১৯। উপকরণ কর রেয়াত পদ্ধতি।

১৯। উপকরণ কর রেয়াত পদ্ধতি।― (১) যে কোন নিবন্ধিত ব্যক্তি করযোগ্য পণ্য সরবরাহ বা করযোগ্য সেবা প্রদান বাবদ  [কোন কর মেয়াদে] তৎকর্তৃক প্রদেয় উৎপাদ করের বিপরীতে  [আইনের] ধারা ৯ অনুযায়ী মূল্য সংযোজন কর এবং প্রযোজ্য ক্ষেত্রে, ধারা ১৩ অনুযায়ী মূল্য সংযোজন করসহ অন্যান্য কর ও শুল্ক  [উক্ত কর মেয়াদে] রেয়াত গ্রহণ করিতে পারিবেন।
[(১ক) উপ-বিধি (১) এ যাহা কিছুই থাকুক না কেন, করযোগ্য পণ্য উৎপাদন বা সরবরাহ বা করযোগ্য সেবা প্রদানের সহিত স¤পৃক্ত এইরূপ স্থান, স্থাপনা বা অঙ্গনে ব্যবহৃত―
(ক)    বীমা, গ্যাস ও বিদ্যুৎ বিতরণের উপর পরিশোধিত মূল্য সংযোজন করের আশি শতাংশ; এবং

(খ)    টেলিফোন, টেলিপ্রিন্টার, ফ্যাক্স, ইন্টারনেট, ফ্রেইট ফরোয়ার্ডার্স, ক্লিয়ারিং ও ফরোয়ার্ডিং এজেন্ট, ওয়াসা, অডিট ও একাউন্টিং ফার্ম, যোগানদার, সিকিউরিটি সার্ভিস, আইন পরামর্শক, পরিবহন ঠিকাদার ও ঋণপত্রের উপর পরিশোধিত মূল্য সংযোজন করের ষাট শতাংশ, পরিমাণ রেয়াত গ্রহণ করা যাইবে।
(২)  [করযোগ্য পণ্য বা সেবা] সরবরাহের ক্ষেত্রে নিবন্ধিত ব্যক্তি তৎকর্তৃক ক্রীত উপকরণ, তাহার নিবন্ধন সংখ্যা সম্বলিত  [বিল অব এন্ট্রি অথবা চালানপত্র অথবা সেবা আমদানির ক্ষেত্রে ট্রেজারী চালানসহ] সমুদয় উপকরণ পণ্য প্রস্তুতকরণ বা উৎপাদন বা ব্যবসায়স্থলে প্রবেশের পর উক্ত উপকরণের উপর প্রদত্ত উপকরণ কর ফরম মূসক-১৮-তে প্রদর্শিত চলতি হিসাবের “রেয়াত” কলামে লিপিবদ্ধ করিবেন।]
[(২ক) উপ-বিধি (২) এর অধীন উক্ত উপকরণ কর যেই কর মেয়াদে করদাতার পণ্য প্রস্তুতকরণ বা উৎপাদন বা ব্যবসায় স্থলে প্রবেশ করিবে সেই কর মেয়াদে উৎপাদ করের বিপরীতে চলতি হিসাবে লিপিবদ্ধ করিয়া সমন্বয় সাধন করা যাইবে এবং কোন কর মেয়াদে উৎপাদ কর উপকরণ কর অপেক্ষা অধিক হইলে অতিরিক্ত পরিমাণ উৎপাদ কর সরকারী ট্রেজারীতে নগদ জমা করিতে হইবে এবং উৎপাদ করের তুলনায় উপকরণ কর অধিক হইলে অতিরিক্ত পরিমাণ উপকরণ কর পরবর্তী মাসে জের হিসেবে চলতি হিসাবে “জের” কলামে প্রদর্শন করিতে হইবে, যাহা পর্যায়ক্রমে পরবর্তী কর মেয়াদে উৎপাদ করের বিপরীতে সমন্বয় করা যাইবে।]
[(৩) যে নিবন্ধিত ব্যক্তি করযোগ্য ও অব্যাহতিপ্রাপ্ত উভয় প্রকার পণ্য সরবরাহ করেন তিনি তৎকর্তৃক ক্রীত উপকরণ পণ্য প্রস্তুতকরণ বা উৎপাদনস্থলে প্রবেশের পর উহার উপর প্রদত্ত উপকরণ কর চলতি হিসাবের  [“রেয়াত”] কলামে লিপিবদ্ধ করিয়া করযোগ্য পণ্য সরবরাহের উপর প্রদেয় উৎপাদ করের বিপরীতে উপকরণ কর রেয়াত গ্রহণ করিতে পারিবেন এবং সংশ্লিষ্ট কর মেয়াদ সমাপ্তির পর তাহাকে উক্ত কর মেয়াদে বিক্রয়কৃত অব্যাহতিপ্রাপ্ত পণ্য প্রস্তুতকরণে বা উৎপাদনে  ১০[বা ব্যবসায়ে বা ক্রয়-বিক্রয়ে] ব্যবহৃত উকরণের উপর যে পরিমাণ মূল্য সংযোজন কর প্রদত্ত হইয়াছে সেই পরিমাণ অর্থ চলতি হিসাবের “প্রদেয়” কলামে লিপিবদ্ধ করিয়া প্রয়োজনীয় সমন্বয় সাধন  ১১[*] করিতে হইবে এবং উক্ত কর মেয়াদের দাখিলপত্রে উহা প্রদর্শন করিতে হইবে।
(৪) যে নিবন্ধিত ব্যক্তি করযোগ্য পণ্য সরবরাহ করেন এবং এইরূপ কোন পণ্য রপ্তানি করেন যাহার প্রস্তুতকরণে বা উৎপাদনে মূল্য সংযোজন করসহ অন্যান্য শুল্ক ও কর প্রদত্ত উপকরণ ব্যবহৃত হয়, তিনি তৎকর্তৃক ক্রীত উপকরণ পণ্য প্রস্তুতকরণ বা উৎপাদনস্থলে প্রবেশের পর উহার উপর প্রদত্ত মূল্য সংযোজন কর চলতি হিসাবের  ১২[“রেয়াত”] কলামে লিপিবদ্ধ করিয়া করযোগ্য পণ্য সরবরাহের উপর প্রদেয় উৎপাদ করের বিপরীতে রেয়াত গ্রহণ করিতে পারিবেন এবং সংশ্লিষ্ট কর মেয়াদ সমাপ্তির পর উক্ত কর মেয়াদে রপ্তানীকৃত পণ্য প্রস্তুতকরণ বা উৎপাদনে ব্যবহৃত উপকরণের উপর যে পরিমাণ সম্পূরক শুল্ক, আমদানি শুল্ক, আবগারি শুল্ক ও অন্যান্য সকল প্রকার শুল্ক ও কর (আগাম আয়কর ব্যতীত) প্রদত্ত হইয়াছে, সেই পরিমাণ অর্থ চলতি হিসাবের  ১৩[“রেয়াত”] কলামে লিপিবদ্ধ করিয়া রেয়াত গ্রহণ করিতে পারিবেন এবং তিনি উহা উক্ত কর মেয়াদের দাখিলপত্রে প্রদর্শন করিবেন।]
১৪[(৫) যে নিবন্ধিত ব্যক্তি করযোগ্য সেবা প্রদান করেন, তিনি তৎকর্তৃক কোন কর মেয়াদে প্রদত্ত সেবার জন্য যে উপকরণ ব্যবহার করিয়াছেন সেই উপকরণের উপর প্রদত্ত উপকরণ কর উক্ত কর মেয়াদেই প্রদেয় করের বিপরীতে রেয়াত গ্রহণ করিতে পারিবেন এবং রেয়াত গ্রহণের পর সংশ্লিষ্ট কর মেয়াদে প্রদেয় কর উপকরণ করের তুলনায় অধিক হইলে অতিরিক্ত প্রদেয় কর সরকারী ট্রেজারীতে জমা করিতে হইবে; প্রদেয় করের তুলনায় উপকরণ কর অধিক হইলে অতিরিক্ত পরিমাণ উপকরণ কর পরবর্তী মেয়াদে জের হিসেবে চলতি হিসাবের “জের” কলামে প্রদর্শন করা যাইবে এবং পর্যায়ক্রমে উহা প্রদেয় করের বিপরীতে সমন্বয়যোগ্য হইবে।
(৫ক) যে ক্ষেত্রে কোন নিবন্ধিত ব্যক্তি করযোগ্য এবং অব্যাহতিপ্রাপ্ত উভয় প্রকার সেবা প্রদান করেন, সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তি শুধুমাত্র করযোগ্য সেবা প্রদানের জন্য যে পরিমাণ উপকরণ ব্যবহৃত হইয়াছে সেই পরিমাণ উপকরণের উপর উপকরণ কর রেয়াত গ্রহণ করিতে পারিবেন।
(৫খ) যে ক্ষেত্রে কোন নিবন্ধিত ব্যক্তি করযোগ্য সেবা প্রদান এবং এইরূপ কোন সেবা রপ্তানি করেন যাহাতে মূল্য সংযোজন কর এবং অন্যান্য শুল্ক ও কর প্রদত্ত উপকরণ ব্যবহৃত হইয়াছে সেই ক্ষেত্রে তৎকর্তৃক সংশ্লিষ্ট কর মেয়াদ সমাপ্তির পর, ধারা ১৩ এর বিধান অনুযায়ী শূন্য হারে রপ্তানিকৃত সেবায় ব্যবহৃত উপকরণের ওপর যে পরিমাণ সম্পূরক শুল্ক, আমদানি শুল্ক, আবগারী শুল্ক ও অন্যান্য সকল প্রকার শুল্ক ও কর (আগাম আয়কর ব্যতীত) প্রদত্ত হইয়াছে, সেই পরিমাণ অর্থ উক্ত কর মেয়াদে করযোগ্য সেবা প্রদানের উপর প্রদেয় করের বিপরীতে রেয়াত গ্রহণ করিতে পারিবেন এবং অনুরূপভাবে গ্রহণ করার ক্ষেত্রে তিনি উহা সংশ্লিষ্ট কর মেয়াদের দাখিলপত্রে প্রদর্শন করিবেন।]
১৫[(৬) কুটিরশিল্পের আওতায় সুবিধাপ্রাপ্ত, টার্নওভার কর প্রদানকারী এবং অব্যাহতিপ্রাপ্ত পণ্যের উৎপাদনকারী ব্যক্তি তাহার পণ্য উৎপাদনে ব্যবহৃত উপকরণের উপর প্রদত্ত মূল্য সংযোজন কর রেয়াত গ্রহণ করিতে পারিবেন না।]
১৬[(৭) চুক্তি ভিত্তিতে পণ্যের উৎপাদনকারী পণ্য উৎপাদনে ব্যবহৃত স্বত্ত্বাধিকারী কর্তৃক সরবরাহকৃত উপকরণ ব্যতীত, অন্যান্য উপকরণের উপর পরিশোধিত মূল্য সংযোজন কর ঘোষিত মূল্যে অন্তর্ভুক্ত থাকিবার শর্তে আইনের ধারা ৯ এর বিধান প্রতিপালন করিয়া রেয়াত গ্রহণ করিতে পারিবেন।]

 


মূসক এসআরও নং-২৬৫, তারিখ: ০৮/০৬/২০০০ দ্বারা “সেবা প্রদান বাবদ” শব্দগুলির পর “কোন কর মেয়াদে” শব্দগুলি সন্নিবেশিত।
মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা “অধ্যাদেশের” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-২৬৫, তারিখ: ০৮/০৬/২০০০ দ্বারা “অন্যান্য কর ও শুল্ক” শব্দগুলির পর “উক্ত কর মেয়াদে” শব্দগুলি সন্নিবেশিত।
মূসক এসআরও নং-৪০৮, তারিখ: ১০/০৬/২০০৪ দ্বারা নূতন উপ-বিধি (১ক) সন্নিবেশিত এবং উপ-বিধি (২) এর পরিবর্তে নূতন উপ-বিধি (২) প্রতিস্থাপিত।

মূসক এসআরও নং-৫১১, তারিখ: ১১/০৬/২০০৯ দ্বারা “করযোগ্য পণ্য” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-১৭৯, তারিখ: ০৭/০৬/২০১২ দ্বারা বিল অব এন্ট্রি অথবা চালানপত্র অথবা সেবা আমদানির ক্ষেত্রে ট্রেজারী চালানসহ” শব্দগুলি প্রতিস্থাপিত
মূসক এসআরও নং-২৬৫, তারিখ: ০৮/০৬/২০০০ দ্বারা উপ-বিধি (২) এর পরিবর্তে নূতন উপ-বিধি (২) ও (২ক) প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৩৫, তারিখ: ০১/১০/১৯৯১ দ্বারা উপ-বিধি (৩) ও (৪) এর পরিবর্তে নূতন উপ-বিধি (৩) ও (৪) প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৪০৮, তারিখ: ১০/০৬/২০০৪ দ্বারা “ট্রেজারী জমা ও রেয়াত” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
১০মূসক এসআরও নং-১২৮, তারিখ: ২৮/০৭/১৯৯৬ দ্বারা “উৎপাদনে” শব্দটির পর “বা ব্যবসায়ে বা ক্রয়-বিক্রয়ে” শব্দগুলি সন্নিবেশিত।
১১মূসক এসআরও নং-২৬৫, তারিখ: ০৮/০৬/২০০০ দ্বারা “করিয়া ফেরত প্রদান” শব্দগুলি বিলুপ্ত।
১২মূসক এসআরও নং-৪০৮, তারিখ: ১০/০৬/২০০৪ দ্বারা “ট্রেজারী জমা ও রেয়াত” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
১৩মূসক এসআরও নং-৪০৮, তারিখ: ১০/০৬/২০০৪ দ্বারা “ট্রেজারী জমা ও রেয়াত” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
১৪মূসক এসআরও নং-২৬৫, তারিখ: ০৮/০৬/২০০০ দ্বারা উপ-বিধি (৫) এর পরিবর্তে নূতন উপ-বিধি (৫), (৫ক) ও (৫খ) প্রতিস্থাপিত।

১৫মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩  দ্বারা নূতন উপ-বিধি (৬) সংযোজিত।
১৬মূসক এসআরও নং-৪৭০, তারিখ: ২৭/০৭/২০০৭ দ্বারা নূতন উপ-বিধি (৭) সংযোজিত।

 

 

 

 

About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment