১৮ক। সরবরাহ গ্রহণকারী কর্তৃক উৎসে মূল্য সংযোজন কর কর্তন।

[১৮ক। সরবরাহ গ্রহণকারী কর্তৃক উৎসে মূল্য সংযোজন কর কর্তন।― (১) নিম্নলিখিত সংস্থা বা প্রতিষ্ঠানকে, অতঃপর ‘উৎসে মূল্য সংযোজন কর কর্তনকারী’ বলিয়া উল্লিখিত,  [সেবা] গ্রহণের সময় উৎসে মূল্য সংযোজন কর কর্তন করিতে হইবে, যথাঃ-
(ক)    সরকারি, আধাসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান;
(খ)    এনজিও;
(গ)    ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, বা অন্যকোনো আর্থিক প্রতিষ্ঠান;
(ঘ)    লিমিটেড কোম্পানি; বা
(ঙ)    শিক্ষা প্রতিষ্ঠান।
(২) নিবন্ধিত ব্যক্তি টেন্ডার বা কার্যাদেশের বিপরীতে উৎসে মূল্য সংযোজন কর কর্তনকারীর নিকট  [সেবা] সরবরাহের সময়―
(ক)     প্রকৃত হারে মূল্য সংযোজন কর চালানপত্র ইস্যু করিবেন;
(খ)     ইস্যুকৃত কোনো বিক্রয় চালান বা বাণিজ্যিক দলিলে মোট মূল্য সংযোজন করের পরিমাণ উল্লে¬খ করিবেন; এবং
(গ)    বিক্রয় চালান বা বাণিজ্যিক দলিলে তাহার মূল্য সংযোজন কর নিবন্ধন নম্বর এবং টেন্ডার বা কার্যাদেশের বিপরীতে  [সেবা] সরবরাহের বিষয়টি উল্লেখ করিবেন।

(৩) আইনের ধারা ৩ এর উপ-ধারা (৩) এর দফা (ঘ) এবং ধারা ৬ এর উপ-ধারা (৩) এর দফা (ঘ) এর অধীন সেবা গ্রহণকারী কর্তৃক সেবার মূল্য পরিশোধের সময় প্রদেয় সমুদয় মূল্য সংযোজন কর ব্যাংক বা অন্যকোনো আর্থিক প্রতিষ্ঠান উৎসে কর্তন করিবেন।
[ব্যাখ্যা:    এই বিধির উদ্দেশ্য পূরণকল্পে “এনজিও” অর্থে এনজিও বিষয়ক ব্যুরো বা, ক্ষেত্রমত, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ বা, অধিদপ্তরের অধীনে নিবন্ধিত কোনো বেসরকারি সংস্থাকে বুঝাইবে।]

 


মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা নূতন বিধি ১৮ক, ১৮খ, ১৮গ এবং ১৮ঘ সন্নিবেশিত।
মূসক এসআরও নং-৬১০, তারিখ: ২৯/০৬/২০১১ দ্বারা “পণ্য বা সেবা” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৬১০, তারিখ: ২৯/০৬/২০১১ দ্বারা “পণ্য বা সেবা” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৬১০, তারিখ: ২৯/০৬/২০১১ দ্বারা “পণ্য বা সেবা” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।

 

 

About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment