Rules-1991

Displaying 21-30 of 55 results.

১৭। সেবা প্রদান বা সেবা রপ্তানির ক্ষেত্রে চালানপত্র প্রদান।

[১৭। সেবা প্রদান বা সেবা রপ্তানির ক্ষেত্রে চালানপত্র প্রদান।―  [(১) সেবা প্রদান বা সেবা রপ্তানির ক্ষেত্রে নিবন্ধিত ব্যক্তি বিধি ১৬ এর উপ-বিধি (১) এ বর্ণিত ফরমে অথবা আইন পরামর্শক, ইমিগ্রেশন উপদেষ্টা, কোচিং সেন্টার এবং ইংলিশ মিডিয়াম স্কুল কর্তৃক সেবা প্রদানের ক্ষেত্রে ফরম “মূসক-১১ঘ” এ দ্বিমুখী কার্বন ব্যবহার করিয়া চালানপত্রের তিনটি অনুলিপি তৈরি করিবেন এবং উক্তরূপে তৈরিকৃত চালানপত্রের :
(ক)     মূল অনুলিপিটি সেবার ক্রেতা বা গ্রাহককে প্রদান করিবেন এবং সেবার ক্রেতা বা গ্রাহক যদি নিবন্ধিত হন তাহা হইলে উক্ত চালানপত্রের অনুলিপিটি তিনি নিজ ব্যবসায় অঙ্গনে অন্যন ছয় বৎসর সংরক্ষণ করিবেন;
(খ)     দ্বিতীয় অনুলিপিটি সেবা সরবরাহের ৫(পাঁচ) কার্যদিবসের মধ্যে স্থানীয় ম–ল্য সংযোজন কর কার্যালয়ে পৌঁছাইবেন; এবং
(গ) তৃতীয় অনুলিপিটি চালানপত্র পুস্তকে সংযুক্ত অবস্থায় সেবাপ্রদানের স্থানে অন্যূন ছয় বৎসর সংরক্ষণ করিবেন।”]
(২) ভূমি উন্নয়ন সংস্থা কর্তৃক উন্নয়নকৃত ভূমি বা ভবন নির্মাণ সংস্থা কর্তৃক নির্মিত এপার্টমেন্ট বা দোকান বা ভূমি বিক্রয়কারী কর্তৃক বিক্রিত ভূমি রেজিষ্ট্রেশনের সময় রেজিষ্ট্রেশন কর্তৃপক্ষের নিকট চালানপত্র (মূসক-১১) ও সংশ্লিষ্ট ট্রেজারী চালানের মূল বা সত্যায়িত অনুলিপি দাখিল করিতে হইবে।
[(২ক) উপ-বিধি (১) ও (২) এ যাহা কিছুই থাকুক না কেন,  [কমিশনার] প্রতিটি ক্ষেত্রে বিশেষ আদেশ দ্বারা কোন নির্দিষ্ট সেবা শ্রেণী বা প্রতিষ্ঠান বা ব্যক্তিকে কম্পিউটারের মাধ্যমে তৈরীকৃত চালানপত্র প্রদানের অনুমতি প্রদান করিতে পারিবে।]
 [(২খ) উপ-বিধি (১) ও (২) এ যাহা কিছুই থাকুক না কেন, কোনো নিবন্ধিত ব্যক্তি নিজস্ব ফরমেটে চালানপত্র ইস্যু করিতে আগ্রহী হইলে মূসক-১১ ফরম-এর তথ্যাদি অক্ষুন্ন রাখিয়া নিজস্ব অতিরিক্ত তথ্যাদিসহ মূসক-১১ চালানপত্র তৈরী ও ইস্যু করিতে পারিবেন।]
(৩) নিবন্ধিত ব্যক্তি কর্তৃক উপ-বিধি  [(১), (২ক) ও (২খ)] এ বর্ণিত পদ্ধতিতে প্রদত্ত চালানপত্র ও উহার বিপরীতে গৃহীত উপকরণ করের যথার্থতা সংশ্লিষ্ট মূল্য সংযোজন কর কার্যালয়ের  [রাজস্ব কর্মকর্তা] বা তদুর্ধ্ব যে কোন কর্মকর্তা ফরম “মূসক-১১খ”এর মাধমে, প্রয়োজনে, যাচাই করিতে পারিবেন।]


মূসক এসআরও নং-৩০৬, তারিখ: ০৭/০৬/২০০১ দ্বারা বিধি ১৭ এর পরিবর্তে নূতন বিধি ১৭ প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-১৭৯, তারিখ: ০৭/০৬/২০১২ দ্বারা উপ-বিধি (১) এর পরিবর্তে নিুরূপ উপ-বিধি (১) প্রতিস্থাপিত হইবে।
মূসক এসআরও নং-৩৪০, তারিখ: ০৬/০৬/২০০২ দ্বারা নূতন উপ-বিধি (২ক) সন্নিবেশিত।
মূসক এসআরও নং-৪৭০, তারিখ: ২৭/০৭/২০০৭ দ্বারা “বোর্ড” শব্দটির পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৪৭০, তারিখ: ২৭/০৭/২০০৭ দ্বারা “নূতন উপ-বিধি (২খ) সন্নিবেশিত।
মূসক এসআরও নং-৪৭০, তারিখ: ২৭/০৭/২০০৭ দ্বারা “(১) ও (২ক)” সংখ্যাগুলি, বন্ধনীগুলি ও অক্ষরের পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৫৬৪, তারিখ: ৩০/০৬/২০১০ দ্বারা “সুপারিনটেনডেন্ট” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।

 

 

১৭ক। ক্রেডিট নোট ও ডেবিট নোট।

[১৭ক। ক্রেডিট নোট ও ডেবিট নোট।― (১) যে ক্ষেত্রে কোন নিবন্ধিত ব্যক্তি কর্তৃক চালানপত্র পূরণ বা প্রদানের পর বা চলতি হিসাবে প্রদেয় কর সমন্বিত করার পর তাহা বাতিল করার প্রয়োজন হয়, কিংবা পণ্য সরবরাহের বা সেবা প্রদানের পর তাহা সম্পূর্ণ বা আংশিকভাবে ফেরত প্রদত্ত হয় কিংবা পণ্য সরবরাহের বা সেবা প্রদানের প্রকৃতি মৌলিকভাবে পরিবর্তিত হয় কিংবা চালানপত্রে প্রকৃত প্রদেয় করের তুলনায় অধিক কর উল্লিখিত হয়, সেইক্ষেত্রে তিনি বাতিলকৃত চালানপত্রে প্রদর্শিত কর কিংবা ফেরতপ্রদত্ত পণ্য বা সেবার বিপরীতে প্রদত্ত কর কিংবা চালানপত্রে অধিক প্রদর্শিত কর চলতি হিসাব ও প্রযোজ্য ক্ষেত্রে পরবর্তী দাখিলপত্রে সমন্বয়ের উদ্দেশ্যে চালানপত্রটি বাতিল করিয়া পণ্য বা সেবার গ্রহীতার অনুকূলে ফরম “মূসক-১২”এ একটি ক্রেডিট নোট ইস্যু করিবেন এবং পরবর্তী কার্যদিসের মধ্যে সংশ্লিষ্ট সার্কেল  [রাজস্ব কর্মকর্তার] নিকট উহার একটি অনুলিপি দাখিল করিবেন  [:
    তবে শর্ত থাকে যে,
(ক)    পণ্য সরবরাহ বা সেবা প্রদানের পর তাহা সম্পূর্ণ বা আংশিকভাবে ফেরত গ্রহণের ক্ষেত্রে পণ্য বা সেবা কারখানা বা ব্যবসায়স্থল হইতে অপসারণের [নব্বই দিন পর] ফেরত গৃহীত হইলে;

(খ)    পণ্যের গুণগত মান খারাপ হওয়ার কারণে সরবরাহকৃত পণ্য বা সেবা প্রত্যাহার করা হইলে;
উক্ত নিবন্ধিত ব্যক্তির ক্ষেত্রে এই বিধি প্রযোজ্য হইবে না।]
(২) যে ক্ষেত্রে কোন নিবন্ধিত ব্যক্তি কর্তৃক চালানপত্র পূরণ বা প্রদানের পর কিংবা চলতি হিসাবে প্রদেয় কর সমন্বিত করার পর কিংবা পণ্য সরবরাহ বা সেবা প্রদানের পর দেখা যায় যে, সরবরাহতব্য বা সরবরাহকৃত পণ্য অথবা প্রদেয় বা প্রদত্ত সেবার বিপরীতে প্রকৃতপক্ষে যে পরিমাণ কর প্রদেয় তাহার চাইতে কম পরিমাণ কর চালানপত্রে উল্লিখিত হইয়াছে, সেইক্ষেত্রে তিনি চালানপত্রটি বাতিল করিয়া প্রকৃত প্রদেয় করের পরিমাণ উল্লেখপূর্বক পণ্য বা সেবার গ্রহীতার অনুকূলে ফরম “মূসক-১২ক”-এ একটি ডেবিট নোট ইস্যু করিবেন এবং পরবর্তী কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট সার্কেল  [রাজস্ব কর্মকর্তার] নিকট উহার একটি অনুলিপি দাখিল করিবেন এবং একই সংগে তিনি বিষয়টি চলতি হিসাব ও প্রযোজ্য ক্ষেত্রে পরবর্তী দাখিলপত্রে সমন্বয় সাধন করিবেন।]

 


মূসক এসআরও নং-১২৮, তারিখ: ২৮/০৭/১৯৯৬ দ্বারা নূতন বিধি ১৭ক সন্নিবেশিত।
মূসক এসআরও নং-৫৬৪, তারিখ: ৩০/০৬/২০১০ দ্বারা “সুপারিনটেনডেন্টের” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৪০৮, তারিখ: ১০/০৬/২০০৪ দ্বারা দাঁড়ির পরিবর্তে কোলন প্রতিস্থাপিত এবং অতঃপর নূতন শর্তাংশ সংযোজিত।
মূসক এসআরও নং-৪৪১, তারিখ: ০৯/০৬/২০০৫ দ্বারা “ত্রিশদিন পর” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।

মূসক এসআরও নং-৫৬৪, তারিখ: ৩০/০৬/২০১০ দ্বারা “সুপারিনটেনডেন্টের” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।

 

১৮। আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে চালানপত্র প্রদান।

১৮। আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে চালানপত্র প্রদান।―  [(১) নিবন্ধিত সরবরাহকারী উপকরণের সরাসরি আমদানিকারক হইলে, সংশ্লিষ্ট বিল অব এন্ট্রি, যাহাতে আমদানি পর্যায়ে প্রদত্ত মূল্য সংযোজন কর পৃথকভাবে প্রদর্শিত হইবে, রেয়াতের জন্য চালানপত্র বলিয়া গণ্য হইবে।]
 [(২) বাণিজ্যিক আমদানিকারক কর্তৃক আমদানিকৃত পণ্য সরবরাহকালে চালানপত্রের তিনটি অনুলিপি তৈরি করিতে হইবে, তন্মধ্যে―
(ক)    মূল অনুলিপিটি পণ্যের ক্রেতাকে প্রদান করিতে হইবে;
(খ)    দ্বিতীয় অনুলিপিটি পণ্য সরবরাহের  [ [৫(পাঁচ)] কার্যদিবসের] মধ্যে স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ে জমা প্রদান করিতে হইবে; এবং
(গ)    তৃতীয় অনুলিপিটি চালানপত্র পুস্তকে সংযুক্ত অবস্থায় অন্যূন  [ছয় বৎসর] সংরক্ষণ করিতে হইবে।]
[(৩) উপ-বিধি (২) এ যাহা কিছুই থাকুক না কেন,  [কমিশনার] প্রতিটি ক্ষেত্রে বিশেষ আদেশ দ্বারা কোন নির্দিষ্ট পণ্য শ্রেণী বা প্রতিষ্ঠান বা ব্যক্তিকে কম্পিউটারের মাধ্যমে তৈরীকৃত চালানপত্র প্রদানের অনুমতি প্রদান করিতে পারিবে।]


মূসক এসআরও নং-১৭৫, তারিখ: ১১/০৬/১৯৯৮ দ্বারা উপ-বিধি (১) এর পরিবর্তে নূতন উপ-বিধি (১) প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৪০৮, তারিখ: ১০/০৬/২০০৪ দ্বারা উপ-বিধি (২) এর পরিবর্তে নূতন উপ-বিধি (২) প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৪৫৮, তারিখ: ০৮/০৬/২০০৬ দ্বারা “বাহাত্তর ঘন্টার” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৪৭০, তারিখ: ২৭/০৭/২০০৭ দ্বারা “৩ (তিন)” সংখ্যা, শব্দ ও বন্ধনীগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-১৭৯, তারিখ: ০৭/০৬/২০১২ দ্বারা “চার বৎসর” শব্দগুলির পরিবর্তে “ছয় বৎসর” শব্দগুলি প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৩৪০, তারিখ: ০৬/০৬/২০০২ দ্বারা নূতন উপ-বিধি (৩) সংযোজিত।
মূসক এসআরও নং-৪৭০, তারিখ: ২৭/০৭/২০০৭ দ্বারা “বোর্ড” শব্দটির পরিবর্তে প্রতিস্থাপিত।

 

 

১৮ক। সরবরাহ গ্রহণকারী কর্তৃক উৎসে মূল্য সংযোজন কর কর্তন।

[১৮ক। সরবরাহ গ্রহণকারী কর্তৃক উৎসে মূল্য সংযোজন কর কর্তন।― (১) নিম্নলিখিত সংস্থা বা প্রতিষ্ঠানকে, অতঃপর ‘উৎসে মূল্য সংযোজন কর কর্তনকারী’ বলিয়া উল্লিখিত,  [সেবা] গ্রহণের সময় উৎসে মূল্য সংযোজন কর কর্তন করিতে হইবে, যথাঃ-
(ক)    সরকারি, আধাসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান;
(খ)    এনজিও;
(গ)    ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, বা অন্যকোনো আর্থিক প্রতিষ্ঠান;
(ঘ)    লিমিটেড কোম্পানি; বা
(ঙ)    শিক্ষা প্রতিষ্ঠান।
(২) নিবন্ধিত ব্যক্তি টেন্ডার বা কার্যাদেশের বিপরীতে উৎসে মূল্য সংযোজন কর কর্তনকারীর নিকট  [সেবা] সরবরাহের সময়―
(ক)     প্রকৃত হারে মূল্য সংযোজন কর চালানপত্র ইস্যু করিবেন;
(খ)     ইস্যুকৃত কোনো বিক্রয় চালান বা বাণিজ্যিক দলিলে মোট মূল্য সংযোজন করের পরিমাণ উল্লে¬খ করিবেন; এবং
(গ)    বিক্রয় চালান বা বাণিজ্যিক দলিলে তাহার মূল্য সংযোজন কর নিবন্ধন নম্বর এবং টেন্ডার বা কার্যাদেশের বিপরীতে  [সেবা] সরবরাহের বিষয়টি উল্লেখ করিবেন।

(৩) আইনের ধারা ৩ এর উপ-ধারা (৩) এর দফা (ঘ) এবং ধারা ৬ এর উপ-ধারা (৩) এর দফা (ঘ) এর অধীন সেবা গ্রহণকারী কর্তৃক সেবার মূল্য পরিশোধের সময় প্রদেয় সমুদয় মূল্য সংযোজন কর ব্যাংক বা অন্যকোনো আর্থিক প্রতিষ্ঠান উৎসে কর্তন করিবেন।
[ব্যাখ্যা:    এই বিধির উদ্দেশ্য পূরণকল্পে “এনজিও” অর্থে এনজিও বিষয়ক ব্যুরো বা, ক্ষেত্রমত, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ বা, অধিদপ্তরের অধীনে নিবন্ধিত কোনো বেসরকারি সংস্থাকে বুঝাইবে।]

 


মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা নূতন বিধি ১৮ক, ১৮খ, ১৮গ এবং ১৮ঘ সন্নিবেশিত।
মূসক এসআরও নং-৬১০, তারিখ: ২৯/০৬/২০১১ দ্বারা “পণ্য বা সেবা” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৬১০, তারিখ: ২৯/০৬/২০১১ দ্বারা “পণ্য বা সেবা” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৬১০, তারিখ: ২৯/০৬/২০১১ দ্বারা “পণ্য বা সেবা” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।

 

 

১৮খ। উৎসে কর্তিত মূল্য সংযোজন কর এর প্রত্যয়নপত্র।

 [ [১৮খ। উৎসে কর্তিত মূল্য সংযোজন কর এর প্রত্যয়নপত্র।― (১) উৎসে মূল্য সংযোজন কর কর্তনকারী উৎসে মূল্য সংযোজন কর কর্তনের ১৫ (পনের) কার্যদিবসের মধ্যে কর্তনকারীর সংশ্লিষ্ট কমিশনারেট কোডে কর্তিত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করিবেন।
(২) উপ-বিধি (১) এর অধীন কর্তিত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদানের পর কর্তনকারী অনধিক ৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে “ফরম মূসক-১২খ” তে একটি প্রত্যয়নপত্র (ট্রেজারি চালানের মূলকপিসহ) উৎসে কর্তনকারীর সংশ্লিষ্ট মূসক সার্কেলে এবং একটি অনুলিপি (ট্রেজারি চালানের ছায়ালিপিসহ) সেবা সরবরাহকারীর বরাবর প্রেরণ করিবেন এবং প্রত্যয়নপত্রের একটি অনুলিপি উৎসে কর্তনকারী ৬ (ছয়) বৎসর সংরক্ষণ করিবেন।
(৩) উৎসে কর্তনকারী সংশ্লিষ্ট কর মেয়াদে উৎসে কর্তিত মূল্য সংযোজন কর এর পরিমাণ “ফরম  মূসক-১৯” এর ক্রমিক নং ৫ এর বিপরীতে প্রদর্শন করিবেন এবং সরবরাহকারী তাহাকে প্রদত্ত প্রত্যয়নপত্র প্রদানের উল্লিখিত কর মেয়াদে অথবা অব্যবহিত পরবর্তী কর মেয়াদে উক্ত ফরমের ১৯ নম্বর ক্রমিকে উৎসে কর্তিত মূসকের পরিমাণ উল্লেখ করিবেন।]


মূসক এসআরও নং-৫৯৬, তারিখ: ০৯/০৬/২০১১ দ্বারা বিধি ১৮খ এবং ১৮গ এর পরিবর্তে নূতন বিধি ১৮খ এবং ১৮গ প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৬১০, তারিখ: ২৯/০৬/২০১১ দ্বারা বিধি ১৮খ এর পরিবর্তে নূতন বিধি ১৮খ প্রতিস্থাপিত।

 

 

১৮গ। বিলুপ্ত

 [১৮গ। বিলুপ্ত]


মূসক এসআরও নং-১৭৯, তারিখ: ০৭/০৬/২০১২ দ্বারা বিলুপ্ত।

১৮ঘ। বিলুপ্ত

 [১৮ঘ।  বিলুপ্ত]


