Rules-1991

Displaying 41-50 of 55 results.

৩২। অভ্যন্তরীণ ব্যাক টু ব্যাক ঋণপত্রের বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময়ে পণ্য সরবরাহ বা সেবা প্রদান।

৩২। অভ্যন্তরীণ ব্যাক টু ব্যাক ঋণপত্রের বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময়ে পণ্য সরবরাহ বা সেবা প্রদান।― (১)    কোন নিবন্ধিত ব্যক্তি অভ্যন্তরীণ ব্যাক টু ব্যাক ঋণপত্রের বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময়ে কোন প্রকৃত রপ্তানিকারককে কোন পণ্য সরবরাহ বা সেবা প্রদান (যদি প্রযোজ্য হয়) করিলে উক্ত পণ্য বা সেবাকে  [আইনের] ধারা ৩ এর উপ-ধারা (২) অনুযায়ী রপ্তানিকৃত বলিয়া গণ্য করা হইবে।
(২) উপ-বিধি (১) এ বর্ণিত নিবন্ধিত ব্যক্তির ক্ষেত্রে  [আইনের] ধারা ৩৫ অনুযায়ী দাখিলপত্র প্রদানের বাধ্যবাধকতা প্রযোজ্য হইলে তৎকর্তৃক অভ্যন্তরীণ ব্যাক ট -ব্যাক ঋণপত্রের বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময়ে কোন রপ্তানিকারককে সরবরাহকৃত পণ্য বা প্রদত্ত সেবায় ব্যবহৃত উপকরণের ক্ষেত্রে কর প্রত্যর্পণ বিধি ২৯ এর সংশ্লিষ্ট বিধানাবলী অনুযায়ী গ্রহণ করা যাইবে।
(৩) যে নিবন্ধিত ব্যক্তির ক্ষেত্রে উপ-বিধি (২) এ বর্ণিত বাধ্যবাধকতা প্রযোজ্য নহে তিনি তৎকর্তৃক অভ্যন্তরীণ ব্যাক টু ব্যাক ঋণপত্রের বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময়ে সরবরাহকৃত পণ্য বা প্রদত্ত সেবায় ব্যবহৃত উপকরণের ক্ষেত্রে কর প্রত্যর্পণ গ্রহণ করিতে চাহিলে তাহার ক্ষেত্রে বিধি ৩০ এর সংশ্লিষ্ট বিধানাবলী প্রযোজ্য হইবে।
(৪) উপ-বিধি (২) ও (৩) এ বর্ণিত ক্ষেত্রে যথাক্রমে দাখিলপত্র ও আবেদনপত্রের সহিত সংশ্লিষ্ট ব্যাংকের অনুমোদিত কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ব্যাক টু ব্যাক ঋণপত্র, রপ্তানি ঋণপত্রের অনুলিপি ও বৈদেশিক মুদ্রায় মূল্য প্রাপ্তির প্রমাণপত্র সংযুক্ত করিতে হইবে।
[(৫) এই বিধিতে বর্ণিত সুবিধাদি প্রাপ্তিকল্পে  [উৎপাদক প্রকৃত রপ্তানিকারকের] শুল্ক কর্তৃপক্ষ  [অথবা অন্য কোন অনুমোদিত প্রতিষ্ঠান] কর্তৃক অনুমোদিত  [বন্ডেড ওয়্যার হাউস বা স্পেশাল বন্ডেড ওয়্যার হাউস] থাকিতে হইবে। অভ্যন্তরিণ ব্যাক-টু-ব্যাক ঋণপত্রের বিপরীতে সরবরাহতব্য পণ্য সংক্রান্ত তথ্যাদি যথা: ব্যাক-টু-ব্যাক ঋণপত্র নম্বর ও তারিখ, প্রচ্ছন্ন রপ্তানীকারকের নাম ও ঠিকানা, পণ্যের বিবরণী এবং পরিমান ও আনুসাঙ্গিক অন্যান্য তথ্য  [উৎপাদক প্রকৃত রপ্তানিকারকের] প্রকৃত রপ্তানীকারকের অনুকূলে সংশ্লিষ্ট শুল্ক কর্তৃপক্ষ অথবা অন্যকোনো অনুমোদিত প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ইউটিলাইজেশন পারমিশন (ইউপি)  [অথবা ইউটিলাইজেশন ডিক্লারেশন (ইউডি)] এ উল্লেখ থাকিতে হইবে এবং বিধি ২৯ এর অধীন প্রত্যর্পণ আবেদনের সহিত উক্ত ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) অথবা ইউটিলাইজেশন ডিক্লারেশন (ইউডি) এর অনুলিপিও সংযুক্ত করিতে হইবে। প্রয়োজনীয় পরীক্ষান্তে প্রত্যর্পণ প্রদানের সাথে সাথে সংশ্লিষ্ট ইউটিলাইজেশন পারমিশন (ইউপি)  [অথবা ইউটিলাইজেশন ডিক্লারেশন (ইউডি)] এ উল্লেখিত তথ্যাদির যথার্থতা এবং সরবরাহকৃত পণ্যের  ১০[উৎপাদক প্রকৃত রপ্তানিকারকের] পাসবই ও ওয়্যারহাউস রেজিস্টারে লিপিবদ্ধ করার বিষয়ে তথ্যাদি নিশ্চিত হওয়ার জন্য পরিদপ্তর কর্তৃপক্ষ  ১২[উৎপাদক প্রকৃত রপ্তানীকারকের] বন্ড নিয়ন্ত্রণকারী সংশ্লিষ্ট শুল্ক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করিবেন।]
(৬) ১২[উৎপাদক প্রকৃত রপ্তানিকারক] সংগৃহীত পণ্য দ্বারা প্রস্তুতকৃত পণ্যের সংরক্ষণ, রপ্তানি বা অন্য কোন প্রকারে নিষ্পত্তির বিবরণী সংশ্লিষ্ট পাশ বহি, রেজিস্টার বা বোর্ড কর্তৃক নির্ধারিত অন্যান্য দলিলপত্রে লিপিবদ্ধ করিবেন এবং বন্ড কর্মকর্তা দ্বারা উহা প্রমাণীকৃত করাইবেন।
(৭) ব্যাক টু ব্যাক ঋণপত্রের মাধ্যমে সংগৃহীত পণ্য বা তদ্বারা প্রস্তুতকৃত পণ্য রপ্তানি করিতে ব্যর্থ হইলে রপ্তানিকারক উক্ত সংগৃহীত পণ্য বাবদ প্রত্যর্পিত কর রপ্তানি ঋণপত্রের তামাদি তারিখ অথবা Customs Act, 1969 (IV of 1969) Gi Section 98 অনুযায়ী উক্ত পণ্য  ১৩[বন্ডেড ওয়্যার হাউস বা স্পেশাল বন্ডেড ওয়্যার হাউস] এ সংগৃহীত হওয়ার তারিখ হইতে দুই বৎসর অতিক্রান্ত হওয়ার তারিখ, যাহাই পূর্বে হউক, এর মধ্যে ফেরত প্রদানে বাধ্য থাকিবেন।


মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা “অধ্যাদেশের” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা “অধ্যাদেশের” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা উপ-বিধি (৫) এর পরিবর্তে নূতন উপ-বিধি (৫) প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৪৮৮, তারিখ: ২৬/০৬/২০০৮ দ্বারা “প্রকৃত রপ্তানিকারকের” শব্দগুলির পরিবতে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-১৫০, তারিখ: ১২/০৬/১৯৯৭ দ্বারা “শুল্ক কর্তৃপক্ষ” শব্দগুলির পর “অথবা অন্য কোন অনুমোদিত প্রতিষ্ঠান” শব্দগুলি সন্নিবেশিত।
মূসক এসআরও নং-১৫০, তারিখ: ১২/০৬/১৯৯৭ দ্বারা “বন্ড বা স্পেশাল বন্ড” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৪৮৮, তারিখ: ২৬/০৬/২০০৮ দ্বারা “প্রকৃত রপ্তানিকারকের” শব্দগুলির পরিবতে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-১৫০, তারিখ: ১২/০৬/১৯৯৭ দ্বারা “(ইউপি)” শব্দ ও বন্ধনীগুলির পর “ অথবা ইউটিলাইজেশন ডিক্লারেশন (ইউডি)” শব্দগুলি ও বন্ধনীগুলি সন্নিবেশিত।
মূসক এসআরও নং-১৫০, তারিখ: ১২/০৬/১৯৯৭ দ্বারা “(ইউপি)” শব্দ ও বন্ধনীগুলির পর “ অথবা ইউটিলাইজেশন ডিক্লারেশন (ইউডি)” শব্দগুলি ও বন্ধনীগুলি সন্নিবেশিত।
১০মূসক এসআরও নং-৪৮৮, তারিখ: ২৬/০৬/২০০৮ দ্বারা “প্রকৃত রপ্তানিকারকের” শব্দগুলির পরিবতে প্রতিস্থাপিত।
১১মূসক এসআরও নং-৪৮৮, তারিখ: ২৬/০৬/২০০৮ দ্বারা “প্রকৃত রপ্তানিকারকের” শব্দগুলির পরিবতে প্রতিস্থাপিত।
১২মূসক এসআরও নং-৪৮৮, তারিখ: ২৬/০৬/২০০৮ দ্বারা “প্রকৃত রপ্তানিকারক” শব্দগুলির পরিবতে প্রতিস্থাপিত।
১৩মূসক এসআরও নং-১৫০, তারিখ: ১২/০৬/১৯৯৭ দ্বারা “বন্ড বা স্পেশাল বন্ডে” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।

 

৩২ক। পশ্চাদ সংযোগ শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে শূন্য করহার ও প্রত্যর্পণের সুবিধা।

 [৩২ক। পশ্চাদ সংযোগ শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে শূন্য করহার ও প্রত্যর্পণের সুবিধা।― পশ্চাদ সংযোগ শিল্প প্রতিষ্ঠান, অতঃপর উক্ত শিল্প প্রতিষ্ঠান বলিয়া উল্লিখিত, কর্তৃক সরবরাহকৃত পণ্য বা প্রদত্ত সেবা নিম্নরূপ শর্তাধীনে আইনের ধারা ৩ এর উপ-ধারা (২) এর অধীনে রপ্তানিকৃত বলিয়া গণ্য করা যাইবে, যথাঃ
(ক)    উক্ত শিল্প প্রতিষ্ঠানকে ১০০% রপ্তানিমুখী বন্ডেড ওয়্যার হাউস বা স্পেশাল বন্ডেড ওয়্যার হাউস লাইসেন্সধারী প্রতিষ্ঠানের অনুকূলে পণ্য সরবরাহ বা সেবা প্রদান করিতে হইবে;
(খ)    উক্ত শিল্প প্রতিষ্ঠানের সরবরাহকৃত পণ্য বা প্রদত্ত সেবার অনুকূলে ইউটিলাইজেশন পারমিশন বা ইউটিলাইজেশন ডিক্ল্যারেশন থাকিতে হইবে এবং উহাতে অভ্যন্তরীণ ব্যাক টু ব্যাক ঋণপত্র কিংবা অভ্যন্তরীণ ঋণ পত্রের নম্বর ও তারিখ, উক্ত শিল্প প্রতিষ্ঠানের নিকট হইতে পণ্য বা সেবা গ্রহণকারী ব্যক্তির মূসক নিবন্ধন নম্বর, নাম ও ঠিকানাসহ উক্ত ব্যক্তির অনুকূলে ইস্যুকৃত অভ্যন্তরীণ ব্যাক টু ব্যাক ঋণপত্রের নম্বর ও তারিখ উল্লেখ থাকিতে হইবে;
(গ)    উক্ত ঋণপত্রসমূহ যে ব্যাংকের সেই ব্যাংক কর্তৃক সত্যায়িত ঋণপত্রের অনুলিপিসহ ইউটিলাইজেশন পারমিশন বা ইউটিলাইজেশন ডিক্ল্যারেশন সমূহ উক্ত শিল্প প্রতিষ্ঠানের দখলে থাকিতে হইবে;
(ঘ)    উক্ত শিল্প প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহকৃত পণ্য বা প্রদত্ত সেবার বিপরীতে প্রদত্ত করের প্রত্যর্পণ গ্রহণের ক্ষেত্রে আবেদনপত্রের সহিত দফা (খ) ও (গ) তে উল্লিখিত দলিলাদিসহ বৈদেশিক মুদ্রা প্রাপ্তির সনদপত্র, নিবন্ধনপত্রের ছায়ালিপি, পণ্য সরবরাহ বা সেবা প্রদানের বিপরীতে ফরম মূসক-১১ এ প্রদত্ত চালানপত্র, সরবরাহকৃত পণ্য বা প্রদত্ত সেবায় ব্যবহৃত উপকরণ আমদানির স্বপক্ষে বিল অব এন্ট্রির মূল কপি বা উপকরণের সরবরাহকারী কর্তৃক ফরম মূসক-১১ এ প্রদত্ত চালানপত্র ও উপস্থাপিত দলিল পত্রাদির সত্যতা বিষয়ে পঞ্চাশ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নামা দাখিল করিতে হইবে;
 (ঙ)    উক্ত শিল্প প্রতিষ্ঠান কর্তৃক দাখিলযোগ্য মাসিক দাখিলপত্র ফরম মূসক-১৯ এ এই বিধির আওতায় প্রাপ্ত সুবিধাদি সংক্রান্ত তথ্যাদি উল্লেখ করিতে হইবে এবং প্রতি জানুয়ারী ও জুলাই মাসে এতদসংক্রান্ত ষান্মাসিক বিবরণী স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ে দাখিল করিতে হইবে।]


মূসক এসআরও নং-১৯৫, তারিখ: ১৪/১২/১৯৯৮ দ্বারা বিধি ৩২ক এর পরিবর্তে নূতন বিধি ৩২ক প্রতিস্থাপিত।

 

৩৩। ডাকযোগে রপ্তানির ক্ষেত্রে প্রত্যর্পণ।

৩৩। ডাকযোগে রপ্তানির ক্ষেত্রে প্রত্যর্পণ।― ডাকযোগে পণ্য রপ্তানিকারী কোন নিবন্ধিত ব্যক্তি রপ্তানিকৃত পণ্য প্রস্তুতকরণে বা উৎপাদনে ব্যবহৃত উপকরণের ক্ষেত্রে কর প্রত্যর্পণ গ্রহণ করিতে চাহিলে তাহাকে  [ফরম] “মূসক-২৫” এ প্রদত্ত তথ্যের ঘোষণাপত্রের দ্বিতীয় অনুলিপি বৈদেশিক ডাকঘরে নিয়োজিত শুল্ক কর্তৃপক্ষ কর্তৃক প্রমাণীকরণপূর্বক দাখিলপত্র বা, প্রযোজ্য ক্ষেত্রে, প্রত্যর্পণ আবেদনপত্রের সহিত সংযুক্ত করিতে হইবে।


মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা “ফর্ম” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।

৩৪। বিদেশগামী কোন যানবাহনে বাংলাদেশের বাহিরে ভোগের জন্য সরবরাহকৃত খাদ্য ও অন্যান্য সামগ্রীর ক্ষেত্রে প্রত্যর্পণ।

৩৪। বিদেশগামী কোন যানবাহনে বাংলাদেশের বাহিরে ভোগের জন্য সরবরাহকৃত খাদ্য ও অন্যান্য সামগ্রীর ক্ষেত্রে প্রত্যর্পণ।― কোন নিবন্ধিত ব্যক্তি কর্তৃক কোন বিদেশগামী যানবাহনে বাংলাদেশের বাহিরে ভোগের জন্য সরবরাহকৃত খাদ্য ও অন্যান্য সামগ্রীকে রপ্তানিকৃত বলিয়া গণ্য করা হইবে এবং উক্ত নিবন্ধিত ব্যক্তি উক্তরূপে সরবরাহকৃত খাদ্য ও অন্যান্য সামগ্রীতে ব্যবহৃত উপকরণের ক্ষেত্রে কর প্রত্যর্পণ গ্রহণ করিতে চাহিলে তাহাকে সংশ্লিষ্ট যানবাহন কর্তৃপক্ষের সহিত স্বাক্ষরিত চুক্তির অনুলিপি, ক্রয় আদেশ ও বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ও উড়োজাহাজ ব্যতীত অন্যান্য সকল বিদেশগামী যানবাহনের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রায় মূল্য প্রাপ্তির প্রমাণপত্র স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ে পেশকৃত দাখিলপত্র বা, প্রযোজ্য ক্ষেত্রে, প্রত্যর্পণের আবেদনপত্রের সহিত সংযুক্ত করিতে হইবে।

৩৪ক। ফেরৎ (Refund) প্রদান।

 [৩৪ক।  [ফেরৎ] (Refund) প্রদান।― (১) আইনের ধারা ৬৭ অনুযায়ী অসাবধানতাবশতঃ, ভুলবশতঃ বা ভুল ব্যাখ্যার কারণে বা অন্য কোন কারণে পরিশোধিত বা অধিক পরিশোধিত বলিয়া দাবীকৃত মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বা টার্নওভার করের  [ফেরৎ] দাবীর ক্ষেত্রে আবেদনকারীকে উক্ত কর পরিশোধের  [ছয়] মাসের মধ্যে ফরম  [টিআর-৩১] এ তিন প্রস্থে একটি  [ফেরৎ] দাবী সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তা বা শুল্ক ভবনের কমিশনার বা তাঁহার নিকট হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত সহকারী কমিশনার পদমর্যাদার নিম্নে নহেন এইরূপ কোন কর্মকর্তার নিকট দাখিল করিতে হইবে [:
    তবে শর্ত থাকে যে, যদি কোনো দাবী দাখিলের সময় তাৎক্ষণিকভাবে ফরম  [টিআর-৩১] পাওয়া না যায়, তাহা হইলে উক্ত ফরমের পরিবর্তে সাদা কাগজে আবেদনপত্র দাখিল করা যাইবে এবং উক্তরূপে আবেদনপত্র দাখিলের পরবর্তী ১৫ (পনের) দিনের মধ্যে আবেদনকারী কর্তৃক উক্ত ফরম যথাযথভাবে পূরণ ও দাখিলপূর্বক উহা নিয়মিতকরণ করিতে হইবে।]
[(২) বিভাগীয় কর্মকর্তা উপ-বিধি (১) এর অধীন দাখিলকৃত ফেরত দাবির যথার্থতা সম্পর্কে এবং দাবিকৃত অর্থ প্রকৃতপক্ষে ট্রেজারিতে জমা হইয়াছে কিনা উহা যাচাই পূর্বক উহার সত্যতা সম্পর্কে নিশ্চিত হইয়া ফেরত দাবিটি অনুমোদন করিবেন, ফেরত অনুমোদনকারী কর্মকর্তা অতঃপর উক্ত ফেরত বিল প্রাক-নিরীক্ষার উদ্দেশ্যে কমিশনারের কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট প্রেরণ করিবেন, প্রাক-নিরীক্ষায় বিলটি যথাযথ বিবেচিত হইলে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উহা প্রতিস্বাক্ষরপূর্বক বিলের এক প্রস্থ অফিস রেকর্ডের জন্য সংরক্ষণ করিয়া এক প্রস্থ যে স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ের রাজস্ব বিবরণীতে ফেরত দাবিকৃত রাজস্ব প্রদর্শিত হইয়াছে সেই স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ের রাজস্ব কর্মকর্তার নিকট প্রেরণ করিবেন এবং এক প্রস্থ সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তার নিকট প্রেরণ করিবেন, রাজস্ব কর্মকর্তা তাঁর দপ্তরের রাজস্ব বিবরণীতে ঋণাÍক সমন্বয় করিয়া ফেরত বিলটি উক্ত রাজস্ব কর্মকর্তার এলাকা সংশ্লিষ্ট জেলার হিসাব রক্ষণ কর্মকর্তা বা প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার নিকট প্রেরণ করিবেন:
তবে শর্ত থাকে যে, ফেরত দাবির আবেদনপত্র প্রাপ্তির ৯০(নব্বই) দিনের মধ্যে উহা নিষ্পত্তি করিতে হইবে;
(২ক) আমদানি পর্যায়ে প্রদত্ত মূল্য সংযোজন কর ফেরত দাবির ক্ষেত্রে
Customs Act, 1969 Gi section 33 এবং তদধীন প্রণীত বিধান অনুসরণ করিতে হইবে।]
(৩) অনুমোদিত ১০[ফেরৎ] বিলের যথাযথ হিসাব সংরক্ষণের উদ্দেশ্যে অনুমোদনকারী কর্মকর্তার অধীন সংশ্লিষ্ট শাখা এতদ্বিষয়ে একটি রেজিষ্টার সংরক্ষণ করিবে।
১১[(৪) এই বিধিতে যাহা কিছুই থাকুক না কেন, স্থানীয় পর্যায়ে যে ক্ষেত্রে ফেরত দাবীকৃত অর্থ সংশ্লিষ্ট নিবন্ধিত ব্যক্তি কর্তৃক চলতি হিসাবে  ১২[অথবা দাখিলপত্রে] সমন্বয়ের বিধান ও সুযোগ রহিয়াছে সেই ক্ষেত্রে উক্তরূপ ফেরত দাবী অনুমোদনযোগ্য হইবে না।]
(৫) এই বিধির অধীন  ১৩[ফেরৎ] কার্যক্রমের ক্ষেত্রে বাংলাদেশ ট্রেজারী রুলস এর সংশ্লিষ্ট বিধি প্রযোজ্য হইবে।]


মূসক এসআরও নং-১৫০, তারিখ: ১২/০৬/১৯৯৭ দ্বারা নূতন বিধি ৩৪ক সন্নিবেশিত।
মূসক এসআরও নং-৩৭০, তারিখ: ১২/০৬/২০০৩ দ্বারা উপান্তটীকায় “রিফান্ড” শব্দের পরিবর্তে “ফেরৎ” শব্দ প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৩৭০, তারিখ: ১২/০৬/২০০৩ দ্বারা “রিফান্ড” শব্দের পরিবর্তে “ফেরৎ” শব্দ প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৩৪০, তারিখ: ০৬/০৬/২০০২ দ্বারা “চার” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৩৮৬, তারিখ: ০১/০৭/২০০৩ দ্বারা “টিআর-৪১” শব্দগুলি, চিহ্ন এবং সংখ্যার পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৩৭০, তারিখ: ১২/০৬/২০০৩ দ্বারা “রিফান্ড” শব্দের পরিবর্তে “ফেরৎ” শব্দ প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৩৭০, তারিখ: ১২/০৬/২০০৩ দ্বারা “দাঁড়ি” এর পরিবর্তে “কোলন” প্রতিস্থাপিত এবং অতঃপর নূতন শর্তাংশ সন্নিবেশিত।
মূসক এসআরও নং-৩৮৬, তারিখ: ০১/০৭/২০০৩ দ্বারা “টিআর-৪১” শব্দগুলি, চিহ্ন এবং সংখ্যার পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-১৭৯, তারিখ: ০৭/০৬/২০১২ দ্বারা  উপ-বিধি (২) ও (২ক) প্রতিস্থাপিত।
১০মূসক এসআরও নং-৩৭০, তারিখ: ১২/০৬/২০০৩ দ্বারা “রিফান্ড” শব্দের পরিবর্তে “ফেরৎ” শব্দ প্রতিস্থাপিত।
১১মূসক এসআরও নং-৫৯৬, তারিখ: ০৯/০৬/২০১১ দ্বারা উপ-বিধি (৪) এর পরিবর্তে নূতন উপ-বিধি (৪) প্রতিস্থাপিত।
১২মূসক এসআরও নং-১৭৯, তারিখ: ০৭/০৬/২০১২ দ্বারা “চলতি হিসাবে” শব্দগুলির পর “অথবা দাখিলপত্রে” শব্দগুলি সন্নিবেশিত।
১৩মূসক এসআরও নং-৩৭০, তারিখ: ১২/০৬/২০০৩ দ্বারা “রিফান্ড” শব্দের পরিবর্তে “ফেরৎ” শব্দ প্রতিস্থাপিত।

