New Rules-2016

Displaying 11-20 of 121 results.

১০। নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তিবর্গের তালিকা।-

১০। নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তিবর্গের তালিকা।- (১) বোর্ড আইনের অধীন নিবন্ধিত বা তালিকাভুক্ত সকল ব্যক্তির একটি নির্ভুল এবং হালনাগাদ তালিকা সংরক্ষণ করিবে, যাহাতে নিম্নবর্ণিত বিষয়সমূহ উল্লেখ থাকিবে, যথা:-
 
 (ক)  নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির নাম এবং ঠিকানা;
 
(খ) ব্যবসায়িক নাম বা নামসমূহ, যদি থাকে, যাহার মাধ্যমে উক্ত নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করেন;
 
(গ)  উক্ত ব্যক্তির ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা;
 
(ঘ) উক্ত ব্যক্তি তাহার শাখা ইউনিটের জন্য পৃথকভাবে নিবন্ধিত হইয়া থাকিলে, প্রত্যেক শাখা ইউনিটের ব্যবসায়িক নাম, ঠিকানা এবং ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা;
 
 (ঙ)  যে তারিখে নিবন্ধন বা তালিকাভুক্তি কার্যকর হইয়াছে, সেইতারিখ; এবং
 (চ)  নিবন্ধন বা তালিকাভুক্তির সর্বশেষ অবস্থা (ঝঃধঃঁং)।
     (২)বোর্ড আইনের অধীন নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তিগণের হালনাগাদ তালিকা জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করিবে।
(৩)ধারা ১৪ এবং বিধি ১২ ও ১৩ এর অধীন তথ্য পরিবর্তনের ক্ষেত্রে বোর্ড পরিবর্তিত তথ্য উপ-বিধি (২) এ বর্ণিত তালিকায় অন্তর্ভুক্ত করিবে।

১১। ব্যবসায় সনাক্তকরণ সংখ্যার ব্যবহার।-

১১। ব্যবসায় সনাক্তকরণ সংখ্যার ব্যবহার।- বিধি ১১৭ এর বিধান সাপেক্ষে, ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা নি¤œবর্ণিত ক্ষেত্রে ব্যবহৃত হইবে, যথা:-
 (ক)  ব্যাগেজ আমদানি ব্যতীত অন্য সকল আমদানি-রপ্তানি;
 (খ)  নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির নামে ভূমি বা ভবন নিবন্ধন;
 (গ)  আমদানি নিবন্ধন সনদ ও রপ্তানি নিবন্ধন সনদ গ্রহণ;
 (ঘ)  কোনো উৎসে কর্তনকারী সত্তায় কোনো সরবরাহ প্রদান;
 (ঙ)  কোনো টেন্ডারে অংশগ্রহণ;
 (চ)  কোনো সংস্থায় তালিকাভুক্তি;
(ছ) বন্ড লাইসেন্স অনুমোদন;
 
(জ) নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির অনুকূলে ব্যাংক ঋণ অনুমোদন; এবং
 
(ঝ) বোর্ড কর্তৃক আদেশ দ্বারা নির্ধারিত অন্য কোনো ক্ষেত্র।

১২। পরিবর্তিত তথ্য অবহিতকরণ।-

১২। পরিবর্তিত তথ্য অবহিতকরণ।- (১) ধারা ১৪ এর দফা 1[(ছ)] এর বিধান অনুয়ায়ী প্রত্যেক নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি অর্থনৈতিক কার্যক্রম সংশ্লিষ্ট উক্ত ধারার 2[দফা (ক) হইতে (চ)] তে বিধৃত তথ্যসহ নিম্নবর্ণিত তথ্যের কোনোরূপ পরিবর্তন হইলে উহা তাৎক্ষণিকভাবে 3[বিভাগীয় কর্মকর্তাকে] অবহিত করিবেন, যথা:—
(ক) নিবন্ধন বা তালিকাভুক্তির সময় সরবরাহকৃত তথ্যের যেকোনোটিতে পরিবর্তন; 
(খ) নূতন ধরনের কোনো ব্যবসায় সংযোজন বা বিদ্যমান ব্যবসায়ের কোনোরূপ বিয়োজন;
(গ) ব্যাংক হিসাব পরিবর্তন, সংযোজন বা বিয়োজন; 
(ঘ) নূতন শাখা ইউনিট চালু বা পুরাতন কোনো শাখা ইউনিট বন্ধকরণ; 
(ঙ) বোর্ড কর্তৃক আদেশ দ্বারা নির্ধারিত অন্য কোনো পরিবর্তন। 
 4[(২) উপ—বিধি (১) এ উল্লিখিত পরিবর্তনের তথ্য অনলাইনে দাখিলের ক্ষেত্রে নিবন্ধিত বা তালিকাভুক্ত আবাসিক ব্যক্তি ফরম ‘মূসক—২.১’এ এবং নিবন্ধিত অনাবাসিক ব্যক্তি ফরম “মূসক ২.২” এ এবং কাগুজে আবেদনের ক্ষেত্রে ফরম “মূসক—২.৫”এ তথ্য পরিবর্তিত হইবার ১৫ (পনের) দিনের মধ্যে 5[বিভাগীয় কর্মকর্তাকে] অবহিত করিবেন।] 
(৩) উপ—বিধি (২) এর পরিবর্তিত তথ্যের কারণে ফরম “মূসক—২.৩”এ কোনো পরিবর্তন হইলে 6[বিভাগীয় কর্মকর্তাকে] নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির অনুকূলে নূতন তথ্য সংবলিত একটি মূল্য সংযোজন কর নিবন্ধন সনদপত্র বা টার্নওভার কর তালিকাভুক্তিপত্র জারি করিবেন।


1এসআরও নং—১৪০—আইন/২০২১/১৩৭—মূসক, তারিখ: ০৩/০৬/২০২১ দ্বারা ‘(চ)’ এর পরিবর্তে প্রতিস্থাপিত
2এসআরও নং—১৪০—আইন/২০২১/১৩৭—মূসক, তারিখ: ০৩/০৬/২০২১ দ্বারা দফা (ক) হইতে (ঙ) এর পরিবর্তে প্রতিস্থাপিত
3এসআরও নং—১৪০—আইন/২০২১/১৩৭—মূসক, তারিখ: ০৩/০৬/২০২১ দ্বারা ‘কমিশনারকে’ এর পরিবর্তে প্রতিস্থাপিত 
4এসআরও নং—৩০৮—আইন/২০২০/১২৬—মূসক, তারিখ: ১৫/১১/২০২০ দ্বারা প্রতিস্থাপিত 
5এসআরও নং—১৪০—আইন/২০২১/১৩৭—মূসক, তারিখ: ০৩/০৬/২০২১ দ্বারা ‘কমিশনারকে’ এর পরিবর্তে প্রতিস্থাপিত 
6এসআরও নং—১৪০—আইন/২০২১/১৩৭—মূসক, তারিখ: ০৩/০৬/২০২১ দ্বারা ‘কমিশনার’ এর পরিবর্তে প্রতিস্থাপিত 

১৩ . ব্যবসায়ের স্থান পরিবর্তন।-

১৩ । ব্যবসায়ের স্থান পরিবর্তন।- 1[(১) কোনো নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির ব্যবসায়ের স্থান পরিবর্তন করিবার প্রয়োজন হইলে, উক্ত পরিবর্তনের অন্যূন ১৫ (পনের) দিন পূর্বে অনলাইনে দাখিলের ক্ষেত্রে, আবাসিক ব্যক্তির জন্য ফরম “মূসক—২.১” এবং অনাবাসিক ব্যক্তির জন্য ফরম ‘মূসক ২.২’ এবং কাগুজে আবেদনের ক্ষেত্রে ফরম “মূসক—২.৫”— তে সংশ্লিষ্ট কমিশনারেটে 2[সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তা] বরাবর আবেদন করিতে হইবে]। 
 (২) উপ—বিধি (১) এর অধীন প্রাপ্ত আবেদন যাাচই—অন্তে আবেদনে বর্ণিত তথ্যাদি যথাযথ পাওয়া গেলে 3[সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তা], 
(ক) আন্তঃকমিশনারেট স্থানান্তরের ক্ষেত্রে—
(অ) সকল বকেয়া, যদি থাকে, নিধার্রণপূর্বক উহা আবেদনকারীকে অবহিত করিবেন, এবং 
(আ) নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি নূতন যে কমিশনারেটের কর্মএলাকায় স্থানান্তরিত হইতে চাহেন, নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির বকেয়া ও অন্যান্য সকল তথ্যাদিসহ সেই কমিশনারেটে স্থানান্তরের অনুমতি প্রদান করিবেন। ​

(খ) একই কমিশনারেটের কর্মএলাকায় একস্থান হইতে অন্য স্থানে স্থানান্তরের ক্ষেত্রে উহা স্থানান্তর করিয়া আবেদনকারীকে অবহিত করিবেন। 


1এসআরও নং—৩০৮—আইন/২০২০/১২৬—মূসক, তারিখ: ১৫/১১/২০২০ দ্বারা প্রতিস্থাপিত 
2এসআরও নং—১৪০—আইন/২০২১/১৩৭—মূসক, তারিখ: ০৩/০৬/২০২১ দ্বারা ‘কমিশনার’ এর পরিবর্তে প্রতিস্থাপিত 
3এসআরও নং—১৪২—আইন/২০২০/১৩৭—মূসক, তারিখ: ০৩/০৬/২০২১ দ্বারা ‘কমিশনার’ এর পরিবর্তে প্রতিস্থাপিত 

১৪। নিবন্ধন সনদপত্র বা তালিকাভুক্তিপত্রের নকল।-

১৪। নিবন্ধন সনদপত্র বা তালিকাভুক্তিপত্রের নকল।- কোনো কারণে মূসক নিবন্ধন সনপত্র বা টার্নওভার কর তালিকাভুক্তিপত্র হারাইয়া গেলে বা নষ্ট হইয়া গেলে বা তাহার অনুকূলে প্রেরিত ইলেকট্রনিক কপি হারাইয়া গেলে মূসক নিবন্ধন সনদপত্র বা টার্নওভার কর তালিকাভুক্তিপত্রের নকল তাঁহার মূসক কম্পিউটার সিস্টেম হইতে প্রিন্ট করিয়া লইতে পারিবেন।

১৫। ক্রান্তিকালীন নিবন্ধন বা তালিকাভুক্তি।-

১৫। ক্রান্তিকালীন নিবন্ধন বা তালিকাভুক্তি।- (১) মূসক আইনের অধীন নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তিগণের নিবন্ধন ও তালিকাভুক্তির উপাত্ত দ্বারা বোর্ড একটি উপাত্ত-ভান্ডার তৈরি করিবে।
 
(২) কমিশনার বিধি ৪ বা ৫ এর অধীন প্রাপ্ত আবেদন উপ-বিধি(১) এ বর্ণিত উপাত্ত-ভান্ডারের তথ্য ব্যবহার করিয়া মূসক আইনের অধীন নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তিগণকে আইনের অধীন নিবন্ধিত বা তালিকাভুক্ত করিবেন।
 
(৩) বোর্ড কর্তৃক নির্ধারিত তারিখের পর মূসক আইনের অধীন নিবন্ধিত বা তালিকাভুক্ত কোনো ব্যক্তি আইনের অধীন নিবন্ধিত বা তালিকাভুক্ত না হইলে কমিশনার উক্ত নিবন্ধন বা তালিকাভুক্তি স্থগিত বা বাতিল করিতে পারিবে।
(৪) উপ-বিধি (৩) এর অধীন নিবন্ধন বা তালিকাভুক্তি বাতিলের পর যদি উদঘাটিত হয় যে, উক্ত ব্যক্তির নিকট মূসক আইনের অধীন কোনো বকেয়া পাওনা রহিয়াছে বা কোনো অপরাধ সংঘটিত হইয়াছে, তাহা হইলে তাহার প্রতি উক্ত আইনের সংশ্লিষ্ট বিধান এইরূপে প্রযোজ্য হইবে যেন তিনি একজন নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি।
 
(৫) মূসক আইনের অধীন নিবন্ধিত কোনো ব্যক্তি আইনের অধীন তালিকাভুক্ত হইতে চাহিলে তাহার বার্ষিক টার্নওভার যে নিবন্ধনসীমার নিচে রহিয়াছে উহা প্রমাণের দায় উক্ত ব্যক্তির উপর বর্তাইবে।

১৬। মূসক এজেন্ট নিয়োগ, ইত্যাদি।-

১৬। মূসক এজেন্ট নিয়োগ, ইত্যাদি।-—(১) অনাবাসিক ব্যক্তির মূসক এজেন্টকে, উপ—বিধি (৪) এর অধীন মূসক এজেন্ট সনদপত্র প্রাপ্তির 1[পূর্বে] পর, ধারা ৬ এর অধীন নিবন্ধিত বা ধারা ১০ এর অধীন তালিকাভুক্ত হইতে হইবে। 
 (২) নিম্নবর্ণিত ব্যক্তিগণকে মূসক এজেন্ট হিসাবে নিয়োগ প্রদান করা যাইবে, যথা:
(ক) ধারা ১৩০ এর অধীন নিযুক্ত মূসক পরামর্শক; 
(খ) ইন্সটিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর সদস্য হিসাবে নিবন্ধিত চার্টার্ড একাউন্ট্যান্ট ও একাউন্ট্যান্ট;
(গ) ইন্সটিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর সদস্য হিসাবে নিবন্ধিত একাউন্ট্যান্ট; 
(ঘ) বাংলাদেশ বার কাউন্সিল এর সদস্য হিসাবে নিবন্ধিত কোনো আইনজীবী; 
(ঙ) সহকারী কমিশনার পদমর্যাদার নিম্নে নহেন, মূল্য সংযোজন কর বিভাগের এমন কোনো অবসরপ্রাপ্ত কর্মকর্তা; 2[* * *]
(চ) ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) কর্তৃক মনোনীত বেসরকারি খাতের বিশেষজ্ঞ ব্যবসায়ী প্রতিনিধি 3[;]
4[(ছ) চাটার্র্ড সেক্রেটারিজ আইন, ২০১০ (২০১০ সনের ২৫ নং আইন) এর ধারা ২ এর দফা (৬) এ সংজ্ঞায়িত চার্টার্ড সেক্রেটারি 5[;] ] 
6[(জ) মূসক এজন্ট হিসেবে নিয়োগ প্রাপ্তির লক্ষ্যে অনাবাসিক ব্যক্তি ব্যক্তি কতৃর্ক প্রাথমিক ভাবে সম্মতি লাভ করিয়াছে এমন কোনো বাংলাদেশে নিবন্ধিত স্বনামধন্য পরামর্শক প্রতিষ্ঠান বা চার্টাড অ্যাকাউন্ট্যান্ট ফার্ম বা আইন পরামর্শক প্রতিষ্ঠান।]
(৩) উপ—বিধি (২) এ বর্ণিত কোনো ব্যক্তি মূসক এজেন্ট হিসাবে নিয়োগ লাভ করিতে চাহিলে তিনি ফরম “মূসক—৩.১” এ মহাপরিচালক, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি বরাবর অনলাইনে আবেদন করিবেন। 
7[(৪) মহাপরিচালক, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি উপ—বিধি (১) এর অধীন প্রাপ্ত আবেদনপত্র যাচাই—অন্তে উক্ত আবেদনে প্রদত্ত তথ্য যথাযথ প্রাপ্তি সাপেক্ষে বোর্ড কর্তৃক নির্ধারিত সিলেবাস অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করিয়া বিধি ১০৯ এর অনুরূপ পদ্ধতি অনুসরণপূর্বক আবেদনকারীকে ফরম “মূসক—৩.২”এ অনন্য (টহরয়ঁব) নম্বর সংবলিত ৩ (তিন) বৎসর মেয়াদের জন্য কার্যকরি ও নবায়নযোগ্য একটি “মূসক এজেন্ট সনদপত্র” প্রদান করিবেন। 
তবে শর্ত থাকে যে উপ—বিধি (২) এর দফা (জ) এর ক্ষেত্রে পরীক্ষা গ্রহণ ব্যতীত বিধি ১০৯ এ বর্ণিত অন্যান্য পদ্ধতি অনুসরনপূর্বক আবেদন যথাযথ প্রাপ্তি সাপেক্ষে “মূসক এজেন্ট সনদপত্র” প্রদান করা যাইবে:
আরও শর্ত থাকে যে, উক্তরূপে সনদপত্র প্রাপ্তির ৬০ (ষাট) দিনের মদ্যে অনাবাসিক ব্যক্তি কতৃর্ক উক্ত প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে মূসক এজেন্ট এর প্রম্ণক মহাপরিচালক, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি জাতীয় রাজস্ব বোর্ডে প্রেরন করিতে হইবে, অর্নথায় উক্ত সনদপত্র বাতিল বলিয়া গণ্য হইবে।] 
(৫) উপ—বিধি (৪) এ উল্লিখিত মেয়াদ শেষ হইবার ন্যূনতম ৩ (তিন) মাস পূর্বে উহা নবায়নের জন্য মহাপরিচালক, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি বরাবর ফরম “মূসক—৩.১” এ আবেদন করিবেন এবং মহাপরিচালক উহা একই পদ্ধতিতে ৩ (তিন)বৎসরের জন্য নবায়ন করিয়া ফরম “মূসক—৩.২”এ একটি “মূসক এজেন্ট সনদপত্র” প্রদান করিবেন। 
(৬) সনদপ্রাপ্ত মূসক এজেন্টের কোনো তথ্যাদি পরিবর্তিত হইলে তিনি উহা পরিবর্তনের ১৫ (পনের) দিনের মধ্যে 8[ফরম “মূসক—৩.৩” এ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালককে অনলাইনে] অবহিত করিবেন।
(৭) মূসক এজেন্ট এর সনদপত্র বাতিল করা হইবে, যদি—
(ক) তিনি আইনের অধীন করণীয় এইরূপ কাজ না করেন বা যাহা করণীয় নয় এইরূপ কাজ করেন; বা
(খ) উপ—বিধি (২) এ বর্ণিত কোনো সদস্যপদ বা নিবন্ধন বাতিল হয় বা উহার মেয়াদ উত্তীর্ণ হয়।
 

1এসআরও নং—১৫৯—আইন/২০১৭/০২—মূসক, তারিখ: ০১/০৬/২০১৭ দ্বারা “পর” এর পরিবর্তে প্রতিস্থাপিত।

2এসআরও নং—৩২৪—আইন/২০১৯/৮৬—মূসক, তারিখ: ১৩/১০/২০১৯ দ্বারা ‘বা’ বিলুপ্ত
3এসআরও নং—৩২৪—আইন/২০১৯/৮৬—মূসক, তারিখ: ১৩/১০/২০১৯ দ্বারা ‘।’ চিহ্নের পরিবর্তে ‘;’ প্রতিস্থাপিত
4এসআরও নং—১৭১—আইন/২০১৯/২৮—মূসক, তারিখ: ১৩/০৬/২০১৯ দ্বারা দফা (ছ) সন্নিবেশিত 
5এসআরও নং—৩২৪—আইন/২০১৯/৮৬—মূসক, তারিখ: ১৩/১০/২০১৯ দ্বারা ‘।’ চিহ্নের পরিবর্তে ‘;’ প্রতিস্থাপিত
6এসআরও নং—৩২৪—আইন/২০১৯/৮৬—মূসক, তারিখ: ১৩/১০/২০১৯ দ্বারা সংযোজিত
7এসআরও নং—৩২৪—আইন/২০১৯/৮৬—মূসক, তারিখ: ১৩/১০/২০১৯ দ্বারা প্রতিস্থাপিত
8এসআরও নং—১৫৯—আইন/২০১৭/০২—মূসক, তারিখ: ০১/১০/২০১৭ দ্বারা প্রতিস্থাপিত

 

১৮। ট্রাভেল এজেন্ট এবং ট্যুর অপারেটর।-

১৮। ট্রাভেল এজেন্ট এবং ট্যুর অপারেটর।- (১) কোনো সরবরাহ বাংলাদেশে প্রদত্ত হইয়াছে বলিয়া গণ্য হইবে না, যদি-
 
(ক) উক্ত সরবরাহ বাংলাদেশে পর্যটন সেবা গ্রহণের অধিকার সংক্রান্ত সরবরাহ হয়; এবং
 
(খ) সরবরাহকারী-
 
(অ) বাংলাদেশের  বাহিরে  অবস্থিত  কোনো  নির্দিষ্ট  স্থান  হইতে  সরবরাহ
 
প্রদান করেন এবং উক্ত স্থান হইতে সরবরাহকারী তাহার আর্থিক কার্যক্রম পরিচালনা করেন; এবং
 
(আ)  নিবন্ধিত না হন।
 
(২) বাংলাদেশে প্রদত্ত কোনো সেবা সরবরাহ শূন্যহার বিশিষ্ট হইবে না যদি উহা কোনো ব্যক্তির এককভাবে কিংবা হলিডে বা ট্যুর প্যাকেজের অংশ হিসাবে বাংলাদেশে পর্যটন সেবা সরবরাহ প্রাপ্তির আয়োজন সংক্রান্ত সরবরাহ হয়।
(৩) বাংলাদেশে প্রদত্ত কোনো সেবা সরবরাহ শূন্যহার বিশিষ্ট হইবে না যদি উহা কোনো ব্যক্তির এককভাবে কিংবা হলিডে বা ট্যুর প্যাকেজের অংশ হিসাবে বাংলাদেশের বাহিরে পর্যটন সেবার সরবরাহ প্রাপ্তির আয়োজন সংক্রান্ত সরবরাহ হয়।
 
(৪) বাংলাদেশে প্রদত্ত কোনো সেবা সরবরাহ শূন্যহার বিশিষ্ট হইবে না যদি উহা বাংলাদেশের বাহিরে পর্যটনের যোগান প্রাপ্তির কিংবা হলিডে বা ট্যুর প্যাকেজের অংশ হিসাবে অধিকার অর্জন সংক্রান্ত সরবরাহ হয়।
 
(৫) উপ-বিধি (৪) এর বিধান অনুযায়ী যে সরবরাহের মূল্য শূন্যহার বিশিষ্ট নহে
 
উহা প্রত্যেক কর মেয়াদে বৈশ্বিক ভিত্তিতে নিরূপণ করা হইবে এবং উহা নিম্নবর্ণিত সূত্র অনুযায়ী নিরূপিত পরিমাণের সমান হইবে, যথা:-
 
X= (C - P) x T
যেখানে-
 
X হইতেছে প্রদেয় মূল্য সংযোজন করের পরিমাণ;
 
C হইতেছে নির্দিষ্ট কর মেয়াদের প্রাপ্য বা প্রাপ্ত সমুদয় পণ;
P হইতছেে উক্ত কর ময়োদে শূন্যহার বশিষ্টি পণ; এবং 
T হইতছেে কর ভগ্নাংশ 
(৬) উপ-বিধি (৫) এ বর্ণিত সূত্রানুযায়ী উক্ত সরবরাহের মূল্য নিরূপণের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট কর মেয়াদে P এর মূল্য যদি C কে অতিক্রম করে তাহা হইলে অতিক্রান্ত অংশ পরবর্তী কর মেয়াদে P এর মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত হইবে।
 
টীকাঃ বাংলাদেশে অধিষ্ঠিত সরবরাহকারীর ক্ষেত্রে প্রধান (Principal) হিসাবে যে ট্রাভেল এজেন্ট বা ট্যুর অপারেটর কার্যক্রম পরিচালনা করে তাহার মুনাফার মার্জিনকে এমনভাবে গণ্য করে যেন উক্ত মুনাফার মার্জিন প্রতিনিধি (Agent) হিসাবে সম্পাদিত কর্মের কমিশন (Commission)। ট্রাভেল এজেন্ট এবং ট্যুর অপারেটরগণ কার্যতঃ বাংলাদেশে তাহাদের গ্রাহকগণকে (যাহারা মূলত বাংলাদেশে অবস্থান করেন) সেবা প্রদান করিয়া থাকেন এবং অনুরূপভাবে তাহাদের কার্যক্রম করারোপযোগ্য হইবে। বাংলাদেশের বাহিরে সরবরাহকৃত পণ্য, সেবা এবং স্থাবর সম্পত্তি যে দেশে সরবরাহ করা হয় সেই দেশের কর ব্যবস্থার আওতাধীন থাকিবে।
[১৮ক। আন্তর্জাতিক দরপত্রের বিপরীতে বৈদেশিক মুদ্রার পণ্য সরবরাহ বা সেবা প্রদান।-

প্রদান।- (১) আন্তর্জাতিক দরপত্রের বিপরীতে কার্যাদেশপ্রাপ্ত বাংলাদেশে নিবন্ধিত কোনো ব্যক্তি কর্তৃক বৈদেশিক মুদ্রায় স্থাপিত ঋণপত্রের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরে কোনো পণ্য সরবরাহ বা সেবা প্রদান করা হইলে, নি¤œবর্ণিত দলিলাদি বিভাগীয় কর্মকর্তার নিকট দাখিল সাপেক্ষে, উহা আইনের ধারা ২ এর দফা (৬২) এর অধীন প্রচ্ছন্ন রপ্তানি বলিয়া গণ্য হইবে, যথা:-

(ক) আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে নির্বাচিত পণ্য সরবরাহকারী বা সেবা প্রদান করীকে দরপত্র বিজ্ঞপ্তি, সরবরাহ আদেশ বা প্রযোগ্য ক্ষেত্রে, ক্রয়াদেশের অনুলিপি;

[(খ) স্থানীয়ভাবে সংগৃহীত পণ্য বা সেবার বর্ণনা, পরিমাণ, পরিশোধিত অর্থ বিল অব এন্ট্রি/মূসক চালানপত্র, প্রযোজ্য ক্ষেত্রে ঘোষিত উপকরণ-উৎপাদ সহগ ইত্যাদির বিবরণ;

(গ) পণ্য বা সেবার উপর পরিশোধিত উপকরণ কর ও সম্পূরক শুল্ক (প্রযোজ্য ক্ষেত্রে) হ্রসকারী সমন্বয় গ্রহণের জন্য পিআরসি (Proceed Realizetion Certificate) এর ব্যাংক কর্তৃক সত্যায়িত অনুলিপি এবং আয়ের স্বপক্ষে বাংরাদেশ ব্যাংকের প্রত্যয়নপত্র।]

(২)  উপ-বিধি (১) এর যাহা কিছুই থাকুক না কেন, বাংলাদেশে নিবন্ধিত কোনো ব্যক্তি কর্তৃক আন্তর্জাতিক দরপত্রে কার্যাদেশপ্রাপ্ত বাংলাদেশের বাহিরে অবস্থিত কোনো প্রতিষ্ঠানের কার্যাদেশভুক্ত কার্যক্রমের আংশিক সম্পাদানের নিমিত্ত বৈদেশিক মুদ্রায় স্থাপিত ঋণপত্রের বিপরীতে বাংলাদেশের অভ্যন্তরে পণ্য বা সেবা সরবরাহ করা হইলে, দলিলাদি বিভাগীয় কর্মকর্তার নিকট দখিল সাপেক্ষে, উহা আইনের ধারা ২ এর দফা (৬২)    এর অধীন প্রচ্ছন্ন রপ্তানি বলিয়া গণ্য হইবে, যথা:-

(ক) আন্তর্জাতিক দরপত্রের কার্যাদেশ প্রাপ্ত বাংলাদেশের বাহিরে অবস্থিত প্রতিষ্ঠানের দরপত্র বিজ্ঞপ্তি, সরবরাহ আদেশে, বা প্রযোজ্য ক্ষেত্রে ক্রয়াদেশের তৎকর্তৃক সত্যায়িত অনুলিপি;
 
[(খ) আন্তর্জাতিক দরপত্রের অধীন স্থানীয়ভাবে সংগৃহীত পণ্য বা সেবার বর্ণনা পরিমাণ, পরিশোধিত অর্থ, বিল অব এন্ট্রি/মূসক চালানপত্র, ঘোষিত উপকরণ উৎপাদ সহগ ইত্যাদির বিবরণ;
 

“(গ) স্থানীয় বা আমদানি পণ্য বা সেবার উপর পরিশোধিত উপকরণ কর ও সম্পূরক শুল্ক (প্রযোজ্য ক্ষেত্রে) হ্রাসকারী সমন্বয় গ্রহণের জন্য পিআরসি (Proceed Realizetion Certificate) এর ব্যাংক কর্তৃক সত্যায়িত অনুলিপি এবং রপ্তানি আয়ের স্বপক্ষে বাংলাদেশ ব্যাংকের প্রত্যয়নপত্র।]

 

4[১৮ক। আন্তর্জাতিক দরপত্রের বিপরীতে বৈদেশিক মুদ্রার পণ্য সরবরাহ বা সেবা প্রদান।—(১) আন্তর্জাতিক দরপত্রের বিপরীতে কার্যাদেশপ্রাপ্ত বাংলাদেশে নিবন্ধিত কোনো ব্যক্তি কর্তৃক বৈদেশিক মুদ্রায় স্থাপিত ঋণপত্রের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরে কোনো পণ্য সরবরাহ বা সেবা প্রদান করা হইলে, নিম্নবর্ণিত দলিলাদি বিভাগীয় কর্মকর্তার নিকট দাখিল সাপেক্ষে, উহা আইনের ধারা ২ এর দফা (৬২) এর অধীন প্রচ্ছন্ন রপ্তানি বলিয়া গণ্য হইবে, যথা:—
 (ক) আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে নির্বাচিত পণ্য সরবরাহকারী বা সেবা প্রদান করীকে দরপত্র বিজ্ঞপ্তি, সরবরাহ আদেশ বা প্রযোগ্য ক্ষেত্রে, ক্রয়াদেশের অনুলিপি;
 5[(খ) স্থানীয়ভাবে সংগৃহীত পণ্য বা সেবার বর্ণনা, পরিমাণ, পরিশোধিত অর্থ বিল অব এন্ট্রি/মূসক চালানপত্র, প্রযোজ্য ক্ষেত্রে ঘোষিত উপকরণ—উৎপাদ সহগ ইত্যাদির বিবরণ;
 (গ) পণ্য বা সেবার উপর পরিশোধিত উপকরণ কর ও সম্পূরক শুল্ক (প্রযোজ্য ক্ষেত্রে) হা্রসকারী সমন্বয় গ্রহণের জন্য পিআরসি (Proceed Realization Certificate) এর ব্যাংক কতৃর্ক সত্যায়িত অনুলিপি 6[* * *]
 7[(২) উপ—বিধি (১) এর যাহা কিছুই থাকুক না কেন, বাংলাদেশে নিবন্ধিত কোনো ব্যক্তি কতৃর্ক আন্তর্জাতিক দরপত্রে কার্যাদেশপ্রাপ্ত বাংলাদেশের অভ্যন্তরে বা বাহিরে অবস্থিত কোনো প্রতিষ্ঠানের কার্যাদেশভুক্ত কার্যক্রমের আংশিক সম্পাদনের নিমিত্ত বৈদেশিক মুদ্রায় স্থাপিত ঋণপত্রের বিপরীতে বাংলাদেশের অভ্যন্তরে পণ্য বা সেবা সরবরাহ করা হইলে, নিম্নবর্ণিত দলিলাদি বিভাগীয় কর্মকর্তার নিকট দাখিল সাপেক্ষে, উহা আইনের ধারা ২ এর দফা (৬২) এর অধীন প্রচ্ছন্ন রপ্তানি বলিয়া গণ্য হইবে, যথা:—

(ক) আন্তর্জাতিক দরপত্রের কার্যাদেশ প্রাপ্ত বাংলাদেশের অভ্যন্তরে বা বাহিরে অবস্থিত প্রতিষ্ঠানের দরপত্র বিজ্ঞপ্তি, সরবরাহ আদেশে, বা প্রযোজ্য ক্ষেত্রে ক্রয়াদেশের তৎকর্তৃক সত্যায়িত অনুলিপি; 
(খ) আন্তর্জাতিক দরপত্রের অধীন স্থানীয়ভাবে সংগৃহীত পণ্য বা সেবার বর্ণনা পরিমাণ, পরিশোধিত অর্থ, বিল অব এন্ট্রি/মূসক চালানপত্র, ঘোষিত উপকরণ উৎপাদ সহগ ইত্যাদির বিবরণ;
“(গ) স্থানীয় বা আমদানি পণ্য বা সেবার উপর পরিশোধিত উপকরণ কর ও সম্পূরক শুল্ক (প্রযোজ্য ক্ষেত্রে) হ্রাসকারী সমন্বয় গ্রহণের জন্য পিআরসি (Proceed Realization Certificate) এর ব্যাংক কতৃর্ক সত্যায়িত অনুলিপি।]

8[১৮খ। অভ্যন্তররীণ ব্যাক—টু—ব্যাক ঋণপত্রের বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময়ে পণ্য বা সেবা সরবরাহ।—(১) কোনো নিবন্ধিত ব্যক্তি অভ্যন্তরীণ ব্যাক—টু—ব্যাক ঋণপত্রের বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময়ে কোনো প্রকৃত রপ্তারিকারককে কোনো পণ্য বা সেবা সরবরাহ (যদি প্রযোজ্য হয়) করিলে উক্ত পণ্য বা সেবার সরবরাহ আইনের ধারা ২ এর দফা (৬২) এর অধীন প্রচ্ছন্ন রপ্তানি বলিয়া গণ্য করা হইবে।
(২) উপ—বিধি (১) এ বর্ণিত নিবন্ধিত ব্যক্তির ক্ষেত্রে আইনের ধারা ৬৪ অনুয়ায়ী দাখিলপত্র প্রদানের ক্ষেত্রে অভ্যন্তরীণ ব্যাক—টু—ব্যাক ঋণপত্রের বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময়ে কোনো রপ্তানিকারককে সরবরাহকৃত পণ্য বা সেবায় ব্যবহৃত উপকরণের ক্ষেত্রে উপকরণ কর, আইনের ধারা ৪৬ অনুযায়ী রেয়াত গ্রহণ এবং আইনের ধারা ৬২ ও বিধি ৪৫ অনুযায়ী সম্পূরক শুল্কের নিমিত্ত হ্রাসকারী সমন্বয় সাধন করা যাইবে।
(৩) উপ—বিধি (২) এ বর্ণিত ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের অনুমোদিত কর্মকর্তা কতৃর্ক সত্যায়িত ব্যাক—টু—ব্যাক ঋণপত্র, রপ্তানী ঋণপত্রের অনুলিপি ও বৈদেশিক মুদ্রায় মূল্য প্রাপ্তির প্রমাণপত্র নিবন্ধিত ব্যক্তি কতৃর্ক দখলে রাখিতে হইবে।
(৪) এই বিধিতে বর্ণিত সুবিধাতি প্রাপ্তিকল্পে প্রকৃত রপ্তানিকারকের কাস্টমস কতৃর্পক্ষ বা অন্র কোনো অনুমোদিত প্রতিষ্ঠান কতৃর্ক অনুমোদিত বন্ডেড ওয়্যারহাউস বা স্পেশাল বন্ডেড ওয়্যারহাউস থাকিতে হইবে। অভ্যন্তরীণ ব্যাক—টু—ব্যাক ঋণপত্রের বিপরীতে সরবরাহতব্য পণ্য সংত্রান্ত তথ্যাদি যথা: ব্যাক—টু—ব্যাক ঋণপত্র নম্বর ও তারিখ, প্রচ্ছন্ন রপ্তানিকারকের নাম ও ঠিকানা, পণ্যের বিবরণী ও পরিমাণ ও আনুষক্সিগক অন্যান্য তথ্য প্রকৃত রপ্তানিকারকের অনুকূলে সংশ্লিষ্ট কাস্টমস কতৃর্পক্ষ বা অন্য কোনো অনুমোদিত প্রতিষ্ঠান কতৃর্ক ইস্যুকৃত ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) বা ইউটিলাইজেশন ডিক্লারেশন (ইউডি) এ উল্লেখ থাকিতে হইবে এবং বিধি ৪৫ অনুযায়ী সম্পূরক শুল্ক হ্রাসকারী সমন্বয়ের ক্ষেত্রে ফরম মূসক—৭.১ এর সহিত উক্ত ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) বা ইউটিলাইজেশন ডিক্লারেশন (ইউডি)— এর অনুলিপিও সংযুক্ত করিতে হইবে। প্রয়োজনীয় পরীক্ষান্তে হ্রাসকারী সমন্বয় গ্রহণের অনুমতি প্রদানের সাথে সাথে সংশ্লিষ্ট ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) বা ইউটিলাইজেশন ডিক্লারেশন (ইউডি) এ উল্লিখিত তথ্যাদির যথার্থতা এবং সরবরাহকৃত পণ্যের প্রকৃত রপ্তানিকারকের পাশ বহি ও ওয়্যারহাউস রেজিস্টারে লিপিবদ্ধ করিবার বিষে তথ্যাদি নিশ্চিত হইবার জন্য সংশ্লিষ।ট মূল্য সংযোজন কর কতৃর্পক্ষ প্রকৃত রপ্তানিকারকের বন্ড নিয়ন্ত্রণকারী সংশ্লিষ্ট কাস্টমস কতৃর্পক্ষের সাথে যোগাযোগ করিবেন। 

(৫) প্রতৃত রপ্তানিকারক সংগৃহীত পণ্য দ্বারা প্রস্ততকৃত পণ্যের সংরক্ষণ, রপ্তানি বা অন্য কোনো প্রকারে নিষ্পত্তির বিবরণী সংশ্লিষ্ট পাশ বহি , রেজিস্টার বা বোর্ড কতৃর্ক নির্ধারিত অন্যান্য দলিলপত্রে লিপিবদ্ধ করিবেন এবং বন্ড কর্মকর্তা দ্বারা উহা প্রত্যায়িত করাইবেন।
(৬) ব্যাক—টু—ব্যাক ঋণপত্রের মাধ্যমে সংগৃহীত পণ্য বা তৎদ্বারা প্রস্তুতকৃত পণ্য রপ্তানি করিতে ব্যর্থ হইলে রপ্তানিকারক উক্ত সংগৃহীত পণ্যের বিপরীতে রেয়াত বা হ্রাসকারী সমন্বয় হিসাবে যথাক্রমে গৃহীত উপকরণ কর ও সম্পূরক শুল্ক রপ্তানি ঋণপত্রের তামাদি তারিখ অথবা Customs Act, 1969 (VI of 1969) অনুযায়ী উক্ত পণ্য বন্ডেড ওয়্যারহাউস বা স্পেশাল বন্ডেড ওয়্যারহাউস এ সংগৃহীত হইবার তারিখ হইতে ২ (দুই) বৎসর অতিক্রান্ত হইবার তারিখ, যাহা পূর্বে হইবে, এর মধ্যে ফেরত প্রদানে বাধ্য থাকিবেন।

[১৮গ। পশ্চাদ সংযোগ শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে পণ্য বা সেবা সরবরাহ।— পশ্চাদ সংযোগ শিল্প প্রতিষ্ঠান (প্রযোজ্য ক্ষেত্রে) কতৃর্ক সরবরাহকৃত পণ্য বা সেবা নিম্নরূপ শর্তাধীনে আইনের ধারা ২ এর দফা (৬২) এর অধীন প্রচ্ছন্ন রপ্তানি বলিয়া গণ্য করা হইবে, যথঅ:—
(ক) উক্ত শিল্প প্রতিষ্ঠানকে ১০০% রপ্তানিমুখী বন্ডেড ওয়্যারহাউস বা স্পেশাল বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রতিষ্ঠানের অনুকূলে পণ্য সরবরাহ বা সেবা প্রদান করিতে হইবে;
(খ) উক্ত শিল্প প্রতিষ্ঠানের সরবরাহবৃত পণ্য বা সেবার অনুকূলে ইউটিলাইজেশন পারমিশন বা ইউটিলাইজেশন ডিক্লারেশন থাকিতে হইবে এবং উহাতে অভ্যন্তরীণ ব্যাক—টু—ব্যাক ঋণপত্র বা অভ্যন্তরীণ ঋণপত্রের নম্বর ও তারিখ, নিবনবন্ধন নম্বর, নাম ও ঠিকানাসহ উক্ত ব্যক্তির অনুকূলে ইস্যুকৃত অভ্যন্তরীণ ব্যাক—টু—ব্যাক ঋণপত্রে নম্বর ও তারিখ উল্লেখ থাকিতে হইবে;
(গ) উক্ত ঋণপত্রসমূহ যে ব্যাংকে হইবে সেই ব্যাংক কতৃর্ক সত্যায়িত ঋণপত্রের অনুলিপি সহ ইউটিলাইজেশন পারমিশন বা ইউটিলাইজেশন ডিক্লারেশনসমূহ উক্ত শিল্প প্রতিষ্ঠানের দখলে থাকিতে হইবে;
(ঘ) উক্ত শিল্প প্রতিষ্ঠান কতৃর্ক সরবরাহকৃত পণ্য বা সেবার বিপরীতে প্রদত্ত উপকরণ কর, আইনের ধারা ৪৬ এবং সম্পূরক শুল্ক, আইনের ধারা ৬২ ও বিধি ৪৫ অনুযায়ী যথাক্রমে রেয়াত ও হ্রাসকারী সমন্বয় গ্রহণের ক্ষেত্রে আবেদনপত্রের সহিত দফা (খ) ও (গ) তে উল্লিখিত দলিলাদিসহ বৈদেশিক মুদ্রা প্রাপ্তির সনদপত্র নিবন্ধনের ছায়ালিপি, পণ্য বা সেবা সরবরাহ প্রদানের বিপরীতে ফরম “মূসক ৬.৩” এ প্রদত্ত চালানপত্র, সরবরাহকৃত পণ্য বা সেবায় ব্যবহৃত উপকরণ আমদানির সপক্ষে বিল আব এন্ট্রির মূল কপি বা উপকরণের সরবরাহকারী কতৃর্ক ফরম “মূসক ৬.৩” এ প্রদত্ত চালানপত্র দখলে রাখিতে হইবে ও উপস্থাপিত দলিলপত্রাদির সত্যতা বিষয়ে ৩ (তিন) শত টাকার নন—জুডিশিয়াল স্ট্যাম্পে অক্সগীকারনামা সংশ্লিষ্ট কমিশনার বরাবর দাখিল করিতে হইবে; এবং 
(ঙ) উক্ত শিল্প প্রতিষ্ঠান কতৃর্ক দাখিলযোগ্য প্রতি কর মেয়াদে পেশকৃত দাখিলপ “ত্র মূসক ৯.১” এ এই বিধির আওতায় প্রাপ্ত সুবিধাদি সংক্রান্ত তথ্যাদি উল্লেখ করিতে হইবে এবং প্রতি জানুয়ারি ও জুলাই মাসে এতদসংক্রান্ত ষান্মাসিক বিবরণী স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ে দাখিল করিতে হইবে।]

 


মূসক এরআরও নং-২৮-মূসক, তারিখ: ৩০-০৬/২০১৯ 

মূসক এরআরও নং-৬২-মূসক, তারিখ: ৩০-০৬/২০১৯

মূসক এরআরও নং-৬২-মূসক, তারিখ: ৩০-০৬/২০১৯

4এসআরও নং—১৭১—আইন/২০১৯/২৮—মূসক, তারিখ: ১৩/০৬/২০১৯ দ্বারা বিধি ১৮ক সন্নিবেশিত
 5এসআরও নং—২২৬—আইন/২০১৯/৬২—মূসক, তারিখ: ৩০/০৬/২০১৯ দ্বারা দফা (খ) ও (গ) প্রতিস্থাপিত
6এসআরও নং—১৪০—আইন/২০২১/১৩৭—মূসক, তারিখ: ০৩/০৬/২০২১ দ্বারা বিলুপ্ত
 7এসআরও নং—১৪০—আইন/২০২১/১৩৭—মূসক, তারিখ: ০৩/০৬/২০২১ দ্বারা সন্নিবেশিত

8এসআরও নং—১৪০—আইন/২০২১/১৩৭—মূসক,, তারিখ: ০৩/০৬/২০২১দ্বারা বিধি ১৮খ সন্নিবেশিত।

9এসআরও নং—১৪০—আইন/২০২১/১৩৭—মূসক,, তারিখ: ০৩/০৬/২০২১ দ্বারা বিধি ১৮গ সন্নিবেশিত

 

১৭। মূসক এজেন্ট মনোনয়ন।-

১৭। মূসক এজেন্ট মনোনয়ন।- (১) কোনো অনাবাসিক ব্যক্তি তাহার পক্ষে আইনের অধীন মূসক কর্তৃপক্ষের সহিত কোনো কার্য সম্পাদনের লক্ষ্যে মূসক এজেন্ট মনোনয়ন করিবেন। 
1[(২) * * *]
2[(৩) * * * ও
(৪) * * *] 
(৫) এজেন্টের মনোনয়ন অকার্যকর হইবে, যদি—
(ক) অনাবাসিক ব্যক্তি 3[* * *] উক্ত নিয়োগ বাতিল করেন; 
(খ) মূসক এজেন্টের এজেন্ট নম্বর বাতিল হয়; 
(গ) অনাবাসিক ব্যক্তির অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা বন্ধ হইয়াযায়; বা 
(ঘ) আইন বা এই বিধিমালার অধীন মূসক এজেন্ট কর্তৃক কোনো অপরাধ সংঘটিত হয়।

1এসআরও নং—৩০৮—আইন/২০২০/১২৬—মূসক, তারিখ: ১৫ নভেম্বর, ২০২০ দ্বারা বিলুপ্ত
2এসআরও নং—১৪০—আইন/২০২১/১৩৭—মূসক, তারিখ: ০৩ জুন, ২০২১ দ্বারা বিলুপ্ত
3এসআরও নং—১৫৯—আইন/২০১৭/০২—মূসক, তারিখ: ০১ জুন, ২০১৭ দ্বারা ‘বা এজেন্’ বিলুপ্ত

১৯। আমদানি পর্যায়ে পরিশোধিত আগাম কর সমন্বয় ও ফেরত।-

১৯। আমদানি পর্যায়ে পরিশোধিত আগাম কর সমন্বয় ও ফেরত।-  (১) আমদানি পর্যায়ে আগাম কর পরিশোধকারী নিবন্ধিত বা তালিকাভুক্ত 1[* * *] ব্যক্তি ধারা ৩১ এর উপ—ধারা (৩) এ বর্ণিত করমেয়াদের দাখিলপত্রে পরিশোধিত সমুদয় আগাম কর হা্রসকারীসমন্বয় সাধন করিতে পারিবেন। 
(২) উপ—বিধি (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, নিবন্ধিত 2[* * *] ব্যক্তি সংশ্লিষ্ট কর মেয়াদের সমুদয় প্রদেয় কর হইতে পরিশোধিত সমুদয় আগাম কর বিয়োগ করিয়া হা্রসকারী সমন্বয় সাধন করিবেন। 
(৩) আমদানি পর্যায়ে আগাম কর পরিশোধকারী ব্যক্তি নিম্নবর্ণিত শর্ত ও পদ্ধতিতে পরিশোধিত সমুদয় আগাম কর ফেরত প্রদানের নিমিত্তে কমিশনারের নিকট আবেদন করিতে পারিবেন, যথা:—
(ক) তাহাকে আমদানিকৃত পণ্যের সর্বশেষ ভোক্তা হইতে হইবে এবং তিনি বর্ণিত পণ্য অন্য কাহারো নিকট হস্তান্তর করিতে পারিবেন না; 
(খ) যে তারিখে আগাম কর পরিশোধ করা হইবে সেই তারিখ হইতে 3[১২০(এক শত বিশ) দিনের মধ্যে তাহাকে ফরম “মূসক—৪.১” এ নিকটবর্তী যেকোনো কমিশনার বরাবর 4[অনলাইনে বা কাগুজে] আবেদন করিতে হইবে;
(গ) কমিশনার প্রাপ্ত আবেদন যাচাই—অন্তে যথাযথ প্রাপ্তি সাপেক্ষে আবেদন প্রাপ্তির ১৫ (পনের) দিনের মধ্যে আবেদনকারীর অনুকূলে ফেরত প্রদানের বিষয়টি মঞ্জুরপূর্বক একটি ক্রসড চেক ইস্যু করিবেন অথবা আবেদনকারীর ব্যাংক হিসাবে মঞ্জুরীকৃত অর্থ স্থানান্তরের নির্দেশ প্রদান করিবেন। 


1এসআরও নং—১৭১—আইন/২০১৯/২৮—মূসক,, তারিখ: ১৩/০৬/২০১৯ দ্বারা ‘বা তালিকাভুক্ত’ বিলুপ্ত

2এসআরও নং—১৭১—আইন/২০১৯/২৮—মূসক,, তারিখ: ১৩/০৬/২০১৯ দ্বারা ‘বা তালিকাভুক্ত’ বিলুপ্ত
3এসআরও নং—১৪২—আইন/২০২০/১০৩—মূসক,, তারিখ: ১১/০৬/২০২০ দ্বারা ‘৬০ (ষাট)’ এর পরিবর্তে প্রতিস্থাপিত
4এসআরও নং—১৪২—আইন/২০২০/১০৩—মূসক,, তারিখ: ১১/০৬/২০২০ দ্বারা ‘অনলাইনে’ এর পরিবর্তে প্রতিস্থাপিত