New Rules-2016

Displaying 21-30 of 121 results.

২০। পণবিহীন করযোগ্য সরবরাহের মূল্য নির্ধারণ।-

২০। পণবিহীন করযোগ্য সরবরাহের মূল্য নির্ধারণ।- (১) ধারা ৩২ এর উপ-ধারা (৪) এর অধীন সরবরাহের ক্ষেত্রে, কোনো নিবন্ধিত ব্যক্তি কোনো অর্থ বৎসরে নমুনা হিসাবে সর্বোচ্চ ২০ (বিশ) হাজার টাকা মূল্য মানের সরবরাহ প্রদান করিতে পারিবেন।

(২)        উপ-বিধি (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, কোনো নিবন্ধিত ব্যক্তিএকটি অর্থ বৎসরে এক বা একাধিক সরবরাহের মাধ্যমে উক্ত উপ-বিধিতে বর্ণিত অর্থের নমুনা শূন্য   পণ হিসেবে প্রদর্শন করিতে পারিবেন।

(৩)        উপ-বিধি (১) এ বর্ণিত অর্থ ন্যায্য বাজার মূল্য দ্বারা নির্ধারিত হইবে।


 

২১। উপকরণ-উ’পাদ সহগ ঘোষনা।-

 [২১। উপকরণ-উ’পাদ সহগ ঘোষনা।- (১) ধারা ৩২ এর উপ-ধারা (৫) এর উদ্দেশ্যপূরণকল্পে কোন নিবন্ধিত বা তালিকাভুক্তি ব্যক্তিকে পণ্য উ’পাদন বা সরবরাহের পূর্বে ফরম “মূসক-৪.৩‘‘ এ বিভাগীয় কর্মকর্তার নিকট একটি উপকরণ-উ’পাদ (Input Output Co-efficient) দাখিল করিতে যাহার একটি অনুলিপি বিভাগীয় কর্মকর্তা কর্তৃক ৭ (সাত) কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট কমিশনারের নিকট প্রেরণ করিতে হইবে।


এসআরও নং-১৭১- আইন/২০১৯/২- মূসক, তারিখ : ৩/০৬/২০১৯

২২। চলমান ব্যবসা বিক্রয়ের পদ্ধতি।-

২২। চলমান ব্যবসা বিক্রয়ের পদ্ধতি।- (১) কোনো চলমান ব্যবসায়ের ক্রেতা এবং বিক্রেতা ফরম “মূসক-৪.২”এ যৌথ আবেদনের মাধ্যমে প্রদেয় সমুদয় কর ও বকেয়ার সমপরিমাণ অর্থের তফসিলি ব্যাংকের নিঃশর্ত ও অব্যাহত ব্যাংক গ্যারান্টি উক্ত ব্যবসা বিক্রয়ের অন্যূন ১৫ (পনের) দিন পূর্বে কমিশনার বরাবর দাখিল করিবেন।

(২)        কমিশনার দাখিলকৃত ব্যাংক গ্যারান্টি যাচাই-অন্তে যথাযথ প্রাপ্তি সাপেক্ষে আবেদন প্রাপ্তির ৭ (সাত) দিনের মধ্যে চলমান ব্যবসা বিক্রয়ের অনুমতি প্রদান করিবেন।

(৩)        চলমান ব্যবসায়ের বিক্রেতা উক্ত ব্যবসায়ের ক্রেতাকে নি¤œবর্ণি ত তথ্যাদি

প্রদান করিবেন, যথা:-

(ক)  মালিকানা সংক্রান্ত সর্বশেষ হালনাগাদ তথ্য;

(খ)  পূর্ণাঙ্গ আর্থিক বিবরণী;

(গ)  সকল সম্পদের বিবরণী;

(ঘ)  সকল দায়-দেনার বিবরণী;

(ঙ)  মামলা সংক্রান্ত তথ্যাদি;

(চ)  সরকারি বিভিন্ন দপ্তরের নিবন্ধন, লাইসেন্স, ইত্যাদির বিবরণী; এবং

(ছ)  প্রাসঙ্গিক অন্যান্য তথ্য।

২৩। আগাম মূল্য পরিশোধিত টেলিযোগাযোগ সেবা গ্রহণকারী বা দ্রব্য ব্যবহারকারী ব্যক্তি কর্তৃক রেয়াত গ্রহণ পদ্ধতি।-

২৩। আগাম মূল্য পরিশোধিত টেলিযোগাযোগ সেবা গ্রহণকারী বা দ্রব্য ব্যবহারকারী ব্যক্তি কর্তৃক রেয়াত গ্রহণ পদ্ধতি।- (১) নি¤œবর্ণিত প্রমাণাদি থাকা সাপেক্ষে এই বিধির পরবর্তী বিধান অনুসরণপূর্বক, আগাম পরিশোধিত উপকরণ কর রেয়াত গ্রহণ করিতে পারিবেন, যথা:

 (ক)       মূল্য পরিশোধের বিপরীতে সরবরাহকারী কর্তৃক সরবরাহ গ্রহীতার অনুকূলে জারীকৃত অর্থ প্রাপ্তির প্রাপ্তি স্বীকারপত্র;

(খ)        আগাম পরিশোধিত মূল্য ২৫ (পঁচিশ) হাজার টাকার ওপর হইলে উহা ব্যাংকিং চ্যানেলে পরিশোধের প্রমাণপত্র; ও

(গ)        আগাম পরিশোধিত মূল্য যে ন্যায্য বাজার মূল্য উহা প্রমাণের সপক্ষে প্রামাণ্য দলিলাদি।

(২)        সরবরাহ প্রদানকারী ও সরবরাহ গ্রহীতার মধ্যে সম্পাদিত বাণিজ্যিক চুক্তি ও উহাতে বর্ণিত মূল্য কমিশনারকে আগাম অবহিত করিতে হইবে।

 

২৪। অনিবন্ধিত পাওনাদার কর্তৃক ঋণ পরিশোধে সম্পত্তি বিক্রয়ের পদ্ধতি।-

২৪।          অনিবন্ধিত পাওনাদার কর্তৃক ঋণ পরিশোধে সম্পত্তি বিক্রয়ের পদ্ধতি।-

(১)        অনিবন্ধিত পাওনাদার ঋণ আদায়ের লক্ষ্যে দায়বদ্ধ সম্পত্তি বিক্রয়ের পূর্বে সংশ্লিষ্ট কমিশনারকে কর নির্ধারণের লক্ষ্যে অনুরোধ করিবেন।

(২)        কমিশনার উপ-বিধি (১) এর অধীন অনুরোধ প্রাপ্তির ৭ (সাত) দিনের মধ্যে আইন ও এই বিধির অধীন প্রযোজ্য করের পরিমাণ নির্ধারণ করিয়া উহা পরিশোধের  সময় ও পদ্ধতি উল্লেখ-পূর্বক অনিবন্ধিত পাওনাদারকে অবহিত করিবেন।

(৩)        অনিবন্ধিত  পাওনাদার  উক্ত  কর  পরিশোধ  করিয়া  কমিশনারকে  অবহিত করিবেন।

(৪)        অনিবন্ধিত পাওনাদার এই বিধির বিধান লংঘন করিলে তাহার উপর আইন ও এই বিধিমালার বিধান এমনভাবে প্রযোজ্য হইবে যেন তিনি একজননিবন্ধিত ব্যক্তি।

1[২৪ক। অব্যবহৃত বা ব্যবহারের অনুপযোগী উপকরণের নিষ্পত্তিকরণ।—

(১) কোনো নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি তৎকতৃর্ক ক্রীত মূল্য সংযোজন কর প্রদত্ত কোনো উপকরণ পরবর্তীতে ব্যবহারের অনুপযোগী বলিয়া মনে করিলে তিনি উহার নিষ্পত্তিকল্পে ফরম 2[মূসক—৪.৪] এ এতদ্সংক্রান্ত একটি আবেদনপত্র বিভাগীয় কর্মর্তার পেশ করিবেন।
(২) উপ—বিধি (১) অনুযায়ী হইবার ১৫ (পনেরো) কার্যদিবসের মধ্যে বিভাগীয় কর্মকর্তা তদন্তপূর্বক উপ—বিধি (১) এ বর্ণিত উপকরণ নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির ব্যবহারের অনুপযোগী বলিয়া সন্তুষ্ট হইলে তিনি উহা সরবরাহ বা বিনষ্টকরণের সিদ্ধান্ত প্রদান করিবেন এবং বিভাগীয় কর্মকর্তা সিদ্ধান্ত প্রদানের ৭ (সাত) দিনের মধ্যে একটি প্রতিবেদন কমিশনার বরাবর প্রেরণ করিবেন।
(৩) উপ—বিধি (২) এ প্রদত্ত নির্দেশ অনুযায়ী নিবন্ধিত ব্যক্তিকে তৎকতৃর্ক উপ—বিধি (১) এ বর্ণিত উপকরণ বাবদ গৃহীত রেয়াত পরবর্তী দাখিলপত্রে বৃদ্ধিকারী সমন্বয়সাধন করিতে হইবে।

২৪খ। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বা ধ্বংসপ্রাপ্ত পণ্যের নিষ্পত্তিকরণ।—

(১) কোনো নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি, তৎকতৃর্ক প্রস্তুতকৃত বা উৎপাদিত বা সরবরাহের জন্য মজুদকৃত পণ্য কোনো দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বা ধ্বংসপ্রাপ্ত হইবার বা অন্য কোনো কারণে সরবরাহের অযোগ্য বলিয়া মনে করিলে তিনি উক্তরূপ সরবরাহের অযোগ্য পণ্যের নিষ্পত্তিকল্পে ফরম 3[“মূসক—৪.৫”] এ এতদসংক্রান্ত একটি আবেদনপত্র দুর্ঘটনা সংঘটিত হইবার ২ (দুই) দিনের মধ্যে বিভাগীয় কর্মকর্তার কার্যালয়ে পেশ করিবেন। 
(২) উপ—বিধি (১) এ বর্ণিত আবেদনপত্র প্রাপ্তির পর বিভাাগীয় কর্মকর্তা তদন্তপূর্বক উপ—বিধি (১) এ বর্ণিত দুর্ঘটনায় ধ্বংসপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত পণ্য মূল্য ও উহার সাথে সংশ্লিষ্ট প্রদেয় উৎপাদ করের পরিমাণ নির্ণয় করিবেন।
(৩) উপ—বিধি (২) এ বর্ণিত পণ্য হ্রাসকৃত মূল্যে আংশিক বা সম্পূর্ণভাবে সরবরাহযোগ্য বিবেচিত হইলে বিভাগীয় কর্মকর্তা উক্তরূপ পণ্যের যৌক্তিক সরবরাহমূল্য নির্ধারণ করিবেন।
(৪) বিভাগীয় কর্মকর্তা তাহার সন্তুষ্টি সাপেক্ষে, উপ—বিধি (১) এ বর্ণিত পণ্য আবেদন প্রাপ্তির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে সরবরাহ বা বিনষ্টকরণ বা অন্য কোনোরূপে নিষ্পত্তির সিদ্ধান্ত প্রদান করিবেন এবং বিভাগীয় কর্মকর্তা সিদ্ধান্ত প্রদানের ৭ (সাত) দিনের মধ্যে একটি প্রতিবেদন কমিশনার বরাবর প্রেরণ করিবেন।
(৫) বিভাগীয় কর্মকর্তার নিকট হইতে যথঅযথ নির্দেশ প্রাপ্তির পর, নিবন্ধিত ব্যক্তি উৎপাদনে ব্যবহৃত উপকরণ বাবদ গৃহীত কর রেয়াত পরবর্তী দাখিলপত্রে বৃদ্ধিকারী সমন্বয় করিবেন; বা 
(খ) দুর্ঘটনায় ধ্বংসপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত পণ্যের ক্ষেত্রে , ন্যায্য বাজার মূল্য ও বিভাগীয় কর্মকর্তার কতৃর্ক অনুমোদিত হ্রাসকৃত মূলেণ্যর তারতম্যের ভিত্তিতে আনুপাতিক হারে উপকরণ কর রেয়াত বাতিল করিয়া পরবর্তী দাীখলপত্রে সমন্বয় করিবেন।

২৪গ। বর্জ্য (ওয়েস্ট) বা উপজকত ( বাই—প্রোডাক্ট) পণ্যের সরবরাহ ও নিষ্পত্তিকরণ।—

(১‘) কোনো নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি কতৃর্ক প্রস্তুতকৃত বা উৎপাদিত পণ্যের বর্জ্য বা উপজাত পণ্য সরবরাহযোগ্য বা সরবরাহ অযোগ্য যাহাই হউক না কেন উহা নিষ্পত্তির জন্য ফরম “মূসক—৪.৩” এর মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তার নিকট আবেদন করিবেন। 
(২) সরবরাহযোগ্য বর্জ্য বা উপজাত পণ্যের করযোগ্য মূল্য নির্ধারণের ক্ষেত্রে মূল্য সংযোজন কর ও সম্পূরক শূল্ক (ন্যায্য বাজার মূল্য নির্ধারণ) বিধিমালা, ২০১৯ এর বিধি ৬ প্রযোজ্য হইবে।
(৩) সরবরাহ অযোগ্য বর্জ্য বা উপজাত পণ্যের বাণিজ্যিক মূল্য না থাকার কারণে নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি যতদূর সম্ভব, বাংলাদেশ পরিবেশ সংরকষণ আইন, ১৯৯৫ (১৯৯৫ সনের ১ নং আইন) বা উক্ত আইনের অধীন প্রণীত বিধিমালার বিধানাবলী অনুসারণক্রমে উৎপাদনস্থলে কিংবা স্বাস্থ্যগত বা পরিবেশগত বা অবকাঠামোগত কারণে উৎপাদনস্থলের বাহিরে বিভাগীয় কর্মকর্তা বা তৎকতৃর্ক মনোনীত মূল্য সংযোজন কর কর্মকর্তার উপস্থিতিতে উক্তরূপ পণ্য সম্পূর্ণরূপে ধ্বংস বা বিনষ্ট করা হইলে, বিভাগীয় কর্মকর্তা তৎসম্পর্কিত একটি প্রতিবেদন ধ্বংস বা বিনষ্টকরণের ৭ (সাত) দিনের মধ্যে কমিশনারের নিকট প্রেরণ করিবেন এবং নিবন্ধিত বা তাালিকাভুক্ত ব্যক্তি এ সংক্রান্ত দলিলাদি আইনের বিধান মোতাবেক সংরক্ষণ করিবেন।]

1এসআরও নং—১৪২—আইন/২০২০/১০৩—মূসক,, তারিখ: ১১/০৬/২০২০ দ্বারা বিধি ২৪ক, ২৪খ, ২৪গ সন্নিবেশিত
2এসআরও নং—১৭৯—আইন/২০২০/১১৯—মূসক,, তারিখ: ৩০/০৬/২০২০ দ্বারা “মূসক১৮.৭” এর পরিবর্তে প্রতিস্থাপিত
3এসআরও নং—১৭৯—আইন/২০২১/১১৯—মূসক,, তারিখ: ৩০/০৬/২০২০ দ্বারা “মূসক১৮.৮” এর পরিবর্তে প্রতিস্থাপিত

 

২৫। কর পরিশোধ পদ্ধতি।-

২৫। কর পরিশোধ পদ্ধতি।-(১) নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি নির্দিষ্ট কর মেয়াদের নীট কর নিরূপণপূর্বক উহা নির্ধারিত হিসাব কোডে সরকারি কোষাগারে পরিশোধ করিবেন।

(২) অনলাইনে কর পরিশোধের ক্ষেত্রে কর পরিশোধের পর মূসক কম্পিউটার সিস্টেম হইতে প্রদত্ত প্রাপ্তি স্বীকারপত্র (Acknowledgement Slip) কর পরিশোধের প্রমাণ হিসাবে বিবেচিত হইবে।

(৩) অনলাইনে কর পরিশোধ ব্যতীত অন্য কোনো পদ্ধতিতে কর জমা প্রদানের ক্ষেত্রে দাখিলপত্রের সাথে কর জমা প্রদানের প্রামাণিক দলিল দাখিল করিতে হইবে।

২৬। আংশিক উপকরণ কর রেয়াত গ্রহণ।-

২৬। আংশিক উপকরণ কর রেয়াত গ্রহণ।- (১) ধারা ৪৭ এর উপ-ধারা (২) এর আওতায় আংশিক উপকরণ করের পরিমাণ নিরূপণের লক্ষ্যে উপ-ধারা (৩) এ উল্লিখিত সূত্র প্রয়োগের ক্ষেত্রে-

(ক)          বাংলাদেশের বাহিরে অবস্থিত কোনো নির্দিষ্ট স্থানে থাকিয়া আর্থিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে বাংলাদেশে প্রদত্ত সরবরাহ সূত্রে উল্লিখিত A    অথবা T - এর মধ্যে অন্তর্ভুক্ত হইবে না; এবং

(খ)           T/A এর ভগ্নাংশ নিম্নবর্ণিত উপায়ে পূর্ণ সংখ্যায় উন্নীত বা অবনত করা হইবে-

(অ)          যদি উহা ০.৯০- এর অধিক হয়, পূর্ণ সংখ্যা ১ (এক) এ উন্নীত করা হইবে;

(আ)         যদি উহা ০.১০ অপেক্ষা কম হয়, পূর্ণ সংখ্যা ০ (শূন্য) এ অবনত করা হইবে।

(২)           কোনো কর মেয়াদে ধারা ৪৭ এর উপ-ধারা (৩) এর অধীনকোনো ব্যক্তিকে যে উপকরণ কর রেয়াত প্রদান করা হয় উহা হইবে সাময়িক, এবং প্রত্যেক পঞ্জিকা বৎসরের শেষে সমন্বয় সাধন করিতে হইবে এবং উহা নিম্নবর্ণিত উপায়ে হিসাব করিতে হইবে, যথা:-

(ক)          উক্ত পঞ্জিকা বৎসরের অন্তর্ভুক্ত ১২ (বারো) টি কর মেয়াদেরপ্রত্যেকটিতে ধারা ৪৭ এর উপ-ধারা (৩) এর অধীন যে উপকরণ কর রেয়াত প্রদান    করা হয় উহার সমুদয় অর্থ যোগ করিয়া;

(খ)           ধারা ৪৭ এর উপ-ধারা (৩) এ বর্ণিত সূত্র এমনভাবে প্রয়োগ করিতে হইবে যাহাতে ‘I’, ‘A’ এবং ‘T’ এর সংজ্ঞায় কর মেয়াদের উল্লেখ প্রাসঙ্গিক পঞ্জিকা বৎসরের উল্লেখ হিসাবে বুঝায়;

(গ)           দফা (ক) এর অধীন প্রাপ্ত অর্থ হইতে দফা (খ) এর অধীন প্রাপ্ত অর্থ বিয়োগের মাধ্যমে সমন্বয় করিয়া;

(ঘ)          দফা (গ) তে বর্ণিত উপায়ে হিসাবকৃত সমন্বয়ের পরিমাণ যদি ধনাত্মক হয়, তবে উক্ত অর্থের সমপরিমাণ একটি বৃদ্ধিকারী সমন্বয়, পরবর্তী পঞ্জিকা বৎসরের তৃতীয় কর মেয়াদে অথবা, কমিশনার কর্তৃক নির্ধারিত অন্য কোনো  পূর্ববর্তী কর মেয়াদে উক্ত করযোগ্য ব্যক্তির মূল্য সংযোজন কর দাখিলপত্রে প্রদর্শন করিতে হইবে;

(ঙ) দফা (গ) তে বর্ণিত উপায়ে হিসাবকৃত (Calculated) সমন্বয়ের পরিমাণ যদি ঋণাত্মক হয়, তবে উক্ত ব্যক্তিকে পরবর্তী পঞ্জিকা বৎসরের তৃতীয় কর মেয়াদে অথবা কমিশনার যেইরূপ যুক্তিযুক্ত মনে করিবেন সেইরূপে অন্য কোনো পূর্ববর্তী কর মেয়াদে মূল্য সংযোজন কর দাখিলপত্রে উক্ত অর্থের সমপরিমাণ একটি হ্রাসকারী সমন্বয় হিসাবে প্রদান করা হইবে।

 (৩) কোনো ব্যক্তির সহিত সম্পাদিত লেনদেনের ফলস্বরূপ প্রদত্তসেবার পণ আংশিক ফি এবং আংশিক মুনাফা হওয়ার কারণে যে ক্ষেত্রে কোনো নিবন্ধিত ব্যক্তিযে আর্থিক সেবা প্রদান করেন তাহা যদি আংশিক করযোগ্য এবং আংশিক অব্যাহতিপ্রাপ্ত হয়, তাহা হইলে ধারা ৪৭ এর উপ-ধারা (৩) এ বর্ণিত সূত্রের ‘T’এবং ‘A’ তে অন্তর্ভুক্ত অর্থ এমন হইবে যাহাতে করযোগ্য সরবরাহ প্রস্তুতেব্যবহৃত উক্ত ব্যক্তির উপকরণাদির প্রকৃত এবং যথার্থ

(True and accurate) প্রতিফলন ঘটে।

 (৪) বোর্ড আর্থিক সেবা সরবরাহকারী কর্তৃক প্রদত্ত করযোগ্য সরবরাহের বিপরীতে উপকরণ কর রেয়াত গ্রহণের বিশেষ পদ্ধতি নির্ধারণ করিতে পারিবে এবং উক্তরূপে নির্ধারিত পদ্ধতি এই বিধিতে বিধৃত পদ্ধতির উপর প্রাধান্য পাইবে।

২৭। সমন্বয় ঘটনা প্রবাহের ক্ষেত্রে সরবরাহোত্তর সমন্বয় পদ্ধতি।-

২৭। সমন্বয় ঘটনা প্রবাহের ক্ষেত্রে সরবরাহোত্তর সমন্বয় পদ্ধতি।-(১) ধারা ২ এর দফা ৭১ এর উপ-দফা (ঝ), দফা ৮৭ ও দফা ১০৩ এর 1[উপ-দফা (ঝ)] এবং ধারা ৪৮ এর উদ্দেশ্য পূরণকল্পে, যখন কোনো সমন্বয় ঘটনা ঘটে এবং সরবরাহকারী কর্তৃক সরবরাহের ক্ষেত্রে ইতঃপূর্বে মূল্য সংযোজন করের যে হিসাব করা হইয়াছিল উহা প্রদেয় প্রকৃত মূল্য সংযোজন কর অপেক্ষা কম হয়, সেইক্ষেত্রে সরবরাহকারী-

(ক) যেই কর মেয়াদে উক্ত সমন্বয় ঘটনা ঘটে সেই কর মেয়াদে একটি বৃদ্ধিকারী  সমন্বয় সাধন করিবেন, যাহা উক্ত পার্থক্যের পরিমাণের সমান হইবে; এবং

(খ) সংশ্লিষ্ট সরবরাহ গ্রহীতার অনুকূলে একটি ডেবিট নোট জারি করিবেন।

 (২) যদি সরবরাহ গ্রহীতা নিবন্ধিত ব্যক্তি হন, তবে তিনি যেই কর মেয়াদে ডেবিট নোট গ্রহণ করেন সেই কর মেয়াদে অথবা তাহার পরবর্তী ২(দুই) কর মেয়াদের মধ্যে ১ (এক) টি হ্রাসকারী সমন্বয় সাধন করিতে পারিবেন।

 (৩) উপ-বিধি (২) এর হ্রাসকারী সমন্বয়ের পরিমাণ হইবে- (ক) সরবরাহ গ্রহীতা মূল অর্জনের (Original Acquisition) উপর সমুদয়  উপকরণ কর রেয়াত গ্রহণের অধিকারী হইলে নিরূপিত পার্থক্যের সমপরিমাণ;

(খ) সরবরাহ গ্রহীতা মূল অর্জনের উপর উপকরণ করের আংশিকমাত্র রেয়াত  গ্রহণের অধিকারী হইলে ধারা ৪৭ এর উপ-ধারা (৩) এর অধীন T/A ভগ্নাংশ

 ব্যবহার করিয়া যে মাসে সমন্বয় দাবী করা হইয়াছে সেই মাসে নিরূপিত  পার্থক্যের পরিমাণের একটি অনুপাত; অথবা

(গ) সরবরাহ গ্রহীতা মূল অর্জনের উপর উপকরণ কর রেয়াত গ্রহণের অধিকারী না  হইলে শূন্য।

 (৪) যদি কোনো সমন্বয় ঘটনা সংঘটিত হয় এবং সরবরাহকারী কর্তৃক সরবরাহের ক্ষেত্রে ইতঃপূর্বে মূল্য সংযোজন করের যে হিসাব করা হইয়াছে উহা প্রদেয় প্রকৃত মূল্য সংযোজন কর অপেক্ষা অধিক হয়, তাহা হইলে সরবরাহকারী-

(ক) সংশ্লিষ্ট সরবরাহ গ্রহীতার অনুকূলে একটি ক্রেডিট নোট জারি করিবেন; এবং

(খ) উপ-বিধি (৬) এর বিধান সাপেক্ষে, যে কর মেয়াদে উক্ত সমন্বয় ঘটনা ঘটে  সেই কর মেয়াদে অথবা উক্ত ব্যক্তি কর্তৃক যদি উক্ত সময়ে কোনো হ্রাসকারী  সমন্বয় সাধন করা না হয় তাহা হইলে তাহার পরবর্তী ২ (দুই) কর মেয়াদের  যে কোনো ১ (এক) টিতে একটি হ্রাসকারী সমন্বয় সাধন করিতে পারিবেন,  উহার পরিমাণ উক্ত পার্থক্যের পরিমাণের সমান হইবে।

 (৫) নিবন্ধিত গ্রহীতার ক্ষেত্রে-

(ক) যে কর মেয়াদে সমন্বয় ঘটনা ঘটে অথবা যে কর মেয়াদে ক্রেডিট নোট গৃহীত  হয়- এই দুইয়ের মধ্যে যাহা পূর্বে ঘটিবে সেই সময়ে সরবরাহ গ্রহীতাবৃদ্ধিকারী সমন্বয় সাধন করিবেন; এবং

(খ) বৃদ্ধিকারী সমন্বয়ের পরিমাণ হইবে-

 (অ) সরবরাহ গ্রহীতা যদি মূল অর্জনের উপর সমুদয় উপকরণ কর রেয়াত  গ্রহণের অধিকারী হন তাহা হইলে পার্থক্যের সমপরিমাণ;

 (আ) সরবরাহ গ্রহীতা যদি মূল অর্জনের উপর উপকরণ করের শুধু আংশিক রেয়াত গ্রহণের অধিকারী হন তাহা হইলে ধারা ৪৭ এর উপ-ধারা (৩) এর অধীন T/A ভগ্নাংশ ব্যবহার করিয়া যে মাসে সমন্বয় দাবী করা হইয়াছে সেই মাসে নিরূপিত পার্থক্যের পরিমাণের একটি অনুপাত; অথবা

 (ই) সরবরাহ গ্রহীতা মূল অর্জনের (Orginal acquisition) উপর উপকরণ কর রেয়াত গ্রহণের অধিকারী না হইলে শূন্য।

 (৬) হ্রাসকারী সমন্বয় সাধন করা যাইবে না, যদি না-

(ক) সরবরাহ গ্রহীতা নিবন্ধিত ব্যক্তি হন ও সরবরাহকারীর নিকটহইতে ক্রেডিট নোট গ্রহণের সপক্ষে কোনো প্রমাণ থাকে; অথবা

(খ) সরবরাহ গ্রহীতা নিবন্ধিত ব্যক্তি না হন, সেইক্ষেত্রে সরবরাহকারী গ্রহীতাকে অতিরিক্ত মূল্য সংযোজন কর ফেরত প্রদান করেন উহা নগদ হউক

অথবা গ্রহীতা কর্তৃক সরবরাহকারীর কোনো পাওনা পরিশোধের মাধ্যমে হউক।

(৭) উপ-বিধি (৬) এর দফা (খ) এর উদ্দেশ্য পূরণকল্পে-

(ক) ধারা ২ এর দফা (৮৭) এর উপ-দফা (ক) হইতে (গ) এ বর্ণি ত সমন্বয় ঘটনা সংঘটিত হওয়ার কারণে যদি কোনো সরবরাহকারী পরিশোধিত  মূল্যের আংশিক বা সমুদয় অর্থ ফেরত প্রদান করেন, তবে ভিন্নরূপ কোনো প্রমাণ না থাকিলে, যে পরিমাণ অর্থ ফেরত প্রদান করা হইবে উহার মধ্যে ফেরত প্রদত্ত অর্থের কর ভগ্নাংশের সমপরিমাণ মূল্য সংযোজন করের অর্থ অন্তর্ভুক্ত রহিয়াছে বলিয়া গণ্য করিতে হইবে; এবং (খ) ধারা ২ এর দফা (৮৭) এর উপ-দফা (ঘ) এ বর্ণিত সমন্বয় ঘটনা সংঘটিত হওয়ার কারণে যদি কোনো সরবরাহকারী কোনো অর্থ ফেরত প্রদান করেন, তবে ভিন্নরূপ কোনো প্রমাণ না থাকিলে, ফেরত প্রদত্ত  অর্থের সমপরিমাণ মূল্য সংযোজন কর প্রদেয় হইবে না।

1এসআরও নং—১৪০—আইন/২০২১/১৩৭—মূসক,, তারিখ: ০৩/০৬/২০২১ দ্বারা ‘উপ—দফা (ড)’ এর পরিবর্তে প্রতিস্থাপিত

২৮। অনাদায়ী পণের জন্য সরবরাহোত্তর সমন্বয়।-

২৮। অনাদায়ী পণের জন্য সরবরাহোত্তর সমন্বয়।- (১) যদি করযোগ্য সরবরাহের জন্য সরবরাহ গ্রহীতা সরবরাহকারীকে আংশিক বা সমুদয় পণ পরিশোধ

না করেন তাহা হইলে সরবরাহকারী বর্ণিত সরবরাহের জন্য কমিশনারের পূর্বানুমোদন সাপেক্ষে প্রয়োজনীয় সমন্বয় সাধন করিতে পারিবেন।

(২) যদি ১২ (বারো) মাসাধিককাল যাবত করযোগ্য সরবরাহ বাবদ সরবরাহকারীর অনুকূলে প্রদেয় পণের আংশিক বা সমুদয় পরিমাণ বকেয়া থাকে এবং সরবরাহকারী তাহার হিসাব বহিতে (book of account) অপরিশোধিত অর্থের পরিমাণকে অনাদায়ী ঋণ হিসাবে অবলোপন করিয়া

থাকে (Written Off), তবে সেইক্ষেত্রে সরবরাহকারী এমনভাবে একটি হ্রাসকারী সমন্বয় সাধন করিতে পারিবেন যেন উক্ত সরবরাহের জন্য পণ

পরিবর্তনপূর্বক কোনো সমন্বয় ঘটনা সংঘটিত হইয়াছে।

(৩) নিম্নবর্ণিত কর মেয়াদসমূহের মধ্যে যাহা সর্বশেষে সংঘটিত হয় সেই করমেয়াদে তাহা সমন্বয় সাধন করা হইবে, যদি-

(ক) প্রথমবার প্রাপ্য পণ ১২ (বারো) মাসের অধিককাল বকেয়া হয়; অথবা  ঋণটি অনাদায়ী ঋণ হিসাবে অবলোপন করা হয়;

(খ) কোনো করযোগ্য সরবরাহের জন্য কোনো সরবরাহকারীর অনুকূলে প্রদেয় পণের সমুদয় বা অংশ বিশেষ ১২ (বারো) মাসাধিককাল যাবত

 বকেয়া থাকে; এবং

(গ) সরবরাহ সম্পর্কিত উপকরণ করের জন্য সরবরাহ গ্রহীতা কোনো  বিয়োজন দাবি করিয়া থাকে।

(৪) ধারা ৪৮ এর বিধান অনুযায়ী সরবরাহ গ্রহীতা এমনভাবে একটি বৃদ্ধিকারী সমন্বয় সাধন করিবেন যেন উক্ত সরবরাহের জন্য পণ পরিবর্তনপূর্বক কোনো সমন্বয় ঘটনা সংঘটিত হইয়াছে ।

(৫) নি¤œবর্ণিত বিষয় নিশ্চিত করিবার জন্য কোনো অনাদায়ী ঋণের জন্য কোনো সরবরাহকারী অথবা কোনো সরবরাহ গ্রহীতা বকেয়া ঋণের জন্য একটি সমন্বয়সাধনের পর যদি সরবরাহ গ্রহীতা পূর্বের অপরিশোধিত অর্থের আংশিক বা সমুদয় পরিমাণ সরবরাহকারীকে পরিশোধ করেন, তাহা হইলে উক্ত ক্ষেত্রে আরও ১ (এক) টি সমন্বয় সাধন করা যাইবে উহা নিশ্চিতকরণের জন্য যে-

(ক) সরবরাহকারীর ক্ষেত্রে:পরিশোধিত উৎপাদ করের পরিমাণ হইবে প্রকৃতপক্ষে প্রাপ্ত পণের কর ভগ্নাংশের সমপরিমাণ; এবং

(খ) গ্রহীতার ক্ষেত্রে: উপকরণ কর রেয়াতের পরিমাণ হইবে প্রকৃতপক্ষে পরিশোধিত পণের কর ভগ্নাংশের প্রকৃত অনুপাত।

(৬) কোন অর্থ পরিশোধ করা হয় নাই এবং কোন ঋণ অনাদায়ী ঋণ, উহা প্রমাণের দায়িত্ব সরবরাহকারীর উপর বর্তাইবে।

২৯। ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে অর্থ পরিশোধ না করার কারণে সমন্বয়।-

২৯। ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে অর্থ পরিশোধ না করার কারণে সমন্বয়।-

(১) করযোগ্য সরবরাহ অর্জনের ক্ষেত্রে কোনো নিবন্ধিত ব্যক্তিকে ধারা ৪৬ এর

 [উপ-ধারা (২) এর দফা (ক) এ বর্ণিত সরবরাহের ক্ষেত্রে ব্যাংকিং মাধ্যম ব্যতিরেকে পণ

পরিশোধের ক্ষেত্রে একটি বৃদ্ধিকারী সমন্বয় সাধন করিতে হইবে।

(২) উপ-বিধি (১) এর অধীন প্রয়োজনীয় বৃদ্ধিকারী সমন্বয় সেই কর মেয়াদে বা কর মেয়াদসমূহে করিতে হইবে যেই কর মেয়াদে বা কর মেয়াদসমূহে কোনো ব্যক্তি যাচাইযোগ্য ব্যাংকিং দলিল ব্যতিরেকে অন্য কোনো উপায়ে সরবরাহের পণ পরিশোধ করেন।

(৩) সমন্বয়ের পরিমাণ যাচাইযোগ্য ব্যাংকিং দলিল ব্যতিরেকেঅন্য কোনো উপায়ে পরিশোধিত পণের কর ভগ্নাংশের সমান হইবে।

(৪) এই বিধিতে যাহা কিছুই থাকুক না কেন, কমিশনারের পূর্বানুমোদন সাপেক্ষে পরস্পর সম্পর্কযুক্ত নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তিদের মধ্যে বিনিময় পদ্ধতির সরবরাহের (Supply made under barter process) ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেলে অর্থ পরিশোধ না হইলেও রেয়াত গ্রহণ করা যাইবে।


মূসক এরআরও নং-৬২-মূসক, তারিখ: ৩০-০৬/২০১৯