতে পারিবেন।]
(৩) নিবন্ধিত ব্যক্তি কর্তৃক উপ-বিধি  [(১), (২ক) ও (২খ)] এ বর্ণিত পদ্ধতিতে প্রদত্ত চালানপত্র ও উহার বিপরীতে গৃহীত উপকরণ করের যথার্থতা সংশ্লিষ্ট মূল্য সংযোজন কর কার্যালয়ের  [রাজস্ব কর্মকর্তা] বা তদুর্ধ্ব যে কোন কর্মকর্তা ফরম “মূসক-১১খ”এর মাধমে, প্রয়োজনে, যাচাই করিতে পারিবেন।]


মূসক এসআরও নং-৩০৬, তারিখ: ০৭/০৬/২০০১ দ্বারা বিধি ১৭ এর পরিবর্তে নূতন বিধি ১৭ প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-১৭৯, তারিখ: ০৭/০৬/২০১২ দ্বারা উপ-বিধি (১) এর পরিবর্তে নিুরূপ উপ-বিধি (১) প্রতিস্থাপিত হইবে।
মূসক এসআরও নং-৩৪০, তারিখ: ০৬/০৬/২০০২ দ্বারা নূতন উপ-বিধি (২ক) সন্নিবেশিত।
মূসক এসআরও নং-৪৭০, তারিখ: ২৭/০৭/২০০৭ দ্বারা “বোর্ড” শব্দটির পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৪৭০, তারিখ: ২৭/০৭/২০০৭ দ্বারা “নূতন উপ-বিধি (২খ) সন্নিবেশিত।
মূসক এসআরও নং-৪৭০, তারিখ: ২৭/০৭/২০০৭ দ্বারা “(১) ও (২ক)” সংখ্যাগুলি, বন্ধনীগুলি ও অক্ষরের পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৫৬৪, তারিখ: ৩০/০৬/২০১০ দ্বারা “সুপারিনটেনডেন্ট” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।

 

 

About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment