Rules-1991

Displaying 31-40 of 55 results.

২১। আইন প্রবর্তনকালে মজুদ উপকরণের উপর প্রদত্ত কর রেয়াত।

২১।  [আইন] প্রবর্তনকালে মজুদ উপকরণের উপর প্রদত্ত কর রেয়াত।― (১) বাংলাদেশে মূল্য সংযোজন কর  [আইন] বলবৎ হওয়ার তারিখে নিবন্ধিত ব্যক্তির নিকট আবগারী শুল্ক বা বিক্রয় কর পরিশোধিত উপকরণের মজুদ থাকিলে অথবা মূল্য সংযোজন কর  [আইন] প্রবর্তনের পরবর্তী কোন তারিখে নূতনভাবে মূল্য সংযোজন করের আওতায় আনীত কোন পণ্য উৎপাদনে ব্যবহৃতব্য উপকরণের মজুদ থাকিলে তিনি, তাহার [দুই মাসের] গড় মজুদ উপকরণের মূল্যের বা প্রকৃত মজুদের মূল্যের, যাহাই কম হউক না কেন,  [দশ শতাংশ] পরিমাণ অর্থ উপকরণ কর রেয়াত হিসেবে গ্রহণ করিতে পারিবেন।

[ব্যাখ্যা।― উক্তরূপ দুই মাসের গড় মজুদের মূল্য নিম্নবর্ণিত পদ্ধতিতে, যাহাই প্রযোজ্য হয়, নির্ণিত হইবে:-
(ক)    ১লা জুলাই, ১৯৯১ এর অব্যবহিত পূর্বের তিন মাসে ব্যবহৃত বিক্রয় কর বা আবগারী শুল্ক পরিশোধিত উপকরণের মূল্যের মাসিক গড়ের ভিত্তিতে; বা
(খ)    দফা (ক) তে বর্ণিত সময়কালে নিবন্ধিত ব্যক্তি পণ্য উৎপাদনে বা প্রস্তুতকরণে নিয়োজিত না থাকিলে সর্বশেষ পূর্ণ তিন মাসে ব্যবহৃত বিক্রয় কর বা আবগারী শুল্ক পরিশোধিত উপকরণের মূল্যের মাসিক গড়ের ভিত্তিতে; বা
(গ)    নিবন্ধিত ব্যক্তি তিন মাসের কম সময়ের জন্য পণ্য উৎপাদনে বা প্রস্তুতকরণে নিয়োজিত থাকিলে পূর্ণ দুই মাসে ব্যবহৃত বিক্রয় কর বা আবগারী শুল্ক পরিশোধিত উপকরণের মূল্যের ভিত্তিতে; বা
(ঘ)    প্রকৃত মজুদ উপরে বর্ণিত যে কোন পদ্ধতিতে নির্ণীত দুই মাসের গড় মজুদের চাইতে কম হইলে বিক্রয় কর বা আবগারী শুল্ক পরিশোধিত প্রকৃত মজুদ উপকরণ মূল্যের ভিত্তিতে; এবং
(ঙ)    মজুদ উপকরণের মূল্য হইবে বিক্রয় কর পরিশোধিত উপকরণের ক্ষেত্রে যে মূল্যের ভিত্তিতে বিক্রয় কর প্রদান করা হইয়াছে এবং আবগারী শুল্ক পরিশোধিত উপকরণের  ক্ষেত্রে যে মূল্যের ভিত্তিতে আবগারী শুল্ক প্রদান করা হইয়াছে, সেই মূল্য।]

(২) মজুদ উপকরণের ক্ষেত্রে কর রেয়াত পাওয়ার অধিকারী নিবন্ধিত ব্যক্তিকে  [ফরম] “মূসক-১৫” এ মজুদ উপকরণ সংক্রান্ত ঘোষণাপত্রের দুইটি অনুলিপি  [আইন] বলবৎ হওয়ার তারিখের বা  [আইন] প্রবর্তনের পরবর্তী যে কোন তারিখে নূতনভাবে মূল্য সংযোজন করের আওতায় আনীত পণ্যের ক্ষেত্রে উক্ত তারিখের সাত দিনের মধ্যে স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ে জমা দিতে হইবে এবং  ১০[রাজস্ব কর্মকর্তা] প্রয়োজনীয় অনুসন্ধানপূর্বক ঘোষণাপত্রে উল্লিখিত মজুদের যথার্থতা যাচাই করিয়া বিভাগীয় কর্মকর্তার নিকট সুপারিশ করিবেন এবং নিবন্ধিত ব্যক্তিকে উক্ত ঘোষণাপত্রের একটি অনুলিপি প্রদান করিবেন এবং নিবন্ধিত ব্যক্তি উক্ত সুপারিশের ভিত্তিতে প্রাথমিকভাবে রেয়াতযোগ্য পরিমাণ অর্থ উৎপাদ করের বিপরীতে রেয়াত গ্রহণ করিতে পারিবেন।
(৩) বিভাগীয় কর্মকর্তা উপ-বিধি (২) এ বর্ণিত সুপারিশের ভিত্তিতে তাহার বিবেচনায় যথাযথ যাচাই ও পরীক্ষা নিরীক্ষার ভিত্তিতে রেয়াতের চূড়ান্ত পরিমাণ নির্ধারণ করিবেন এবং এই চূড়ান্ত পরিমাণের সহিত উপ-বিধি (২) অনুযায়ী সুপারিশকৃত পরিমাণের কোন তারতম্য হইলে চলতি হিসাবে ও দাখিল পত্রে প্রয়োজনীয় সমন্বয় সাধনের নির্দেশ দিবেন।


মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩  দ্বারা নূতন উপ-বিধি (৬) সংযোজিত।
মূসক এসআরও নং-৪৭০, তারিখ: ২৭/০৭/২০০৭ দ্বারা নূতন উপ-বিধি (৭) সংযোজিত।
মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা বিলুপ্ত।
মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা “অধ্যাদেশ” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা “অধ্যাদেশ” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা “অধ্যাদেশ” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৩৫, তারিখ: ০১/১০/১৯৯১ দ্বারা “এক মাসের” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৩৫, তারিখ: ০১/১০/১৯৯১ দ্বারা “আট শতাংশ” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৩৫, তারিখ: ০১/১০/১৯৯১ দ্বারা উপ-বিধি (১) এর শেষে নূতন ব্যাখ্যা সন্নিবেশিত।
১০মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা “ফর্ম” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
১১মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা “অধ্যাদেশ” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
১২মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা “অধ্যাদেশ” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
১৩মূসক এসআরও নং-৫৬৪, তারিখ: ৩০/০৬/২০১০ দ্বারা “সুপারিনটেনডেন্ট” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।

 

 

২২। হিসাবরক্ষণ।

২২। হিসাবরক্ষণ।― (১) যে কোন নিবন্ধিত ব্যক্তিকে তাহার পণ্য প্রস্তুতকরণ বা উৎপাদনস্থল  [বা ব্যবসায়স্থল] বা সেবা প্রদানের স্থানে নিম্নবর্ণিত পুস্তকসমূহ, যাহাই প্রযোজ্য হয়, যথাযথভাবে সংরক্ষণ করিতে হইবে, যথা:-

[(ক)     ক্রয় হিসাব পুস্তক।― এই পুস্তকে করযোগ্য ও অব্যাহতিপ্রাপ্ত পণ্য বা সেবার ক্রয়-সংশ্লিষ্ট তথ্যাবলী ফরম “মূসক-১৬”-এ লিপিবদ্ধ করিতে হইবে;
(খ)    বিক্রয় হিসাব পুস্তক।― এই পুস্তকে করযোগ্য ও অব্যাহতিপ্রাপ্ত পণ্য সরবরাহ বা সেবা প্রদান বা উক্তরূপ পণ্য বা সেবা রপ্তানি-সংশ্লিষ্ট তথ্যাবলী ফরম “মূসক-১৭”-এ লিপিবদ্ধ করিতে হইবে;]
[(গ)    চালানপত্র পুস্তকে ফরম “মূসক-১১” এবং প্রযোজ্য ক্ষেত্রে “মূসক-১১ক” বা “মূসক-১১গ” বা “মূসক-১১ঘ” অনুযায়ী মুদ্রিত চালানপত্রসমূহ বাঁধানো অবস্থায় এমনভাবে সংরক্ষণ করিতে হইবে, যাহাতে ইহার কোন পাতা, না ছিঁড়িয়া, অপসারণ করা যায় না এবং চালানপত্রসম–হে ক্রমানুসারে সংখ্যা মুদ্রিত করিতে হইবে; এবং”
(ঘ)    চলতি হিসাব পুস্তক।― এই পুস্তকে  [ফরম] “মূসক-১৮” অনুযায়ী লেনদেনের বর্ণনা, প্রদেয় উৎপাদ কর, ট্রেজারীতে জমা প্রদান ও রেয়াতযোগ্য উপকরণ কর এর পরিমাণ ও এতদসংশ্লিষ্ট তথ্যাদি লিপিবব্ধ করিতে হইবে এবং  [ট্রেজারী চালানের মাধ্যমে  [*] ট্রেজারীতে] সময় সময় এমন পরিমাণ অর্থ জমা প্রদান করিতে হইবে যাহাতে যে কোন সময় উক্ত জমাকৃত অর্থের এবং প্রদত্ত উপকরণ কর বাবদ প্রাপ্য রেয়াতের সমষ্টির দ্বারা প্রদেয় উৎপাদ কর পরিশোধ করা যায়  [;
উল্লিখিত পদ্ধতিতে অর্থ জমা প্রদানের বিপরীতে প্রাপ্ত মূল ট্রেজারী চালান [উহা প্রাপ্তির পরবর্তী  [তিন কার্যদিবসের] মধ্যে] নিবন্ধিত ব্যক্তি সংশ্লিষ্ট ১০[রাজস্ব কর্মকর্তার] দপ্তরে প্রেরণ করিবেন।]
১১[(ঙ)     বিলুপ্ত]
১২[(চ)     বিলুপ্ত]

 ১৩[(১ক) উপ-বিধি (১) এ বর্ণিত হিসাব রক্ষণ সংক্রান্ত পুস্তকসমূহ উক্ত উপ-বিধিতে বিধৃত বিধান সত্ত্বেও, কোন নিবন্ধিত ব্যক্তির আবেদনের ভিত্তিতে হিসাবের কম্পিউটার মুদ্রিত কপি সংরক্ষণের শর্তে ও  ১৪[কমিশনার] কর্তৃক নির্ধারিত অন্য কোন শর্তে, ১৫[কমিশনার] উক্ত ব্যক্তির পণ্য প্রস্তুতকরণ বা উৎপাদনস্থল বা ব্যবসায়স্থল বা সেবা প্রদানের স্থানে উহার হিসাব কম্পিউটারের মাধ্যমে রক্ষণের অনুমতি প্রদান করিতে পারিবে।]
 ১৬[(১খ) চুক্তিভিত্তিক পণ্য উৎপাদনকারী একই প্রাঙ্গণে মূল্য সংযোজন কর আরোপযোগ্য অন্য কোনো পণ্য উৎপাদন করিলে তিনি চুক্তি ভিত্তিক উৎপাদিত পণ্য এবং নিজস্ব উৎপাদিত পণ্যের জন্য আইনের বিধান অনুযায়ী পৃথক হিসাব সংরক্ষণ করিবেন।]
(২) যে কোন নিবন্ধিত ব্যক্তিকে তৎকর্তৃক পণ্য প্রস্তুতকরণ বা উৎপাদন বা সেবা প্রদানে ব্যবহৃত কাঁচামাল, সেবা, যন্ত্রপাতি বা যন্ত্রাংশ বা তৎকর্তৃক পরিশোধিত কোন বিল বা ট্রেজারীতে জমাকৃত কোন অর্থের হিসাব বা প্রস্তুতকৃত বা উৎপাদিত পণ্য সংক্রান্ত হিসাব এমনভাবে সংরক্ষণ করিতে হইবে যাহাতে উহা সহজে নিরীক্ষা করা যায়।
১৭[(৩) উপ-বিধি (১), (১ক), (১খ) ও (২) এ যাহা কিছুই থাকুক না কেন, জাতীয় রাজস্ব বোর্ড, যে কোন পণ্য বা পণ্য শ্রেণী বা সেবার হিসাব সংরক্ষণ, চালানপত্র ইস্যু ইত্যাদি ক্ষেত্রে  [ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার বা কম্পিউটার বা অন্য কোন ইলেকট্রনিক যন্ত্রপাতি বা সফট্্ওয়্যার] ব্যবহারের জন্য আদেশ জারি করিতে পারিবে।]


মূসক এসআরও নং-১২৮, তারিখ: ২৮/০৭/১৯৯৬ দ্বারা “উৎপাদনস্থল” শব্দটির পর “বা ব্যবসায়স্থল” শব্দগুলি সন্নিবেশিত।
মূসক এসআরও নং-১৫০, তারিখ: ১২/০৬/১৯৯৭ দ্বারা উপ-বিধি (১) এর দফা (ক) ও (খ) এর পরিবর্তে নূতন দফা (ক) ও (খ) প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-১৭৯, তারিখ: ০৬/০৬/২০১২ দ্বারা দফা (গ) এর পরিবর্তে নিুরূপ দফা (গ) প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা “ফর্ম” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা “ট্রেজারী চালানের মাধ্যমে ট্রেজারীতে” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৫৬৪, তারিখ: ৩০/০৬/২০১০ দ্বারা “মূল্য সংযোজন করের ক্ষেত্রে, ১/১১৩৩/০০০০/০৩১১ এবং পণ্যের উপর সম্পূরক শুল্কের ক্ষেত্রে, ১/১১৩৩/০০০০/০৭১১ এবং সেবার উপর সম্পূরক শুল্কের ক্ষেত্রে ১/১১৩৩/০০০০/০৭২১ খাতে” শব্দ, চিহ্ন ও সংখ্যাগুলি বিলুপ্ত।
মূসক এসআরও নং-১১৭, তারিখ: ১৫/০৬/১৯৯৫ দ্বারা দফা (ঘ) এর শেষ প্রান্তস্থিত দাঁড়ির পরিবর্তে সেমিকোলন প্রতিস্থাপিত এবং তৎপর নতুন বাক্যাংশ সংযোজিত।
মূসক এসআরও নং-৪০৮, তারিখ: ১০/০৬/২০০৪ দ্বারা “উহা প্রাপ্তির দিন বা পরবর্তী কার্যদিবসের মধ্যে” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৪৭০, তারিখ: ২৭/০৭/২০০৭ দ্বারা “দুই কার্যদিবসের” শব্দগুলি পরিবর্তে প্রতিস্থাপিত।
১০মূসক এসআরও নং-৫৬৪, তারিখ: ৩০/০৬/২০১০ দ্বারা “সুপারিনটেনডেন্টের” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
১১মূসক এসআরও নং-২৬৫, তারিখ: ০৮/০৬/২০০০ দ্বারা দফা (ঙ) বিলুপ্ত।
১২মূসক এসআরও নং-১৫০, তারিখ: ১২/০৬/১৯৯৭ দ্বারা দফা (চ) বিলুপ্ত।
১৩মূসক এসআরও নং-৩৭০, তারিখ: ১২/০৬/২০০৩ দ্বারা নূতন উপ-বিধি (১ক) সন্নিবেশিত।
১৪মূসক এসআরও নং-৪৭০, তারিখ: ২৭/০৭/২০০৭ দ্বারা “বোর্ড” শব্দটির পরিবর্তে প্রতিস্থাপিত।
১৫মূসক এসআরও নং-৪৭০, তারিখ: ২৭/০৭/২০০৭ দ্বারা “বোর্ড” শব্দটির পরিবর্তে প্রতিস্থাপিত।
১৬মূসক এসআরও নং-৪৭০, তারিখ: ২৭/০৭/২০০৭ দ্বারা নূতন উপ-বিধি (১খ) সন্নিবেশিত।
১৭মূসক এসআরও নং-৪৮৩, তারিখ: ১৯/১১/২০০৭ দ্বারা নূতন উপ-বিধি (৩) সংযোজিত।

 

 

২৩। কর পরিশোধ।

২৩। কর পরিশোধ।―  [(১) যেকোনো নিবন্ধিত ব্যক্তি কর্তৃক পণ্য বা সেবা সরবরাহের ক্ষেত্রে আইনের ধারা ৩ বা, প্রযোজ্য ক্ষেত্রে, ধারা ৩ ও ধারা ৭ অনুযায়ী প্রদেয় কর অথবা অন্য যেকোনো সরকারি পাওনা, যথাক্রমে বিধি ২২ এ বর্ণিত চলতি হিসাবে সমন্বয় এবং বিধি ২৪ এর উপ-বিধি (৩) এ বর্ণিত দাখিলপত্র পেশ করার পূর্বে সংশ্লিষ্ট কর মেয়াদে প্রদেয় উৎপাদ কর বা অন্য যেকোনো সরকারি পাওনা হইতে রেয়াতযোগ্য উপকরণ কর বাদ দিয়া নীট পরিমাণ অর্থ ট্রেজারিতে জমা প্রদানপূর্বক পরিশোধ করিতে হইবে।]
(২) যে কোন পণ্যের চালান পণ্য প্রস্তুতকরণ বা উৎপাদনস্থল  [বা ব্যবসায়স্থল] হইতে অপসারণের পূর্বে নিবন্ধিত ব্যক্তি উহার ক্ষেত্রে প্রদেয় করের পরিমাণ নির্ধারণ করিবেন এবং পণ্য অপসারণকালে চলতি হিসাবে প্রয়োজনীয় সমন্বয় সাধনের মাধ্যমে কর পরিশোধ করিবেন এবং এই লক্ষ্যে তাহার চলতি হিসাবে পর্যাপ্ত জের থাকিতে হইবে  [:
    তবে শর্ত থাকে যে, যে সরবরাহের ক্ষেত্রে ফরম “মূসক-১১ক” প্রযোজ্য হয়, সেক্ষেত্রে “করসহ মূল্য” কে ৩/২৩ দ্বারা গুণ করিয়া প্রদেয় কর নির্ণয় করিতে হইবে এবং সম্পূর্ণ দিবসের সরবরাহ শেষে একবার চলতি হিসাব “মূসক-১৮” সমন্বয় করিতে হইবে।]
 [(৩) যে ক্ষেত্রে পণ্যের সরবরাহকারী বা সেবা প্রদানকারী কর্তৃক পণ্য সরবরাহ বা সেবা প্রদানের বিপরীতে প্রদত্ত চালানপত্রে মূল্য সংযোজন করের পরিমাণ আলাদাভাবে প্রদর্শিত হইবে সে ক্ষেত্রে ধারা ৫-এর উপ-ধারা (২) বা উপ-ধারা (৪) এ বর্ণিত মূল্য, মূল্য সংযোজন কর নিরূপণের মূল্যভিত্তি হিসাবে পরিগণিত হইবে।
(৪) যে ক্ষেত্রে পণ্যের সরবরাহকারী বা সেবা প্রদানকারী কর্তৃক পণ্য সরবরাহ বা সেবা প্রদানের বিপরীতে প্রদত্ত চালানপত্রে মূল্য সংযোজন করের পরিমাণ আলাদাভাবে প্রদর্শিত হইবে না সে ক্ষেত্রে প্রাপ্য বা প্রাপ্ত মূল্য সংযোজন করের পরিমাণসহ সর্বমোট বিক্রয় মূল্য (এৎড়ংং ঝধষব) কে ১৫/১১৫ দ্বারা গুণন পূর্বক প্রদেয় মূল্য সংযোজন করের পরিমাণ নিরূপণ করিতে হইবে।]


মূসক এসআরও নং-৫৯৬, তারিখ: ০৯/০৬/২০১১ দ্বারা “ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার বা কম্পিউটার বা অন্য কোন ইলেকট্রনিক যন্ত্রপাতি” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৫৬৪, তারিখ: ৩০/০৬/২০১০ দ্বারা উপ-বিধি (১) এর পরিবর্তে নূতন উপ-বিধি (১) প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-১২৮, তারিখ: ২৮/০৭/১৯৯৬ দ্বারা “উৎপাদনস্থল” শব্দটির পর “বা ব্যবসায়স্থল” শব্দগুলি সন্নিবেশিত।
মূসক এসআরও নং-১৪০, তারিখ: ০৩/১১/১৯৯৬ দ্বারা দাঁড়ির পরিবর্তে কোলন প্রতিস্থাপিত এবং তৎপর নূতন শর্তাংশ সংযোজিত।
মূসক এসআরও নং-১১৭, তারিখ: ১৫/০৬/১৯৯৫ দ্বারা নূতন উপ-বিধি (৩) ও (৪) সংযোজিত।

 

 

২৪। দাখিলপত্র পেশকরণ।

২৪। দাখিলপত্র পেশকরণ।― (১) প্রত্যেক করযোগ্য  [পণ্যের প্রস্তুতকারক বা উৎপাদক বা ব্যবসায়ী] বা করযোগ্য সেবা প্রদানকারীকে প্রতিটি কর মেয়াদের জন্য  [ফরম] “মূসক-১৯” এ দাখিলপত্রের দুইটি অনুলিপি কর মেয়াদ পরবর্তী মাসের  [১৫(পনের) তারিখের] মধ্যে স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ে জমা দিতে হইবে  [:
    [তবে শর্ত থাকে যে, ১৫ (পনের) তারিখে সরকারী ছুটি থাকিলে অবশ্যই তৎপূর্ববর্তী কার্যদিবসে যথানিয়মে ফরম “মূসক-১৯” এ দাখিলপত্র জমা প্রদান করিতে হইবে।*]]
[তবে আরও শর্ত থাকে যে, কোনো বীমা কোম্পানি কর মেয়াদের পরবর্তী মাসের বিশ তারিখের মধ্যে দাখিলপত্র জমা দিতে পারিবে;**]
[(২) যে ব্যক্তি করযোগ্য পণ্য প্রস্তুত বা উৎপাদনপূর্বক সরবরাহ বা রপ্তানি করেন তাহাকে দাখিলপত্রের সহিত নিম্নবর্ণিত দলিলাদি সংযুক্ত করিতে হইবে, যথা:

(ক)    চলতি হিসাবের মূল অনুলিপি (প্রযোজ্য ক্ষেত্রে); এবং
(খ)    কমিশনার কর্তৃক দাবিকৃত অন্য যে কোনো দলিল।
(৩) যে ব্যক্তি করযোগ্য সেবা প্রদান বা রপ্তানি করেন তাহাকে দাখিলপত্রের সহিত নিম্নবর্ণিত দলিলাদি প্রদান করিতে হইবে, যথা:
(ক)    সংশ্লিষ্ট করমেয়াদে প্রদেয় কর প্রদানের প্রমাণস্বরূপ ট্রেজারী চালানের  মূল ও দ্বিতীয় অনুলিপি (প্রযোজ্য ক্ষেত্রে); এবং
(খ)    কমিশনার কর্তৃক দাবীকৃত অন্য যে কোনো দলিল।]


মূসক এসআরও নং-১২৮, তারিখ: ২৮/০৭/১৯৯৬ দ্বারা “পণ্য প্রস্তুতকারক বা উৎপাদক” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা “ফর্ম” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা “১০ (দশ) কার্যদিবসের” সংখ্যা, বন্ধনী ও শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-২১২, তারিখ: ১০/০৬/১৯৯৯ দ্বারা দাঁড়ির পরিবর্তে কোলন প্রতিস্থাপিত এবং তৎপর নূতন শর্তাংশ সংযোজিত।
মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা বিদ্যমান শর্তাংশের পরিবর্তে নূতন শর্তাংশ প্রতিস্থাপিত।
*এখানে দাঁড়ির পরিবর্তে সেমিকোলন হওয়া বাঞ্ছনীয়
**মূসক এসআরও নং-৫৯৬, তারিখ: ০৯/০৬/২০১১ দ্বারা উপ-বিধি (১) এ উল্লিখিত শর্তাংশের পর নূতন শর্তাংশ সংযোজিত। (এখানে সেমিকোলনের পরিবর্তে দাঁড়ি হওয়া বাঞ্ছনীয়)
মূসক এসআরও নং-৪৭০, তারিখ: ২৭/০৭/২০০৭ দ্বারা উপ-বিধি (২) এর পরিবর্তে নূতন উপ-বিধি (২) প্রতিস্থাপিত এবং উপ-বিধি (৩) এর পরিবর্তে নূতন উপ-বিধি (৩) প্রতিস্থাপিত।

 

২৫। দাখিলপত্রের পরীক্ষা।

২৫। দাখিলপত্রের পরীক্ষা।―  [(১) বিধি ২৪ অনুযায়ী নিবন্ধিত ব্যক্তি কর্তৃক প্রদত্ত দাখিলপত্রে উল্লিখিত  তথ্যাদি এবং উহার সহিত সংযুক্ত দলিলাদি উক্ত প্রতিষ্ঠান সংশ্লিষ্ট রাজস্ব এলাকার দায়িত্বপ্রাপ্ত [সহকারী রাজস্ব কর্মকর্তা] এবং স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ের [রাজস্ব কর্মকর্তা] কর্তৃক পরীক্ষাপূর্বক যথাযথ বলিয়া বিবেচিত হইলে  [, ধারা ৩৬ এর উপ-ধারা (৪) এর বিধান ক্ষুন্ন না করিয়া,] তাহারা উভয়ে আলাদাভাবে স্বীয় স্বাক্ষর ও সিল মোহর দ্বারা সেই মর্মে প্রত্যয়ন করিবেন এবং সংশ্লিষ্ট  [রাজস্ব কর্মকর্তা] উক্তরূপে প্রত্যয়নকৃত দাখিলপত্রের অনুলিপি  [অনূর্ধ্ব  [৩০ (ত্রিশ)] দিনের মধ্যে] নিবন্ধিত ব্যক্তিকে ফেরত প্রদান করিবেন এবং মূল অনুলিপিটি কমিশনারের নিকট প্রেরণ করিবেন।]
(২) উপ-বিধি (১) এ বর্ণিত দাখিলপত্রের ভিত্তিতে  [কমিশনার] সংশ্লিষ্ট কর মেয়াদে দাখিলপত্র প্রদানকারী যথাযথভাবে প্রদেয় উৎপাদ কর প্রদান এবং উপকরণ কর রেয়াত গ্রহণ করিয়াছেন কিনা তৎসম্পর্কে নিশ্চিত হওয়ার নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবেন।
(৩) যদি কোন করযোগ্য পণ্য প্রস্তুতকারক বা উৎপাদক বা করযোগ্য সেবা প্রদানকারী তৎকর্তৃক প্রস্তুতকৃত বা উৎপাদিত পণ্য বা প্রদত্ত সেবা ১০০ শতাংশ রপ্তানি করেন অথবা আংশিকভাবে সরবরাহ বা প্রদান করেন, কিন্তু প্রতি কর মেয়াদে তৎকর্তৃক উপকরণের উপর প্রদত্ত রেয়াতযোগ্য করের পরিমাণ উৎপাদ করের প্রদেয় পরিমাণ অপেক্ষা অধিক হয় তাহা হইলে, উক্ত প্রস্তুতকারক বা উৎপাদক বা সেবা প্রদানকারী কর্তৃক প্রদত্ত দাখিলপত্রের মূল অনুলিপিটি  [কমিশনার]  ১০[অনূর্ধ্ব ৩০ (ত্রিশ) দিনের মধ্যে] প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তর, অতঃপর পরিদপ্তর বলিয়া উল্লিখিত, এ প্রেরণ করিবেন।
১১[(৪) বিধি ২৪ অনুযায়ী দাখিলপত্র প্রদানে বাধ্য এমন কোন নিবন্ধিত ব্যক্তি কোন কর মেয়াদের দাখিলপত্র স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ে যথাসময়ে দাখিল না করিলে সংশ্লিষ্ট রাজস্ব এলাকার দায়িত্বপ্রাপ্ত  ১২[সহকারী রাজস্ব কর্মকর্তা] ধারা ৩৭-এর অধীন উক্ত নিবন্ধিত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাখিলপত্র দাখিলের মেয়াদ উত্তীর্ণ হইবার সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট  ১৩[রাজস্ব কর্মকর্তার] মাধ্যমে বিভাগীয় কর্মকর্তাকে অবহিত করিবেন।]


মূসক এসআরও নং-৩০৬, তারিখ: ০৭/০৬/২০০১ দ্বারা উপ-বিধি (১) এর পরিবর্তে নূতন উপ-বিধি (১) প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৫৬৪, তারিখ: ৩০/০৬/২০১০ দ্বারা “ইন্সপেক্টর” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৫৬৪, তারিখ: ৩০/০৬/২০১০ দ্বারা “সুপারিনটেনডেন্ট” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৫১১, তারিখ: ১১/০৬/২০০৯ দ্বারা “যথাযথ বলিয়া বিবেচিত হইলে” শব্দগুলির পর “, ধারা ৩৬ এর উপ-ধারা (৪) এর বিধান ক্ষুন্নœ না করিয়া,” কমাগুলি, শব্দগুলি, সংখ্যাগুলি এবং বন্ধনী সন্নিবেশিত।
মূসক এসআরও নং-৫৬৪, তারিখ: ৩০/০৬/২০১০ দ্বারা “সুপারিনটেনডেন্ট” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৩৭০, তারিখ: ১২/০৬/২০০৩ দ্বারা “প্রত্যয়নকৃত দাখিলপত্রের অনুলিপি” শব্দগুলির পর “অনুর্ধ্ব ৬০ (ষাট) দিনের মধ্যে” শব্দগুলি, সংখ্যা এবং বন্ধনী সন্নিবেশিত।
মূসক এসআরও নং-৪৮৯, তারিখ: ২৯/০৬/২০০৮ দ্বারা “৬০ (ষাট)” সংখ্যা, শব্দ ও বন্ধনীর পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-১১৭, তারিখ: ১৫/০৬/১৯৯৫ দ্বারা “কালেক্টর” শব্দটির পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-১১৭, তারিখ: ১৫/০৬/১৯৯৫ দ্বারা “কালেক্টর” শব্দটির পরিবর্তে প্রতিস্থাপিত।
১০মূসক এসআরও নং-৩৭০, তারিখ: ১২/০৬/২০০৩ দ্বারা “কমিশনার” শব্দের পর “অনুর্ধ্ব ৩০ (ত্রিশ) দিনের মধ্যে” শব্দগুলি, সংখ্যা এবং বন্ধনী সন্নিবেশিত”।
১১মূসক এসআরও নং-৩০৬, তারিখ: ০৭/০৬/২০০১ দ্বারা নূতন উপ-বিধি (৪) সংযোজিত।
১২মূসক এসআরও নং-৫৬৪, তারিখ: ৩০/০৬/২০১০ দ্বারা “ইন্সপেক্টর” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
১৩মূসক এসআরও নং-৫৬৪, তারিখ: ৩০/০৬/২০১০ দ্বারা “সুপারিনটেনডেন্টের” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।

 

 

২৭। রপ্তানি পদ্ধতি।

 [২৭। রপ্তানি পদ্ধতি।― (১) রপ্তানিতব্য পণ্যকে যে মোড়কে মোড়কজাত করা হয় উহার প্রতিটির উপর অমোচনীয় কালিতে বৎসরওয়ারী একটি ক্রমিক সংখ্যা এবং রপ্তানিকারকের নাম ও অন্য কোন মার্কা থাকিলে উহা উল্লেখ করিতে হইবে এবং প্রতিটি মোড়কের উপর অমোচনীয় কালিতে “রপ্তানির জন্য” চিহ্ন সম্বলিত সীল মোহর দ্বারা সীল করিতে হইবে।
(২) যদি কোন রপ্তানিকারক তৎকর্তৃক রপ্তানিতব্য পণ্যের পরীক্ষা পণ্য প্রস্তুতকরণ বা উৎপাদনস্থল বা অন্য কোন অনুমোদিত স্থানে সম্পন্ন করাইতে চাহেন তাহা হইলে তিনি এই মর্মে উক্ত রপ্তানিতব্য পণ্য রপ্তানি বন্দরে প্রেরণের জন্য পণ্য প্রস্তুতকরণ বা উৎপাদনস্থল বা অন্য কোন অনুমোদিত স্থান হইতে অপসারণের অন্যূন চব্বিশ ঘণ্টা পূর্বে ফরম “মূসক-২০” এ আবেদনপত্রের চারটি অনুলিপি ও চালানপত্রের মূল ও দ্বিতীয় অনুলিপি স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ে পেশ করিবেন এবং  [রাজস্ব কর্মকর্তা]-এর নির্দেশক্রমে তাহার অধীনস্থ কোন কর্মকর্তা, পদ মর্যাদায়  [সহকারী রাজস্ব কর্মকর্তা] এর নিম্নে নহে, উক্তভাবে নির্দেশিত হওয়ার বারো ঘণ্টার মধ্যে রপ্তানিকারকের পণ্য প্রস্তুতকরণ বা উৎপাদনস্থল বা অন্য কোন অনুমোদিত স্থানে উপস্থিত হইয়া রপ্তানিতব্য পণ্যের পরীক্ষা সম্পন্ন করিবেন এবং পরীক্ষার জন্য উপস্থাপিত পণ্য আবেদনপত্রে বর্ণিত পণ্যের সহিত সম্পূর্ণ সাদৃশ্য বলিয়া সন্তুষ্ট হইলে উক্ত কর্মকর্তা প্রতিটি মোড়ক “মূল্য সংযোজন কর বিভাগ কর্তৃক পরীক্ষিত” চিহ্ন সংবলিত সীলমোহর দ্বারা সিল করিবেন এবং তিনি আবেদনপত্রের চারটি অনুলিপিতে ও চালানপত্রের মূল ও দ্বিতীয় অনুলিপিতে “পরীক্ষা সম্পন্ন হইয়াছে” এই মর্মে উল্লেখ করিয়া তাহার স্বাক্ষর ও সীল প্রদানপূর্বক আবেদনপত্রের মূল, দ্বিতীয় ও তৃতীয় অনুলিপি এবং চালানপত্রের মূল অনুলিপি রপ্তানিকারকের নিকট ফেরত দিবেন এবং আবেদনপত্রের চতুর্থ অনুলিপি ও চালানপত্রের দ্বিতীয় অনুলিপি স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ে জমা প্রদান করিয়া পণ্য রপ্তানি বন্দরে প্রেরণের অনুমতি প্রদান করিবেন।
(৩) উপ-বিধি (২) অনুযায়ী কোন পণ্যের চালান রপ্তানি বন্দরে পৌঁছাইলে, শুল্ক কর্মকর্তা প্রয়োজনীয় পরিদর্শনের পর পণ্যের সীলমোহরযুক্ত মোড়ক অক্ষত দেখিলে রপ্তানির অনুমতি প্রদান করিবেন এবং আবেদনপত্রের মূল, দ্বিতীয় ও তৃতীয় অনুলিপি এবং চালানপত্রের মূল অনুলিপিতে “রপ্তানি সম্পন্ন হইয়াছে” এই মর্মে প্রত্যয়ন করিবেন।
(৪) সহকারী কমিশনার ও তদুর্ধ্ব পদমর্যাদার কোন কর্মকর্তা, প্রয়োজনবোধে, উপ-বিধি (২) অনুযায়ী পরীক্ষিত পণ্য রপ্তানি বন্দরে পুনরায় পরীক্ষার আদেশ দিতে পারিবেন।
(৫) কোনো রপ্তানিকারক রপ্তানিতব্য পণ্যের পরীক্ষা রপ্তানি বন্দরে সম্পন্ন করাইতে চাহিলে তিনি রপ্তানিতব্য পণ্যচালানটি উপ-বিধি (১) মোতাবেক প্রস্তুত করিয়া উপ-বিধি (২) এ বর্ণিত আবেদনপত্রের চারটি অনুলিপি এবং চালানপত্রের মূল ও দ্বিতীয় অনুলিপি স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ে দাখিল করিবেন। অতঃপর সংশ্লিষ্ট  [রাজস্ব কর্মকর্তা] এর নির্দেশক্রমে, তাহার অধীনস্থ কোন কর্মকর্তা আবেদনপত্রের চারটি অনুলিপি এবং চালানপত্রের মূল ও দ্বিতীয় অনুলিপিতে “পরীক্ষা রপ্তানি বন্দরে সম্পন্ন হইবে” এই মর্মে উল্লেখ করিয়া তাহার স্বাক্ষর ও সীল প্রদানপূর্বক আবেদনপত্রের মূল, দ্বিতীয় ও তৃতীয় অনুলিপি এবং চালানপত্রের মূল অনুলিপি রপ্তানিকারকের নিকট ফেরত দিবেন এবং আবেদনপত্রের চতুর্থ অনুলিপি ও চালানপত্রের দ্বিতীয় অনুলিপি স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ে জমা প্রদান করিয়া পণ্য রপ্তানি বন্দরে প্রেরণের অনুমতি প্রদান করিবেন।
(৬) উপ-বিধি (৫) এ বর্ণিত রপ্তানিতব্য পণ্য রপ্তানি বন্দরে পৌঁছাইলে রপ্তানিকারক উহা পরীক্ষার জন্য আবেদনপত্রের মূল, দ্বিতীয় ও তৃতীয় অনুলিপি এবং চালানপত্রের মূল অনুলিপি শুল্ক কর্মকর্তার সম্মুখে উপস্থাপন করিবেন এবং শুল্ক কর্মকর্তা পণ্যচালানটি যথাযথভাবে পরীক্ষার পর আবেদনপত্র ও চালানপত্রের বর্ণনা অনুযায়ী সঠিক পাইলে পণ্যচালানটি রপ্তানির অনুমতি প্রদান করিবেন এবং আবেদনপত্রের মূল, দ্বিতীয় ও তৃতীয় অনুলিপিতে এবং চালানপত্রের মূল অনুলিপিতে “রপ্তানি সম্পন্ন হইয়াছে” এই মর্মে প্রত্যয়ন করিবেন।
(৭) উপ-বিধি (৩) ও (৬) অনুযায়ী রপ্তানি সম্পন্ন হওয়ার পর আবেদনপত্রের দ্বিতীয় অনুলিপিটি রপ্তানি বন্দরের শুল্ক স্টেশনে জমা রাখিতে হইবে। আবেদনপত্রের মূল ও তৃতীয় অনুলিপি ও চালানপত্রের মূল অনুলিপি রপ্তানিকারককে ফেরত প্রদান করিতে হইবে এবং রপ্তানীকারক উহা প্রাপ্তির ৭ (সাত) কর্মদিবসের মধ্যে তৃতীয় অনুলিপিটি সংশ্লিষ্ট স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ে দাখিল করিবেন।
(৮) ডাকযোগে পণ্য রপ্তানির ক্ষেত্রে রপ্তানী সম্পন্ন হওয়ার পর বৈদেশিক ডাকঘরের প্রধান ডাক কর্মকর্তা আবেদনপত্রের মূল, দ্বিতীয় ও তৃতীয় অনুলিপি এবং চালানপত্রের মূল অনুলিপিতে “রপ্তানি সম্পন্ন হইয়াছে” এই মর্মে প্রত্যয়ন করিয়া আবেদনপত্রের দ্বিতীয় অনুলিপিটি বৈদেশিক ডাকঘরের শুল্ক কর্মকর্তার নিকট হস্তান্তর করিবেন। আবেদনপত্রের মূল ও তৃতীয় অনুলিপি এবং চালানপত্রের মূল অনুলিপি রপ্তানিকারকের নিকট ফেরত দিবেন এবং রপ্তাীনকারক উহা প্রাপ্তির ৭ (সাত) কর্মদিবসের মধ্যে তৃতীয় অনুলিপিটি সংশ্লিষ্ট স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ে দাখিল করিবেন।
 [(৯) উপ-বিধি (১) হইতে (৮) এ বিধৃত বিধানাবলি নিম্নবর্ণিত ক্ষেত্রে প্রযোজ্য হইবে না, যথা:
(ক)    শতকরা একশত ভাগ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানিযোগ্য বা রপ্তানিকৃত পণ্য বা সেবা; এবং
(খ)    মূল্য সংযোজন কর হইতে অব্যাহতিপ্রাপ্ত রপ্তানিযোগ্য বা রপ্তানিকৃত পণ্য ও সেবা।
(১০) এই বিধিতে ভিন্নরূপ যাহা কিছুই থাকুক না কেন, উৎপাদক রপ্তানিকারক ব্যতীত অন্যান্য রপ্তানিকারক, ব্যাক-টু-ব্যাক ঋণপত্রের বিপরীতে সংগৃহীত পণ্য বা সেবা রপ্তানির ক্ষেত্রে, রপ্তানি সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করিয়া সংশ্লিষ্ট পণ্য বা সেবা সরবরাহকারীর অঙ্গন (চৎবসরংবং) হইতে, মূল্য সংযোজন কর কর্মকর্তাকে অবহিত রাখিয়া, উক্ত পণ্য বা সেবা সরাসরি রপ্তানি বন্দরে প্রেরণ করিবেন।]

 


মূসক এসআরও নং-৫৬৪, তারিখ: ৩০/০৬/২০১০ দ্বারা “সুপারিনটেনডেন্ট” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৫৬৪, তারিখ: ৩০/০৬/২০১০ দ্বারা “ইন্সপেক্টর” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।

মূসক এসআরও নং-৫৬৪, তারিখ: ৩০/০৬/২০১০ দ্বারা “সুপারিনটেনডেন্ট” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৪৮৮, তারিখ: ২৬/০৬/২০০৮ দ্বারা উপ-বিধি (৯) এর পরিবর্তে নূতন উপ-বিধি (৯) এবং ১০ প্রতিস্থাপিত।

 

২৮। রপ্তানির ক্ষেত্রে প্রত্যর্পণ।

২৮। রপ্তানির ক্ষেত্রে প্রত্যর্পণ।― (১) যে কোন নিবন্ধিত রপ্তানিকারক তৎকর্তৃক রপ্তানিকৃত পণ্য প্রস্তুতকরণে বা উৎপাদনে বা রপ্তানিকৃত সেবায় ব্যবহৃত উপকরণের উপর প্রদত্ত কর  [চলতি হিসাবে সমন্বয়ের মাধ্যমে রেয়াত গ্রহণে সক্ষম না হওয়ায় পরিদপ্তর হইতে] প্রত্যর্পণ হিসেবে গ্রহণ করিতে চাহিলে তাহাকে পরিদপ্তর কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে একটি ব্যাংক একাউন্ট খুলিতে হইবে।
(২) রপ্তানি প্রত্যর্পণ গ্রহণে “প্রতিষ্ঠিত রপ্তানিকারক”-এর সুবিধা ভোগ করিতে হইলে যে কোন রপ্তানিকারককে  [ফরম] “মূসক-২১” এ স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ের মাধ্যমে পরিদপ্তরে আবেদন করিতে হইবে এবং উক্তরূপ আবেদনের সময় হইতে বারো মাস পূর্ব পর্যন্ত সময়কালে পরিদপ্তর সংশ্লিষ্ট রপ্তানিকারকের রপ্তানি কার্যক্রম সম্পর্কে সন্তুষ্ট হইলে তাহাকে একজন “প্রতিষ্ঠিত রপ্তানিকারক” হিসেবে তালিকাভুক্ত করিবে।


মূসক এসআরও নং-৩৫, তারিখ: ০১/১০/১৯৯১ দ্বারা “প্রদত্ত কর” শব্দগুলির পর “চলতি হিসাবে সমন্বয়ের মাধ্যমে রেয়াত গ্রহণে সক্ষম না হওয়ায় পরিদপ্তর হইতে” শব্দগুলি সন্নিবেশিত।
মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা “ফর্ম” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-১১৭, তারিখ: ১৫/০৬/১৯৯৫ দ্বারা “কালেক্টর” শব্দটির পরিবর্তে প্রতিস্থাপিত।

২৯। দাখিলপত্রের ভিত্তিতে রপ্তানি প্রত্যর্পণ।

২৯। দাখিলপত্রের ভিত্তিতে রপ্তানি প্রত্যর্পণ।― (১) যে রপ্তানিকারক করযোগ্য পণ্য প্রস্তুতকরণে বা উৎপাদনে বা করযোগ্য সেবা প্রদানে নিয়োজিত এবং যাহার ক্ষেত্রে উৎপাদ কর প্রদানের বাধ্যবাধকতা রহিয়াছে কিন্তু প্রতিটি করমেয়াদে রপ্তানিবাবদ রেয়াতযোগ্য কর প্রদেয় উৎপাদ কর অপেক্ষা অধিক হয়, তিনি এবং যে রপ্তানিকারক তৎকর্তৃক প্রস্তুতকৃত বা উৎপাদিত করযোগ্য পণ্য বা প্রদত্ত করযোগ্য সেবা একশত শতাংশ রপ্তানি করেন কিন্তু উক্তরূপ পণ্য বা সেবা দেশে সরবরাহ বা প্রদান করিলে উৎপাদ কর প্রদানে বাধ্য হইবেন তিনি দাখিলপত্রের ভিত্তিতে কর প্রত্যর্পণ গ্রহণ করিতে পারিবেন।
(২) রপ্তানি প্রত্যর্পণ প্রদানের নিমিত্ত কোন দাখিলপত্র  [কমিশনার] কর্তৃক পরিদপ্তরে প্রেরিত হইলে পরিদপ্তর দাখিলপত্রটিকে প্রত্যর্পণের আবেদনপত্র হিসেবে গণ্য করিবেন।
(৩) পরিদপ্তরের  [মহাপরিচালক], অতঃপর  [মহাপরিচালক] বলিয়া উল্লিখিত, এর নিকট হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা দাখিলপত্রটি যথাযথভাবে পরীক্ষা করিবেন এবং রপ্তানিকৃত পণ্যের বা সেবার, প্রযোজ্য ক্ষেত্রে, স্বাভাবিক উপকরণ-উৎপাদ সম্পর্ক বা পূর্বনির্ধারিত সহগ, যদি থাকে, বিবেচনায় রাখিয়া, এবং সংশ্লিষ্ট কর মেয়াদে নিবন্ধিত ব্যক্তি কর্তৃক পণ্য সরবরাহ বা সেবা প্রদান করা হইয়া থাকিলে, উহার ক্ষেত্রে প্রদেয় উৎপাদ করের বিপরীতে গৃহীত কর রেয়াতের পরিমাণ, রপ্তানির প্রমাণ সম্বলিত বিল অব এক্সপোর্ট ও বিল অব লেডিং-এর অনুলিপি পর্যালোচনা করিয়া উক্তরূপ ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা, তাহার সন্তুষ্টি সাপেক্ষে, তৎকর্তৃক নির্ধারিত পরিমাণ অর্থ প্রত্যর্পণের জন্য  [মহাপরিচালকের] নিকট সুপারিশ করিবেন এবং উক্ত সুপারিশের ভিত্তিতে  [মহাপরিচালক] সুপারিশকৃত পরিমাণ অর্থ চেকের মাধ্যমে সংশ্লিষ্ট রপ্তানিকারকের ব্যাংক একাউন্টে জমা প্রদানের ব্যবস্থা গ্রহণ করিবেন এবং রেজিস্ট্রিকৃত ডাকযোগে তাহার নিকট এই মর্মে একটি অবগতিপত্র প্রেরণ করিবেন এবং  [মহাপরিচালক] স্বতঃপ্রবৃত্ত হইয়া বা সংশ্লিষ্ট রপ্তানিকারকের আবেদনক্রমে দাখিলপত্রটি পুনঃ পরীক্ষার নির্দেশ দিতে পারিবেন।
(৪) “প্রতিষ্ঠিত রপ্তানিকারক” হিসাবে তালিকাভুক্ত রপ্তানিকারকের ক্ষেত্রে  [কমিশনারের] নিকট হইতে দাখিলপত্র প্রাপ্তির সাত দিনের মধ্যে প্রাথমিক নিরীক্ষার ভিত্তিতে নির্ণীত প্রত্যর্পণযোগ্য অর্থ  [মহাপরিচালকে] রপ্তানিকারকের ব্যাংক একাউন্টে জমা প্রদান করিতে হইবে এবং এই ক্ষেত্রে যে কোন করমেয়াদের প্রত্যর্পিত অর্থের পরিমাণ, উক্ত কর মেয়াদ পূর্ববর্তী বারো মাসের ভিত্তিতে নির্ণীত মাসিক গড় প্রত্যর্পণের পরিমাণের সহিত উহার বিশ শতাংশ পরিমাণ অর্থ যোগ করিলে মোট যে অংক নির্ণীত হয়, উহার অধিক হইবে না এবং প্রাথমিক নিরীক্ষার ভিত্তিতে নির্ণীত প্রত্যর্পণযোগ্য অর্থের পরিমাণে পরবর্তীতে কোন রূপ তারতম্য পরিলক্ষিত হইলে উহা পরবর্তী দাখিলপত্রের মাধ্যমে সমন্বিত করিতে হইবে।
(৫) “প্রতিষ্ঠিত রপ্তানিকারক” হিসাবে তালিকাভুক্ত নহেন, এমন রপ্তানিকারকের ক্ষেত্রে [কমিশনারের] নিকট হইতে দাখিলপত্র প্রাপ্তির তিরিশ দিনের মধ্যে উপ-বিধি (৩) এ বর্ণিত পরীক্ষা সমাপণপূর্বক প্রত্যর্পণযোগ্য অর্থ পরিদপ্তর কর্তৃক রপ্তানিকারকের ব্যাংক একাউন্টে জমা প্রদান করিতে হইবে।
 ১০[(৬) এই বিধির আওতায় প্রত্যর্পণ আবেদন পেশ করার পদ্ধতি সম্পর্কে যে বিধানই থাকুক না কেন, স্বল্পতম সময়ে ও দ্রুততার সহিত প্রত্যর্পণ সম্পর্কিত আবেদন নিষ্পত্তির লক্ষ্যে পরিদপ্তর কর্তৃক নির্ধারিত ফরমে ও প্রয়োজনীয় দলিলাদিসহ রপ্তানীকারকগণকে সরাসরি পরিদপ্তর কর্তৃপক্ষের নিকট আবেদন দাখিলের নিমিত্তে বোর্ড সাধারণ আদেশ জারী করিতে পারিবেন।]


মূসক এসআরও নং-১১৭, তারিখ: ১৫/০৬/১৯৯৫ দ্বারা “কালেক্টর” শব্দটির পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা “পরিচালক” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা “পরিচালক” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা “পরিচালকের” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা “পরিচালক” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা “পরিচালক” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-১১৭, তারিখ: ১৫/০৬/১৯৯৫ দ্বারা “কালেক্টরের” শব্দটির পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা “পরিচালকের” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-১১৭, তারিখ: ১৫/০৬/১৯৯৫ দ্বারা “কালেক্টরের” শব্দটির পরিবর্তে প্রতিস্থাপিত।
১০মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা নূতন উপ-বিধি (৬) সংযোজিত।

 

 

