৩৪ক। ফেরৎ (Refund) প্রদান।

 [৩৪ক।  [ফেরৎ] (Refund) প্রদান।― (১) আইনের ধারা ৬৭ অনুযায়ী অসাবধানতাবশতঃ, ভুলবশতঃ বা ভুল ব্যাখ্যার কারণে বা অন্য কোন কারণে পরিশোধিত বা অধিক পরিশোধিত বলিয়া দাবীকৃত মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বা টার্নওভার করের  [ফেরৎ] দাবীর ক্ষেত্রে আবেদনকারীকে উক্ত কর পরিশোধের  [ছয়] মাসের মধ্যে ফরম  [টিআর-৩১] এ তিন প্রস্থে একটি  [ফেরৎ] দাবী সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তা বা শুল্ক ভবনের কমিশনার বা তাঁহার নিকট হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত সহকারী কমিশনার পদমর্যাদার নিম্নে নহেন এইরূপ কোন কর্মকর্তার নিকট দাখিল করিতে হইবে [:
    তবে শর্ত থাকে যে, যদি কোনো দাবী দাখিলের সময় তাৎক্ষণিকভাবে ফরম  [টিআর-৩১] পাওয়া না যায়, তাহা হইলে উক্ত ফরমের পরিবর্তে সাদা কাগজে আবেদনপত্র দাখিল করা যাইবে এবং উক্তরূপে আবেদনপত্র দাখিলের পরবর্তী ১৫ (পনের) দিনের মধ্যে আবেদনকারী কর্তৃক উক্ত ফরম যথাযথভাবে পূরণ ও দাখিলপূর্বক উহা নিয়মিতকরণ করিতে হইবে।]
[(২) বিভাগীয় কর্মকর্তা উপ-বিধি (১) এর অধীন দাখিলকৃত ফেরত দাবির যথার্থতা সম্পর্কে এবং দাবিকৃত অর্থ প্রকৃতপক্ষে ট্রেজারিতে জমা হইয়াছে কিনা উহা যাচাই পূর্বক উহার সত্যতা সম্পর্কে নিশ্চিত হইয়া ফেরত দাবিটি অনুমোদন করিবেন, ফেরত অনুমোদনকারী কর্মকর্তা অতঃপর উক্ত ফেরত বিল প্রাক-নিরীক্ষার উদ্দেশ্যে কমিশনারের কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট প্রেরণ করিবেন, প্রাক-নিরীক্ষায় বিলটি যথাযথ বিবেচিত হইলে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উহা প্রতিস্বাক্ষরপূর্বক বিলের এক প্রস্থ অফিস রেকর্ডের জন্য সংরক্ষণ করিয়া এক প্রস্থ যে স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ের রাজস্ব বিবরণীতে ফেরত দাবিকৃত রাজস্ব প্রদর্শিত হইয়াছে সেই স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ের রাজস্ব কর্মকর্তার নিকট প্রেরণ করিবেন এবং এক প্রস্থ সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তার নিকট প্রেরণ করিবেন, রাজস্ব কর্মকর্তা তাঁর দপ্তরের রাজস্ব বিবরণীতে ঋণাÍক সমন্বয় করিয়া ফেরত বিলটি উক্ত রাজস্ব কর্মকর্তার এলাকা সংশ্লিষ্ট জেলার হিসাব রক্ষণ কর্মকর্তা বা প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার নিকট প্রেরণ করিবেন:
তবে শর্ত থাকে যে, ফেরত দাবির আবেদনপত্র প্রাপ্তির ৯০(নব্বই) দিনের মধ্যে উহা নিষ্পত্তি করিতে হইবে;
(২ক) আমদানি পর্যায়ে প্রদত্ত মূল্য সংযোজন কর ফেরত দাবির ক্ষেত্রে
Customs Act, 1969 Gi section 33 এবং তদধীন প্রণীত বিধান অনুসরণ করিতে হইবে।]
(৩) অনুমোদিত ১০[ফেরৎ] বিলের যথাযথ হিসাব সংরক্ষণের উদ্দেশ্যে অনুমোদনকারী কর্মকর্তার অধীন সংশ্লিষ্ট শাখা এতদ্বিষয়ে একটি রেজিষ্টার সংরক্ষণ করিবে।
১১[(৪) এই বিধিতে যাহা কিছুই থাকুক না কেন, স্থানীয় পর্যায়ে যে ক্ষেত্রে ফেরত দাবীকৃত অর্থ সংশ্লিষ্ট নিবন্ধিত ব্যক্তি কর্তৃক চলতি হিসাবে  ১২[অথবা দাখিলপত্রে] সমন্বয়ের বিধান ও সুযোগ রহিয়াছে সেই ক্ষেত্রে উক্তরূপ ফেরত দাবী অনুমোদনযোগ্য হইবে না।]
(৫) এই বিধির অধীন  ১৩[ফেরৎ] কার্যক্রমের ক্ষেত্রে বাংলাদেশ ট্রেজারী রুলস এর সংশ্লিষ্ট বিধি প্রযোজ্য হইবে।]


মূসক এসআরও নং-১৫০, তারিখ: ১২/০৬/১৯৯৭ দ্বারা নূতন বিধি ৩৪ক সন্নিবেশিত।
মূসক এসআরও নং-৩৭০, তারিখ: ১২/০৬/২০০৩ দ্বারা উপান্তটীকায় “রিফান্ড” শব্দের পরিবর্তে “ফেরৎ” শব্দ প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৩৭০, তারিখ: ১২/০৬/২০০৩ দ্বারা “রিফান্ড” শব্দের পরিবর্তে “ফেরৎ” শব্দ প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৩৪০, তারিখ: ০৬/০৬/২০০২ দ্বারা “চার” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৩৮৬, তারিখ: ০১/০৭/২০০৩ দ্বারা “টিআর-৪১” শব্দগুলি, চিহ্ন এবং সংখ্যার পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৩৭০, তারিখ: ১২/০৬/২০০৩ দ্বারা “রিফান্ড” শব্দের পরিবর্তে “ফেরৎ” শব্দ প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৩৭০, তারিখ: ১২/০৬/২০০৩ দ্বারা “দাঁড়ি” এর পরিবর্তে “কোলন” প্রতিস্থাপিত এবং অতঃপর নূতন শর্তাংশ সন্নিবেশিত।
মূসক এসআরও নং-৩৮৬, তারিখ: ০১/০৭/২০০৩ দ্বারা “টিআর-৪১” শব্দগুলি, চিহ্ন এবং সংখ্যার পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-১৭৯, তারিখ: ০৭/০৬/২০১২ দ্বারা  উপ-বিধি (২) ও (২ক) প্রতিস্থাপিত।
১০মূসক এসআরও নং-৩৭০, তারিখ: ১২/০৬/২০০৩ দ্বারা “রিফান্ড” শব্দের পরিবর্তে “ফেরৎ” শব্দ প্রতিস্থাপিত।
১১মূসক এসআরও নং-৫৯৬, তারিখ: ০৯/০৬/২০১১ দ্বারা উপ-বিধি (৪) এর পরিবর্তে নূতন উপ-বিধি (৪) প্রতিস্থাপিত।
১২মূসক এসআরও নং-১৭৯, তারিখ: ০৭/০৬/২০১২ দ্বারা “চলতি হিসাবে” শব্দগুলির পর “অথবা দাখিলপত্রে” শব্দগুলি সন্নিবেশিত।
১৩মূসক এসআরও নং-৩৭০, তারিখ: ১২/০৬/২০০৩ দ্বারা “রিফান্ড” শব্দের পরিবর্তে “ফেরৎ” শব্দ প্রতিস্থাপিত।

 

About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment