৭। উৎপাদন স্থল, সেবাপ্রদান স্থল, ব্যবসায় স্থল, আবাসস্থল এবং যানবাহণ পরিদর্শন, তল্লাসী ও আটক

 [৭।  [উৎপাদন স্থল, সেবাপ্রদান স্থল, ব্যবসায় স্থল, আবাসস্থল এবং যানবাহণ পরিদর্শন, তল্লাসী ও আটক]।―   [(১) আইন বা এই বিধিমালার কোন বিধান লংঘন করিয়া কোন উৎপাদন স্থল, সেবাপ্রদান স্থল, ব্যবসায় স্থল, আবাসস্থল কিংবা যানবাহনে কর আরোপযোগ্য কোন পণ্য সংরক্ষণ বা সরবরাহ বা বোঝাই বা বহন করা হইতেছে বা কর বা টার্নওভার কর পরিহার করিয়া পণ্য বা সেবা সংরক্ষণ বা সরবরাহ বা বোঝাই বা বহন করা হইতেছে বলিয়া কোন অভিযোগ থাকিলে বা তাহা বিশ্বাস করিবার যুক্তিসঙ্গত কারণ রহিয়াছে বলিয়া বিবেচিত হইলে, সহকারী কমিশনার পদমর্যাদার নিম্নে নহেন এইরূপ কোন মূল্য সংযোজন কর কর্মকর্তা বা তাহার নিকট হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত যে কোন মূল্য সংযোজন কর কর্মকর্তা উক্ত যানবাহনের পথরোধ করিয়া বা উৎপাদন স্থল বা সেবাপ্রদান স্থল বা ব্যবসায় স্থল বা আবাসস্থল বা যানবাহনে প্রবেশ করিয়া উহাতে রক্ষিত বা বোঝাইকৃত বা বহনকৃত পণ্য বা সেবা পরিদর্শন ও তল্লাশী করিতে পারিবেন এবং যানবাহনের চালককে বা দখলদারকে, পণ্য বা সেবা সরবরাহকারী, পণ্য বা সেবা গ্রহীতা বা তাহাদের প্রতিনিধিকে তাৎক্ষণিকভাবে পণ্য বা সেবা সরবরাহে বা গ্রহণে বা পরিবহনে আবশ্যক চালানপত্র প্রদর্শন করিবার নির্দেশ প্রদান করিতে পারিবেন:
    তবে শর্ত থাকে যে, উপর্যুক্ত কারণে উৎপাদনস্থল, সেবাপ্রদানস্থল, ব্যবসায়স্থল, আবাসস্থল ও যানবাহন পরিদর্শন, তল্লাশী বা আটকের ক্ষমতার্পণের আদেশে আদেশ দানকারী কর্মকর্তা সুনির্দিষ্টভাবে এইরূপ কার্যক্রম পরিচালনার এলাকা ও পণ্য বা পণ্য শ্রেণীর বা সেবা বা সেবা শ্রেণীর নাম এবং ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার নাম ও পদবী উল্লেখ করিবেন এবং উক্তরূপ কার্যক্রম পরিচালনাকালে ক্ষমতাপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা তাঁহার পরিচিতি পত্র সঙ্গে বহন করিবেন এবং, প্রয়োজনে, সংশ্লিষ্ট ব্যক্তিকে উহা প্রদর্শন করিবেন।]
(২) উপ-বিধি (১) অনুযায়ী [পণ্য বা সেবা] পরিদর্শন ও তল্লাশীর পর তল্লাশীকৃত যানবাহনে কর অপরিশোধিত অবস্থায় কোন [পণ্য বা সেবা] পরিবাহিত হয় নাই মর্মে উক্ত কর্মকর্তা সন্তুষ্ট হইলে তিনি সংশ্লিষ্ট চালানপত্রের বিপরীত পৃষ্ঠায় উক্ত যানবাহনের [পণ্য বা সেবা] তল্লাশীর সময়, তারিখ ও স্থান উল্লেখপূর্বক তাঁহার স্বাক্ষর ও সিল প্রদান করিবেন।
(৩) উপ-বিধি (১) অনুযায়ী [পণ্য বা সেবা] পরিদর্শন ও তল্লাশীকালে বৈধ চালানপত্র ব্যতিরেকে বা কর ফাঁকি প্রদানপূর্বক কোন [পণ্য বা সেবা] পরিবহন করা হইয়াছে বলিয়া প্রতীয়মান হইলে উক্ত কর্মকর্তা উক্ত [পণ্য বা সেবা] পরিবহণকারী যানবাহনের চালককে বা দখলদারকে, বা ১০[পণ্য বা সেবা] সরবরাহকারী বা সরবরাহগ্রহীতা বা তাহাদের প্রতিনিধিকে ফরম “মূসক-৫” এ একটি প্রাপ্তি রসিদ প্রদানপূর্বক যানবাহনসহ উক্ত ১১[পণ্য বা সেবা] আটক করিবেন ১২[এবং, অন্যান্য ক্ষেত্রে, কর বা টার্নওভার কর ফাঁকি প্রদান সংক্রান্ত পণ্য বা সেবা সরবরাহের প্রাসঙ্গিক প্রমাণ সম্বলিত ১৩[দলিলপত্র ও বাণিজ্যিক দলিলাদি] আটক করিবেন]।
১৪[(৩ক) উপ-বিধি (৩) এ যাহা কিছুই থাকুক না কেন, ১৫[মৌসুমী ইটভাটা মূল্য সংযোজন কর বিধিমালা, ২০০৪] এর আওতায় ইটভাটা হইতে কর আদায়ের ক্ষেত্র ব্যতীত, আটককৃত পণ্য এবং পণ্য বহনকারী যানবাহনের মালিক অভিন্ন ও নিবন্ধিত ব্যক্তি বলিয়া প্রতীয়মান হইলে উক্ত কর্মকর্তা আটককৃত পণ্য পরিবহনকারী যানবাহনের চালকের বা দখলদারের বা পণ্য সরবরাহকারীর বা সরবরাহ গ্রহীতার বা তাহাদের প্রতিনিধির, অতঃপর সরবরাহকারী বলিয়া উল্লিখিত, পরিচয়পত্র, পণ্যের চালানপত্র (যদি থাকে) ও অন্যান্য দলিলাদি আটকপূর্বক ফরম মূসক-৫ক-এর দুইটি কপিতে সরবরাহকারীর স্বাক্ষর গ্রহণ করিবেন এবং স্বাক্ষরিত মূসক-৫ক এর একটি কপিসহ, পণ্যের ন্যায়-নির্ণয়ন অনিষ্পন্ন থাকা অবস্থায়, তাৎক্ষণিকভাবে পণ্য এবং যানবাহন ছাড় প্রদান করিবেন।
(৩খ) আটককৃত  ১৬[পণ্য বা সেবা] বা ১৭[পণ্য বা সেবা] পরিবহনকারী যানবাহনের মালিক মামলা চলাকালীন সময় আটককৃত যানবাহনের জন্য অন্তর্বতীকালীন ছাড় প্রদানের আবেদন জানাইলে, এবং ন্যায়-নির্ণায়নের প্রয়োজনে ন্যায় নির্ণয়কারী কর্মকর্তা কর্তৃক নির্দেশিত স্থান, সময় ও পদ্ধতিতে উক্ত যানবাহন উপস্থাপন করা হইবে এবং উক্তরূপ উপস্থাপনে ব্যর্থ হইলে উক্ত মালিক ধারা ৩৭ অনুযায়ী দ-নীয় হইবেন এবং এই মর্মে ফরম মূসক-৫ক এ অঙ্গীকারনামা প্রদান করিলে, সংশ্লিষ্ট ন্যায় নির্ণয়নকারী কর্মকর্তা উক্ত যানবাহন, আবেদন প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে, আবেদনকারীর অনুকূলে ছাড় প্রদান করিবেন।]

১৮[(৪) উপ-বিধি (২) ও (৩) অনুযায়ী পরিচালিত প্রতিটি পরিদর্শন, তল্লাশী ও আটক সম্পর্কে উক্তরূপ কার্যক্রম পরিচালনাকারী কর্মকর্তা পরবর্তী কার্যদিবসের মধ্যে অথবা উক্ত সময়ের মধ্যে সম্ভব না হইলে বিলম্বের কারণ উল্লেখপূর্বক অতিরিক্ত দুই কার্যদিবসের মধ্যে নিয়ন্ত্রণকারী কর্মকর্তা বা, ক্ষেত্রমত, আদেশ দানকারী কর্মকর্তার নিকট লিখিত প্রতিবেদন দাখিল করিবেন এবং উক্ত প্রতিবেদনের ভিত্তিতে পরিদর্শিত বা তল্লাশিতকৃত বা আটককৃত পরিবহনের নম্বর, ১৯[পণ্যের বা সেবার] নাম, পরিমাণ ও মূল্য, সরবরাহকারী ও গ্রহীতার নাম, ইত্যাদি সম্পর্কিত তথ্যাদি নিয়ন্ত্রণকারী কর্মকর্তা বা, ক্ষেত্রমত, আদেশদানকারী কর্মকর্তা তাহার কার্যালয়ে একটি রেজিস্টারে সংরক্ষণ করিবেন।]
 ২০[(৫) বিলুপ্ত]


মূসক এসআরও নং-১১৭, তারিখ: ১৫/০৬/১৯৯৫ দ্বারা বিধি ৭ এর পরিবর্তে নূতন বিধি ৭ প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা বিদ্যমান উপান্তটীকার পরিবর্তে নূতন উপান্তটীকা প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা উপ-বিধি (১) এর পরিবর্তে নূতন উপ-বিধি (১) প্রতিস্থাপিত।

মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা “পণ্য” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা “পণ্য” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা “পণ্য” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা “পণ্য” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা “পণ্য” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা “পণ্য” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
১০মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা “পণ্য” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
১১মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা “পণ্য” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
১২মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা “করিবেন” শব্দের পর “এবং, অন্যান্য ক্ষেত্রে, কর বা টার্নওভার কর ফাঁকি প্রদান সংক্রান্ত পণ্য বা সেবা সরবরাহের প্রাসঙ্গিক প্রমাণ সম্বলিত দলিলাদি আটক করিবেন” শব্দসমূহ সংযোজিত।
১৩মূসক এসআরও নং-১৭৯, তারিখ: ০৬/০৬/২০১২ দ্বারা “দলিলপত্র ও বাণিজ্যিক দলিলাদি” শব্দগুলি প্রতিস্থাপিত ।
১৪মূসক এসআরও নং-২৬৫, তারিখ: ০৮/০৬/২০০০ দ্বারা উপ-বিধি (৩ক) ও (৩খ) সন্নিবেশিত।
১৫মূসক এসআরও নং-৪০৮, তারিখ: ১০/০৬/২০০৪ দ্বারা “মূল্য সংযোজন কর  (মৌসুমী ইটভাটা) বিধিমালা, ২০০১” শব্দগুলি, বন্ধনী, কমা ও সংখ্যার পরিবর্তে প্রতিস্থাপিত।
১৬মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা “পণ্য” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
১৭মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা “পণ্য” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।

১৮মূসক এসআরও নং-৪০৮, তারিখ: ১০/০৬/২০০৪ দ্বারা উপ-বিধি (৪) এর পরিবর্তে নূতন উপ-বিধি (৪) প্রতিস্থাপিত।
১৯মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা “পণ্যের” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
২০মূসক এসআরও নং-২৬৫, তারিখ: ০৮/০৬/২০০০ দ্বারা উপ-বিধি (৫) বিলুপ্ত।

About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment