অষ্টাদশ অধ্যায় : বিবিধ

Displaying 1-10 of 12 results.

১০৯। মূসক পরামর্শক লাইসেন্স প্রদান পদ্ধতি।-

1[১০৯। মূসক পরামর্শক লাইসেন্স প্রদান পদ্ধতি।- — (১) বোর্ড বিধি ১১০ এ বর্ণিত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিগণের নিকট হইতে ফরম “মূসক—১৮.১” এ মূসক পরামর্শক লাইসেন্সের আবেদন গ্রহণ করিবার লক্ষ্যে প্রবি বৎসর জুলাই মাসে একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিক পত্রিকা এবং নিজস্ব ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করিবে। 
 (২) যোগ্য প্রার্থীগণ প্রতি বৎসর জুলাই—ডিসেম্বর মেয়াদে বিধি ১১১ এ বর্ণিত দলিলাদিসহ ৫ (পাঁহ) হাজার টাকা ফিসহ মহাপরিচালক, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি বরাবর আবেদন করিতে পারিবেন। 
 (৩) উপ—বিধি (২) এ উল্লিখিত আবেদনপত্র প্রাথমিক বাছাইয়ের পর পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা মহাপরিচালক, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি চূড়ান্ত করিবেন এবং উহা ওয়েবসাইটে প্রকাশ করিবেন। 
 (৪) মহাপরিচালক প্রাপ্ত আবেদনের ভিত্তিতে সুবিধাজনক সময়ে এতদসংশ্লিষ্ট বিধিমালায় বর্ণিত সিলেবাস অনুযায়ী পরীক্ষা গ্রহণ করিবেন এবং মৌখিক পরীক্ষার সময় দাখিলকৃত দলিলাদির সত্যতা নিশ্চিত করিবেন। 
 (৫) মহাপরিচালক পরীক্ষা গ্রহণের ১৫ (পনের) দিনের মধ্যে ফলাফল প্রকাশ করিবেন এবং উত্তির্ণ প্রার্থীদেরকে মূসক নিবন্ধন গ্রহণ করিতে হইবে। 
 (৬) মহাপরিচালক মূসক নিবন্ধিত উত্তীর্ণ প্রার্থীগণকে যথাযথ নিরাপত্তা বৈশিষ্ট সংবলিত ফরম “মূসক—১৮.১ক” এ মূসক পরামর্শক লাইসেন্স প্রদান করিবেন
 2[(৭) * * *]
 (৮) মূল্য সংযোজন কর বিভাগে জাতীয় বেতন স্কেলের ৯ম গ্রেডের নিম্নে নহেন এমন পদে ন্যূনতম ৫ (পাঁচ) বৎসর কাজ করিবার অভিজ্ঞতা সম্পন্ন অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণকে উপ—বিধি (৪) এর অধীন পরীক্ষায় অংশগ্রহণ করিতে হইবে না। 
 (৯) এই আইন ও বিধিতে যাহা কিছুই থাকুক না কেন, মূল্য সংযোজন কর আইন,১৯৯১ (১৯৯১ সনের ২২ নং আইন) এর অধীন প্রদত্ত মূসক পরামর্শক লাইসেন্সসমূহ আইনের আওতায় প্রদত্ত হইয়াছে বলিয়া গণ্য হইবে।]

 

1এসআরও নং—১৪২—আইন/২০২০/১০৩—মূসক, তারিখ ১১ জুন, ২০২০ দ্বারা প্রতিস্থাপিত
2এসআরও নং—১৭৯—আইন/২০২০/১১৯—মূসক, তারিখ ৩০/০৬/২০২০ দ্বারা বিলুপ্ত

১১০। মূসক পরামর্শক লাইসেন্সের জন্য আবেদনকারীর যোগ্যতা ও অযোগ্যতা।- (

 ১১০। মূসক পরামর্শক লাইসেন্সের জন্য আবেদনকারীর যোগ্যতা ও অযোগ্যতা।-1[(১) মূসক পরামর্শক লাইসেন্স প্রাপ্তির জন্য আবেদনকারীর নিম্নবর্ণিত যোগ্যতা থাকিতে হইবে, যথা:—
(ক) বাংলাদেশের নাগরিক হইতে হইবে; 
(খ) আবেদনের তারিখে বয়স অন্যূন ২৫ (পঁচিশ) বৎসর হইতে হইবে; 
(গ) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হইতে হইবে;]

 (২) নিম্নবর্ণিত যেকোনো ব্যক্তি মূসক পরামর্শক লাইসেন্স পাওয়ার জন্য অযোগ্য বলিয়া বিবেচিত হইবেন, যথা:-

(ক) সরকার বা কোনো স্থানীয় কর্তৃপক্ষের অধীনে চাকুরিরত ব্যক্তি;

(খ) চাকুির হইতে অপসারিত বা বরখাস্তকৃত কোনো ব্যক্তি;

(গ) কোনো ফৌজদারী অপরাধে সাজাপ্রাপ্ত ব্যক্তি যাহার সাজা ভোগের পর  ৫ (পাঁচ) বৎসর অতিবাহিত হয় নাই; এবং

(ঘ) ইতঃপূর্বে যাহার মূসক পরামর্শক, মূসক এজেন্ট, ক্লিয়ারিং ও ফরোয়ার্ডিং, ফ্রেইট ফরোয়ার্ডার্স বা আয়কর পরামর্শকের (Income tax practitioner) লাইসেন্স বাতিল করা হইয়াছে এমন কোনো ব্যক্তি।

 

1এসআরও নং—১৪২—আইন/২০২০/১০৩—মূসক, তারিখ ১১ জুন, ২০২০ দ্বারা প্রতিস্থাপিত

১১১। আবেদনের জন্য প্রয়োজনীয় দলিলাদি।-

১১১। আবেদনের জন্য প্রয়োজনীয় দলিলাদি।- মূসক পরামর্শক লাইসেন্সের জন্য আবেদনের সহিত আবেদনকারীকে নি¤œবর্ণিত দলিলাদি দাখিল করিতে হইবে, যথা:-

(ক) বয়স নির্ধারণের জন্য এসএসসি বা সমমানের পরীক্ষার সনদ;

(খ) পাসপোর্ট আকারের ছবি;

(গ) সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সনদের কপি;

(ঘ) জাতীয় পরিচয়পত্রের কপি; এবং

1[(ঙ) মহাপরিচালক, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি এর অনুকূলে আবেদন ফি হিসেবে ৫ (পাচঁ) হাজার টাকা মূল্যমানের পে অর্ডার বা ব্যাংক ড্রাফট।]

 

1এসআরও নং—১৪২—আইন/২০২০/১০৩—মূসক, তারিখ ১১ জুন, ২০২০ দ্বারা প্রতিস্থাপিত

১১৩। মূসক পরামর্শকের দায়িত্ব।-

১১৩। মূসক পরামর্শকের দায়িত্ব।- প্রত্যেক পরামর্শক আইন ও বিধি অনুসারে মূল্য সংযোজন কর এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে যথাসম্ভব সততা ও নিষ্ঠার সহিত তাহার দায়িত্ব পালন করিবেন এবং তাহার দায়িত্বের ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে কোনো কর্তৃপক্ষের বা অন্যকোনো ব্যক্তির নিকট অসত্য বা বিকৃত তথ্য সরবরাহ করিবেন না বা ইচ্ছাকৃতভাবে কোনো প্রয়োজনীয় তথ্য গোপন করিবেন না বা অনুরূপ পরামর্শ প্রদান করিবেন না।

১১৪। মূসক পরামর্শকের অপরাধ ও দন্ড।-

১১৪। মূসক পরামর্শকের অপরাধ ও দন্ড।— (১) এই বিধির বিধান লংঘন মূসক পরামর্শকের জন্য দন্ডনীয় অপরাধ হইবে এবং সেই ক্ষেত্রে 1[সংশ্লিষ্ট কমিশনারেট উক্ত পরামর্শককে] লিখিতভাবে কারণ দর্শানোর সুযোগ প্রদান করিয়া তাহার লাইসেন্স বাতিল করিতে পারিবে এবং অনুরূপ বাতিলকরণের পূর্বে সাময়িকভাবে লাইসেন্সের কার্যকারিতা স্থগিত করিতে পারিবে।
(২) উপ—বিধি (১) এর অধীন লাইসেন্স স্থগিতকরণের ক্ষেত্রে 2[সংশ্লিষ্ট কমিশনারেট] অনধিক ৯০ (নব্বই) দিনের মধ্যে সংশ্লিষ্ট পরামর্শককে শুনানির সুযোগ প্রদানপূর্বক লাইসেন্সবাতিল করিবার বা না করিবার সিদ্ধান্ত গ্রহণ করিবে।
 3[ব্যাখ্যা।—এই বিধির উদ্দেশ্য পূরনকল্পে “সংশ্লিষ্ট কমিশনারেট” অর্থ মূসক পরামর্শক যে কমিশনারেটে নিবন্ধিত বা তালিকাভুক্ত সেই কমিশনারেট 

 

1এসআরও নং—৩০৮—আইন/২০২০/১২৬—মূসক, তারিখ ১৫ নভেম¦র ২০২০ দ্বারা ‘বোর্ড সংশ্লিষ্ট পরামর্শককে’ এর পরিবর্তে প্রতিস্থাপিত
2এসআরও নং—৩০৮—আইন/২০২০/১২৬—মূসক, তারিখ ১৫ নভেম¦র ২০২০ দ্বারা ‘বোর্ড ’ এর পরিবর্তে প্রতিস্থাপিত
3এসআরও নং—৩০৮—আইন/২০২০/১২৬—মূসক, তারিখ ১৫ নভেম¦র ২০২০ দ্বারা সংযোজিত

১১৫। দলিলপত্রের প্রত্যায়িত অনুলিপি।-

১১৫। দলিলপত্রের প্রত্যায়িত অনুলিপি।- (১) ধারা ১৩২ এর অধীন দলিলপত্রের প্রত্যায়িত অনুলিপি প্রাপ্তির লক্ষ্যে করদাতা ফরম “মূসক-১৮.২” এ কমিশনার বা তাহার দ্বারা ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা বরাবর আবেদন করিবেন।  (২) উপ-বিধি (১) এর অধীন আবেদনের সহিত নি¤œবর্ণিত হারে প্রযোজ্য ফি জমা প্রদান করিয়া ট্রেজারি চালান বা অনলাইনে জমার প্রমাণপত্র দাখিল করিতে হইবে, যথা:-

(ক) কাক্সিক্ষত দলিলপত্রের পৃষ্ঠা সংখ্যা ৫ (পাঁচ) বা তাহার কম হইলে ১০০ (একশত) টাকা; এবং

(খ) কাক্সিক্ষত দলিলপত্রের পৃষ্ঠা সংখ্যা ৫ (পাঁচ) এর অধিক হইল প্রথম ৫ (পাঁচ) পৃষ্ঠার জন্য ১০০ (একশত) টাকা এবং পরবর্তী প্রতি পৃষ্ঠার জন্য ১০ (দশ) টাকা হারে।

 (৩) ধারা ১৩২ এর শর্ত পূরণ হইলে বর্ণিত আবেদন প্রাপ্তির ৭ (সাত) দিনের মধ্যে কমিশনার বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা প্রার্থিত দলিলপত্র প্রত্যয়নপূর্বক আবেদনকারীকে সরবরাহ করিবেন।

১১৬। মূসক ছাড়পত্র ও সম্মাননাপত্র প্রদানের পদ্ধতি।-

 ১১৬। মূসক ছাড়পত্র ও সম্মাননাপত্র প্রদানের পদ্ধতি।- (১) কোনো করদাতা ধারা ১৩৩ এর অধীন মূসক ছাড়পত্র প্রাপ্তির লক্ষ্যে ফরম “মূসক-১৮.৩”এ কমিশনারের নিকট আবেদন করিবেন।

 (২) কমিশনার উপ-বিধি (১) এর অধীন আবেদন প্রাপ্তির পর ধারা ১৩৩ এর উপ-ধারা (২) এর শর্তপূরণ সাপেক্ষে ফরম “মূসক-১৮.৪” এ একটি মূসক ছাড়পত্র প্রদান করিবেন।

 (৩) যেই ক্ষেত্রে করদাতার নিকট কর পাওনা এবং বকেয়া রহিয়াছে, সেইক্ষেত্রে কমিশনার কর্তৃক জারিকৃত বৈধ কর ছাড়পত্র প্রদর্শন ব্যতিরেকে

আইনানুগভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষ যাহাতে করদাতার অনুকূলে কোনো প্রকার লাইসেন্স, পারমিট, নিবন্ধন সনদপত্র, বা অন্য কোনো ক্ষমতা প্রদানকারী বা সুবিধা সৃষ্টিকারী দলিলপত্র জারি করিতে বা নবায়ন করিতে না পারেন সেইজন্য উক্ত ব্যক্তি বা কর্তৃপক্ষকে কমিশনার অনুরোধ করিতে পারিবেন।

 (৪) কোনো করদাতা সংশ্লিষ্ট অর্থ বৎসরের সকল কর মেয়াদের মূল্য সংযোজন কর বা টার্নওভার কর দাখিলপত্র নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করিলে

একটি মূল্য সংযোজন কর সম্মাননাপত্র পাওয়ার অধিকারী হইবেন।

 (৫) যে সকল করদাতা উপ-বিধি (৪) এর শর্তপূরণ করিবেন, কমিশনার অর্থবৎসর শেষ হওয়ার এক মাসের মধ্যে মূসক কম্পিউটার সিস্টেম হইতে স্বয়ংক্রিয়ভাবে তাহার অনুকূলে ফরম “মূসক-১৮.৫”এ মূল্য সংযোজন কর সম্মাননাপত্র প্রেরণ করিবেন।

 (৬) উপ-বিধি (৪) এ যাহা কিছুই থাকুক না কেন, মূসক কম্পিউটার সিস্টেমে যে সকল করদাতার প্রোফাইল হালনাগাদ নাই, কমিশনার তাহাদের অনুকূলে মূল্য সংযোজন কর সম্মাননাপত্র প্রেরণ করিবেন না।

১১৭। মূসক ছাড়পত্র ও সম্মাননাপত্রের ব্যবহার।-

১১৭। মূসক ছাড়পত্র ও সম্মাননাপত্রের ব্যবহার।- (১) কোনো নিবন্ধিত ব্যক্তির মূসক ছাড়পত্র নি¤œবর্ণিত ক্ষেত্রে ব্যবহৃত হইবে, যথা:-

(ক) বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি নির্বাচনের ক্ষেত্রে;

(খ) মূল্য সংযোজন কর সম্মাননা প্রদানের ক্ষেত্রে; এবং

(গ) বোর্ড কর্তৃক আদেশ দ্বারা নির্ধারিত অন্যকোনো ক্ষেত্রে।

 (২) বিধি ১১ এ যাহা কিছুই থাকুক না কেন, কোনো নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির সম্মাননাপত্র নি¤œবর্ণিত ক্ষেত্রে ব্যবহৃত হইবে, যথা:-

(ক) নিবন্ধনের বা তালিকাভুক্তির অর্থ বৎসর ব্যতীত পরবর্তী সময়ে কোনো উৎসে কর্তনকারী সত্তায় কোনো সরবরাহ প্রদানের ক্ষেত্রে;

(খ) নিবন্ধনের বা তালিকাভুক্তির অর্থ বৎসর ব্যতীত পরবর্তী সময়ে কোনো টেন্ডারে অংশ গ্রহণের ক্ষেত্রে;

(গ) কোনো সংস্থায় তালিকাভুক্তির ক্ষেত্রে;

(ঘ) বন্ড লাইসেন্স নবায়নের ক্ষেত্রে;

(ঙ) নিবন্ধন বা তালিকাভুক্তির অর্থ বৎসর ব্যতীত পরবর্তী সময়ে নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির অনুকূলে ব্যাংক ঋণ অনুমোদনের ক্ষেত্রে;

(চ) নিবন্ধনের বা তালিকাভুক্তির অর্থ বৎসর ব্যতীত পরবর্তী সময়ে নিবন্ধিত ব্যক্তির নামে কোন স্থাবর সম্পত্তির নিবন্ধনের ক্ষেত্রে; এবং

(ছ) বোর্ড কর্তৃক আদেশ দ্বারা নির্ধারিত অন্যকোনো ক্ষেত্রে।

১১৮ক। আদেশ, বিজ্ঞপ্তি, ব্যাখ্যা, পরিপত্র, স্পষ্টিকরণ ইত্যাদি জারির ক্ষমতা।-

 1[১১৮ক। আদেশ, বিজ্ঞপ্তি, ব্যাখ্যা, পরিপত্র, স্পষ্টিকরণ ইত্যাদি জারির ক্ষমতা।- এই বিধিমালা, আইনে নির্ধারিণযোগ্য বিষয়, মূল্য সংযোজন কর ব্যবস্থায় অর্থনৈতিক কর্মকান্ডের প্রক্রিয়া, অটোমেশনের সহিত মূসক প্রক্রিয়া সামঞ্জ¯্রকরণ, ইত্যাদি বিষয় হইতে উদ্ভূত যে কোনো সমস্যা নিরসণ কল্পে বোর্ড সামগ্রিকভাবে এবং কিরয়া আদেশ, বিজ্ঞপ্তি, ব্যাখ্যা পরিপত্র স্পষ্টিকরণ ইত্যাদি জারি করিতে পারিবে।

2[১১৮খ। সরবরাহ প্রদান হইতে সাময়িক বিরতির ঘোষণা।— (১) কোনো নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি করযোগ্য সরবরাহ প্রদান হইতে সাময়িকভাবে বিরত থাকিতে চাহিলে তিনি অন্যূন ৪৮ (আটচল্লিশ) ঘন্টা পূর্বে বিভাগীয় কর্মকর্তাকে উহা অবহিত করিবেন এবং উক্তরূপে অবহিত হইবার ২৪ (চব্বিশ) ঘন্টার মধ্যে বিভাগীয় কর্মকর্তা বা তৎকতৃর্ক মনোনীত কর্মকর্তা নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির মজুত উপকরণ এবং প্রস্তুতকৃত পণ্যের বা সেবার সরেজমিন হিসাব গ্রহণ করিবেন। 
(২) কোনো বিনন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি করযোগ্য সরবরাহ হইতে বিরত থাকিলে এবং পরবর্তীতে পুনরায় উহা আরম্ভ করিতে চাহিলে উক্তরূপ আরম্ভ করিবার পূর্ববর্তী কার্যদিবসে সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাকে অবহিত করিতে হইবে।

3[১১৮গ। স্থানীয় পর্যায়ে মূলধনী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ উৎপাদনে সুবিধা।—Customs Act, 1969 (Act No. IV of 1969) Gi Section 19 Gi sub-section (1) এবং আইনের ধারা ১২৬ এর উপ—ধারা (১) এর আওতায় সরকার কতৃর্ক, সময় সময়, জারীকৃত অব্যাহতি বা রেয়াতী সুবিধা সংক্রান্ত কাস্টমস ও মূল্য সংযোজন কর প্রজ্ঞাপনের আওতাভুক্ত অব্যাহতিপ্রাপ্ত সুনির্দিষ্ট এইচএস কোড এর মূলধনী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ বাংলাদেশে উৎপাদনের ক্ষেত্রে উহার প্রস্তুতকারক বা উৎপাদক, নম্ববর্ণিত শর্তসাপেক্ষে মূল্য সংযোজন কর পরিশোধ ব্যতিরেকে সরবরাহ করিতে পারিবেন, যথা:—
 (ক) আইন অনুযায়ী নিবন্ধিত হইতে হইবে;
 (খ) নিয়মিত মূল্য সংযোজন কর দাখিলপত্র পেশ করিতে হইবে।

 

1এসআরও নং—১৫৯—আইন/২০১৭/০২—মূসক, তারিখ—০১ জুন ২০১৭ দ্বারা সন্নিবেশিত

2এসআরও নং—১৪২—আইন/২০২০/১০৩—মূসক, তারিখ—১১ জুন ২০২০ দ্বারা বিধি ১১৮খ সংযোজিত
3এসআরও নং—১৪০—আইন/২০২১/১৩৭—মূসক, তারিখ—০৩ জুন ২০২১ দ্বারা দফা (খ) ও (গ) বিলুপ্ত