 

৩৪খ। সরকারের নিকট পাওনা সমন্বয়।

 [৩৪খ। সরকারের নিকট পাওনা সমন্বয়।[(১) চলতি হিসাব সংরক্ষণের বাধ্যবাধকতা নাই এমন কোনো নিবন্ধিত ব্যক্তি কর্তৃক কোনো কর মেয়াদের দাখিলপত্রে সকল পাওনা সমন্বয়ের পরও তাহার নীট প্রদেয় কর ঋণাত্মক হইলে, তিনি অবশিষ্ট পাওনা পরবর্তী কর মেয়াদের প্রদেয় করের সাথে সমন্বয়ের সুযোগ পাইবেন।]
(২) উপ-বিধি (১) এর বিধান মতে পরবর্তী কর মেয়াদে প্রদেয় করের সাথে পূর্বে প্রদেয় কর সমন্বয় করার পরও যদি প্রদেয় কর ঋণাত্মক হয় তাহা হইলে তৎপরবর্তী কর মেয়াদসমূহে তাহা সমন্বয় করা যাইবে।
(৩) উপ-বিধি (১) ও (২) এর বিধান মতে পর পর ১২ (বার)টি কর মেয়াদে ঋণাত্মক কর সমন্বয় করিবার পরও প্রদেয় কর ঋণাত্মক হইলে করদাতা সঞ্চিত ঋণাত্মক কর নিম্নরূপভাবে সমন্বয় বা ফেরত গ্রহণ করিতে পারিবেন; যথা:-
(ক)     অতিরিক্ত টাকার পরিমাণ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) এর কম হইলে তাহা ফেরত এর পরিবর্তে পরবর্তী কর মেয়াদে সমন্বিত হইতে থাকিবে;
(খ)     সঞ্চিত ঋণাত্মক কর ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা বা তদূর্ধ্ব হইলে করদাতা নির্ধারিত ফরমে বিভাগীয় কর্মকর্তার নিকট ফেরত দাবি করিতে পারিবেন।
(৪) এই আইনের অধীন প্রাপ্ত তথ্য পর্যালোচনায় আবেদনকারীর নিকট সরকারের কোনো পাওনা নাই মর্মে নিশ্চিত হইয়া বিভাগীয় কর্মকর্তা ৬০ (ষাট) দিনের মধ্যে সুনির্দিষ্ট পরিমাণ অর্থ ফেরত প্রদানের জন্য কমিশনার বরাবরে সুপারিশ করিতে পারিবেন অথবা তাহার বিবেচনায় ফেরত প্রদান সম্ভব না হইলে তাহাও কমিশনারকে লিখিতভাবে অবহিত করিবেন।
(৫) কমিশনার সঞ্চিত ঋণাত্মক কর পরবর্তী ৩০ (ত্রিশ) দিবসের মধ্যে আবেদনকারীকে ফেরত প্রদান করিবেন বা ফেরত প্রদান সম্ভব না হইলে তাহা আবেদনকারীকে লিখিতভাবে অবহিত করিবেন।]


মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা নূতন বিধি ৩৪খ সন্নিবেশিত।
মূসক এসআরও নং-৫৬৪, তারিখ: ৩০/০৬/২০১০ দ্বারা উপ-বিধি (১) এর পরিবর্তে নূতন উপ-বিধি (১) প্রতিস্থাপিত।

 

 

৩৫। বাজেয়াপ্তিকরণ ও অর্থদন্ড আরোপ।

৩৫। বাজেয়াপ্তিকরণ ও অর্থদন্ড আরোপ।― কোন নিবন্ধিত ব্যক্তি এই বিধিমালার যে কোন বিধান লঙ্ঘন করিলে,  [*] সংশ্লিষ্ট পণ্য সরবরাহ বা সেবা প্রদানের উপর প্রদেয় মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্কের  [অন্যূন অর্ধেক পরিমাণ এবং অন–র্ধ্ব সমপরিমাণ] পরিমাণ অর্থদন্ডে দন্ডনীয় হইবেন এবং উক্ত লঙ্ঘন সম্পর্কিত পণ্য বা সেবা (প্রযোজ্য ক্ষেত্রে) সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হইবে  [:]
“তবে শর্ত থাকে যে, যেক্ষেত্রে কোনো রাজস্ব ফাঁকি হয় নাই সেক্ষেত্রে অন্যূন ৫(পাঁচ) হাজার টাকা এবং অন–র্ধ্ব ১০(দশ) হাজার টাকা অর্থদন্ডে দন্ডনীয় হইবে।”]


মূসক এসআরও নং-২১২, তারিখ: ১০/০৬/১৯৯৯ দ্বারা “পঁচিশ হাজার টাকা অথবা” শব্দগুলি বিলুপ্ত।
মূসক এসআরও নং-১৭৯, তারিখ: ০৭/০৬/২০১২ দ্বারা “অন–্যন সমপরিমাণ এবং অনুর্ধ্ব আড়াই গুণ” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-১৭৯, তারিখ: ০৭/০৬/২০১২ দ্বারা প্রান্তস্থিত “দাড়ি” এর পরিবর্তে “কোলন” প্রতিস্থাপিত এবং শর্ত সংযোজিত।

 

৩৬। বাজেয়াপ্তকৃত পণ্য সরকারের উপর বর্তাইবে।

৩৬। বাজেয়াপ্তকৃত পণ্য সরকারের উপর বর্তাইবে।―  [আইন] এই বিধিমালার অধীনে বাজেয়াপ্তকৃত পণ্য অবিলম্বে সরকারের উপর বর্তাইবে এবং উক্তরূপ বাজেয়াপ্তি আদেশ প্রদানকারী কর্মকর্তা বাজেয়াপ্তকৃত পণ্য গ্রহণ করিবেন এবং দখলে লইবেন।


মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা “অধ্যাদেশ” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।

 

৩৭। বাজেয়াপ্তকৃত পণ্যের ব্যবস্থাপনা।

৩৭। বাজেয়াপ্তকৃত পণ্যের ব্যবস্থাপনা।― যে পণ্য বাজেয়াপ্ত হইয়াছে এবং যে পণ্যের ক্ষেত্রে বাজেয়াপ্তির পরিবর্তে জরিমানা প্রদানের সুযোগ উক্তরূপ বাজেয়াপ্তির তারিখ হইতে তিন মাসের মধ্যে গ্রহণ করা হয় নাই, সেই পণ্য প্রকাশ্য নিলাম বা দরপত্র গ্রহণের মাধ্যমে বিক্রয় বা বোর্ড কর্তৃক নির্দেশিত অন্য কোন পন্থায়  [কমিশনার] ব্যবস্থাপনা করিতে পারিবেন।


মূসক এসআরও নং-১১৭, তারিখ: ১৫/০৬/১৯৯৫ দ্বারা “কালেক্টর” শব্দটির পরিবর্তে প্রতিস্থাপিত।

৩৮। আদেশ বা বিজ্ঞপ্তি বা ব্যাখ্যা বা পরিপত্র জারির ক্ষমতা।

 [৩৮। আদেশ বা বিজ্ঞপ্তি বা ব্যাখ্যা বা পরিপত্র জারির ক্ষমতা।― এই বিধিমালা হইতে উদ্ভূত যে কোন বিষয়ে বোর্ড বা কমিশনার বা পরিদপ্তরের মহাপরিচালক সময় সময় স্ব স্ব এখতিয়ারভুক্ত বিষয় সম্পর্কে আদেশ বা বিজ্ঞপ্তি বা ব্যাখ্যা বা পরিপত্র জারি করিতে পারিবেন।]


মূসক এসআরও নং-১৭৫, তারিখ: ১১/০৬/১৯৯৮ দ্বারা বিধি ৩৮ এর পরিবর্তে নূতন বিধি ৩৮ প্রতিস্থাপিত।