New Rules-2016

Displaying 51-60 of 121 results.

৫০। পূর্ণ, অতিরিক্ত অথবা বিকল্প দাখিলপত্র।-

৫০। পূর্ণ, অতিরিক্ত অথবা বিকল্প দাখিলপত্র।-(১) কমিশনার কর মেয়াদ ও দাখিলপত্র দাখিলের সময় নির্ধারণপূর্বক কোনো ব্যক্তিকে, তাহার নিজের পক্ষে হউক কিংবা অন্য কোনো ব্যক্তির এজেন্ট অথবা ট্রাস্টি হিসাবে হউক, একটি “পূর্ণ, অতিরিক্ত বা বিকল্প দাখিলপত্র” পেশ করিবার জন্য নির্দেশ প্রদান করিতে পারিবেন।

(২) উক্ত ব্যক্তি উপ-বিধি (১) এর অধীন আদেশ প্রাপ্তির পর আদেশে বর্ণিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর মেয়াদের জন্য একটি “পূর্ণ, অতিরিক্ত বা বিকল্প দাখিলপত্র” পেশ করিবেন।

(৩) উক্ত ব্যক্তি যদি ইতঃপূর্বে সংশ্লিষ্ট কর মেয়াদের নিয়মিত দাখিলপত্র পেশ করিয়া থাকেন তাহা হইলে এই বিধির অধীন দাখিলকৃত “পূর্ণ, অতিরিক্ত বা বিকল্প দাখিলপত্র”দ্বারা তাহা প্রতিস্থাপিত হইয়াছে বলিয়া বিবেচিত হইবে।

(৪) উপ-বিধি (১) এ বর্ণিত সময়ের মধ্যে নির্দেশিত “পূর্ণ, অতিরিক্ত বা বিকল্প দাখিলপত্র” পেশ করিতে ব্যর্থতা বা পেশ না করা ধারা ৮৫ এর উপ-ধারা (১) এর দফা (চ) এর ব্যর্থতা বা অনিয়ম হিসাবে গণ্য হইবে।

৫১। ডাক বা বাহক মারফত দাখিলপত্র দাখিলের ক্ষেত্রে সময় গণনা।–

 ৫১। ডাক বা বাহক মারফত দাখিলপত্র দাখিলের ক্ষেত্রে সময় গণনা।– ধারা ৬৪ এর উপধারা

 (১) এ উল্লিখিত সময়সীমা ডাকে বা বাহক মারফত প্রেরিত দাখিলপত্রের ক্ষেত্রে উহা গ্রহণের তারিখ হইতে গণনা করা হইবে।

৫২। ফেরত প্রদান।-

 ৫২। ফেরত প্রদান।-(১) নিবন্ধিত ব্যক্তি ফরম “মূসক-৯.১” এ কমিশনার বরাবর অর্থ ফেরত গ্রহণের জন্য আবেদন করিতে পারিবেন।

 (২) প্রাপ্ত আবেদন যথাযথ পাওয়া গেলে ধারা ৭০ এর শর্তাদি পূরণ সাপেক্ষে কমিশনার আবেদনকারীর ব্যাংক হিসাবে ফেরতযোগ্য অর্থ জমা করিবেন অথবা তাহার অনুকূলে একটি ক্রসড-চেক ইস্যু করিবেন।

 (৩) হ্রাসকারী সমন্বয় গ্রহণের অনুমতি প্রদানের পরবর্তী ৬ (ছয়) টি কর মেয়াদের মধ্যে নিবন্ধিত ব্যক্তিকে হ্রাসকারী সমন্ব য় সাধন করিতে হইবে।

 (৪) নিবন্ধিত ব্যক্তি উপ-বিধি (৩) এ বর্ণিত কর মেয়াদের মধ্যেহ্রাসকারী সমন্বয় গ্রহণে ব্যর্থ হইলে ফরম “মূসক-৯.১”এ কমিশনার বরাবর অর্থ ফেরত গ্রহণের আবেদন করিতে পারিবেন।

 (৫) কমিশনার উপ-বিধি (৪) এ বর্ণিত আবেদন প্রাপ্তির ৩ (তিন) মাসের মধ্যে আবেদনকারীর ব্যাংক হিসাবে ফেরতযোগ্য অর্থ জমা করিবেন অথবা তাহার অনুকূলে একটি ক্রসড-চেক ইস্যু করিবেন।

 (৬) কোনো নিবন্ধিত ব্যক্তি তাহার অতিরিক্ত পরিশোধিত কর, পরিশোধ পরবর্তী ৬ (ছয়) কর মেয়াদের মধ্যে দাখিলপত্রে হ্রাসকারী সমন্বয় করিতে পারিবেন।

 1[(৭) নিবন্ধিত ব্যক্তি কতৃর্ক উপ—বিধি (৬) এ বর্ণিত কর মেয়াদের মধ্যে হ্রাসকারী সমন্বয় গ্রহণের সুযোগ না থাকিলে ফরম “মূসক—৯.১” এ কমিশনার বরাবর ফেরতযোগ্য অর্থ ফেরত গ্রহণের জন্য আবেদন করিবেনএবং কমিশনার এই বিধিতে বর্ণিত পদ্ধতিতে ফেরত আবেদন নিষ্পত্তি করিবেন।] 

 

1এসআরও নং—১৪০—আইন/২০২১/১৩৭—মূসক, তারিখ: ০৩/০৬/২০২১ দ্বারা প্রতিস্থাপিত

 

৫৪। ফেরত প্রদত্ত অর্থের প্রয়োগ।-

৫৪। ফেরত প্রদত্ত অর্থের প্রয়োগ।- ধারা ৭০ এর উপ-ধারা (৩) এর উদ্দেশ্য পূরণকল্পে, উক্ত উপ-ধারায় বর্ণিত অর্থ ধারা ৬৮ এর 1[উপ-ধারা (৩)] এর বিধান মতে হ্রাসকারী সমন্বয় করিবেন।

 

1এসআরও নং—১৪০—আইন/২০২১/১৩৭—মূসক, তারিখ: ০৩/০৬/২০২১ দ্বারা উপধারা (৪), (৫) এর পরিবর্তে প্রতিস্থাপিত

 

৫৫। কূটনৈতিক এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা কর্তৃক প্রদত্ত কর ফেরত প্রদান।-

৫৫। কূটনৈতিক এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা কর্তৃক প্রদত্ত কর ফেরত প্রদান।- (১) ধারা ৭১ এর উপ—ধারা (১) এর অধীন কূটনৈতিক এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা কর্তৃক প্রদত্ত কর ফেরত প্রাপ্তির লক্ষ্যে উক্ত কূটনৈতিক বা আন্তর্জাতিক সংস্থার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে  1[* * *] সংশ্লিষ্ট 2[কমিশনার বা মহাপরিচালক] বরাবর আবেদন করিতে হইবে।
 (২) উপ—বিধি (১) এর অধীন আবেদন কর পরিশোধের ৬ (ছয়) মাসের মধ্যে কর পরিশোধের প্রামাণিক দলিলাদিসহ দাখিল করিতে হইবে।

(৩) 3[কমিশনার বা মহাপরিচালক] দাখিলকৃত আবেদন ও কর পরিশোধের প্রামাণিক দলিলাদি যাচাই—অন্তে যথাযথ পাইলে ধারা ৭১ এর উপ—ধারা (১) এর দফা (ক) ও (খ) এর শর্তাদি পূরণসাপেক্ষে—
(ক) অনলাইনে আবেদনের ক্ষেত্রে:আবেদন জমার তারিখ হইতে ২ (দুই) মাসের মধ্যে, বা 
(খ) অন্যান্য পদ্ধতিতে আবেদনের ক্ষেত্রে:আবেদন জমার তারিখ হইতে ৩ (তিন) মাসের মধ্যে— ফেরতযোগ্য অর্থ আবেদনকারীর ব্যাংক হিসাবে জমা করিবেন অথবা তাহার অনুকূলে একটি ক্রসড—চেক ইস্যু করিবেন। 
 (৪) উপ—বিধি (৩) এর অধীন অনুমোদিত ফেরতযোগ্য অর্থের পরিমাণের সহিত দাবিকৃত অর্থের পরিমাণের কোনো তফাৎ বা পার্থক্য পরিলক্ষিত হইলে, পার্থক্যের কারণ উল্লেখপূর্বক ফেরতযোগ্য অর্থের পরিমাণ আবেদনকারীকে নোটিশেরমাধ্যমে অবহিত করিবেন এবং আবেদনকারী শুনানির সুযোগ চাহিলে তাহাকে শুনানির সুযোগ প্রদান করিয়া ফেরতযোগ্য অর্থের পরিমাণ নির্ধারণ করিবেন। 
(৫) উপ—বিধি (৩) এর অধীন ফেরত প্রদানের ক্ষেত্রে আবেদনকারীর নিকটআইনের অধীন কোনো পাওনা বকেয়া দায়—দেনা (সুদ, অর্থদন্ড, জরিমানা ইত্যাদিসহ) থাকিলে ফেরতযোগ্য অর্থ হইতে তাহা হ্রাস করিয়া অবশিষ্ট অর্থ (যদি থাকে) ফেরতযোগ্য হইবে। 

