৯। নিবন্ধন পদ্ধতি।

৯। নিবন্ধন পদ্ধতি।― (১) কোন করযোগ্য পণ্যের সরবরাহকারীর বা করযোগ্য সেবা প্রদানকারীর বার্ষিক টার্নওভার অন্যূন  [ষাট লক্ষ] টাকা হইলে তাহাকে  [ফরম] “মূসক-৬”-এ  [বিভাগীয় কার্যালয়ে]  [অথবা বোর্ড কর্তৃক এতদুদ্দেশ্যে আদেশ দ্বারা নির্ধারিত সহকারী কমিশনার পদমর্যাদার নিম্নে নহেন এইরূপ কোন কর্মকর্তার নিকট]  [এবং, প্রয়োজনে, বোর্ড কর্তৃক আদেশ দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ঙহষরহব এ] নিবন্ধনের আবেদনপত্র পেশ করিতে হইবে।
(২)  [আইনের] ধারা ১৬ অনুযায়ী নিবন্ধনের বাধ্যবাধকতা হইতে অব্যাহতিপ্রাপ্ত কোন ব্যক্তির করযোগ্য পণ্য সরবরাহ বা করযোগ্য সেবাপ্রদান বাবদ টার্নওভার অব্যাহতিপ্রাপ্ত হিসাবে গণ্য হওয়ার পরবর্তীতে যে কোন বিরতিহীন বারো মাস সময়ে অন্যূন  [ষাট লক্ষ] টাকা হইলে তাহাকে উক্ত সময়ের মেয়াদ অতিক্রান্ত হওয়ার তিরিশ দিনের মধ্যে  [বিভাগীয় কার্যালয়ে]  [অথবা বোর্ড কর্তৃক এতদুদ্দেশ্যে আদেশ দ্বারা নির্ধারিত সহকারী কমিশনার পদমর্যাদার নিম্নে নহেন এইরূপ কোন কর্মকর্তার নিকট] নিবন্ধনের আবেদনপত্র পেশ করিতে হইবে।
(৩) করযোগ্য পণ্য সরবরাহ বা করযোগ্য সেবা প্রদানের ব্যবসায় শুরু করিতে চাহেন এমন কোন ব্যক্তি উক্ত ব্যবসায়ের বার্ষিক টার্নওভার অন্যূন  ১০[ষাট লক্ষ] টাকা হইবে বলিয়া প্রাক্কলন করিলে তাহাকে ব্যবসায় শুরুর পূর্বেই  ১১[বিভাগীয় কার্যালয়ে]  ১২[অথবা বোর্ড কর্তৃক এতদুদ্দেশ্যে আদেশ দ্বারা নির্ধারিত সহকারী কমিশনার পদমর্যাদার নিম্নে নহেন এইরূপ কোন কর্মকর্তার নিকট] নিবন্ধনের আবেদনপত্র পেশ করিতে হইবে।

১৩[(৪) কোন করযোগ্য পণ্য প্রস্তুতকরণ বা উৎপাদনস্থল  ১৪[বা সরবরাহস্থল] বা করযোগ্য সেবা প্রদানের স্থান বা আমদানি বা রপ্তানির ব্যবসায়স্থল হইতে একাধিক করযোগ্য পণ্য সরবরাহ বা সেবা প্রদানের বা আমদানি বা রপ্তানির ক্ষেত্রে একটি মাত্র নিবন্ধনের প্রয়োজন হইবে।]
(৫) নিবন্ধনে দায়বদ্ধ ব্যক্তি নিবন্ধনের আবেদনপত্রের সহিত  ১৫[ফরম] “মূসক-৭”-এ করযোগ্য পণ্য প্রস্তুতকরণ বা উৎপাদনে  ১৬[বা ক্রয়-বিক্রয় বা মজুদকরণে] ব্যবহৃতব্য অঙ্গন, প্লান্ট, মূলধনী যন্ত্রপাতি ও ফিটিংস এবং উৎপাদিতব্য  ১৭[বা ক্রয়-বিক্রয় বা মজুদযোগ্য] পণ্য ও উহার প্রধান উপকরণসমূহের বিবরণ সম্বলিত একটি ঘোষণাপত্র প্রদান করিবেন।
(৬) কোন ব্যক্তি কোন পণ্য আমদানি বা রপ্তানি করিলে তাহাকে নিবন্ধনের জন্য উপ-বিধি (১) এ বর্ণিত আবেদনপত্র  ১৮[বিভাগীয় কার্যালয়ে]  ১৯[অথবা বোর্ড কর্তৃক এতদুদ্দেশ্যে আদেশ দ্বারা নির্ধারিত সহকারী কমিশনার পদমর্যাদার নিম্নে নহেন এইরূপ কোন কর্মকর্তার নিকট] পেশ করিতে হইবে।

 


মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা “চল্লিশ লক্ষ” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা “ফর্ম” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা “স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ে” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-১৭৫, তারিখ: ১১/০৬/১৯৯৮ দ্বারা “বিভাগীয় কার্যালয়ে” শব্দগুলির পর “ অথবা বোর্ড কর্তৃক এতদুদ্দেশ্যে আদেশ দ্বারা নির্ধারিত সহকারী কমিশনার পদমর্যাদার নি¤েœ নহেন এইরূপ কোন কর্মকর্তার নিকট” শব্দগুলি সন্নিবেশিত।
মূসক এসআরও নং-৪৮৯, তারিখ: ২৯/০৬/২০০৮ দ্বারা “এইরূপ কোন কর্মকর্তার নিকট” শব্দগুলির পর “এবং, প্রয়োজনে, বোর্ড কর্তৃক আদেশ দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ঙহষরহব এ” শব্দগুলি এবং কমাগুলি সন্নিবেশিত।  
মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা “অধ্যাদেশের” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা “চল্লিশ লক্ষ” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা “স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ে” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-১৭৫, তারিখ: ১১/০৬/১৯৯৮ দ্বারা “বিভাগীয় কার্যালয়ে” শব্দগুলির পর “ অথবা বোর্ড কর্তৃক এতদুদ্দেশ্যে আদেশ দ্বারা নির্ধারিত সহকারী কমিশনার পদমর্যাদার নি¤েœ নহেন এইরূপ কোন কর্মকর্তার নিকট” শব্দগুলি সন্নিবেশিত।
১০মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা “চল্লিশ লক্ষ” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
১১মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা “স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ে” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
১২মূসক এসআরও নং-১৭৫, তারিখ: ১১/০৬/১৯৯৮ দ্বারা “বিভাগীয় কার্যালয়ে” শব্দগুলির পর “ অথবা বোর্ড কর্তৃক এতদুদ্দেশ্যে আদেশ দ্বারা নির্ধারিত সহকারী কমিশনার পদমর্যাদার নি¤েœ নহেন এইরূপ কোন কর্মকর্তার নিকট” শব্দগুলি সন্নিবেশিত।

১৩মূসক এসআরও নং-৩৫, তারিখ: ০১/১০/১৯৯১ দ্বারা উপ-বিধি (৪) এর পরিবর্তে নূতন উপ-বিধি (৪) প্রতিস্থাপিত।
১৪মূসক এসআরও নং-১২৮, তারিখ: ২৮/০৭/১৯৯৬ দ্বারা “উৎপাদনস্থল” শব্দটির পর “বা সরবরাহস্থল” শব্দগুলি সন্নিবেশিত।
১৫মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা “ফর্ম” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
১৬মূসক এসআরও নং-১২৮, তারিখ: ২৮/০৭/১৯৯৬ দ্বারা “উৎপাদনে” শব্দটির পর “বা ক্রয়-বিক্রয় বা মজুদকরণে” শব্দগুলি সন্নিবেশিত।
১৭মূসক এসআরও নং-১২৮, তারিখ: ২৮/০৭/১৯৯৬ দ্বারা “উৎপাদিতব্য” শব্দটির পর “বা ক্রয়-বিক্রয় বা মজুদযোগ্য” শব্দগুলি সন্নিবেশিত।
১৮মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা “স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ে” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
১৯মূসক এসআরও নং-১৭৫, তারিখ: ১১/০৬/১৯৯৮ দ্বারা “বিভাগীয় কার্যালয়ে” শব্দগুলির পর “ অথবা বোর্ড কর্তৃক এতদুদ্দেশ্যে আদেশ দ্বারা নির্ধারিত সহকারী কমিশনার পদমর্যাদার নি¤েœ নহেন এইরূপ কোন কর্মকর্তার নিকট” শব্দগুলি সন্নিবেশিত।

 

 

 

About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment