দ্বিতীয় অধ্যায় : মূসক নিবন্ধন ও টার্নওভার কর তালিকাভুক্তি

Displaying 1-10 of 13 results.

৩। নিবন্ধন বা তালিকাভুক্তির সীমা নির্ধারণ।—

৩। নিবন্ধন বা তালিকাভুক্তির সীমা নির্ধারণ।—ধারা ২ এর দফা (৪৮) ও দফা (৫৭) এর বিধান সাপেক্ষে, কোনো ব্যক্তির তালিকাভুক্তি বা নিবন্ধন সীমা অতিক্রমের বিষয়টি উক্ত ব্যক্তির 1[* * *] সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম বিবেচনা করিয়া নির্ধারণ করিতে হইবে।

 

1মূসক এসআরও নং—১৭১—আইন/২০১৯/২৮—মূসক, তারিখ: ১৩/০৬/২০১৯ ‘প্রতিটি শাখা ইউনিটের বিলুপ্ত

৪। নিবন্ধনের আবেদন ও নিবন্ধন প্রদান।-

৪। নিবন্ধনের আবেদন ও নিবন্ধন প্রদান।— 1[(১) প্রত্যেক নিবন্ধনযোগ্য ব্যক্তি যে দিন তাহার নিবন্ধনের আবশ্যকতা উদ্ভূত হইবে সেই দিনের পর হইতে ১৫ (পনের) দিনের মধ্যে আবাসিক ব্যক্তির ক্ষেত্রে ফরম “মূসক ২.১” এবং অনাবাসিক ব্যক্তির ক্ষেত্রে ফরম “মূসক ২.২” এ সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তার নিকট মূসক নিবন্ধনের জন্য আবেদন করিবেন।] 

(২) উপ—বিধি (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, নিম্নবর্ণিত স্থানে আবেদন দাখিল করা যাইবে, যথা:—
(ক) অনলাইনে বোর্ডের ভ্যাট অনলাইন সিস্টেমে; 
(খ) আবেদনকারীর জন্য সুবিধাজনক হয় এমন কোনো কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট বা বিভাগীয় দপ্তর 2[কতৃর্ক নির্ধারিত সেবা কেন্দ্র]; 
(গ) বোর্ড বা সংশ্লিষ্ট কমিশনার কর্তৃক নির্ধারিত কোনো সেবা কেন্দ্র; 
(ঘ) বোর্ড বা সংশ্লিষ্ট কমিশনার কর্তৃক পরিচালিত কোনো মেলা; এবং 
(ঙ) বোর্ড কর্তৃক আদেশ দ্বারা নির্ধারিত অন্য কোনো স্থান। 
 (৩) উপ—বিধি (২) এর দফা (খ) হইতে (ঙ) এর অধীন আবেদনের ক্ষেত্রে আবেদন 
দাখিলের পরবর্তী কার্যদিবসের মধ্যে আবেদনটি ভ্যাট অনলাইন সিস্টেমে প্রেরণ করিতে 
হইবে। 
(৪) 3[বিভাগীয় কর্মকর্তা] প্রাপ্ত আবেদনে বর্ণিত তথ্য প্রাথমিক যাচাই—অন্তে যথাযথ পাইলে তাহাকে ৩ (তিন) কার্যদিবসের মধ্যে নিবন্ধিত করিবেন এবং তাহার অনুকূলে ফরম “মূসক—২.৩”এ ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা সংবলিত একটি মূল্য সংযোজন কর নিবন্ধন সনদপত্র জারি করিবেন 4[: 

 তবে শর্ত থাকে যে, নিবন্ধনের কোনো আবেদন বিধি সম্নত না হইলে বিভাগীয় কর্মকর্তা কারণ উল্লেখপূর্বক বিষয়টি আবেদনকারীকে ৩(তিন) কার্যদিবসের মধ্যে অবহিত করিবেন।
5[ (৫) * * *]
 (৬) এই বিধিতে যাহা কিছুই থাকুক না কেন, ধারা ৩১ এর উপ—ধারা (৪) এবং ধারা ৭১ এর অধীন কর ফেরত প্রদানসহ আইনের আওতায় নিবন্ধন বা তালিকাভুক্তি বাধ্যতামূলক নয় এমন ব্যক্তির আমদানি বা রপ্তানির ক্ষেত্রে কাস্টমস সিস্টেমের সহায়তায় নৈমিত্তিক ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা প্রদান করা যাইবে।


1মূসক এসআরও নং—৩০৮—আইন/২০২০/১২৬—মূসক, তারিখ: ১৫/১১/২০২০ দ্বারা প্রতিস্থাপিত
2মূসক এসআরও নং—২২৬—আইন/২০১৯/৬২—মূসক, তারিখ: ৩০/০৬/২০১৯ দ্বারা সন্নিবেশিত

3এসআরও নং—১৭১—আইন/২০১৯/২৮—মূসক, তারিখ: ১৩/০৬/২০১৯ ‘কমিশনার’ এর পরিবর্তে প্রতিস্থাপিত।
4এসআরও নং—১৭১—আইন/২০১৯/২৮—মূসক, তারিখ: ১৩/০৬/২০১৯ দ্বারা ‘।’ এর পরিবর্তে ‘:’ প্রতিস্থাপিত 
5এসআরও নং—১৭১—আইন/২০১৯/২৮—মূসক, তারিখ: ১৩/০৬/২০১৯ দ্বারা উপবিধি (৫) বিলুপ্ত

৫। তালিকাভুক্তির আবেদন ও তালিকাভুক্তিকরণ।-

৫। তালিকাভুক্তির আবেদন ও তালিকাভুক্তিকরণ।- (১) কোনো ব্যক্তি ধারা ১০ এর উপ-ধারা (১) এর অধীন নির্ধারিত শর্ত পূরণ করিলে তিনি উক্ত উপ-ধারার বিধান মোতাবেক ফরম মূসক-২.১”এ সংশ্লিষ্ট 1[বিভাগীয় কর্মকর্তার] নিকট তালিকাভুক্তির জন্য আবেদন করিবেন।

(২)           উপ-বিধি (১) এর অধীন, নি¤œবর্ণিত স্থানে আবেদন দাখিল করা যাইবে, যথা:-

(ক)          অনলাইনে বোর্ডের ভ্যাট অনলাইন সিস্টেমে;

(খ)           আবেদনকারীর জন্য সুবিধাজনক হয় এমন কোনো কাস্টমস, এক্সাইজ  ভ্যাট কমিশনারেট, বিভাগীয় দপ্তর 2[কর্তৃক নির্ধারিত সেবা কেন্দ্র]

বা  বোর্ড  কর্তৃক  আদেশ  দ্বারা নির্ধারিত  অন্য  কোনো স্থান;

(গ)           বোর্ড বা সংশ্লিষ্ট কমিশনার কর্তৃক নির্ধারিত কোনো সেবা কেন্দ্র; বা

(ঘ)           বোর্ড বা সংশ্লিষ্ট কমিশনার কর্তৃক পরিচালিত কোনো মেলা।

 

(৩)          উপ-বিধি (২) এর দফা (খ) হইতে (ঘ) এর অধীন আবেদনের ক্ষেত্রে আবেদন দাখিলের পরবর্তী কার্যদিবসের মধ্যে আবেদনটি ভ্যাট অনলাইন সিস্টেমে প্রেরণ করিতে হইবে।

(৪) 3[বিভাগীয় কর্মকর্তা] প্রাপ্ত আবেদনের তথ্য প্রাথমিক যাচাই-অন্তে যথাযথ পাইলে ৩ (তিন) কার্যদিবসের মধ্যে তাহাকে তালিকাভুক্ত করিবেন এবং তাহার অনুকূলে ফরম

মূসক-২.৩” এ ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা সংবলিত একটি টার্নওভার কর সনদপত্র জারি করিবেন।


1এসআরও নং—১৭১—আইন/২০১৯/২৮—মূসক, তারিখ: ১৩/০৬/২০১৯ ‘কমিশনার’ এর পরিবর্তে প্রতিস্থাপিত।
2এসআরও নং—২২৬—আইন/২০১৯/৬২—মূসক, তারিখ: ৩০/০৬/২০১৯ দ্বারা সন্নিবেশিত
3এসআরও নং—১৭১—আইন/২০১৯/২৮—মূসক, তারিখ: ১৩/০৬/২০১৯ ‘কমিশনার’ এর পরিবর্তে প্রতিস্থাপিত।

৬। স্বেচ্ছা নিবন্ধন।-

। স্বেচ্ছা নিবন্ধন-(১) ধারা ৮ এর উপ-ধারা (১) এর অধীন কোনো ব্যক্তি স্বেচ্ছা নিবন্ধিত হইতে চাহিলে তিনি বিধি ৪ এর উপ-বিধি (১) অনুযায়ী ১৩ [বিভাগীয় কর্মকর্তা] নিকট আবেদন করিবেন।

(২)  স্বেচ্ছা নিবন্ধনের আবেদন বিধি ৪ এ বর্ণিত পদ্ধতিতে নিষ্পন্ন করিতে হইবে।

(৩)  স্বেচ্ছা নিবন্ধিত ব্যক্তি-

(ক) নিবন্ধিত হওয়ার তারিখের পরবর্তী কর মেয়াদের প্রথম দিন হইতে কর প্রদান করিবেন; এবং

(খ)  বিধি ৯৫ এ বর্ণিত পদ্ধতিতে রেকর্ড সংরক্ষণ এবং হিসাব সংরক্ষণ করিবেন।


মূসক এরআরও নং-২৮-মূসক, তারখি: ১৩/০৬/২০১৯

৭। কমিশনার কর্তৃক স্ব-উদ্যোগে নিবন্ধিত বা তালিকাভুক্তিকরণ।-

৭। 1[বিভাগীয় কর্মকর্তা] কর্তৃক স্ব—উদ্যোগে নিবন্ধিত বা তালিকাভুক্তিকরণ।—(১) ধারা ১২ এর অধীন মূসক নিবন্ধনযোগ্য বা টার্নওভার কর তালিকাভুক্তিযোগ্য ব্যক্তিকে 2[বিভাগীয় কর্মকর্তা] স্ব—উদ্যোগে নিবন্ধিত বা তালিকাভুক্ত করিয়া নিবন্ধন বা তালিকাভুক্তি সনদপত্র প্রদান করিবেন। 
(২) 3[বিভাগীয় কর্মকর্তা] স্ব—উদ্যোগে নিবন্ধন প্রদান বা তালিকাভুক্তির সময়যথাযথ অনুসন্ধানের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিবন্ধিত বা তালিকাভুক্ত করিবেন এবং যে তারিখে উক্ত ব্যক্তির নিবন্ধন বা তালিকাভুক্তির আবশ্যকতা উদ্ভূত হইয়াছে সেই তারিখ হইতে উহার কার্যকারিতা প্রদান করিবেন। 
(৩) উপ—বিধি (২) এর অধীন কার্যকারিতা প্রদানের তারিখ হইতে উক্ত উপ—বিধিতে উল্লিখিত ব্যক্তি কর, ক্ষেত্রমত বকেয়াসহ, প্রদান করিবেন। 
(৪) 4[বিভাগীয় কর্মকর্তা] উপ—বিধি (২) এর অধীন তালিকাভুক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির অসহযোগিতার কারণে বার্ষিক টার্নওভার নির্ধারণের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করিতে ব্যর্থ হইলে 5[বিভাগীয় কর্মকর্তার] নিকট রক্ষিত তথ্যের ভিত্তিতে তাহাকে নিবন্ধিত করিবেন এবং তাহার অনুকূলে ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা সংবলিত একটি নিবন্ধন সনদপত্র প্রদান করিবেন। 
(৫) 6[বিভাগীয় কর্মকর্তা] তাহার অধিক্ষেত্রে অবস্থিত তালিকাভুক্তি বা নিবন্ধনযোগ্য সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত বা নিবন্ধিত করিবেন।

1এসআরও নং—১৪২—আইন/২০২০/১০৩—মূসক, তারিখ: ১১/০৬/২০২০ দ্বারা ‘কমিশনার’ এর পরিবর্তে প্রতিস্থাপিত 

2এসআরও নং—১৪২—আইন/২০২০/১০৩—মূসক, তারিখ: ১১/০৬/২০২০ দ্বারা ‘কমিশনার’ এর পরিবর্তে প্রতিস্থাপিত 

3এসআরও নং—১৪২—আইন/২০২০/১০৩—মূসক, তারিখ: ১১/০৬/২০২০ দ্বারা ‘কমিশনার’ এর পরিবর্তে প্রতিস্থাপিত 

4এসআরও নং—১৪২—আইন/২০২০/১০৩—মূসক, তারিখ: ১১/০৬/২০২০ দ্বারা ‘কমিশনার’ এর পরিবর্তে প্রতিস্থাপিত 

5এসআরও নং—১৪২—আইন/২০২০/১০৩—মূসক, তারিখ: ১১/০৬/২০২০ দ্বারা ‘কমিশনার’ এর পরিবর্তে প্রতিস্থাপিত 

6এসআরও নং—১৪২—আইন/২০২০/১০৩—মূসক, তারিখ: ১১/০৬/২০২০ দ্বারা ‘কমিশনার’ এর পরিবর্তে প্রতিস্থাপিত 

৮। মূসক নিবন্ধন বাতিল।-

৮। মূসক নিবন্ধন বাতিল।— (১) কোনো নিবন্ধিত ব্যক্তি তাহার মূসক নিবন্ধন বাতিলের জন্য 1[ 2[* * *]ফরম “মূসক—২.৪”] এ 3[বিভাগীয় কর্দকর্তার] নিকট আবেদন করিতে পারিবেন, যদি—
(ক) তিনি নিবন্ধিত হওয়ার পরবর্তী সময়ে অর্থনৈতিক কার্যক্রম শুরু করিতে ব্যর্থ হন; 
(খ) তিনি তাহার অর্থনৈতিক কার্যক্রম বন্ধ করিয়া দেন; 
(গ) তাহার অর্থনৈতিক কার্যক্রমটি অব্যাহতিপ্রাপ্ত হিসাবে ঘোষিত হয়; বা 
(ঘ) পর পর ২ (দুই) বৎসর তাহার বার্ষিক টার্নওভার নিবন্ধনসীমার নিচে থাকে। 
 (২) উপ—বিধি (১) এর অধীন কোনো আবেদন দাখিল করা হইলে 4[বিভাগীয় কর্মকর্তা
] বিষয়টি সম্পর্কে যথাযথ অনুসন্ধানের পর—
(ক) নিবন্ধন বাতিলের কারণ যুক্তিসঙ্গত বলিয়া বিবেচিত হইলে, উক্ত নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করিয়া তাহাকে অবহিত করিবেন; বা 
(খ) নিবন্ধন বাতিলের কারণ যুক্তিসঙ্গত বলিয়া বিবেচিত না হইলেবা আবেদন অসম্পূর্ণ থাকিলে বা অন্য কোনো কারণে নিবন্ধন বাতিল করা যুক্তিসঙ্গত না হইলে, তাহাকে শুনানির যুক্তিসঙ্গত সুযোগ প্রদান করিয়া, নিবন্ধন সাময়িক ভাবে স্থগিত বা অন্যবিধ সিদ্ধান্ত গ্রহণ করিয়া তাহাকে অবহিত করিবেন। 

(৩) উপ—বিধি (২) এর অধীন নিবন্ধন সাময়িক স্থগিতের ১৫ (পনের) দিনের মধ্যে নিবন্ধিত ব্যক্তি ধারা ৯ এর উপ—ধারা (৬) এর অধীন সকল কার্যক্রম সম্পন্ন 5[* * *] করিবেন। 
(৪) উপ—বিধি (৩) এর অধীন চূড়ান্ত দাখিলপত্র পেশের ১৫ (পনের) দিনের মধ্যে উহা যাচাইঅন্তে তথ্যাদি যথাযথ প্রাপ্তি সাপেক্ষে, 6[বিভাগীয় কর্মকর্তার] তাহার নিবন্ধন বাতিল করিবেন। 
(৫) উপ—বিধি (১) এর দফা (ঘ) এ বর্ণিত কারণে নিবন্ধন বাতিলের ক্ষেত্রে যদি দেখা যায় যে, তাহার বার্ষিক টার্নওভার নিবন্ধনসীমার নিচে, কিন্তু তালিকাভুক্তি সীমার উপরে, তাহা হইলে 7[বিভাগীয় কর্মকর্তার] তাহার মূসক নিবন্ধন বাতিলপূর্বক তাহাকে টার্নওভার কর তালিকাভুক্ত করিতে পারিবেন।
(৬) 8[বিভাগীয় কর্মকর্তার] যথাযথ অনুসন্ধানের পর যদি নিশ্চিত হন যে, কোনো ব্যক্তির মূল্য সংযোজন করদাতা হিসাবে নিবন্ধিত থাকিবার আর প্রয়োজন নাই, তাহা হইলে তিনি উক্ত ব্যক্তিকে শুনানির যুক্তিসংগত সুযোগ প্রদান করিয়া তাহার মূসক নিবন্ধন বাতিল করিতে পারিবেন।
(৭) উপ—বিধি (৪) এর অধীন যাচাই বা উপ—বিধি (৬) এর অধীন অনুসন্ধান সত্ত্বেও, মূসক নিবন্ধন বাতিলের পর যদি উদঘাটিত হয় যে, উক্ত ব্যক্তির নিকট আইনের অধীন কোনো বকেয়া পাওনা রহিয়াছে বা কোনো অপরাধ সংঘটিত হইয়াছে, তাহা হইলে তাহার প্রতি আইনের সংশ্লিষ্ট বিধান এইরূপে প্রযোজ্য হইবে যেন তিনি একজন নিবন্ধিত ব্যক্তি।


1এসআরও নং—১৫৯—আইন/২০১৭/০২—মূসক, তারিখ: ০১/০৬/২০১৭ দ্বারা প্রতিস্থাপিত 
2এসআরও নং—১৪২—আইন/২০২০/১০৩—মূসক, তারিখ: ১১/০৬/২০২০ দ্বারা বিলুপ্ত
3এসআরও নং—১৪২—আইন/২০২০/১৩৭—মূসক, তারিখ: ১১/০৬/২০২০ দ্বারা ‘কমিশনার’ এর পরিবর্তে প্রতিস্থাপিত 
4এসআরও নং—১৪২—আইন/২০২০/১৩৭—মূসক, তারিখ: ১১/০৬/২০২০ দ্বারা ‘কমিশনার’ এর পরিবর্তে প্রতিস্থাপিত

5এসআরও নং—১৫৯—আইন/২০১৭/০২—মূসক, তারিখ: ০১/০৬/২০১৭ দ্বারা বিলুপ্ত 
6এসআরও নং—১৪০—আইন/২০২১/১৩৭—মূসক, তারিখ: ০৩/০৬/২০২১ দ্বারা ‘কমিশনার’ এর পরিবর্তে প্রতিস্থাপিত

7এসআরও নং—১৪০—আইন/২০২১/১৩৭—মূসক, তারিখ: ০৩/০৬/২০২১ দ্বারা ‘কমিশনার’ এর পরিবর্তে প্রতিস্থাপিত

8এসআরও নং—১৪০—আইন/২০২১/১৩৭—মূসক, তারিখ: ০৩/০৬/২০২১ দ্বারা ‘কমিশনার’ এর পরিবর্তে প্রতিস্থাপিত

৯। টার্নওভার কর তালিকাভুক্তি বাতিল।-

৯।  টার্নওভার  কর  তালিকাভুক্তি  বাতিল।- (১)  ধারা  ১১  এর  উপ-ধারা
 
(১) এর অধীন তালিকাভুক্ত কোনো ব্যক্তি তাহার তালিকাভুক্তি বাতিলের জন্য [অনলাইন আবেদনের ক্ষেত্রে ফরম “মূসক-২.১” এ এবং কাগুজে আবেদন ক্ষেত্রে ফরম “মূসক-২.৪”] এ কমিশনারের নিকট আবেদন করিতে পারিবেন।
 
(২) উপ-বিধি (১) এর অধীন আবেদন দাখিল করা হইলে কমিশনার তৎসম্পর্কে যথাযথ অনুসন্ধানের পর -
 
(ক) তালিকাভুক্তি বাতিলের কারণ যুক্তিসঙ্গত হইলে, তালিকাভুক্তি সাময়িক ভাবে স্থগিত করিয়া তাহাকে অবহিত করিবেন; বা
(খ) তালিকাভুক্তি বাতিলের কারণ যুক্তিসঙ্গত না-হইলে বা আবেদন অসম্পূর্ণ থাকিলে বা অন্যকোনো কারণে তালিকাভুক্তি বাতিল করা সঙ্গত না-হইলে, তাহাকে শুনানির সুযোগ প্রদানপূর্বক তালিকাভুক্তি সাময়িকভাবে স্থগিত
 
 বা  আইনানুগ  অন্যকোনো সিদ্ধান্ত গ্রহণ করিয়া তাহাকে অবহিত করিবেন।
 
(৩) কোনো তালিকাভুক্ত ব্যক্তির তালিকাভুক্তি সাময়িকভাবে স্থগিত করা হইলে, তিনি:-
 
 (ক)  অনতিবিলম্বে টার্নওভার কর সংক্রান্ত সকল কার্যক্রম হইতে বিরত থাকিবেন;
 এবং
 
(খ) সাময়িক স্থগিতের ১৫ (পনের) দিনের মধ্যে তালিকাভুক্তি সনদপত্র এবং উহার সকল প্রত্যায়িত অনুলিপি কমিশনারের নিকট ফেরত প্রদান করিবেন এবং বকেয়া কর, যদি থাকে, [পরিশোধ করিবেন]
 (৪) চূড়ান্ত দাখিলপত্র দাখিলের ১৫ (পনের) দিনের মধ্যে উহা যাচাই-অন্তেÍ প্রদত্ত তথ্যাদি যথাযথ প্রাপ্তি সাপেক্ষে কমিশনার তাহার তালিকাভুক্তি বাতিল করিবেন।
 
 (৫)কমিশনার যথাযথ অনুসন্ধানের পর যদি নিশ্চিত হন যে, কোনো ব্যক্তির বার্ষিক টার্নওভার নিবন্ধনসীমা অতিক্রম করিয়াছে এবং তাহার মূল্য সংযোজন করদাতা হিসাবে নিবন্ধিত হওয়ার আবশ্যকতা উদ্ভূত হইয়াছে, তাহা হইলে তিনি উক্ত ব্যক্তিকে শুনানি প্রদানপূর্বক তাহার টার্নওভার তালিকাভুক্তি বাতিলপূর্বক নিবন্ধিত করিবেন।
 
(৬)কমিশনার যথাযথ অনুসন্ধানের পর যদি নিশ্চিত হন যে, কোনো ব্যক্তির টার্নওভার করদাতা হিসাবে তালিকাভুক্ত থাকিবার আর প্রয়োজন নাই, তাহা হইলে তিনি উক্ত ব্যক্তিকে শুনানির সুযোগ প্রদানপূর্বক তাহার তালিকাভুক্তি বাতিল করিতে পারিবেন।
 
(৭) উপ-বিধি (৪) এর অধীন যাচাই বা উপ-বিধি (৬) এর অধীন অনুসন্ধান সত্ত্বেও, টার্নওভার কর তালিকাভুক্তি বাতিলের পর যদি উদঘাটিত হয় যে, উক্ত ব্যক্তির নিকট আইনের অধীন কোনো বকেয়া পাওনা রহিয়াছে বা কোনো অপরাধ সংঘটিত হইয়াছে, তাহা হইলে তাহার প্রতি আইনের সংশ্লিষ্ট বিধান এইরূপে প্রযোজ্য হইবে যেন তিনি একজন তালিকাভুক্ত ব্যক্তি।

মূসক এরআরও নং-২, তারখি: ০-০৬/২০১

মূসক এরআরও নং-২, তারখি: ০-০৬/২০১

১০। নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তিবর্গের তালিকা।-

১০। নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তিবর্গের তালিকা।- (১) বোর্ড আইনের অধীন নিবন্ধিত বা তালিকাভুক্ত সকল ব্যক্তির একটি নির্ভুল এবং হালনাগাদ তালিকা সংরক্ষণ করিবে, যাহাতে নিম্নবর্ণিত বিষয়সমূহ উল্লেখ থাকিবে, যথা:-
 
 (ক)  নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির নাম এবং ঠিকানা;
 
(খ) ব্যবসায়িক নাম বা নামসমূহ, যদি থাকে, যাহার মাধ্যমে উক্ত নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করেন;
 
(গ)  উক্ত ব্যক্তির ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা;
 
(ঘ) উক্ত ব্যক্তি তাহার শাখা ইউনিটের জন্য পৃথকভাবে নিবন্ধিত হইয়া থাকিলে, প্রত্যেক শাখা ইউনিটের ব্যবসায়িক নাম, ঠিকানা এবং ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা;
 
 (ঙ)  যে তারিখে নিবন্ধন বা তালিকাভুক্তি কার্যকর হইয়াছে, সেইতারিখ; এবং
 (চ)  নিবন্ধন বা তালিকাভুক্তির সর্বশেষ অবস্থা (ঝঃধঃঁং)।
     (২)বোর্ড আইনের অধীন নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তিগণের হালনাগাদ তালিকা জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করিবে।
(৩)ধারা ১৪ এবং বিধি ১২ ও ১৩ এর অধীন তথ্য পরিবর্তনের ক্ষেত্রে বোর্ড পরিবর্তিত তথ্য উপ-বিধি (২) এ বর্ণিত তালিকায় অন্তর্ভুক্ত করিবে।

১১। ব্যবসায় সনাক্তকরণ সংখ্যার ব্যবহার।-

১১। ব্যবসায় সনাক্তকরণ সংখ্যার ব্যবহার।- বিধি ১১৭ এর বিধান সাপেক্ষে, ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা নি¤œবর্ণিত ক্ষেত্রে ব্যবহৃত হইবে, যথা:-
 (ক)  ব্যাগেজ আমদানি ব্যতীত অন্য সকল আমদানি-রপ্তানি;
 (খ)  নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির নামে ভূমি বা ভবন নিবন্ধন;
 (গ)  আমদানি নিবন্ধন সনদ ও রপ্তানি নিবন্ধন সনদ গ্রহণ;
 (ঘ)  কোনো উৎসে কর্তনকারী সত্তায় কোনো সরবরাহ প্রদান;
 (ঙ)  কোনো টেন্ডারে অংশগ্রহণ;
 (চ)  কোনো সংস্থায় তালিকাভুক্তি;
(ছ) বন্ড লাইসেন্স অনুমোদন;
 
(জ) নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির অনুকূলে ব্যাংক ঋণ অনুমোদন; এবং
 
(ঝ) বোর্ড কর্তৃক আদেশ দ্বারা নির্ধারিত অন্য কোনো ক্ষেত্র।

১২। পরিবর্তিত তথ্য অবহিতকরণ।-

১২। পরিবর্তিত তথ্য অবহিতকরণ।- (১) ধারা ১৪ এর দফা 1[(ছ)] এর বিধান অনুয়ায়ী প্রত্যেক নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি অর্থনৈতিক কার্যক্রম সংশ্লিষ্ট উক্ত ধারার 2[দফা (ক) হইতে (চ)] তে বিধৃত তথ্যসহ নিম্নবর্ণিত তথ্যের কোনোরূপ পরিবর্তন হইলে উহা তাৎক্ষণিকভাবে 3[বিভাগীয় কর্মকর্তাকে] অবহিত করিবেন, যথা:—
(ক) নিবন্ধন বা তালিকাভুক্তির সময় সরবরাহকৃত তথ্যের যেকোনোটিতে পরিবর্তন; 
(খ) নূতন ধরনের কোনো ব্যবসায় সংযোজন বা বিদ্যমান ব্যবসায়ের কোনোরূপ বিয়োজন;
(গ) ব্যাংক হিসাব পরিবর্তন, সংযোজন বা বিয়োজন; 
(ঘ) নূতন শাখা ইউনিট চালু বা পুরাতন কোনো শাখা ইউনিট বন্ধকরণ; 
(ঙ) বোর্ড কর্তৃক আদেশ দ্বারা নির্ধারিত অন্য কোনো পরিবর্তন। 
 4[(২) উপ—বিধি (১) এ উল্লিখিত পরিবর্তনের তথ্য অনলাইনে দাখিলের ক্ষেত্রে নিবন্ধিত বা তালিকাভুক্ত আবাসিক ব্যক্তি ফরম ‘মূসক—২.১’এ এবং নিবন্ধিত অনাবাসিক ব্যক্তি ফরম “মূসক ২.২” এ এবং কাগুজে আবেদনের ক্ষেত্রে ফরম “মূসক—২.৫”এ তথ্য পরিবর্তিত হইবার ১৫ (পনের) দিনের মধ্যে 5[বিভাগীয় কর্মকর্তাকে] অবহিত করিবেন।] 
(৩) উপ—বিধি (২) এর পরিবর্তিত তথ্যের কারণে ফরম “মূসক—২.৩”এ কোনো পরিবর্তন হইলে 6[বিভাগীয় কর্মকর্তাকে] নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির অনুকূলে নূতন তথ্য সংবলিত একটি মূল্য সংযোজন কর নিবন্ধন সনদপত্র বা টার্নওভার কর তালিকাভুক্তিপত্র জারি করিবেন।


1এসআরও নং—১৪০—আইন/২০২১/১৩৭—মূসক, তারিখ: ০৩/০৬/২০২১ দ্বারা ‘(চ)’ এর পরিবর্তে প্রতিস্থাপিত
2এসআরও নং—১৪০—আইন/২০২১/১৩৭—মূসক, তারিখ: ০৩/০৬/২০২১ দ্বারা দফা (ক) হইতে (ঙ) এর পরিবর্তে প্রতিস্থাপিত
3এসআরও নং—১৪০—আইন/২০২১/১৩৭—মূসক, তারিখ: ০৩/০৬/২০২১ দ্বারা ‘কমিশনারকে’ এর পরিবর্তে প্রতিস্থাপিত 
4এসআরও নং—৩০৮—আইন/২০২০/১২৬—মূসক, তারিখ: ১৫/১১/২০২০ দ্বারা প্রতিস্থাপিত 
5এসআরও নং—১৪০—আইন/২০২১/১৩৭—মূসক, তারিখ: ০৩/০৬/২০২১ দ্বারা ‘কমিশনারকে’ এর পরিবর্তে প্রতিস্থাপিত 
6এসআরও নং—১৪০—আইন/২০২১/১৩৭—মূসক, তারিখ: ০৩/০৬/২০২১ দ্বারা ‘কমিশনার’ এর পরিবর্তে প্রতিস্থাপিত