 

1এসআরও নং—১৪২—আইন/২০২০/১০৩—মূসক, তারিখ: ১১/০৬/২০২০ দ্বারা ‘ফরম মূসক—১০.১ এ’ বিলুপ্ত
2এসআরও নং—১৪২—আইন/২০২০/১০৩—মূসক, তারিখ: ১১/০৬/২০২০ দ্বারা ‘কমিশনার’ এর পরিবর্তে প্রতিস্থাপিত

3এসআরও নং—১৪২—আইন/২০২০/১০৩—মূসক, তারিখ: ১১/০৬/২০২০ দ্বারা ‘কমিশনার’ এর পরিবর্তে প্রতিস্থাপিত

৫৬। বৈদেশিক পর্যটকদের কর ফেরত।-

৫৬। বৈদেশিক পর্যটকদের কর ফেরত।- (১) কোনো বৈদেশিক পর্যটক এই বিধির বিধান সাপেক্ষে তাহার করযোগ্য পণ্য ক্রয়ের বিপরীতে পরিশোধিত মূল্য সংযোজন কর ফেরত পাইবেন।

 (২) নি¤œবর্ণিত পণ্যের ক্ষেত্রে কর ফেরত প্রযোজ্য হইবে না, যথা:-

(ক) রপ্তানি নিষিদ্ধ পণ্য;

(খ) আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য বা সমজাতীয় অন্যকোনো পণ্য; এবং

(গ) বোর্ড কর্তৃক আদেশ দ্বারা নির্ধারিত অন্যকোনো পণ্য।

 (৩) কোনো বৈদেশিক পর্যটক উপ-বিধি (১) এর অধীন ফেরত দাবি করিতে পারিবেন, যদি তিনি-

(ক) ১ (এক) পঞ্জিকাবর্ষে ১৮০ (একশত আশি) দিন বা তাহার কমসময় বাংলাদেশে অবস্থান করেন;

(খ) কোনো বিমানের ক্রু সদস্য না-হন; এবং

(গ) বাংলাদেশের কোনো আন্তর্জাতিক বিমান বন্দর দিয়া প্রস্থান (depart) করেন।

 (৪) কোনো বৈদেশিক পর্যটক উপ-বিধি (১) এর অধীন ফেরত দাবি করিতে পারিবেন, যদি তিনি-

(ক) "VAT Refund For Tourists" চিহ্নিত কোনো দোকান হইতে পণ্য ক্রয় করেন;

(খ) পণ্যটি বাংলাদেশের বাহিরে ভোগের উদ্দেশ্যে ক্রয় করেন;

(গ) ক্রীত পণ্যের প্রতিটি মূসক চালানে প্রদর্শিত মূল্য (মূসক ব্যতীত) ৫,০০০ (পাঁচ হাজার) টাকার ঊর্ধ্বে হয়; এবং

(ঘ) পণ্য ক্রয়ের ৩ (তিন) মাসের মধ্যে তিনি প্রস্থান করেন।

 (৫) বিধি ৫৭ এর বিধানানুযায়ী কোনো ব্যক্তিকে "VAT Refund For Tourists" চিহ্ন ব্যবহার করিবার অনুমতি প্রদান করা যাইবে এবং সেই ক্ষেত্রে উক্তনিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি-

(ক) বৈদেশিক পর্যটকের পাসপোর্ট পরীক্ষা করিয়া তাহার পরিচিতি ও কর ফেরত প্রাপ্তির শর্ত যাচাই-অন্তেÍ যথাযথ প্রাপ্তি সাপেক্ষে তাহার অনুকূলে ফরম

 “মূসক-১০.২”এ একটি “মূসক ফেরত সনদ (VAT Refund For Tourists)” জারি করিবেন; এবং

(খ) উক্ত “মূসক ফেরত সনদ”-এর সহিত মূসক চালানপত্র সংযুক্ত করিয়া বৈদেশিক পর্যটককে প্রদান করিবেন।

 (৬) আন্তর্জাতিক বিমান বন্দরের "VAT Refund" চিহ্নিত কাস্টমস ডেস্ক হইতে নি¤œবর্ণিত পদ্ধতিতে মূসক ফেরত প্রদান করা হইবে, যথা:-

(ক) বৈদেশিক পর্যটক “মূসক ফেরত সনদ” ও সংশ্লিষ্ট মূসক চালানপত্রসহ ক্রীত পণ্যাদি সংশ্লিষ্ট শুল্ক কর্মকর্তার নিকট উপস্থাপন করিবেন;

(খ) বৈদেশিক পর্যটক কর্তৃক দাখিলকৃত “মূসক ফেরত সনদ” অনলাইনে যাচাই করিয়া তাহার সত্যতা নিশ্চিত হইলে ও পণ্যাদি যথাযথ পাওয়া গেলে সংশ্লিষ্ট শুল্ক কর্মকর্তা তাহার অনুকূলে ফেরত অনুমোদন করিয়া তাহাকে ফেরতযোগ্য অর্থ পরিশোধ করিবেন।

(৭) বোর্ড, সময়ে সময়ে, ফেরতযোগ্য অর্থ হইতে যৌক্তিক পরিমাণ অর্থ সেবা মাশুল (Service Charge) হিসাবে কর্তন করিতে পারিবে।

১[৫৭ক। কর নির্ধারণ পদ্ধতি।-

[৫৭ক। কর নির্ধারণ পদ্ধতি।- কোনো নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি ধারা ৬৪ এর উপ-ধারা (১) এ বর্ণিত সময়ের মধ্যে দাখিলপত্র পেশ করিতে ব্যর্থ হইলে ফরম “মূসক-১১.১” কমিশনার তাহাকে বিলল্বে দাখিলপত্র পেশ করিবার জন্য নোটিশ প্রদান করিবেন।

 (২) নোটিশ প্রদানের ২১ (একুশ) দিনের মধ্যে যদি উক্ত ব্যক্তি দাখিলপত্র পেশ করিতে ব্যর্থ হন তাহা হইলে কমিশনার ফরম “মূসক-১১.২” এ কর নির্ধারণী নোটিশ জারি করিবেন।

 (৩) উপ-বিধি ৯১) এ উল্লিখিত নোটিশ প্রদানের পর উপ-বিধি (২) এ বর্ণিত সময়ের মধ্যে দাখিলপত্র পেশ করিতে ব্যর্থ হইলে বোর্ড ভ্যাট অনলাইন সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে তাহার আমাদানি-রপ্তানি, উৎসে কর্তনযোগ্য সরবরাহ প্রদান সাময়িকভাবে স্থগিত করিবার লক্ষ্যে বিআইএন সাময়িকভাবে অকার্যকর (Locked) করিতে পারিবে এবং দাখিলপত্র পেশ করিবার ২ (দুই) দিনের মধ্যে উহা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর  (Unlocked)

হইবে।


মূসক এরআরও নং-2-মূসক, তারিখ: ০১-০৬/২০১

৫৭। বৈদেশিক পর্যটকদের মূসক ফেরত সনদ জারির লক্ষ্যে নিবন্ধিতব্যক্তি নির্বাচন।-

৫৭। বৈদেশিক পর্যটকদের মূসক ফেরত সনদ জারির লক্ষ্যে নিবন্ধিতব্যক্তি নির্বাচন।- (১) কোনো বৈদেশিক পর্যটকের মূসক ফেরত প্রদানের লক্ষ্যে কমিশনার নি¤œবর্ণিত ব্যক্তিগণকে অনুমতি প্রদান করিতে পারিবেন, যথা:-

(ক) যেসকল দোকানে বিগত ১ (এক) মাসে দৈনিক গড়ে ন্যূনতম ৫ (পাঁচ) জন পর্যটক ক্রয় করেন;

(খ) যাহার মূসক সম্মাননাপত্র আছে; এবং

(গ) যাহার এই কার্যক্রম পরিচালনার মতো অবকাঠামো ও পর্যাপ্ত দক্ষ জনবল আছে।

 (২) উপ-বিধি (১) এর অধীন অনুমতি প্রাপ্তির লক্ষ্যে নিবন্ধিত ব্যক্তি কমিশনার বরাবর ফরম “মূসক-১০.৩”এ আবেদন করিবেন।

 (৩) উপ-বিধি (২) এর অধীন আবেদন পেশের ১৫ (পনের) দিনের মধ্যে উহা যাচাই-অন্তে তথ্যাদি যথাযথ প্রাপ্তি সাপেক্ষে, কমিশনার তাহাকে মূসক ফেরত সনদ জারির অনুমতি প্রদান করিবেন।

 (৪) উপ-বিধি (২) এর অধীন প্রদত্ত তথ্য যাচাই-অন্তে যথাযথ পাওয়া না গেলে কমিশনার নিবন্ধিত ব্যক্তিকে শুনানির সুযোগ প্রদানপূর্বক আবেদনটি নাকচ

করিবেন বা তাহার মতে যথাযথ অন্যবিধ ব্যবস্থা গ্রহণ করিয়া আবেদনকারীকে অবহিত করিবেন।

৫৮। বিশেষ পরিকল্প (Scheme) হইতে কর সুবিধা রদকরণ (negation)।-

 ৫৮। বিশেষ পরিকল্প  (Scheme)  হইতে কর সুবিধা রদকরণ (negation)।-  (১) কমিশনার কর সুবিধা লাভকারী ব্যক্তির দায়-দেনা এমনভাবে নির্ধারণ

করিতে পারিবেন যেন, বিশেষ পরিকল্পটি গৃহীত হয় নাই বা কার্য কর করা হয় নাই, অথবা কমিশনার এই বিধির পরবর্তী বিধানানুযায়ী উক্ত ব্যক্তির দায়-দেনা নির্ধারণ করিবেন যাহা কর সুবিধার যথার্থতা নিরূপণ, নির্ধারণ, রদকরণ বা হ্রাসকরণের জন্য যুক্তিযুক্ত।

(২) উপ-বিধি (১) এর উদ্দেশ্য পূরণকল্পে কমিশনার নিম্নবর্ণিত যেকোনো বা সকল কার্যক্রম গ্রহণ করিতে পারিবেন, যথা:-

(ক) বিশেষ কোনো ঘটনা যাহা প্রকৃত অর্থেই ঘটিয়াছিল, কিন্তু তাহা ঘটে নাই হিসাবে গণ্য করিতে পারিবেন;

(খ) একটি বিশেষ ঘটনা যাহা মূলত ঘটে নাই, তাহা ঘটিয়াছিল মর্মে ধরিয়া নিতে পারিবেন এবং যদি যুক্তিসঙ্গত হয়, তাহা হইলে ঘটনাটিকে নিম্নবর্ণিত

 হিসাবে ধরিয়া লইবেন:

 (অ) একটি নির্দিষ্ট সময়ে ঘটনাটি ঘটিয়াছে; এবং (আ) বিশেষ কোনো ব্যক্তির সংশ্লিষ্টতার মাধ্যমে বিশেষ কোনো  কার্য সম্পাদিত হইয়াছে;

(গ) কোনো বিশেষ ঘটনা যাহা কার্যত ঘটিয়াছিল, তাহা কমিশনার নিম্ন বর্ণিতরূপে গণ্য করিতে পারিবেন:

(অ) ঘটনার প্রকৃত সময় হইতে ভিন্ন কোনো সময়ে ঘটিয়াছিল; অথবা

(আ) কোনো বিশেষ কার্য, কোনো বিশেষ ব্যক্তির সংশ্লিষ্টতার মাধ্যমে ঘটিয়াছিল (উক্ত ব্যক্তির দ্বারা কোনো কার্যে জড়িত হইয়া ঘটনাটি

 ঘটানো হউক বা না হউক)।

 (৩) যেইক্ষেত্রে কমিশনার কর্তৃক উপ-বিধি (১) এর অধীনে কোনো ব্যক্তির দায়দেনা নির্ধারণ করা হইয়াছে, সেইক্ষেত্রে উক্ত ব্যক্তিকে শুনানির সুযোগ প্রদান করিয়া সংশ্লিষ্ট প্রতিটি ক্ষতিগ্রস্ত কর মেয়াদের কর নির্ধারণের বিষয়টি অবহিত করিবেন এবং কর নির্ধারণী নোটিশ জারি করিবেন।