২। সংজ্ঞা

২। সংজ্ঞা।―  [(১)] বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কিছু না থাকিলে, এই বিধিমালায়―
[(ক)    “আইন” অর্থ মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২ নং আইন);]
[(কক) “ইউটিলাইজেশন পারমিশন ও ইউটিলাইজেশন ডিক্লারেশন” অর্থ সম্পূর্ণ রপ্তানীমুখী শিল্প প্রতিষ্ঠান (সাময়িক আমদানী) বিধিমালা, ১৯৯৩ এ বর্ণিত ইউটিলাইজেশন পারমিশন ও ইউটিলাইজেশন ডিক্লারেশন;]
[(খ)    “কর” অর্থ, ধারা ২ এর দফা (ঘঘঘ) তে সংজ্ঞায়িত কর;]
[(খখ) “চুক্তিভিত্তিক উৎপাদক” অর্থ ব্র্যান্ডযুক্ত পণ্যের স্বত্বাধিকারী কর্তৃক সরবরাহকৃত উপকরণ অথবা নিজস্ব উপকরণ ব্যবহার করিয়া পণের বিনিময়ে চুক্তি ভিত্তিতে পণ্য উৎপাদনকারী;
(খখখ)    “ধারা” অর্থ আইনের ধারা;]
(গ)    “নিবন্ধনপত্র” অর্থ বিভাগীয় কর্মকর্তা কর্তৃক  [আইনের] ধারা ১৫ এর অধীন নিবন্ধিত ব্যক্তিকে প্রদত্ত নিবন্ধনপত্র;
(ঘ)    “নিবন্ধিত ব্যক্তি” অর্থ  [আইনের] ধারা ১৫ এর আওতায় নিবন্ধিত ব্যক্তি;
[(ঘঘ)) বিলুপ্ত]
(ঙ)    “প্রতিষ্ঠিত রপ্তনিকারক” অর্থ এমন কোনো রপ্তানিকারক যাহাকে, তাহার বিগত বারো মাস সময়ে রপ্তানির ও  [রপ্তানি প্রত্যর্পণ] গ্রহণের উল্লেখযোগ্য রেকর্ডের ভিত্তিতে প্রতিষ্ঠিত রপ্তানিকারক হিসাবে শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তর কর্তৃক স্বীকৃতি প্রদান করা হইয়াছে;
১০[(ঙঙ)     “পশ্চাদ সংযোগ শিল্প প্রতিষ্ঠান” (Backward Linkage Industry) অর্থ এমন কোনো শিল্প প্রতিষ্ঠান যে শিল্প প্রতিষ্ঠান অভ্যন্তরীণ ব্যাক-টু-ব্যাক ঋণপত্র কিংবা অভ্যন্তরীণ ঋণপত্রের বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময়ে এমন কোন নিবন্ধিত ব্যক্তির নিকট পণ্য সরবরাহ বা সেবা প্রদান করে যিনি বৈদেশিক মুদ্রার বিনিময়ে কোন প্রকৃত রপ্তানীকারকের নিকট পণ্য সরবরাহ বা সেবা প্রদানের জন্য অভ্যন্তরীণ ব্যাক-টু-ব্যাক ঋণপত্রে আবদ্ধ;]
১১[(ঙঙঙ) “প্রকৃত রপ্তানিকারক বা রপ্তানিকারক” অর্থ এমন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যিনি তাঁর উৎপাদিত পণ্য বা সেবা অথবা অন্যবিধভাবে সংগৃহীত পণ্য বা সেবা সরকার কর্তৃক, সময়ে সময়ে, জারিকৃত রপ্তানি নীতি আদেশে বর্ণিত শর্তাবলী এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক, সময়ে সময়ে, জারিকৃত বৈদেশিক মুদ্রা সংক্রান্ত বিধি-বিধান পালন করিয়া সরাসরি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় অথবা বাংলাদেশের বাহিরে রপ্তানি করেন;
(ঙঙঙঙ)     “প্রচ্ছন্ন রপ্তানিকারক” অর্থ এমন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যিনি অভ্যন্তরীণ ব্যাক-টু-ব্যাক ঋণপত্র অথবা স্থানীয় বা আন্তর্জাতিক দরপত্রের বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময়ে বাংলাদেশের অভ্যন্তরে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পণ্য সরবরাহ অথবা সেবা প্রদান করেন;]
(চ)    ১২[“ফরম”] অর্থ এই বিধিমালার সহিত সংযোজিত যে কোন  ১৩[ফরম];

১৪[(চচ)    “বন্ডেড ওয়্যার হাউস” এবং “স্পেশাল বন্ডেড ওয়্যার হাউস” অর্থ Customs Act, 1969 (IV of 1969)  এর Chapter XI এ বর্ণিত, যথাক্রমে, bonded warehouse এবং Special bonded warehouse;]
 ১৫[(ছ)    “বিভাগীয় কর্মকর্তা” অর্থ আইনের ধারা ২ এর দফা  ১৬(থথথথথ) তে সংজ্ঞায়িত বিভাগীয় কর্মকর্তা;]
(জ)    “বিল অব এন্ট্রী” অর্থ Customs Act, 1969 (IV of 1969) এরsection 79 এর অধীন দাখিলকৃত বিল অব এন্ট্রী;
(ঝ)    “বিল অব এক্সপোর্ট” অর্থ Customs Act, 1969 (IV of 1969) এরsection 131 এর অধীন দাখিলকৃত বিল অব এক্সপোর্ট;
১৭[(ঝঝ)    “স্বত্ত্বাধিকারী” অর্থ চুক্তি ভিত্তিতে উৎপাদিত পণ্যের মালিক;]
(ঞ)    ১৮[“রাজস্ব  কর্মকর্তা”]  অর্থ  স্থানীয়  মূল্য  সংযোজন  কর  কার্যালয়ের  বা
সার্কেলের  [বা মূল্য সংযোজন কর  [বৃহৎ করদাতা ইউনিটের]] দায়িত্বে নিয়োজিত  ১৯[রাজস্ব কর্মকর্তা।]
২০[(২) এই বিধিমালায় ব্যবহৃত যে সকল শব্দ বা বক্তব্যের (expression) সংজ্ঞা দেওয়া হয় নাই সেই সকল শব্দ বা বক্তব্য আইন এ যে অর্থে ব্যবহৃত হইয়াছে সেই অর্থে প্রযোজ্য হইবে  ২১[।]]


মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা উপ-বিধি (১) হিসাবে সংখ্যায়িত।
মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা দফা (ক) এর পরিবর্তে নূতন দফা (ক) প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-১৭৫, তারিখ: ১১/০৬/১৯৯৮ দ্বারা নূতন দফা (কক) সংযোজিত।
মূসক এসআরও নং-৫১১, তারিখ: ১১/০৬/২০০৯ দ্বারা দফা (খ) এর পরিবর্তে নতুন দফা (খ) প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৪৭০, তারিখ: ২৭/০৭/২০০৭ দ্বারা দফা (খখ) এর পরিবর্তে নূতন দফা (খখ) ও (খখখ) প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা “অধ্যাদেশের” শব্দটির পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা “অধ্যাদেশের” শব্দটির পরিবর্তে প্রতিস্থাপিত।
৮ মূসক এসআরও নং-২৬৫, তারিখ: ০৮/০৬/২০০০ দ্বারা দফা (ঘঘ) বিলুপ্ত।
মূসক এসআরও নং-৩৪০, তারিখ: ০৬/০৬/২০০২ দ্বারা “রপ্তানি রেয়াত” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
১০মূসক এসআরও নং-১২৭, তারিখ: ১৫/০৭/১৯৯৬ দ্বারা নূতন দফা (ঙঙ) সন্নিবেশিত।
১১মূসক এসআরও নং-৪৮৮, তারিখ: ২৬/০৬/২০০৮ দ্বারা নূতন দফা (ঙঙঙ) এবং (ঙঙঙঙ) সন্নিবেশিত।
১২মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা “ফর্ম” শব্দটির পরিবর্তে প্রতিস্থাপিত।
১৩মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা “ফর্ম” শব্দটির পরিবর্তে প্রতিস্থাপিত।

১৪মূসক এসআরও নং-১৫০, তারিখ: ১২/০৬/১৯৯৭ দ্বারা নূতন দফা (চচ) সন্নিবেশিত।
১৫মূসক এসআরও নং-৪৫৮, তারিখ: ০৮/০৬/২০০৬ দ্বারা দফা (ছ) এর পরিবর্তে নূতন দফা (ছ) প্রতিস্থাপিত।
১৬মূসক এসআরও নং-১৭৯, তারিখ: ০৭/০৬/২০১২ দ্বারা দফা (থথথথথ)” শব্দ, সংখ্যা ও বন্ধনী প্রতিস্থাপিত।
১৭মূসক এসআরও নং-৪৭০, তারিখ: ২৭/০৭/২০০৭ দ্বারা নূতন দফা (ঝঝ) সন্নিবেশিত।
১৮মূসক এসআরও নং-৫৬৪, তারিখ: ৩০/০৬/২০১০ দ্বারা “সুপারিনটেনডেন্ট” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
১৯মূসক এসআরও নং-৪৪১, তারিখ: ০৯/০৬/২০০৫ দ্বারা “বা সার্কেলের” শব্দগুলির পর “বা মূল্য সংযোজন কর বৃহৎ করদাতা ইউনিটের সার্কেলের” শব্দগুলি সন্নিবেশিত।
২০মূসক এসআরও নং-৪৭০, তারিখ: ২৭/০৭/২০০৭ দ্বারা “বৃহৎ করদাতা ইউনিটের সার্কেলের” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
২১মূসক এসআরও নং-৫৬৪, তারিখ: ৩০/০৬/২০১০ দ্বারা “সুপারিনটেনডেন্ট” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
২২মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা নূতন উপ-বিধি (২) সংযোজিত।
২৩মূসক এসআরও নং-৫৬৪, তারিখ: ৩০/০৬/২০১০ দ্বারা সেমিকোলনের পরিবর্তে দাড়ি প্রতিস্থাপিত।

 

About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment