New Rules-2016

Displaying 1-10 of 121 results.

৬১। রেকর্ড, দলিলপত্র, পণ্য বা পণ্যবাহী যান জব্দকরণ।—

৬১। রেকর্ড, দলিলপত্র, পণ্য বা পণ্যবাহী যান জব্দকরণ।—(১) ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা বিধি ৬০ এর অধীন প্রবেশ বা তল্লাশিকালে, ধারা ৯০ এর অধীন নিরীক্ষা বা অনুসন্ধানকালে ধারা ৮৪ এর অধীন কোনো রেকর্ড, দলিলপত্র, পণ্য বা পণ্যবাহী যান আটক ও জব্দ করিতে পারিবেন।
(২) উপ—বিধি (১) এর অধীন আটক বা জব্দের ক্ষেত্রে সংশ্লিষ্ট স্থান, পণ্য, রেকর্ড, দলিলাদি বা পণ্যবাহী যানের স্বত্বাধিকারী বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা তত্ত্বাবধানকারী ব্যক্তি বাচালক সংশ্লিষ্ট কর্মকর্তা বা দলকে সম্ভাব্য সকল ধরনের সহযোগিতা করিবেন। 

(৩) সংশ্লিষ্ট কর্মকর্তা ফরম “মূসক—১২.৩”এ একটি জব্দ তালিকা তৈরি করিয়া সংশ্লিষ্ট স্থান, পণ্য, রেকর্ড, দলিলাদি বা পণ্যবাহী যানের স্বত্বাধিকারী বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা তত্ত্বাবধানকারী ব্যক্তি বা চালকের স্বাক্ষরসহ ঘটনাস্থলে উপস্থিত ন্যূনতম ২ (দুই) জন ব্যক্তির স্বাক্ষর গ্রহণ করিবেন এবং উহার ১ (এক) টি অনুলিপি সংশ্লিষ্ট ব্যক্তির নিকট হস্তান্তর করিবেন।
(৪) সংশ্লিষ্ট স্থান, পণ্য, রেকর্ড, দলিলপত্র বা পণ্যবাহী যানেরস্বত্বাধিকারী বাদায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা তত্ত্বাবধানকারী ব্যক্তি বা চালক উপ—বিধি (২) এর অধীন সহযোগিতা না করিলে বা উপ—বিধি (৩) এর অধীন উপস্থিত ব্যক্তি জব্দ তালিকায় স্বাক্ষর প্রদানে অস্বীকৃতি জানাইলে উপস্থিত ব্যক্তির স্বাক্ষর ব্যতীত প্রস্তুতকৃত জব্দ তালিকা বৈধ বলিয়া বিবেচিত হইবে। 
1[(৫) তল্লাশি ও রেকর্ডপত্র, দলিলপত্র, পণ্য বা পণ্যবাহী যান জব্দকরণের পরবর্তী ৩ (তিন) কার্যদিবসের মধ্যে ফরম “মূসক—১২.৪” এ প্রাথমিক প্রতিবেদন ও ১৫ (পনেরো) কার্যদিবসের মধ্যে ফরম “মূসক—১২.৫”এ চূড়ান্ত প্রতিবেদন কমিশনার বরাবর দাখিলকরিতে হইবে।]
(৬) তল্লাশি ও রেকর্ডপত্র, দলিলপত্র, পণ্য বা পণ্যবাহী যান জব্দকরণের মাধ্যমে কোনো অনিয়ম বা কর ফাঁকি উদঘাটিত হইলে উপ—বিধি (৫) এ বর্ণিত চূড়ান্ত প্রতিবেদনের সহিত কমিশনার বরাবর ফরম “মূসক—১২.৬”এ একটি অনিয়ম বা কর ফাঁকির মামলা দায়ের করিতে হইবে। 

 

1এসআরও নং—১৪২—আইন/২০২০/১০৩—মূসক, তারিখ: ১১/০৬/২০২০ দ্বারা প্রতিস্থাপিত

৩। নিবন্ধন বা তালিকাভুক্তির সীমা নির্ধারণ।—

৩। নিবন্ধন বা তালিকাভুক্তির সীমা নির্ধারণ।—ধারা ২ এর দফা (৪৮) ও দফা (৫৭) এর বিধান সাপেক্ষে, কোনো ব্যক্তির তালিকাভুক্তি বা নিবন্ধন সীমা অতিক্রমের বিষয়টি উক্ত ব্যক্তির 1[* * *] সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম বিবেচনা করিয়া নির্ধারণ করিতে হইবে।

 

1মূসক এসআরও নং—১৭১—আইন/২০১৯/২৮—মূসক, তারিখ: ১৩/০৬/২০১৯ ‘প্রতিটি শাখা ইউনিটের বিলুপ্ত

২১। উপকরণ—উ’পাদ সহগ ঘোষনা।—

1[২১। উপকরণ—উ’পাদ সহগ ঘোষনা।—(১) ধারা ৩২ এর উপ—ধারা (৫) এর উদ্দেশ্য পূরণকল্পে কোন নিবন্ধিত বা তালিকাভুক্তি ব্যক্তিকে পণ্য উৎপাদন বা সরবরাহের পূর্বে ফরম “মূসক—৪.৩‘‘ এ বিভাগীয় কর্মকর্তার নিকট একটি উপকরণ—উৎপাদ সহগ (input output co-efficient) দাখিল করিতে যাহার একটি অনুলিপি বিভাগীয় কর্মকর্তা কর্তৃক সুপারিশসহ ১৫ (পনেরো) কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট কমিশনারের নিকট প্রেরণ করিতে হইবে। তবে শতভাগ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান কতৃর্ক রপ্তানিযোগ্য বা রপ্তানিকৃত পণ্যের ক্ষেত্রে এইরূপ ঘোষনা প্রদান করিতে হইবে না।]

1এসআরও নং—১৪০—আইন/২০২০/১০৩—মূসক,, তারিখ: ১১/০৬/২০২০ দ্বারা প্রতিস্থাপিত

২। সংজ্ঞা।-

২। সংজ্ঞা।-(১) বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোনো কিছু না থাকিলে, এই বিধিমালায়,-

(ক) আইন” অর্থ মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন);

(খ) আমদানি মূল্য” Customs Act, ১৯৬৯ (IV of 1969) এর section ২৫ ও ২৫অ অনুযায়ী নিরূপিত মূল্য;

(গ) টার্নওভার কর সনদপত্র” অর্থ ধারা ১০ এর উপ-ধারা (২), বা ধারা ১২ এর অধীন কোনো তালিকাভুক্ত ব্যক্তির অনুকূলে কমিশনার কর্তৃক জারীকৃত টার্নওভার কর সনদপত্র;

(ঘ)  তালিকাভুক্ত ব্যক্তি” অর্থ ধারা ১০ এর অধীন তালিকাভুক্ত ব্যক্তি;

(ঙ)  ধারা” অর্থ আইনের ধারা;

(চ)  পরস্পর সম্পর্কযুক্ত ব্যক্তি” অর্থ আইনের অধীন নিবন্ধিত বাতালিকাভুক্ত দুই জন ব্যক্তি  যাহাদের  মধ্যে  একই  মালিকানার  শেয়ারের  পরিমাণ  ন্যূনতম ৫০  (পঞ্চাশ) শতাংশ;

1[[(চচ) “পশ্চাদ সংযোগ শিল্প প্রতিষ্ঠান” (Backward Linkage Industry) অর্থ  এইরূপ কোনো শিল্প প্রতিষ্ঠান যে শিল্প প্রতিষ্ঠান অভ্যন্তরীণ ব্যাক—টু—ব্যাক ঋণপত্র বা অভ্যন্তরীণ ঋণপত্রের বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময়ে এইরূপ কোনো নিবন্ধিত ব্যক্তির 
 নিকট পণ্য সরবরাহ বা সেবা প্রদান করে যিনি বৈদেশিক মুদ্রার বিনিময়ে কোনো প্রকৃত রপ্তানিকারকের নিকট পণ্য সরবরাহ বা সেবা প্রদানের জন্য অভ্যন্তরীণ ব্যাক—টু—ব্যাক ঋণপত্রে আবদ্ধ;]

 (ছ) প্রতিনিধি” অর্থ কোনো নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির পক্ষে আইনের অধীন যেকোনো কার্য সম্পাদনের লক্ষ্যে করদাতা কর্তৃক যথাযথ পদ্ধতিতে মনোনীত কোনো প্রতিনিধি;

2[[(ছছ) “প্রকৃত রপ্তানিকারক বা রপ্তানিকারক” অর্থ এইরূপ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যিনি তাহার উৎপাদিত পণ্য বা সেবা বা অন্যবিধভাবে সংগৃহীত পণ্য বা সেবা সরকার কতৃর্ক, সময় সময়, জারীকৃত রপ্তানি নীতি আদেশে বর্ণিত শর্তাবলি এবং বাংলাদেশ ব্যাংক কতৃর্ক, সময় সময়, জারীকৃত বৈদেশিক মুদ্রা সংক্রান্ত বিধি—বিধান পালন করিয়া সরাসরি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় বা বাংলাদেশের বাহিরে রপ্তানি করেন;

(জ)  ফরম” অর্থ এই বিধিমালার সহিত সংযোজিত যে কোনো ফরম;

(ঝ) বন্ডেড ওয়্যারহাউস” এবং “স্পেশাল বন্ডেড ওয়্যারহাউস” অর্থ Customs Act,, ১৯৬৯ (IV of 1969) এর Chapter XI এ বর্ণিত,যথাক্রমে, bonded warehouse এবং special bonded ware house;

(ঞ) বিনিময় পদ্ধতির সরবরাহ (supply under barter process)” অর্থ এমন কোনো সরবরাহ যাহা পরস্পর সম্পর্কযুক্ত ব্যক্তিদ্বয়ের মধ্যে অনুষ্ঠিত হয়;

(ট)  বিল অব এক্সপোর্ট” অর্থ  Customs Act, ১৯৬৯ (IV of 1969) এর section ১৩১ এর অধীন দাখিলকৃত বিল অব এক্সপোর্ট;

               3[(টট) বিভাগীয় কর্মকর্তা” অর্থ এমন কোনো সংশ্লিষ্ট কর্মকর্তা যিনি মূল্য সংযোজন কর বিভাগীয় কার্যালয়ের দায়িত্বে নিয়োজিত এবং বিভাগীয় কর্মকর্তার যে কোন কার্য সম্পাদনের জন্য দ্বায়িত্ব প্রাপ্ত মূল্য সংযোজন কর বৃহৎ করদাতা ইউনিট এর সহকারী কমিশনার পদের ন‡¤œ নহেন এইরূপ পদমর্যাদার কোন কর্মকর্তা:। 

(ঠ)            বোর্ড” অর্থ National Board of Revenue Order, ১৯৭২ (Presi dent Order 76 of  ১৯৭২) এর অধীন গঠিত জাতীয় রাজস্ব বোর্ড;

(ড)          ব্যক্তি” অর্থ ধারা ২ এর দফা (৭৪) এ সংজ্ঞায়িত কোনো ব্যক্তি;

(ঢ)           ব্যাংক হিসাব” অর্থ নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি কর্তৃক যেকোনো ব্যাংকের সহিত পরিচালিত হিসাব যাহা কমিশনারকে অবহিত করা হইয়াছে এবং উহা কমিশনার কর্তৃক মূসক কম্পিউটার সিস্টেমে ধারণ করা হইয়াছে;

(ণ)           মূসক আইন” অর্থ ধারা ১৩৭ এর অধীন রহিত মূল্য সংযোজনকর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২ নং আইন);

(ত)          মূসক  এজেন্ট”  অর্থ  অনাবাসিক  ব্যক্তি  কর্তৃক  তাহার  পক্ষে  মূল্য

সংযোজন কর কর্তৃপক্ষের সহিত কার্য সম্পাদনের লক্ষ্যে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি;

 (থ)     মূসক নিবন্ধন সনদপত্র” অর্থ ধারা ৬ এর উপ-ধারা (২), ধারা ৮ এর

উপ-ধারা (২) বা ধারা ১২ এর অধীন কোনো নিবন্ধিত ব্যক্তির অনুকূলে কমিশনার কর্তৃক জারীকৃত মূল্য সংযোজন কর নিবন্ধন সনদপত্র;

4[(থথ) “রাজস্ব কর্মকর্তা” অর্থ স্থনীয় মূল্য সংযোজন কর কার্যালয়ের বা সার্কেলের বা মূল্য সংযোজন কর বৃহৎ করদাতা ইউনিটের দায়িত্বে নিয়োজিত রাজস্ব কর্মকর্তা;

 (থথথ)  “স্থানীয়  মূল্য  সংযোজন  কর  কার্যালয়”  অর্থ  রাজস্ব  কর্মকর্তা  মূল্য সংযোজন কর এর কার্যালয়, মূল্যে সংযোজন কর বৃহৎ করদাতা ইউনিট

এর আওতাধীন রাজস্ব কর্মকর্তা এর অধীনে ন্যস্ত যে কোনো শাখা এবং

বোর্ড কর্তৃক সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা, নির্ধারিত অন্য কোনো কার্যালয়;]

(দ)           হিসাবরক্ষণ কর্মকর্তা” অর্থ প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা।

(২)           এই বিধিমালায় ব্যবহৃত হইয়াছে কিন্তু সংজ্ঞা প্রদান করা হয় নাই এইরূপ শব্দ বা অভিব্যক্তি আইনে যে সংজ্ঞা

প্রদান  করা  হইয়াছে  সেই  একই  অর্থে  ব্যবহৃত  হইয়াছে  বলিয়া গণ্য হইবে।


1এসআরও নং—১৪০—আইন/২০২১/১৩৭—মূসক, তারিখ: ০৩/০৬/২০২১ দ্বারা দফা (চচ) সন্নিবেশিত

2এসআরও নং—১৪০—আইন/২০২১/১৩৭—মূসক, তারিখ: ০৩/০৬/২০২১ দ্বারা দফা (চচ) সন্নিবেশিত

3এসআরও নং—১৭১—আইন/২০১৯/২৮—মূসক, তারিখ: ১৩/০৬/২০১৯ দ্বারা দফা (টট) সন্নিবেশিত

4এসআরও নং—২২৬—আইন/২০১৯/৬২—মূসক, তারিখ: ৩০/০৬/২০১৯ দ্বারা দফা ‘(থথ) ও(থথথ) সন্নিবেশিত

৪। নিবন্ধনের আবেদন ও নিবন্ধন প্রদান।-

৪। নিবন্ধনের আবেদন ও নিবন্ধন প্রদান।— 1[(১) প্রত্যেক নিবন্ধনযোগ্য ব্যক্তি যে দিন তাহার নিবন্ধনের আবশ্যকতা উদ্ভূত হইবে সেই দিনের পর হইতে ১৫ (পনের) দিনের মধ্যে আবাসিক ব্যক্তির ক্ষেত্রে ফরম “মূসক ২.১” এবং অনাবাসিক ব্যক্তির ক্ষেত্রে ফরম “মূসক ২.২” এ সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তার নিকট মূসক নিবন্ধনের জন্য আবেদন করিবেন।] 

(২) উপ—বিধি (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, নিম্নবর্ণিত স্থানে আবেদন দাখিল করা যাইবে, যথা:—
(ক) অনলাইনে বোর্ডের ভ্যাট অনলাইন সিস্টেমে; 
(খ) আবেদনকারীর জন্য সুবিধাজনক হয় এমন কোনো কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট বা বিভাগীয় দপ্তর 2[কতৃর্ক নির্ধারিত সেবা কেন্দ্র]; 
(গ) বোর্ড বা সংশ্লিষ্ট কমিশনার কর্তৃক নির্ধারিত কোনো সেবা কেন্দ্র; 
(ঘ) বোর্ড বা সংশ্লিষ্ট কমিশনার কর্তৃক পরিচালিত কোনো মেলা; এবং 
(ঙ) বোর্ড কর্তৃক আদেশ দ্বারা নির্ধারিত অন্য কোনো স্থান। 
 (৩) উপ—বিধি (২) এর দফা (খ) হইতে (ঙ) এর অধীন আবেদনের ক্ষেত্রে আবেদন 
দাখিলের পরবর্তী কার্যদিবসের মধ্যে আবেদনটি ভ্যাট অনলাইন সিস্টেমে প্রেরণ করিতে 
হইবে। 
(৪) 3[বিভাগীয় কর্মকর্তা] প্রাপ্ত আবেদনে বর্ণিত তথ্য প্রাথমিক যাচাই—অন্তে যথাযথ পাইলে তাহাকে ৩ (তিন) কার্যদিবসের মধ্যে নিবন্ধিত করিবেন এবং তাহার অনুকূলে ফরম “মূসক—২.৩”এ ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা সংবলিত একটি মূল্য সংযোজন কর নিবন্ধন সনদপত্র জারি করিবেন 4[: 

 তবে শর্ত থাকে যে, নিবন্ধনের কোনো আবেদন বিধি সম্নত না হইলে বিভাগীয় কর্মকর্তা কারণ উল্লেখপূর্বক বিষয়টি আবেদনকারীকে ৩(তিন) কার্যদিবসের মধ্যে অবহিত করিবেন।
5[ (৫) * * *]
 (৬) এই বিধিতে যাহা কিছুই থাকুক না কেন, ধারা ৩১ এর উপ—ধারা (৪) এবং ধারা ৭১ এর অধীন কর ফেরত প্রদানসহ আইনের আওতায় নিবন্ধন বা তালিকাভুক্তি বাধ্যতামূলক নয় এমন ব্যক্তির আমদানি বা রপ্তানির ক্ষেত্রে কাস্টমস সিস্টেমের সহায়তায় নৈমিত্তিক ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা প্রদান করা যাইবে।


1মূসক এসআরও নং—৩০৮—আইন/২০২০/১২৬—মূসক, তারিখ: ১৫/১১/২০২০ দ্বারা প্রতিস্থাপিত
2মূসক এসআরও নং—২২৬—আইন/২০১৯/৬২—মূসক, তারিখ: ৩০/০৬/২০১৯ দ্বারা সন্নিবেশিত

3এসআরও নং—১৭১—আইন/২০১৯/২৮—মূসক, তারিখ: ১৩/০৬/২০১৯ ‘কমিশনার’ এর পরিবর্তে প্রতিস্থাপিত।
4এসআরও নং—১৭১—আইন/২০১৯/২৮—মূসক, তারিখ: ১৩/০৬/২০১৯ দ্বারা ‘।’ এর পরিবর্তে ‘:’ প্রতিস্থাপিত 
5এসআরও নং—১৭১—আইন/২০১৯/২৮—মূসক, তারিখ: ১৩/০৬/২০১৯ দ্বারা উপবিধি (৫) বিলুপ্ত

৫। তালিকাভুক্তির আবেদন ও তালিকাভুক্তিকরণ।-

৫। তালিকাভুক্তির আবেদন ও তালিকাভুক্তিকরণ।- (১) কোনো ব্যক্তি ধারা ১০ এর উপ-ধারা (১) এর অধীন নির্ধারিত শর্ত পূরণ করিলে তিনি উক্ত উপ-ধারার বিধান মোতাবেক ফরম মূসক-২.১”এ সংশ্লিষ্ট 1[বিভাগীয় কর্মকর্তার] নিকট তালিকাভুক্তির জন্য আবেদন করিবেন।

(২)           উপ-বিধি (১) এর অধীন, নি¤œবর্ণিত স্থানে আবেদন দাখিল করা যাইবে, যথা:-

(ক)          অনলাইনে বোর্ডের ভ্যাট অনলাইন সিস্টেমে;

(খ)           আবেদনকারীর জন্য সুবিধাজনক হয় এমন কোনো কাস্টমস, এক্সাইজ  ভ্যাট কমিশনারেট, বিভাগীয় দপ্তর 2[কর্তৃক নির্ধারিত সেবা কেন্দ্র]

বা  বোর্ড  কর্তৃক  আদেশ  দ্বারা নির্ধারিত  অন্য  কোনো স্থান;

(গ)           বোর্ড বা সংশ্লিষ্ট কমিশনার কর্তৃক নির্ধারিত কোনো সেবা কেন্দ্র; বা

(ঘ)           বোর্ড বা সংশ্লিষ্ট কমিশনার কর্তৃক পরিচালিত কোনো মেলা।

 

(৩)          উপ-বিধি (২) এর দফা (খ) হইতে (ঘ) এর অধীন আবেদনের ক্ষেত্রে আবেদন দাখিলের পরবর্তী কার্যদিবসের মধ্যে আবেদনটি ভ্যাট অনলাইন সিস্টেমে প্রেরণ করিতে হইবে।

(৪) 3[বিভাগীয় কর্মকর্তা] প্রাপ্ত আবেদনের তথ্য প্রাথমিক যাচাই-অন্তে যথাযথ পাইলে ৩ (তিন) কার্যদিবসের মধ্যে তাহাকে তালিকাভুক্ত করিবেন এবং তাহার অনুকূলে ফরম

মূসক-২.৩” এ ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা সংবলিত একটি টার্নওভার কর সনদপত্র জারি করিবেন।


1এসআরও নং—১৭১—আইন/২০১৯/২৮—মূসক, তারিখ: ১৩/০৬/২০১৯ ‘কমিশনার’ এর পরিবর্তে প্রতিস্থাপিত।
2এসআরও নং—২২৬—আইন/২০১৯/৬২—মূসক, তারিখ: ৩০/০৬/২০১৯ দ্বারা সন্নিবেশিত
3এসআরও নং—১৭১—আইন/২০১৯/২৮—মূসক, তারিখ: ১৩/০৬/২০১৯ ‘কমিশনার’ এর পরিবর্তে প্রতিস্থাপিত।

৬। স্বেচ্ছা নিবন্ধন।-

। স্বেচ্ছা নিবন্ধন-(১) ধারা ৮ এর উপ-ধারা (১) এর অধীন কোনো ব্যক্তি স্বেচ্ছা নিবন্ধিত হইতে চাহিলে তিনি বিধি ৪ এর উপ-বিধি (১) অনুযায়ী ১৩ [বিভাগীয় কর্মকর্তা] নিকট আবেদন করিবেন।

(২)  স্বেচ্ছা নিবন্ধনের আবেদন বিধি ৪ এ বর্ণিত পদ্ধতিতে নিষ্পন্ন করিতে হইবে।

(৩)  স্বেচ্ছা নিবন্ধিত ব্যক্তি-

(ক) নিবন্ধিত হওয়ার তারিখের পরবর্তী কর মেয়াদের প্রথম দিন হইতে কর প্রদান করিবেন; এবং

(খ)  বিধি ৯৫ এ বর্ণিত পদ্ধতিতে রেকর্ড সংরক্ষণ এবং হিসাব সংরক্ষণ করিবেন।


মূসক এরআরও নং-২৮-মূসক, তারখি: ১৩/০৬/২০১৯

৭। কমিশনার কর্তৃক স্ব-উদ্যোগে নিবন্ধিত বা তালিকাভুক্তিকরণ।-

৭। 1[বিভাগীয় কর্মকর্তা] কর্তৃক স্ব—উদ্যোগে নিবন্ধিত বা তালিকাভুক্তিকরণ।—(১) ধারা ১২ এর অধীন মূসক নিবন্ধনযোগ্য বা টার্নওভার কর তালিকাভুক্তিযোগ্য ব্যক্তিকে 2[বিভাগীয় কর্মকর্তা] স্ব—উদ্যোগে নিবন্ধিত বা তালিকাভুক্ত করিয়া নিবন্ধন বা তালিকাভুক্তি সনদপত্র প্রদান করিবেন। 
(২) 3[বিভাগীয় কর্মকর্তা] স্ব—উদ্যোগে নিবন্ধন প্রদান বা তালিকাভুক্তির সময়যথাযথ অনুসন্ধানের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিবন্ধিত বা তালিকাভুক্ত করিবেন এবং যে তারিখে উক্ত ব্যক্তির নিবন্ধন বা তালিকাভুক্তির আবশ্যকতা উদ্ভূত হইয়াছে সেই তারিখ হইতে উহার কার্যকারিতা প্রদান করিবেন। 
(৩) উপ—বিধি (২) এর অধীন কার্যকারিতা প্রদানের তারিখ হইতে উক্ত উপ—বিধিতে উল্লিখিত ব্যক্তি কর, ক্ষেত্রমত বকেয়াসহ, প্রদান করিবেন। 
(৪) 4[বিভাগীয় কর্মকর্তা] উপ—বিধি (২) এর অধীন তালিকাভুক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির অসহযোগিতার কারণে বার্ষিক টার্নওভার নির্ধারণের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করিতে ব্যর্থ হইলে 5[বিভাগীয় কর্মকর্তার] নিকট রক্ষিত তথ্যের ভিত্তিতে তাহাকে নিবন্ধিত করিবেন এবং তাহার অনুকূলে ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা সংবলিত একটি নিবন্ধন সনদপত্র প্রদান করিবেন। 
(৫) 6[বিভাগীয় কর্মকর্তা] তাহার অধিক্ষেত্রে অবস্থিত তালিকাভুক্তি বা নিবন্ধনযোগ্য সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত বা নিবন্ধিত করিবেন।

1এসআরও নং—১৪২—আইন/২০২০/১০৩—মূসক, তারিখ: ১১/০৬/২০২০ দ্বারা ‘কমিশনার’ এর পরিবর্তে প্রতিস্থাপিত 

2এসআরও নং—১৪২—আইন/২০২০/১০৩—মূসক, তারিখ: ১১/০৬/২০২০ দ্বারা ‘কমিশনার’ এর পরিবর্তে প্রতিস্থাপিত 

3এসআরও নং—১৪২—আইন/২০২০/১০৩—মূসক, তারিখ: ১১/০৬/২০২০ দ্বারা ‘কমিশনার’ এর পরিবর্তে প্রতিস্থাপিত 

4এসআরও নং—১৪২—আইন/২০২০/১০৩—মূসক, তারিখ: ১১/০৬/২০২০ দ্বারা ‘কমিশনার’ এর পরিবর্তে প্রতিস্থাপিত 

5এসআরও নং—১৪২—আইন/২০২০/১০৩—মূসক, তারিখ: ১১/০৬/২০২০ দ্বারা ‘কমিশনার’ এর পরিবর্তে প্রতিস্থাপিত 

6এসআরও নং—১৪২—আইন/২০২০/১০৩—মূসক, তারিখ: ১১/০৬/২০২০ দ্বারা ‘কমিশনার’ এর পরিবর্তে প্রতিস্থাপিত 

৮। মূসক নিবন্ধন বাতিল।-

৮। মূসক নিবন্ধন বাতিল।— (১) কোনো নিবন্ধিত ব্যক্তি তাহার মূসক নিবন্ধন বাতিলের জন্য 1[ 2[* * *]ফরম “মূসক—২.৪”] এ 3[বিভাগীয় কর্দকর্তার] নিকট আবেদন করিতে পারিবেন, যদি—
(ক) তিনি নিবন্ধিত হওয়ার পরবর্তী সময়ে অর্থনৈতিক কার্যক্রম শুরু করিতে ব্যর্থ হন; 
(খ) তিনি তাহার অর্থনৈতিক কার্যক্রম বন্ধ করিয়া দেন; 
(গ) তাহার অর্থনৈতিক কার্যক্রমটি অব্যাহতিপ্রাপ্ত হিসাবে ঘোষিত হয়; বা 
(ঘ) পর পর ২ (দুই) বৎসর তাহার বার্ষিক টার্নওভার নিবন্ধনসীমার নিচে থাকে। 
 (২) উপ—বিধি (১) এর অধীন কোনো আবেদন দাখিল করা হইলে 4[বিভাগীয় কর্মকর্তা
] বিষয়টি সম্পর্কে যথাযথ অনুসন্ধানের পর—
(ক) নিবন্ধন বাতিলের কারণ যুক্তিসঙ্গত বলিয়া বিবেচিত হইলে, উক্ত নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করিয়া তাহাকে অবহিত করিবেন; বা 
(খ) নিবন্ধন বাতিলের কারণ যুক্তিসঙ্গত বলিয়া বিবেচিত না হইলেবা আবেদন অসম্পূর্ণ থাকিলে বা অন্য কোনো কারণে নিবন্ধন বাতিল করা যুক্তিসঙ্গত না হইলে, তাহাকে শুনানির যুক্তিসঙ্গত সুযোগ প্রদান করিয়া, নিবন্ধন সাময়িক ভাবে স্থগিত বা অন্যবিধ সিদ্ধান্ত গ্রহণ করিয়া তাহাকে অবহিত করিবেন। 

(৩) উপ—বিধি (২) এর অধীন নিবন্ধন সাময়িক স্থগিতের ১৫ (পনের) দিনের মধ্যে নিবন্ধিত ব্যক্তি ধারা ৯ এর উপ—ধারা (৬) এর অধীন সকল কার্যক্রম সম্পন্ন 5[* * *] করিবেন। 
(৪) উপ—বিধি (৩) এর অধীন চূড়ান্ত দাখিলপত্র পেশের ১৫ (পনের) দিনের মধ্যে উহা যাচাইঅন্তে তথ্যাদি যথাযথ প্রাপ্তি সাপেক্ষে, 6[বিভাগীয় কর্মকর্তার] তাহার নিবন্ধন বাতিল করিবেন। 
(৫) উপ—বিধি (১) এর দফা (ঘ) এ বর্ণিত কারণে নিবন্ধন বাতিলের ক্ষেত্রে যদি দেখা যায় যে, তাহার বার্ষিক টার্নওভার নিবন্ধনসীমার নিচে, কিন্তু তালিকাভুক্তি সীমার উপরে, তাহা হইলে 7[বিভাগীয় কর্মকর্তার] তাহার মূসক নিবন্ধন বাতিলপূর্বক তাহাকে টার্নওভার কর তালিকাভুক্ত করিতে পারিবেন।
(৬) 8[বিভাগীয় কর্মকর্তার] যথাযথ অনুসন্ধানের পর যদি নিশ্চিত হন যে, কোনো ব্যক্তির মূল্য সংযোজন করদাতা হিসাবে নিবন্ধিত থাকিবার আর প্রয়োজন নাই, তাহা হইলে তিনি উক্ত ব্যক্তিকে শুনানির যুক্তিসংগত সুযোগ প্রদান করিয়া তাহার মূসক নিবন্ধন বাতিল করিতে পারিবেন।
(৭) উপ—বিধি (৪) এর অধীন যাচাই বা উপ—বিধি (৬) এর অধীন অনুসন্ধান সত্ত্বেও, মূসক নিবন্ধন বাতিলের পর যদি উদঘাটিত হয় যে, উক্ত ব্যক্তির নিকট আইনের অধীন কোনো বকেয়া পাওনা রহিয়াছে বা কোনো অপরাধ সংঘটিত হইয়াছে, তাহা হইলে তাহার প্রতি আইনের সংশ্লিষ্ট বিধান এইরূপে প্রযোজ্য হইবে যেন তিনি একজন নিবন্ধিত ব্যক্তি।


1এসআরও নং—১৫৯—আইন/২০১৭/০২—মূসক, তারিখ: ০১/০৬/২০১৭ দ্বারা প্রতিস্থাপিত 
2এসআরও নং—১৪২—আইন/২০২০/১০৩—মূসক, তারিখ: ১১/০৬/২০২০ দ্বারা বিলুপ্ত
3এসআরও নং—১৪২—আইন/২০২০/১৩৭—মূসক, তারিখ: ১১/০৬/২০২০ দ্বারা ‘কমিশনার’ এর পরিবর্তে প্রতিস্থাপিত 
4এসআরও নং—১৪২—আইন/২০২০/১৩৭—মূসক, তারিখ: ১১/০৬/২০২০ দ্বারা ‘কমিশনার’ এর পরিবর্তে প্রতিস্থাপিত

5এসআরও নং—১৫৯—আইন/২০১৭/০২—মূসক, তারিখ: ০১/০৬/২০১৭ দ্বারা বিলুপ্ত 
6এসআরও নং—১৪০—আইন/২০২১/১৩৭—মূসক, তারিখ: ০৩/০৬/২০২১ দ্বারা ‘কমিশনার’ এর পরিবর্তে প্রতিস্থাপিত

7এসআরও নং—১৪০—আইন/২০২১/১৩৭—মূসক, তারিখ: ০৩/০৬/২০২১ দ্বারা ‘কমিশনার’ এর পরিবর্তে প্রতিস্থাপিত

8এসআরও নং—১৪০—আইন/২০২১/১৩৭—মূসক, তারিখ: ০৩/০৬/২০২১ দ্বারা ‘কমিশনার’ এর পরিবর্তে প্রতিস্থাপিত

৯। টার্নওভার কর তালিকাভুক্তি বাতিল।-

৯।  টার্নওভার  কর  তালিকাভুক্তি  বাতিল।- (১)  ধারা  ১১  এর  উপ-ধারা
 
(১) এর অধীন তালিকাভুক্ত কোনো ব্যক্তি তাহার তালিকাভুক্তি বাতিলের জন্য [অনলাইন আবেদনের ক্ষেত্রে ফরম “মূসক-২.১” এ এবং কাগুজে আবেদন ক্ষেত্রে ফরম “মূসক-২.৪”] এ কমিশনারের নিকট আবেদন করিতে পারিবেন।
 
(২) উপ-বিধি (১) এর অধীন আবেদন দাখিল করা হইলে কমিশনার তৎসম্পর্কে যথাযথ অনুসন্ধানের পর -
 
(ক) তালিকাভুক্তি বাতিলের কারণ যুক্তিসঙ্গত হইলে, তালিকাভুক্তি সাময়িক ভাবে স্থগিত করিয়া তাহাকে অবহিত করিবেন; বা
(খ) তালিকাভুক্তি বাতিলের কারণ যুক্তিসঙ্গত না-হইলে বা আবেদন অসম্পূর্ণ থাকিলে বা অন্যকোনো কারণে তালিকাভুক্তি বাতিল করা সঙ্গত না-হইলে, তাহাকে শুনানির সুযোগ প্রদানপূর্বক তালিকাভুক্তি সাময়িকভাবে স্থগিত
 
 বা  আইনানুগ  অন্যকোনো সিদ্ধান্ত গ্রহণ করিয়া তাহাকে অবহিত করিবেন।
 
(৩) কোনো তালিকাভুক্ত ব্যক্তির তালিকাভুক্তি সাময়িকভাবে স্থগিত করা হইলে, তিনি:-
 
 (ক)  অনতিবিলম্বে টার্নওভার কর সংক্রান্ত সকল কার্যক্রম হইতে বিরত থাকিবেন;
 এবং
 
(খ) সাময়িক স্থগিতের ১৫ (পনের) দিনের মধ্যে তালিকাভুক্তি সনদপত্র এবং উহার সকল প্রত্যায়িত অনুলিপি কমিশনারের নিকট ফেরত প্রদান করিবেন এবং বকেয়া কর, যদি থাকে, [পরিশোধ করিবেন]
 (৪) চূড়ান্ত দাখিলপত্র দাখিলের ১৫ (পনের) দিনের মধ্যে উহা যাচাই-অন্তেÍ প্রদত্ত তথ্যাদি যথাযথ প্রাপ্তি সাপেক্ষে কমিশনার তাহার তালিকাভুক্তি বাতিল করিবেন।
 
 (৫)কমিশনার যথাযথ অনুসন্ধানের পর যদি নিশ্চিত হন যে, কোনো ব্যক্তির বার্ষিক টার্নওভার নিবন্ধনসীমা অতিক্রম করিয়াছে এবং তাহার মূল্য সংযোজন করদাতা হিসাবে নিবন্ধিত হওয়ার আবশ্যকতা উদ্ভূত হইয়াছে, তাহা হইলে তিনি উক্ত ব্যক্তিকে শুনানি প্রদানপূর্বক তাহার টার্নওভার তালিকাভুক্তি বাতিলপূর্বক নিবন্ধিত করিবেন।
 
(৬)কমিশনার যথাযথ অনুসন্ধানের পর যদি নিশ্চিত হন যে, কোনো ব্যক্তির টার্নওভার করদাতা হিসাবে তালিকাভুক্ত থাকিবার আর প্রয়োজন নাই, তাহা হইলে তিনি উক্ত ব্যক্তিকে শুনানির সুযোগ প্রদানপূর্বক তাহার তালিকাভুক্তি বাতিল করিতে পারিবেন।
 
(৭) উপ-বিধি (৪) এর অধীন যাচাই বা উপ-বিধি (৬) এর অধীন অনুসন্ধান সত্ত্বেও, টার্নওভার কর তালিকাভুক্তি বাতিলের পর যদি উদঘাটিত হয় যে, উক্ত ব্যক্তির নিকট আইনের অধীন কোনো বকেয়া পাওনা রহিয়াছে বা কোনো অপরাধ সংঘটিত হইয়াছে, তাহা হইলে তাহার প্রতি আইনের সংশ্লিষ্ট বিধান এইরূপে প্রযোজ্য হইবে যেন তিনি একজন তালিকাভুক্ত ব্যক্তি।

মূসক এরআরও নং-২, তারখি: ০-০৬/২০১

মূসক এরআরও নং-২, তারখি: ০-০৬/২০১