১৩। নিবন্ধনপত্র ইত্যাদি প্রদর্শন।

 [১৩। নিবন্ধনপত্র ইত্যাদি প্রদর্শন।― যে কোন নিবন্ধিত ব্যক্তি―
(ক)    যে অঙ্গন হইতে পণ্য সরবরাহ বা সেবা প্রদান বা পণ্য আমদানী বা রপ্তানী করেন সেই অঙ্গনে তিনি তাহার নিবন্ধনপত্র এবং বোর্ড কর্তৃক এতদুদ্দেশ্যে নির্দেশিত অন্য যে কোন আদেশ, বিজ্ঞপ্তি, পোষ্টার বা অন্য কোন কাগজপত্র বাঁধানো অবস্থায় বা, ক্ষেত্রমত, দেওয়ালে সাঁটানো অবস্থায় এমনভাবে সংরক্ষণ করিবেন যাহাতে উহা সহজেই দৃষ্টিগোচর হয়;
(খ)    তাহার উৎপাদনস্থল বা সেবা প্রদানস্থল বা ব্যবসায় স্থলের পরিচিতিমূলক সাইনবোর্ড বা ফলকে তাহার নিবন্ধন সংখ্যা এমন হরফে লিপিবদ্ধ করিয়া রাখিবেন যাহাতে সহজে দৃষ্টিগোচর হয়।]


মূসক এসআরও নং-৪০৮, তারিখ: ১০/০৬/২০০৪ দ্বারা বিধি ১৩ এর পরিবর্তে নূতন বিধি ১৩ প্রতিস্থাপিত।

 

About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment