Rules-1991

Displaying 51-55 of 55 results.

৩৯। পণ্য অপসারণের সময়সীমা।

[৩৯। পণ্য অপসারণের সময়সীমা।― (১) করযোগ্য পণ্যের বিপরীতে যথাযথভাবে কর পরিশোধ ও চালানপত্র প্রদান সাপেক্ষে, নিবন্ধিত ব্যক্তি যে কোন সময়ে তাহার প্রস্তুতকৃত বা  [উৎপাদিত বা সরবরাহযোগ্য পণ্য প্রস্তুতকরণ বা উৎপাদনস্থল বা ব্যবসায়স্থল] হইতে অপসারণ করিতে পারিবেন। তবে পণ্যের প্রকৃতি, অপসারণ প্রক্রিয়া ও করদাতার অবয়ব (profile) বিবেচনাক্রমে, প্রয়োজন বোধে, [কমিশনার], আদেশ দ্বারা, আদেশে উল্লিখিত শর্ত সাপেক্ষে, যে কোন নিবন্ধিত ব্যক্তির প্রস্তুতকৃত বা উৎপাদিত যে কোন পণ্য বা পণ্যশ্রেণীর অপসারণের সময়ের ক্ষেত্রে বাধা-নিষেধ আরোপ করিতে পারিবেন।]


মূসক এসআরও নং-৯০, তারিখ: ০৯/০৬/১৯৯৪ দ্বারা বিধি ৩৯ এর পরিবর্তে নূতন বিধি ৩৯ প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-১২৮, তারিখ: ২৮/০৭/১৯৯৬ দ্বারা “উৎপাদিত পণ্য বা প্রস্তুতকরণ বা উৎপাদনস্থল” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-১১৭, তারিখ: ১৫/০৬/১৯৯৫ দ্বারা “কালেক্টর” শব্দটির পরিবর্তে প্রতিস্থাপিত।

 

৪১। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বা ধ্বংসপ্রাপ্ত প্রস্তুতকৃত বা উৎপাদিত পণ্যের নিষ্পত্তিকরণ।

৪১। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বা ধ্বংসপ্রাপ্ত প্রস্তুতকৃত বা উৎপাদিত পণ্যের নিষ্পত্তিকরণ।― (১) কোন নিবন্ধিত ব্যক্তি, তৎকর্তৃক প্রস্তুতকৃত বা উৎপাদিত  [বা সরবরাহের জন্য মজুদকৃত] পণ্য কোন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বা ধ্বংসপ্রাপ্ত হওয়ার বা অন্য কোন কারণে সরবরাহের অযোগ্য বলিয়া মনে করিলে তিনি উক্তরূপ সরবরাহের অযোগ্য পণ্যের নিষ্পত্তিকল্পে  [ফরম] “মূসক-২৭” এ এতদসংক্রান্ত একটি আবেদনপত্র  [দুর্ঘটনার ক্ষেত্রে দুর্ঘটনা সংঘটিত হওয়ার বা অন্য কোন কারণের ক্ষেত্রে বিষয়টি অবহিত হওয়ার] চব্বিশ ঘণ্টার মধ্যে স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ে পেশ করিবেন।
(২) উপ-বিধি (১) এ বর্ণিত আবেদনপত্র প্রাপ্তির তিন দিনের মধ্যে  [রাজস্ব কর্মকর্তা], সরেজমিনে তদন্ত অনুষ্ঠানপূর্বক উপ-বিধি (১) এ বর্ণিত দুর্ঘটনায় ধ্বংসপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত পণ্য মূল্য ও উহার ক্ষেত্রে প্রদেয় উৎপাদ করের পরিমাণ নির্ণয় করিয়া ধ্বংসপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত পণ্য বিনষ্টকরণ বা অন্য কোনরূপে নিষ্পত্তির সিদ্ধান্ত প্রদানের জন্য তাহার মতামতসহ আবেদনপত্রটি বিভাগীয় কর্মকর্তার নিকট প্রেরণ করিবেন।
(৩) উপ-বিধি (২) এ বর্ণিত পণ্য হ্রাসকৃত মূল্যে আংশিক বা সম্পূর্ণভাবে সরবরাহযোগ্য বিবেচিত হইলে  [রাজস্ব কর্মকর্তা] তাহার বিবেচনায় উক্তরূপ পণ্যের যথাযথ সরবরাহ মূল্য নির্ধারণপূর্বক বিভাগীয় কর্মকর্তার নিকট অনুমোদনের জন্য পেশ করিবেন।
[(৪) বিভাগীয় কর্মকর্তা তাহার সন্তুষ্টি সাপেক্ষে, উপ-বিধি (২) এ বর্ণিত পণ্য ৩০(ত্রিশ) কার্য দিবসের মধ্যে সরবরাহ বা বিনষ্টকরণ বা অন্য কোনরূপে নিষ্পত্তির সিদ্ধান্ত প্রদান করিবেন।]
(৫) বিভাগীয় কর্মকর্তার নিকট হইতে যথাযথ নির্দেশ প্রাপ্তির পর,  [রাজস্ব কর্মকর্তা] ―
(ক)    সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত পণ্যের ক্ষেত্রে, উক্ত পণ্য প্রস্তুতকরণ বা উৎপাদনে ব্যবহৃত উপকরণ বাবদ গৃহীত কর রেয়াত বাতিল করিয়া চলতি হিসাব ও পরবর্তী দাখিলপত্রে প্রয়োজনীয় সমন্বয়ের জন্য আবেদনকারীকে নির্দেশ প্রদান করিবেন; বা
(খ)    দুর্ঘটনায় ধ্বংসপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত পণ্যের ক্ষেত্রে, স্বাভাবিক মূল্য ও বিভাগীয় কর্মকর্তা কর্তৃক অনুমোদিত হ্রাসকৃত মূল্যের তারতম্যের ভিত্তিতে আনুপাতিক হারে উপকরণ কর রেয়াত বাতিল করিয়া চলতি হিসাবে ও পরবর্তী দাখিলপত্রে সমন্বয়ের নির্দেশ প্রদান করিবেন।


মূসক এসআরও নং-১২৮, তারিখ: ২৮/০৭/১৯৯৬ দ্বারা “প্রস্তুতকৃত বা উৎপাদিত” শব্দগুলির পর “বা সরবরাহের জন্য মজুদকৃত” শব্দগুলি সন্নিবেশিত।
মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা “ফর্ম” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-১২৮, তারিখ: ২৮/০৭/১৯৯৬ দ্বারা “দূর্ঘটনা সংঘটিত হওয়ার” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৫৬৪, তারিখ: ৩০/০৬/২০১০ দ্বারা “সুপারিনটেনডেন্ট” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৫৬৪, তারিখ: ৩০/০৬/২০১০ দ্বারা “সুপারিনটেনডেন্ট” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-১৭৯, তারিখ: ০৭/০৬/২০১২ দ্বারা উপ-বিধি (৪) এর পরিবর্তে উপ-বিধি (৪) প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৫৬৪, তারিখ: ৩০/০৬/২০১০ দ্বারা “সুপারিনটেনডেন্ট” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।

 

৪০। অব্যবহৃত বা ব্যবহারের অনুপযোগী উপকরণের নিষ্পত্তিকরণ।

 ৪০। অব্যবহৃত বা ব্যবহারের অনুপযোগী উপকরণের নিষ্পত্তিকরণ।― (১) কোন নিবন্ধিত ব্যক্তি তৎকর্তৃক ক্রীত মূল্য সংযোজন কর প্রদত্ত কোন উপকরণ পরবর্তীতে ব্যবহারের অনুপযোগী বলিয়া মনে করিলে তিনি উহার নিষ্পত্তিকল্পে  [ফরম] “মূসক-২৬” এ এতদসংক্রান্ত একটি আবেদনপত্র স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ে পেশ করিবেন।
(২) উপ-বিধি (১) অনুযায়ী অবহিত হওয়ার সাত দিনের মধ্যে  [রাজস্ব কর্মকর্তা] সরেজমিনে তদন্ত অনুষ্ঠানপূর্বক উপ-বিধি (১) এ বর্ণিত উপকরণ নিবন্ধিত ব্যক্তির ব্যবহারের অনুপযোগী বলিয়া সন্তুষ্ট হইলে তিনি উহা সরবরাহ বা বিনষ্টকরণের মাধ্যমে নিষ্পত্তির সিদ্ধান্ত প্রদানের জন্য তাহার মতামতসহ আবেদনপত্রটি বিভাগীয় কর্মকর্তার নিকট প্রেরণ করিবেন।
[(৩) উপ-বিধি (১) এর অধীন প্রাপ্ত আবেদনপত্র বিভাগীয় কর্মকর্তা তাহার সন্তুষ্টি সাপেক্ষে  [১৫(পনের) কার্যদিবসের] মধ্যে নিষ্পত্তির সিদ্ধান্ত প্রদান করিবেন।]
(৪) উপ-বিধি (৩) এ প্রদত্ত নির্দেশ অনুযায়ী  [রাজস্ব কর্মকর্তা] নিবন্ধিত ব্যক্তিকে তৎকর্তৃক উপ-বিধি (১) এ বর্ণিত উপকরণ বাবদ গৃহীত রেয়াত বাতিল করিয়া চলতি হিসাব ও পরবর্তী দাখিলপত্রে প্রয়োজনীয় সমন্বয় সাধনের নির্দেশ প্রদান করিবেন।


মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা “ফর্ম” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৫৬৪, তারিখ: ৩০/০৬/২০১০ দ্বারা “সুপারিনটেনডেন্ট” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৪০৮, তারিখ: ১০/০৬/২০০৪ দ্বারা উপ-বিধি (৩) এর পরিবর্তে নূতন উপ-বিধি (৩) প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা “ত্রিশ দিনের” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৫৬৪, তারিখ: ৩০/০৬/২০১০ দ্বারা “সুপারিনটেনডেন্ট” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।

 

৪২। এজেন্ট বা প্রতিনিধির কৃতকর্মের দায়দায়িত্ব নিবন্ধিত ব্যক্তি কর্তৃক গ্রহণ।

৪২। এজেন্ট বা প্রতিনিধির কৃতকর্মের দায়দায়িত্ব নিবন্ধিত ব্যক্তি কর্তৃক গ্রহণ।― কোন নিবন্ধিত ব্যক্তি অন্য কোন ব্যক্তিকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে [আইন] বা এই বিধিমালার অধীনের করণীয় কোন কার্য সম্পাদনের কর্তৃত্ব প্রদান করিলে উক্ত ব্যক্তির কৃতকর্মের দায়দায়িত্ব নিবন্ধিত ব্যক্তির উপরই বর্তাইবে।


মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা “অধ্যাদেশ” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।

৪৩। সরকারের পাওনা আদায় পদ্ধতি।

 [৪৩। সরকারের পাওনা আদায় পদ্ধতি।― (১) ধারা ৫৬-এ উল্লিখিত ব্যবস্থা গ্রহণের পূর্বে সরকারী পাওনায় দায়বদ্ধ সংশ্লিষ্ট ব্যক্তিকে মূল্য সংযোজন কর কর্মকর্তা কর্তৃক অন্ততঃ দুইবার লিখিতভাবে উক্ত পাওনা পরিশোধের জন্য অবহিত করিতে হইবে। প্রতিটি পত্রে কমপক্ষে সাত দিন করিয়া সময় দিতে হইবে। তাঁহার ব্যবসায় অঙ্গন তালাবদ্ধ, স্থাবর বা অস্থাবর সম্পত্তি ক্রোক ও বিক্রয় বা বিনা ক্রোকে বিক্রয় করিতে হইলে তাহাকে কমপক্ষে দুই সপ্তাহের নোটিশ প্রদান এবং সংশ্লিষ্ট ব্যক্তি চাহিলে তাঁহাকে ব্যক্তিগত শুনানির সুযোগ প্রদান ব্যতীত তাহা করা যাইবে না।
(২) ধারা ৫৬এ বর্ণিত মূল্য সংযোজন কর কর্মকর্তা উক্ত ধারার উপ-ধারা (১) এর দফা (খ) এ উল্লিখিত সরকারী পাওনা আদায়ের জন্য ফরম মূসক-২৮এ নোটিশ প্রদান এবং ব্যাংক একাউন্ট অপরিচালনযোগ্য (ঋৎববুব) করার ক্ষেত্রে ফরম মূসক-২৯এ ওয়ারেন্ট ইস্যু করিবেন।
(৩) উপ-বিধি (২)এ উল্লিখিত মূল্য সংযোজন কর কর্মকর্তা ফরম মূসক-২৮ এ চার প্রস্থ নোটিশ প্রস্তুতপূর্বক মূল ও দ্বিতীয় কপি সরকারী পাওনায় দায়বদ্ধ ব্যক্তি বা ব্যাংক-এর নিকট, তৃতীয় কপি সংশ্লিষ্ট করদাতার নিকট প্রেরণ এবং চতুর্থ কপি তাঁহার নিজ দপ্তরে সংরক্ষণ করিবেন। যাহার নিকট নোটিশের মূল ও দ্বিতীয় কপি প্রেরিত হইবে তিনি মূল কপির প্রাপ্তি স্বীকার পূর্বক দ্বিতীয় কপিতে স্বাক্ষর প্রদান করিয়া তাহা সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট ফেরত প্রদান করিবেন।

(৪) ফরম মূসক-২৯ ইস্যু করার ক্ষেত্রে উপ-বিধি (৩) এর অনুরূপ পদ্ধতি অনুসরণীয় হইবে।]


মূসক এসআরও নং-১২৮, তারিখ: ২৮/০৭/১৯৯৬ দ্বারা নূতন বিধি ৪৩ সংযোজিত।