৩০। আবেদনপত্র দাখিলপূর্বক প্রত্যর্পণ গ্রহণ।

৩০। আবেদনপত্র দাখিলপূর্বক প্রত্যর্পণ গ্রহণ।― (১) যে নিবন্ধিত ব্যক্তি―
(ক)    বাণিজ্যিক ভিত্তিতে রপ্তানি করেন; বা
(খ)    অব্যাহতিপ্রাপ্ত পণ্য প্রস্তুতকরণ বা উৎপাদনপূর্বক রপ্তানি করেন বা অব্যাহতিপ্রাপ্ত সেবা রপ্তানি করেন কিন্তু কোন করযোগ্য পণ্য সরবরাহ করেন না বা করযোগ্য সেবা প্রদান করেন না; বা
(গ)    যে ব্যক্তি  [আইনের] ধারা ১৬ অনুযায়ী নিবন্ধন হইতে অব্যাহতিপ্রাপ্ত তাহাকে, রপ্তানিকৃত পণ্য প্রস্তুতকরণে বা উৎপাদনে বা রপ্তানিকৃত সেবায় ব্যবহৃত উপকরণের উপর প্রদত্ত কর প্রত্যর্পণ গ্রহণের জন্য রপ্তানি সম্পন্ন হওয়ার  [ছয় মাসের] মধ্যে রপ্তানির প্রমাণ স্বরূপ সংশ্লিষ্ট দলিলাদিসহ  [ফরম] “মূসক-২২” এ  [শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরে] আবেদনপত্র দাখিল করিতে হইবে।
[(২) বোর্ড, সরকারী গেজেট প্রকাশিত আদেশ দ্বারা, সমহার (Flat Rate) ভিত্তিতে রপ্তানী পণ্যের ক্ষেত্রে প্রত্যর্পণযোগ্য করের হার নির্ধারণ করিতে পারিবে এবং কোন রপ্তানিকারক  [মহাপরিচালক, শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তর] কর্তৃক নির্ধারিত সমহার ভিত্তিক প্রত্যর্পণ গ্রহণ করিতে চাহিলে, তিনি সংশ্লিষ্ট পণ্য বা সেবা প্রথমবার রপ্তানীর পর উপ-বিধি (১) এর বর্ণিত আবেদন পত্রের সহিত; সম্ভাব্য ক্ষেত্রে, রপ্তানি বন্দরের শুল্ক কর্মকর্তা দ্বারা প্রমাণীকৃত নমুনাসহ ফরম “মূসক-২৩”-এ প্রয়োজনীয় তথ্য সরবরাহ করিবেন।]
 [উপ-বিধি (৩) বিলুপ্ত]
(৪)  [বিলুপ্ত] আবেদনপত্র প্রাপ্তির পর  [মহাপরিচালক] বিধি ২৯ এর উপ-বিধি (৪) বা, প্রযোজ্য ক্ষেত্রে, উপ-বিধি (৫) অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করিবেন এবং এই ক্ষেত্রে প্রাথমিক নিরীক্ষার ভিত্তিতে প্রত্যর্পিত পরিমাণে পরবর্তীতে কোন তারতম্য ঘটিলে সংশ্লিষ্ট রপ্তানিকরকের পরবর্তী প্রত্যর্পণ আবেদনপত্রের বিপরীতে সমন্বিত করিতে হইবে।
(৫) পরবর্তীতে একই সমহারের ভিত্তিতে প্রত্যর্পণ গ্রহণের ক্ষেত্রে উপ-বিধি (২) এ বর্ণিত নমুনা দাখিল ও তথ্য সরবরাহ করা আবশ্যক হইবে না এবং প্রত্যর্পণ আবেদনকারী “প্রতিষ্ঠিত রপ্তানিকারক” হিসেবে তালিকাভুক্ত হইলে বিধি ২৯ এর উপ-বিধি (৪) এ বর্ণিত পদ্ধতিতে এবং উক্তরূপে তালিকাভুক্ত না হইলে ১০[বিলুপ্ত] আবেদনপত্র প্রাপ্তির পনের দিনের মধ্যে বিধি ২৯ এর উপ-বিধি (৩)-এ বর্ণিত পরীক্ষা সমাপণপূর্বক প্রত্যর্পণযোগ্য অর্থ পরিদপ্তর কর্তৃক রপ্তানিকারকের ব্যাংক একাউন্টে জমা প্রদান করিতে হইবে।
(৬) কোন রপ্তানিকারক কোন রপ্তানিকৃত পণ্য বা সেবার ক্ষেত্রে চালান ভিত্তিতে প্রত্যর্পণ গ্রহণ করিতে চাহিলে তাহাকে  ১১[ফরম] “মূসক-২৪” এ প্রত্যর্পণের হার বা পরিমাণ নির্ধারণের জন্য আবেদনপত্র দাখিল করিতে হইবে এবং এই আবেদনপত্রের সহিত উপ-বিধি (১) এ বর্ণিত পদ্ধতিতে প্রত্যর্পণের আবেদনপত্রও সংযুক্ত করিতে হইবে।
(৭) ১২[বিলুপ্ত] উপ-বিধি (৬) এ বর্ণিত আবেদনপত্র প্রাপ্তির পর  ১৩[মহাপরিচালক] প্রাথমিক পরীক্ষায় আবেদনপত্রটি যথাযথভাবে পূরণকৃত হইয়াছে বলিয়া সন্তুষ্ট হইলে আবেদনপত্র পরিদপ্তরে পৌঁছাইবার একুশ দিনের মধ্যে জরিপ কার্য সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণ করিবেন।
(৮) আবেদনপত্র পরীক্ষার সুবিধার্থে  ১৪[মহাপরিচালক] তাহার বিবেচনায় প্রয়োজনীয় দলিলাদি তলব করিতে পারিবেন এবং রপ্তানিকারক উক্তরূপ তলবের পনের দিন অথবা  ১৫[মহাপরিচালক] কর্তৃক বর্ধিত সময়ের মধ্যে তলবকৃত দলিলাদি দাখিল করিতে ব্যর্থ হইলে ১৬[মহাপরিচালক] প্রত্যর্পণের আবেদনপত্র প্রত্যাখান করিতে পারিবেন।
(৯) উপ-বিধি (৮)-এ বর্ণিত দলিলাদি প্রাপ্তির পনের দিনের মধ্যে  ১৭[মহাপরিচালক অথবা মহাপরিচালকের নিকট হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা] সরেজমিনে জরিপ কার্য সম্পন্ন করিবেন।
১৮[(১০) উপ-বিধি (৭) ও (৯)-এ বর্ণিত জরিপ কার্য সম্পন্ন হওয়ার সাত দিনের মধ্যে পরিদপ্তর প্রত্যর্পণ মঞ্জুর করিয়া প্রত্যর্পণযোগ্য অর্থ চেকের মাধ্যমে রপ্তানিকারকের ব্যাংক একাউন্টে জমা প্রদান করিবেন।]
(১১) সমহারভিত্তিক কর প্রত্যর্পণ নির্ধারণ অথবা পুনঃনির্ধারণের উদ্দেশ্যে পরিদপ্তরের কর্মকর্তাবৃন্দ সংশ্লিষ্ট পণ্যের প্রস্তুতকরণে বা উৎপাদনে বা সেবা প্রদানে (যদি প্রযোজ্য হয়) নিয়োজিত প্রতিষ্ঠান জরিপ করিতে পারিবেন এবং উক্ত প্রতিষ্ঠান জরিপ কার্যে পরিদপ্তরের কর্মকর্তাগণকে সার্বিক সহযোগিতা প্রদানে বাধ্য থাকিবে।
(১২) যে ব্যক্তি স্বয়ং রপ্তানিযোগ্য পণ্য প্রস্তুতকরণে বা উৎপাদনে নিয়োজিত নহেন এবং কোন প্রকৃত প্রস্তুতকারক বা উৎপাদকের নিকট হইতে কোন পণ্য ক্রয়পূর্বক রপ্তানি করেন তাহার রপ্তানির ক্ষেত্রে প্রত্যর্পণ নির্ধারণের জন্য তাহাকে উপ-বিধি (২) বা, প্রযোজ্য ক্ষেত্রে, উপ-বিধি (৬) এ বর্ণিত তথ্যসমূহ রপ্তানিকৃত পণ্যের প্রকৃত প্রস্তুতকারক বা উৎপাদকের নিকট হইতে নিজ দায়িত্বে সংগ্রহ করিয়া স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়কে সরবরাহ করিতে হইবে এবং তাহাকে প্রত্যর্পণ সংশ্লিষ্ট কার্যাবলী সম্পাদনে পরিদপ্তরের জরিপ কর্মকর্তাগণকে প্রকৃত পণ্য প্রস্তুতকারক বা উৎপাদকের নিকট হইতে সহযোগিতা প্রদান নিশ্চিত করিতে হইবে।


মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা “অধ্যাদেশের” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৯০, তারিখ: ০৯/০৬/১৯৯৪ দ্বারা “তিন মাসের” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা “ফর্ম” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-১৭৯, তারিখ: ০৭/০৬/২০১২ দ্বারা “শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরে” শব্দগুলি প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৫০, তারিখ: ২১/০৪/১৯৯২ দ্বারা উপ-বিধি (২) এর পরিবর্তে নূতন উপ-বিধি (২) প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-১৭৯, তারিখ: ০৭/০৬/২০১২ দ্বারা “মহাপরিচালক, শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তর” শুব্দগুলি ও কমা প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-১৭৯, তারিখ: ০৭/০৬/২০১২ দ্বারা উপ-বিধি (৩) বিলুপ্ত।
মূসক এসআরও নং-১৭৯, তারিখ: ০৭/০৬/২০১২ দ্বারা “কমিশনারের নিকট হইতে” শব্দগুলি বিলুপ্ত।
মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা “পরিচালক” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
১০মূসক এসআরও নং-১৭৯, তারিখ: ০৭/০৬/২০১২ দ্বারা “কমিশনারের নিকট হইতে” শব্দগুলি বিলুপ্ত।
১১মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা “ফর্ম” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
১২মূসক এসআরও নং-১৭৯, তারিখ: ০৭/০৬/২০১২ দ্বারা “কমিশনারের নিকট হইতে” শব্দগুলি বিলুপ্ত।
১৩মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা “পরিচালক” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
১৪মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা “পরিচালক” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
১৫মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা “পরিচালক” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
১৬মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা “পরিচালক” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
১৭মূসক এসআরও নং-৫১১, তারিখ: ১১/০৬/২০০৯ দ্বারা “মহাপরিচালক” শব্দটির পরিবর্তে প্রতিস্থাপিত।
১৮মূসক এসআরও নং-৫০, তারিখ: ২১/০৪/১৯৯২ দ্বারা উপ-বিধি (১০) এর পরিবর্তে নূতন উপ-বিধি (১০) প্রতিস্থাপিত।

 

৩১খ। বিলুপ্ত

[৩১খ। বিলুপ্ত]


মূসক এসআরও নং-৫৪৬, তারিখ: ০২/০৬/২০১০ দ্বারা বিধি ৩১খ বিলুপ্ত।