১৮। আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে চালানপত্র প্রদান।

১৮। আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে চালানপত্র প্রদান।―  [(১) নিবন্ধিত সরবরাহকারী উপকরণের সরাসরি আমদানিকারক হইলে, সংশ্লিষ্ট বিল অব এন্ট্রি, যাহাতে আমদানি পর্যায়ে প্রদত্ত মূল্য সংযোজন কর পৃথকভাবে প্রদর্শিত হইবে, রেয়াতের জন্য চালানপত্র বলিয়া গণ্য হইবে।]
 [(২) বাণিজ্যিক আমদানিকারক কর্তৃক আমদানিকৃত পণ্য সরবরাহকালে চালানপত্রের তিনটি অনুলিপি তৈরি করিতে হইবে, তন্মধ্যে―
(ক)    মূল অনুলিপিটি পণ্যের ক্রেতাকে প্রদান করিতে হইবে;
(খ)    দ্বিতীয় অনুলিপিটি পণ্য সরবরাহের  [ [৫(পাঁচ)] কার্যদিবসের] মধ্যে স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ে জমা প্রদান করিতে হইবে; এবং
(গ)    তৃতীয় অনুলিপিটি চালানপত্র পুস্তকে সংযুক্ত অবস্থায় অন্যূন  [ছয় বৎসর] সংরক্ষণ করিতে হইবে।]
[(৩) উপ-বিধি (২) এ যাহা কিছুই থাকুক না কেন,  [কমিশনার] প্রতিটি ক্ষেত্রে বিশেষ আদেশ দ্বারা কোন নির্দিষ্ট পণ্য শ্রেণী বা প্রতিষ্ঠান বা ব্যক্তিকে কম্পিউটারের মাধ্যমে তৈরীকৃত চালানপত্র প্রদানের অনুমতি প্রদান করিতে পারিবে।]


মূসক এসআরও নং-১৭৫, তারিখ: ১১/০৬/১৯৯৮ দ্বারা উপ-বিধি (১) এর পরিবর্তে নূতন উপ-বিধি (১) প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৪০৮, তারিখ: ১০/০৬/২০০৪ দ্বারা উপ-বিধি (২) এর পরিবর্তে নূতন উপ-বিধি (২) প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৪৫৮, তারিখ: ০৮/০৬/২০০৬ দ্বারা “বাহাত্তর ঘন্টার” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৪৭০, তারিখ: ২৭/০৭/২০০৭ দ্বারা “৩ (তিন)” সংখ্যা, শব্দ ও বন্ধনীগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-১৭৯, তারিখ: ০৭/০৬/২০১২ দ্বারা “চার বৎসর” শব্দগুলির পরিবর্তে “ছয় বৎসর” শব্দগুলি প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৩৪০, তারিখ: ০৬/০৬/২০০২ দ্বারা নূতন উপ-বিধি (৩) সংযোজিত।
মূসক এসআরও নং-৪৭০, তারিখ: ২৭/০৭/২০০৭ দ্বারা “বোর্ড” শব্দটির পরিবর্তে প্রতিস্থাপিত।

 

 

About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment