FAQ

Displaying 1-10 of 41 results.

প্রশ্ন: রিটার্ণের ভিত্তিতে কর পরিশোধ

(১)    ৭৫,৭৭,৭৮,৮৯, (২), ৯১(৩), বা ৯৩ (১), ধারার  অধীনে  যে ব্যক্তির রিটার্ণ দাখিল করা আবশ্যক, ঐ ব্যক্তির রিটার্ণ দাখিলের
তারিখে বা তার পূর্বে এই অধ্যয়ের  বিধান অনুসরণে তার আয় হতে কর্তনকৃত অথবা পরিশোধিত করের অংশ হ্রাস পূর্বক সমন্বয় করার পর বর্ণিত রিটার্ণ  কিংবা ধারা  ১৬ সিসিসি এর বিধান অনুসরে প্রযোজতা মোতাবেক করদায় এর ভিত্তিতে তৎকর্তক  পরিশোযোগ্য কর পরিশোধ করবেন  ।
(২) উপধারা (১) অধীনে পরিশোধিত কোন পরিমান অর্থ নিয়মিত কর নির্ধারণের পর  নিরুপিত তৎকর্তৃক পরিশোধ্য কর প্রদানের নিমিত্ত পরিশোধিত হয়েছে গণ্য হবে । 

প্রশ্ন: উৎসে কর্তন করা হয়েছে এরুপ কর পরিশোধের পদ্ধতি

অধ্যাদেশের অধ্যায় ৭ এর অধীন বিধি ১৩ এ নির্ধারিত  সময়ের মধ্যে কর কর্তন বা সংগ্রহের জন্য দায়ী  ব্যক্তি অনুরুপে কর্তনকৃত বা সংগ্রহকৃত সরকারী কোষাগারে  নি¤েœ বার্ণত উপায়ে কর জমা প্রদান করিবেন

(ত্র) ক্ষেত্রমতাবেক, বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংক বরাবরে অয়কর চালানের মাধ্যমে প্রেরণের মাধ্যমে; অথবা
(বি) ইলেক্টনিক পদ্ধতিতে প্রেরণের মাধ্যমে

(৩)    উপধারা  (১) বা বিধি ১৩ তে যে বিধানই থাকুক না কেন কর  কর্তনে  দায়িত্বপ্রাপ্ত  ব্যক্তি  কর্র্তৃক অত্র  অধ্যাদেশের  ৫২ ধারার আওতায় পণ্য সরবরাহ বা চুক্তি নির্বাহের জন্য ৫২ এ ধারার  আওতায় পেশাগত বা কারিগরি সেবার ফির জন্য  ৫৩ এ ধারার আওতায গৃহ সম্পত্তির

ক্ষেত্রে বা ধারা ৫৩ই এর  আওতাধীন  কমিশন বা ফির জন্য  সংশ্লিষ্ট   উপ কর কমিশনারের বরাবরে উক্ত উৎস কর্তিত পরিমান করের সমান অর্থের চেক ইস্যু করবেন  এবং যে ব্যক্তির  নিকট হতে উক্ত অর্থ কর্তন করা হয়েছে তার মাধ্যমে আয়কর  চালানের ফরম  অনুসারে, ক্ষেত্রমতে  বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংকে  ঐ চেক জমা দিবেন  এবং সংশ্লিষ্ট হিসাব হতে  অবশিষ্ট পাওনা পাবার অধিকারী হবেন ঃ

তবে শর্ত থাকে যে, যেক্ষেত্রে  বাংলাদেশের নিবাসী নন এরুপ করদাতাকে  পরিশোধযোগ্য  অর্থ হতে  অনুরুপ কর কর্তন  সম্পন্ন করা হয়েছে ,সেক্ষেত্রে  অনুরুপ  কর্তন করার পর তা, প্রয়োজনীয়তা  অনুসরে, , বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংকে চালানসহ জমা দিতে হবে ।

প্রশ্ন: উৎসে কর্তিত হয়েছে এরুপ কর পরিশোধের সময়সীমা

অধ্যাদেশের সপ্তম অধ্যায়ের বিধানসমূহ অনুসরে যে কর কর্তৃত অথবা সংগ্রহ হয়েছে তৎসমুদয় পরিমান অর্থ, ক্ষেত্রমতে, যে ব্যকিÍ কর্তৃক  যে তারিখে  উক্ত কর্তন বা সংগ্রহ করা হয়েছে  তার মাধ্যমে সে তারিখের  তিন সপ্তাহের মধ্যে  সরকারের হিসাবে জমা দিতে হবে

তবে শর্ত থাকে যে,  বিশেষ ক্ষেত্রে এবং অতিরিক্ত  পরিদর্শন  কর কমিশনার / যুগ্ন কর কমিশনারের অনুমোদন সাপেক্ষ উপ কর কমিশনার একজন  নিয়োগকর্তাকে  বেতন খাতে যে কোন আয়ের উপর কর্তিত অথবা সংগৃহীত কর  ত্রৈমাসিক কিস্তিভিত্তিতে, ১৫ সেপ্টেম্বর , ১৫ ডিসেম্ব র, ১৫ মার্চ, এবং ১৫ জুন তারিখে পরিশোধের অনুমতি প্রদান করবেন ।

প্রশ্ন: অগ্রীম কর পরিশোধের ক্ষেত্রে কোন ঘাটতি থাকলে এসেসি কর্র্তৃক সুদ প্রদেয়

(১) যেক্ষেত্রে কোন অর্থ বৎসরে  করদাতা স্বীয় প্রাক্কলনের উপর ভিত্তি করে অগ্রীম কর পরিশোধ  করেছেন এবং অত্র  অধ্যয়ের  আওতায় উৎসে কর্তনযোগ্য কোন করসহ অগ্রীম  পরিশোধযোগ্য করের সমষ্টি নিয়মিত কর নির্দারণের মাধ্যমে নিরুপিত  পরিশোধযোগ্য করের শতকরা পঁচাত্তর ভাগের চাইতে কম হয় সেক্ষেত্রে প্রদেয় অবশিষ্ট করের  অতিরিক্ত  পরিশোধিত পরিমান কর এবং নির্ধারণীর মাধ্যমে উদ্ভূত করের  পঁচাত্তর শতাংশ, এতদুভয়ের মধ্যে যে পার্থক্য হয়, এসেসি সে পরিমাণের উপর বার্ষিক শতকরা দশ ভাগ হারে সরল সুদ প্রদান করিবেন ।
(২) যে সময়ের জন্য উপধারা (১) এর অধীনে সুদ পরিশোধ্য হয়েছে, সেই সময়কাল হবে , যে বৎসরের অগ্রীম কর পরিশোধ  করা হয়েছিল সেই বৎসরের এপ্রিল এর প্রথম দিন হতে আয় নিরুপনের জন্য নিয়মিত নির্ধারণীর তারিখ পর্যন্ত সময় অথবা  বর্ণিত এপ্রিল  এর প্রথম দিন হতে পরের দুই বৎসর সময়,এতদুভয় সময়কালের  মধ্যে যেটি ছোট
(৩) উপধারা (১) এবং  (২) –এ যা-ই  উল্লেখ থাকুক না কেন, যেক্ষেত্রে –
(এ) ৭৪ ধারার  অধীনে  কর পরিশোধ  করা হয়, বা
(বি) ৮১ ধারার অধীনে সাময়িক কর  নির্ধারণ করা হয়েছে কিন্তু নিয়মিত কর  নির্ধারণ করা হয়নি ; সেক্ষেত্রে নি¤েœক্ত বিধানের আওতায় সরল সুদ নির্ধারণ করতে  হবে ।
(র)    হাল তারিখ নাগাদ, যার ভিত্তিতে  ৭৪ ধারার আওতায় বা সাময়িক নির্ধারণের পর কর পরিশোধ করা হয়েছে
(রর)    এরপর, বর্ণিত  নির্ধারণীর উপর ভিত্তি করে  গণনাকৃত পঁচাত্তর শতাংশ কর হতে  অনুরুপ  পরিশোধিত কর যে পরিমাণে
কমতি হয়েছে সেই পরিমাণ অর্থের উপর সরল সুদ পরিগণনা করতে হবে ।

(৩)    কোন আপীল,  রিভিশন অথবা রেফারেন্স – এর ফলাফল  হিসেবে  উপধারা  (১) এর অওতায়  যে পরিমান অর্থের উপর সুদ প্রদেয় ছিল  তা হ্রাস প্রাপ্ত  হয়েছে, সেক্ষেত্রে একইভাবে প্রদেয় সুদের পরিমাণের ও হ্রাস ঘটবে এবং অতিরিক্ত কোন পরিশোধিত সুদ,যদি থাকে, তবে তা ফেরৎ প্রদানযোগ্য করের সাথে ফেরৎ দিতে হবে ।

প্রশ্ন: অগ্রীম কর পরিশোধে ব্যর্থতার ক্ষেত্রে সুদ আরোপ

যেক্ষেত্রে, একজন এসেসির  জন্য অগ্রীম কর পরিশোধ  আবশ্যক, কিন্তু  অত্র অধ্যায়ের  বিধানের আওতায়  নিয়মিত কর  নির্ধারণকালে এরুপ প্রতীয়মান হয়যে , তিনি অগ্রীম কর পরিশোধ করেননি, সেক্ষেত্রে  ৬৯ ধারার অধীনে খেলাপীর জন্য পরিণতিসমূহ অব্যহত রেখে উক্ত  এসেসিকে  বর্ণিত উপায়ে  নির্ধারিত করের উপর   ৭৩  ধারায় নির্ধারিত সময়ের জন্য ও হারে  সরল সুদে অতিরিক্ত কর পরিশোধ করতে হবে ।

প্রশ্ন: অগ্রীম করের কিস্তি প্রদানে ব্যর্থতা

একজন এসেসি, যাঁর ক্ষেত্রে অগ্রীম কর পরিশোধ করা  আবশ্যক, অনুরুপ করের  যে কোন কিস্তি  পরিশোধে  ব্যর্থতার কারণে তার মূল হিসাব অনুসরে কিস্তির  অর্থ নির্ধারিত তারিখে অপরিশোধহেতু খেলাপী করদাতা গণ্য হবে ।

প্রশ্ন: অগ্রীম করের কিস্তি

যেই অর্থ বৎসরের জন্য কর পরিশোধযোগ্য হয়েছে , সেই অর্থ বৎসরের  সেপ্টেম্বও, ডিসেম্বর, মার্চ এবং  জুন  মাসের  ১৫  তারিখে চারটি  সমান  কিস্তিতে অগ্রীম কর পরিশোধ করতে হবে

তবে  শর্ত থাকে  যে,  যদি কোন বৎসরের মে মাসের  ১৫  তম  দিনের পূর্বে আয়  বর্ষের জন্য করদাতার কর নির্ধারণ সম্পাদিত হয় এবং পরবর্তী উহার ভিত্তিতে ৬৫  ধারা অনুসরে  যে  কর  পরিগননা  করা হয়,  সে মতে এসেসি  নির্ধারিত  দিনে  একক কিস্তিতে  অথবা নির্ধারিত  দিনসমূহে  সমান কিস্তিতে  কর পরিশোধ করতে হবে, যদি পরবর্তীতে  বর্ণিত  একটি  কর নির্ধারণীর  পর  এরুপ  পরিদৃষ্ট হয় যে, উক্ত  নির্ধারণীতে  কর মূল  হিসাবমতে  কর  পরিশোধ্য হবে ।

প্রশ্ন: কর্তিত কর সরকারকে প্রদান

এই অধ্যাদেশের  অধীনে কর হিসেবে  কর্তিত  বা আদায়কৃত  সকল অর্থ  বোর্ড  যে রুপ নির্দেশ দিবেন  বা সময় নির্ধারণ করবেন  তা অনুযায়ী  যে ব্যাক্তি  ঐ কর্তন  বা আদায় সম্পন্ন   করবেন  তিনি সরকারের অনুক’লে জমা দিবেন  ।

প্রশ্ন: কর্তনে ব্যর্থতা ইত্যদির ফলাফল-

(১)    এ অধ্যয়ের  বিধানবলির দ্বরা বা অধীনে সরকারী কর কর্তন আদায় বা জমা প্রদানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এবং ৫৪ ধারার বর্ণিত ক্ষেত্র সমূহের  মূখ্য  কর্মকর্তা এবং যে কোম্পানিতে  তিনি মুখ্য মূখ্য  কর্মকর্তা উক্ত  কোম্পানির  অনুরুপ কর্তন সংগ্রহ বা জমা প্রদানে যদি ব্যর্থ হন অথবা  কর্তন বা আদায় করে এই অধ্যয়ের  বিধান অনুসরে  জমা করতে ব্যর্থ হন, তবে তিনি বা উক্ত  কোম্পানি-

(ক)  অন্য কোন দায়িত্ব ক্ষুন্ন  না করে  অনুরুপ করের জন্য তিনি অথবা  ঐ কোম্পানি  খেলাপী করদাতা বলে গণ্য হবেন; এবং
(খ)  ৫৯ ধারা অনুযায়ী উক্ত কর পরিশোধের জন্য ধার্য মেয়াদ শেষ  হওয়ার পর দিন থেকে শুরু করে  কর প্রদানের তারিখ পর্যনাÍ  প্রতিমাসে অনুরুপ  করের  অতিরিক্ত  শতকরা  দুই ভাগ  হারে কর প্রদান  করতে হবে ।

(২)    যখন উপকর কমিশনার  এ অধ্যাদেশের  অধীনে  যে কোন কার্যবলীর  অগ্রগতিতে  এ অধ্যায়ের বিধানবলি  দ্বারা  বা  অধীনে  সরকারী  কর্তন  আদায় বা  জমা প্রদানে দায়িত্ত প্রদানে  প্রাপ্ত কোন ব্যক্তি খুজে পান  যে এ অধ্যায়ের বিধাননুযায়ী  কর সংগ্রহ বা জমা করতে  ব্যর্থ ধারা  ১৩৭ এর বিধানবলিতে যা কিছুই  উল্লেখ  থাকুক না কেন  উপধারা ১১ এর  ক্লজ  এ অধীনে  ব্যর্থ করদাতা হিসেবে  বিবেচিত  ব্যক্তি  থেকে  উপধারা  ১  এর  ক্লজ  বি  এর  অধীনে  অতিরিক্ত  প্রদেয়  টাকাসহ  এরুপ কর
আদায়ের জন্য প্রয়োজণীয পদক্ষেপ  গ্রহোন করবেন ।

প্রশ্ন: সমবায় সমিতির আয় কি কর মুক্ত

(১)    কোন  সমবায় সমিতি   নিম্নোলিখিত  ক্ষেত্রসমূহে কর প্রদান করতে হবে না-
(এ) সমিতি কর্তৃক তার সদস্যের  সহিত পণ্য বিক্রয়, টাকা ধার দেওয়া,  ভবানদী ও ভূমি ইজারা দেযা ইত্যাদি ক্ষেত্রে লেনদেনের মাধ্যমে উপার্জিত  আয় এরুপ লেনদে সদস্যদের ব্রক্তিগত ব্যবহারার্থে হতে পারে  অথবা কোন ফার্ম অথবা ব্যক্তি  সংঘের ক্ষেত্রে তার অংশীদারী সদস্যদের ব্যক্তিগত ব্যবহারের মাধ্যমে  উপার্জিত হতে পারে ;

     (বি) সমিতি কর্তৃক পরিচালিত ব্যবসার সমস্ত আয়, যেক্ষেত্রে উহা নি¤েœাক্ত ক্ষেত্রে নিয়োজিত থাকে –
              (ক)  কৃষি অথবা পল্লী ঋণ
              (খ) কুটির শিল্প
              (গ) সমিতির সদস্যদের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাতকরণ
              (ঘ) কৃষির জন্য সমিতির সদস্যদের সরবরাহ করার উদ্দেশ্যে কৃষি উপকরণ, বীজ, পশুসম্পদ অথবা এতদলক্ষ্যে  দ্রব্যাদি  ক্রয়    করা    হলে;
             (ঙ) এমন ধরনের  প্রক্রিয়া বা প্রয়োগ  করে  সমিতির সদস্যগণ  সাধারন কৃষকের ন্যায়  কাজ করার মাধ্যমে অর্জিত সমিতির উৎপাদিত কৃষি ফসল বাজারজাতকরনের জন্য  কোন যান্ত্রিক  শক্তি  প্রয়োগ না করেই  ঐরুপ উৎপাদন কর্মকান্ড সম্পাদন করে থাকে;
(সি) অন্য কোন সমবায় সমিতিতে বিনিয়োগের মাধ্যমে প্রাপ্ত সুদ ও ডেভিডেন্ড হতে অর্জিত কোন আয়; এবং
(ডি) সমিতির সদস্যদের  মালিকানাধীন পণ্য কিংবা সমিতির সদস্যদের   নিকট বিক্রয়ের উদ্দেশ্যে কোন পন্যদি গুদামজাত, পক্রিয়াজাত
বা বাজারজাত সুবিধার আওতাধীন  কোন গোডাউন বা ওয়ারহাউজের ভাড়া  হতে আয়

ব্যাখ্যা: এই ধারার উদ্দেশ্যে সাধন করার নিমিত্ত—
 
(এ) কুটির শিল্প বলতে এমন একটি প্রতিষাঠানকে বুঝায়, য জয়েন্টস্টক কোম্পানি নয় এবং যা নি¤েœাক্ত শর্তসমূহ পূরন করে থাকে 
        (ক)  এটা মূলত: এরুপ একটি প্রতিষাঠান যার মালিক নিজেই একজন বিনিয়োগকারী, একজন সার্বক্ষণিক  কর্মচারী এবং প্রকৃত উদ্যোক্তা ও বটে ।
        (খ) আয় বৎসরের কোন সময়ই স্থাপনা, মেশিনপত্র এবং যান্ত্রিক সরনঞ্জামের জন্য বিনিয়োগকৃত মূলধন, যার পরিমান তিনলক্ষ  টাকার চাইতে  অধিক হয়না;
        (গ) কোন আয় বৎসরের চব্বিশ ঘন্টার একদিনের কোনদিন ও মাািলক ও তার পরিবারের সদস্য সংখ্যা সর্বাধিক পনের জনের অধিক হবেনা; এবং
        (ঘ) প্রতিষাঠানের  মালিক অথবা তার পরিবারের  কোন সদস্য স্বনামে বা বেনামে  অন্যবিধ কোন শিল্প বা বাণিজ্যিক প্রতিষাঠানের  মালিক না হন এবং
(বি) কোন প্রতিষ্ঠানের  মালিকানা সূত্রে তার পরিবারের সদস্য বলতে ঐ মালিকের পিতামাতা, স্বামী/স্ত্রী, মালিকের উপর  নির্ভরশীল সন্তান ইত্যদিকে বুঝানো হবে এবং যারা কোন প্রকার মজুরী, পারিতোষিক অথবা কোনরুপ ক্ষতিপূরণ ছাড়া প্রতিষাঠানে পূর্রকালীন বা খন্ডকালীন যেভাবেই হোক এরুপে কর্মে নিয়োজিত রয়েছে ।

(২)    মিউচ্যুয়াল ইন্সুরেন্স এসোসিয়েশন কর্তৃক পরিচালিত বীমা ব্যবসায় ন্যায় কার্যকর কোন সমবায় সমিতির ক্ষেত্রে,যার লাভও মুনাফার ক্ষেত্রে চতুর্থ তফসীলের ৮ প্যারা প্রযোজ্র রয়েছে, উপধারা ( ১) – বর্ণিত কোন বিধানই প্রয়োগ করা যাবে না