১১। নিবন্ধনপত্র প্রদান।

১১। নিবন্ধনপত্র প্রদান।―  [(১)] নিবন্ধনের আবেদনপত্র  [বিভাগীয় কর্মকর্তা অথবা বোর্ড কর্তৃক এতদুদ্দেশ্যে আদেশ দ্বারা নির্ধারিত সহকারী কমিশনার পদমর্যাদার নিম্নে নহেন এইরূপ কোন কর্মকর্তার] নিকট  [“, প্রয়োজনীয় দলিলাদি প্রাপ্তি সাপেক্ষে,”] গ্রহণযোগ্য বিবেচিত হইলে  [তিনি আবেদনকারীকে আবেদনপত্র প্রাপ্তির অনূর্ধ্ব ২ (দুই) কার্যদিবসের মধ্যে  [সরাসরি বা, প্রযোজ্য ক্ষেত্রে, ঙহষরহব এর মাধ্যমে] ফরম] “মূসক-৮” - এ একটি নিবন্ধনপত্র প্রদান করিবেন।
[(১ক) উপ-বিধি (১) * অধীন নিবন্ধনপত্র প্রদানের পর নিবন্ধনপত্র প্রদানকারী কর্মকর্তা প্রয়োজনীয় তদন্তপূর্বক বা অন্য কোন ভাবে যদি এই মর্মে নিশ্চিত হন যে, উক্ত আবেদনপত্রে অসত্য তথ্য প্রদত্ত হইয়াছে, তাহা হইলে তিনি নিবন্ধিত ব্যক্তিকে যুক্তিসঙ্গত শুনানির সুযোগ প্রদান করিয়া ধারা ১৯ এর বিধান অনুসারে উক্ত ব্যক্তির নিবন্ধন বাতিল করিতে পারিবেন।]
[(২) কোন ব্যক্তি ফরম “মূসক-৬” এর  [ক্রমিক-১০] ** এ Import Registration No. উল্লেখ করিতে ব্যর্থ হইলে, বিভাগীয় কর্মকর্তা তাহার বিবেচনায় নির্দিষ্ট সময়ের মধ্যে উক্ত Import Registration No. দাখিলের শর্তে উক্ত ব্যক্তিকে নিবন্ধনপত্র প্রদান করিবেন।]
[(৩) যদি কোন নিবন্ধিত ব্যক্তি বা প্রতিষ্ঠান ফরম “মূসক-৬” এর ঝবৎরধষ ৮ এ উল্লিখিত ব্যাংক হিসাব নম্বর এর অতিরিক্ত কোন হিসাব ভবিষ্যতে খোলেন, তাহা হইলে উক্ত হিসাব খোলার ১৪ (চৌদ্দ) দিনের মধ্যে উক্ত হিসাব সংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট মূল্য সংযোজন কর কার্যালয়ে প্রেরণ করিবেন।]


মূসক এসআরও নং-২৬৫, তারিখ: ০৮/০৬/২০০০ দ্বারা উপ-বিধি (১) হিসেবে সংখ্যায়িত।
মূসক এসআরও নং-১৭৫, তারিখ: ১১/০৬/১৯৯৮ দ্বারা “বিভাগীয় কর্মকর্তার” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-১৭৯, তারিখ: ০৭/০৬/২০১২ দ্বারা “, প্রয়োজনীয় দলিলাদি প্রাপ্তি সাপেক্ষে,” কমাগুলি ও শব্দগুলি সন্নিবেশিত ।
মূসক এসআরও নং-৩৭০, তারিখ: ১২/০৬/২০০৩ দ্বারা “তিনি আবেদনকারীকে ফরম” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৪৮৯, তারিখ: ২৯/০৬/২০০৮ দ্বারা “কার্যদিবসের মধ্যে” শব্দগুলির পর “সরাসরি বা, প্রযোজ্য ক্ষেত্রে, ঙহষরহব এর মাধ্যমে” শব্দগুলি এবং কমাগুলি সন্নিবেশিত।
মূসক এসআরও নং-৩৭০, তারিখ: ১২/০৬/২০০৩ দ্বারা নূতন উপ-বিধি (১ক) সন্নিবেশিত।
*চিহ্নিত স্থানে ‘এর’ শব্দটি থাকা বাঞ্ছনীয়
মূসক এসআরও নং-২৬৫, তারিখ: ০৮/০৬/২০০০ দ্বারা নূতন উপ-বিধি (২) সংযোজিত।
মূসক এসআরও নং-১৭৯, তারিখ: ০৭/০৬/২০০০ দ্বারা “ক্রমিক-১০” শব্দ, সংখ্যা ও চিহ্ন প্রতিস্থাপিত ।
**চিহ্নিত স্থানে ‘কলাম ১০’ হবে
মূসক এসআরও নং-৫৯৬, তারিখ: ০৯/০৬/২০১১ দ্বারা নূতন উপ-বিধি (৩) সংযোজিত।

 

About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment