Business FAQs

Displaying 1-10 of 16 results.

কিভাবে আমি আমার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করব?

Picture

যদি আপনি ইতোমধ্যে কোন ইউজার  রেজিস্ট্রেশন না করে থাকেন তবে টিআইএন (TIN) অ্যাপ্লিকেশন করার জন্য শুরুতেই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য টপ মেনু থেকে “Register” বাটনে ক্লিক করুন তাহলে স্ক্রীন এ নিম্নে প্রদর্শিত চিত্রের ন্যায় রেজিস্ট্রেশন ফর্ম দেখাবে :-

·    User ID: ইউজার যে নামে লগ ইন করবেন তা এখানে প্রদান করবেন এবং তা অবশ্যই সর্বনিম্ন ৮ অক্ষর হতে হবে ।

·     Password: এখানে পাসওয়ার্ড প্রদান করুন এবং পাসওয়ার্ড অবশ্যই সর্বনিম্ন চার অক্ষরের হতে হবে । 

·     Retype Password: পুনরায় পাসওয়ার্ড প্রদান করুন।

·     Security Question: আপনার পছন্দের Security Question সিলেক্ট করুন ।

·         Security Answer: Security Question এর উত্তর প্রদান করুন ।

·      Country: আপনার দেশের নাম সিলেক্ট করুন । (শুধুমাত্র বিদেশিদের জন্য প্রযোজ্য)

·      Mobile number: আপনার মোবাইল নম্বর টাইপ করুন ।

·      Email Address: আপনার ইমেইল আইডি টাইপ করুন।

·      Verification letter:  ফর্মে দেখানো অক্ষরগুলো টাইপ করুন।

Register: রেজিস্ট্রেশন  বাটনে ক্লিক করার পরে আপনার ব্রাউজারে e-Activation  কোড নামে নতুন উইন্ডো প্রদর্শিত হবে এবং আপনার মোবাইলে  e-Activation  কোড আসবে।

·         e -TIN Activation Code: মোবাইলে পাওয়া e- TIN Activation কোডটি ব্রাউজার এ প্রদর্শিত e-TIN Activation কোড এর ঘরে টাইপ করুন ।

·         Activate: e- TIN Activation কোড টাইপ করার সাথে সাথে আপনার রেজিস্ট্রেশন পদ্ধতি সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন আপনি New Registration অথবা Re-registration এর জন্য আবেদন করতে পারবেন

কিভাবে আমি ওয়েবসাইটে লগ ইন করবো?

Picture

User Login

যদি আপনি ইতোমধ্যে ইউজার  রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে থাকেন তবে সরাসরি Loginবাটনে ক্লিক করুন তাহলে স্ক্রীন এ নিম্নে প্রদর্শিত চিত্রের ন্যায় লগ ইন ফর্ম দেখাবে ।

   User ID: আপনার ইউজার আইডি টাইপ করুন। 

    Password: এখানে আপনার গোপন পাসওয়ার্ড টাইপ করুন । 

    Login: লগ ইন করার জন্য “Login” বাটনে ক্লিক করুন ।

e-TIN Activation কোড কি?

Picture

ইউজার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার সময় অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন এর জন্য মোবাইলে মেসেজ এর মাধমে যে কোড প্রেরন করা হয় তাই  e-TIN Activation কোড ।

মোবাইলে e-TIN Activation কোড না পেলে কি করব?

Picture

মোবাইলে e-TIN Activation কোড না পেলে  তা পাওয়ার জন্য টপ মেনু থেকে Resend e-TIN Activation Code মেনুতে ক্লিক করতে হবে । তাহলে স্ক্রীন এ  নিম্নে প্রদর্শিত চিত্রের ন্যায় একটি ফর্ম দেখাবে ।

 User ID: আপনি যে নামে ইউজার তৈরী করেছেন তা টাইপ করুন। 

   Resend e-TIN Activation Code: “Resend e-TIN Activation Code” বাটনে ক্লিক করুন ।  তাহলে আপনার মোবাইলে   মেসেজের  মাধ্যমে Activation কোড পাঠানো হবে এবং স্ক্রিনে নিম্নে প্রদর্শিত চিত্রের ন্যায় Mobile Activation ফর্ম টি দেখাবে ।

  e-TIN Activation Code: আপনার মবাইলে মেসেজজের মাধ্যমে যে activation কোড পাঠানো হয়েছে তা e-TIN Activation Code ফিল্ডে প্রদান করুন।

 Activate: আপনার ইউজার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য “Activate” বাটনে ক্লিক করুন তাহলে আপনি সিস্টেমে সরসসরি লগিন হয়ে যাবেন ।

Verification Letter কি?

Picture

ইউজার তৈরী করার সময় ফর্মে যে বর্ণ বা অক্ষরসমুহ দেখতে পাবেন (উদাহরনতা Verification Letter এর ঘরে টাইপ করতে হবে। এবং এই বর্ণ বা অক্ষরসমুহকেই Verification Letter বলে । নিরাপত্তাজনিত কারনে Verification code ব্যাবহার করা হয়েছে এবং তা টাইপ করা বাঞ্ছনীয়

পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে নতুন পাসওয়ার্ড পাব?

ইউজার তার User ID এবং Password ভূলে গেলে তা Forgot Password অপশন থেকে পূনরূদ্দার করতে পারবেন সেজন্য আপনাকে টপ মেনু থেকে Forgot Password অপশন এ ক্লিক করতে হবে। এতে আপনাকে Password Recovery পেজ দেখাবে।

এইখানে আপনি Forgot My User Name/ Forgot My Password ত্থেকে আপনার প্রয়োজনীয় অপশন টি নির্বাচন করুন পরবর্তী ধাপে যাওয়ার জন্য “Continue Next” বাটন এ ক্লিক করুন।

Forgot password এর জন্য নিচের পেজটি দেখাবে।

  • User ID: এখানে আপনাকে User ID টাইপ করতে হবে।
  • Verification letter: ফর্মে দেখানো অক্ষরগুলো টাইপ করুন।

Next বাটনে ক্লিক করুণ  তাহলে আপনার মোবাইলে মেসেজ এর  মাধ্যমে Activation code পাঠানো হবে । এবং একটি নতুন ফর্ম দেখাবে ।

এখানে Type the Verification Code এর ঘরে  মোবাইলে  পাঠানো কোড  টাইপ করতে হবে এবং “Recover My Account” বাটনে ক্লিক করতে হবে ।

ইউজার আইডি ভুলে গেলে কিভাবে ইউজার আইডি পাব?

ইউজার তার User ID ভূলে গেলে তা Forgot My User Name অপশন থেকে পূনরূদ্দার করতে পারবেন সেজন্য আপনাকে টপ মেনু থেকে   Forgot Password অপশন এ ক্লিক করতে হবে। এতে আপনাকে Password Recovery পেজ দেখাবে।

Forgot User ID জন্য নিচের পেজট দেখাবে।

 Country: আপনার দেশের নাম সিলেক্ট করুন । (শুধুমাত্র বিদেশিদের জন্য প্রযোজ্য)

 Mobile number: আপনার মোবাইল নম্বর টাইপ করুন ।

 Email Address: আপনার ইমেইল আইডি টাইপ করুন। 

 Verification letter:  ফর্মে দেখানো অক্ষরগুলো টাইপ করুন। এবং “Proceed Next” বাটনে ক্লিক করুন তাহলে নতুন ফর্ম দেখাবে।

  আপনি রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করার সময় যে Security Question এবং Answer দিয়েছেন তা এখানে দিতে হবে ।

 “Send Me Password” বাটনে ক্লিক করুন । তাহলে Change Password এর নতুন ফর্ম দেখাবে ।

 Password: এখানে আপনার Password প্রদান করুন ।

 Retype Password: এখানে আপনার Password পূনরায় প্রদান করুন ।

 “Submit বাটনে ক্লিক করুন । তাহলে আপনি System এ Login হয়ে যাবেন । 

টিআইএন সার্টিফিকেট পেতে হলে কি কি তথ্য লাগবে?

করদাতার ধরনের উপর নির্ভর করবে টিআইএন  সার্টিফিকেট পেতে কি কি তথ্য লাগবে তা টেবিল আকারে দেওয়া হল -

করদাতার ধরন

প্রয়োজনীয় তথ্য

বাংলাদেশি Individual  প্রাপ্ত বয়স্ক

করদাতার নাম, বৈধ জাতীয় পরিচয়পত্র, নম্বর, জন্ম তারিখ  (জাতীয় পরিচয়পত্র অনুযায়ী)

বাংলাদেশি Individual  অপ্রাপ্ত বয়স্ক

করদাতার নাম , অভিভাবকের নাম ,  অভিভাবকের টিআইএন , করদাতার ছবি (পাসপোর্ট সাইজের সফট কপি/ ডিজিটাল ফরম্যাট)

NRB, বিদেশী ,  বাংলাদেশি without NID

পাসপোর্ট নম্বর ,  পাসপোর্ট ইস্যুর তারিখ , ভিসা নম্বর , ভিসা ইস্যুর তারিখ , করদাতার ছবি ( পাসপোর্ট সাইজের সফট কপি/ ডিজিটাল ফরম্যাট)

কোম্পানি 

কোম্পানির  নাম (নিবন্ধন অনুযায়ী), কোম্পানির  নিবন্ধন নম্বর , কোম্পানির  নিবন্ধন তারিখ ,

ফার্ম (Registered)

ফার্মের নাম (নিবন্ধন অনুযায়ী), নিবন্ধন নম্বর , নিবন্ধন তারিখ

ফার্ম (Unregistered)

ফার্মের পার্টনারদের টিআইএন  নম্বর এবং তাদের নাম প্রদান করতে হবে

Others (AOP, HUF, Local Authority , AJP)

Authorized person / কর্তা ব্যক্তির  টিআইএন নম্বর

Employer Type অন্তর্ভুক্ত অপশন এর সাথে আমার অপশন যদি না মিলে সেক্ষেত্রে কোনটি সিলেক্ট করব?

Employer Type অন্তর্ভুক্ত অপশন এর সাথে আপনার  অপশন যদি না মিলে সেক্ষেত্রে আপনাকে Main Source of Income অপশন থেকে Others সিলেক্ট করতে হবে এবং পরবর্তী ধাপে Location সিলেক্ট করতে হবে ।