মূসক এসআরও নং-৫৯৬, তারিখ: ০৯/০৬/২০১১ দ্বারা বিলুপ্ত।

১৮ঙ। বিবিধ ফি, রয়্যালটি, চার্জ, ইত্যাদি ক্ষেত্রে উৎসে মূল্য সংযোজন কর কর্তন।

 [১৮ঙ। বিবিধ ফি, রয়্যালটি, চার্জ, ইত্যাদি ক্ষেত্রে উৎসে মূল্য সংযোজন কর কর্তন।―  [(১) সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক আপাততঃ বলবৎ কোন আইনের অধীন
(অ) লাইসেন্স, রেজিস্ট্রেশন, পারমিট প্রদান বা নবায়নকালে উক্তরূপ সুবিধা গ্রহণকারী ব্যক্তির নিকট হইতে প্রাপ্ত সমুদয় অর্থের ওপর উৎসে ম–ল্য সংযোজন কর কর্তন করিতে হইবে;
(আ) প্রদত্ত লাইসেন্স, রেজিস্ট্রেশন, পারমিটে উলি-খিত শর্তের আওতায় রাজস্ব বণ্টন (ৎবাবহঁব ংযধৎরহম), রয়্যালিটি, কমিশন, চার্জ, ফি বা অন্যকোনভাবে প্রাপ্ত সমুদয় অর্থের ওপর উক্তরূপ সুবিধা গ্রহণকারী ব্যক্তির নিকট হইতে প্রাপ্ত বা প্রাপ্য পণ এর ওপর উৎসে ম–ল্য সংযোজন কর কর্তন ও আদায় করিতে হইবে।”]
(২) পানি, বিদ্যুৎ, গ্যাস এবং টেলিফোন সংযোগ প্রদানকালে সংশ্লিষ্ট সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠান উক্তরূপ সুবিধা গ্রহণকারী ব্যক্তির নিকট হইতে প্রাপ্ত সমুদয় অর্থের ওপর উৎসে মূল্য সংযোজন  [কর কর্তন ও আদায় করিবে]।


মূসক এসআরও নং-৫৬৪, তারিখ: ৩০/০৬/২০১০ দ্বারা নূতন বিধি ১৮ঙ সন্নিবেশিত।
মূসক এসআরও নং-১৭৯, তারিখ: ০৭/০৬/২০১২ দ্বারা উপ-বিধি (১) এর পরিবর্তে নিুরূপ উপ-বিধি (১) প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-১৭৯, তারিখ: ০৭/০৬/২০১২ দ্বারা “কর কর্তন ও আদায় করিবে” শব্দগুলি প্রতিস্থাপিত।

 

 

১৯। উপকরণ কর রেয়াত পদ্ধতি।

১৯। উপকরণ কর রেয়াত পদ্ধতি।― (১) যে কোন নিবন্ধিত ব্যক্তি করযোগ্য পণ্য সরবরাহ বা করযোগ্য সেবা প্রদান বাবদ  [কোন কর মেয়াদে] তৎকর্তৃক প্রদেয় উৎপাদ করের বিপরীতে  [আইনের] ধারা ৯ অনুযায়ী মূল্য সংযোজন কর এবং প্রযোজ্য ক্ষেত্রে, ধারা ১৩ অনুযায়ী মূল্য সংযোজন করসহ অন্যান্য কর ও শুল্ক  [উক্ত কর মেয়াদে] রেয়াত গ্রহণ করিতে পারিবেন।
[(১ক) উপ-বিধি (১) এ যাহা কিছুই থাকুক না কেন, করযোগ্য পণ্য উৎপাদন বা সরবরাহ বা করযোগ্য সেবা প্রদানের সহিত স¤পৃক্ত এইরূপ স্থান, স্থাপনা বা অঙ্গনে ব্যবহৃত―
(ক)    বীমা, গ্যাস ও বিদ্যুৎ বিতরণের উপর পরিশোধিত মূল্য সংযোজন করের আশি শতাংশ; এবং

(খ)    টেলিফোন, টেলিপ্রিন্টার, ফ্যাক্স, ইন্টারনেট, ফ্রেইট ফরোয়ার্ডার্স, ক্লিয়ারিং ও ফরোয়ার্ডিং এজেন্ট, ওয়াসা, অডিট ও একাউন্টিং ফার্ম, যোগানদার, সিকিউরিটি সার্ভিস, আইন পরামর্শক, পরিবহন ঠিকাদার ও ঋণপত্রের উপর পরিশোধিত মূল্য সংযোজন করের ষাট শতাংশ, পরিমাণ রেয়াত গ্রহণ করা যাইবে।
(২)  [করযোগ্য পণ্য বা সেবা] সরবরাহের ক্ষেত্রে নিবন্ধিত ব্যক্তি তৎকর্তৃক ক্রীত উপকরণ, তাহার নিবন্ধন সংখ্যা সম্বলিত  [বিল অব এন্ট্রি অথবা চালানপত্র অথবা সেবা আমদানির ক্ষেত্রে ট্রেজারী চালানসহ] সমুদয় উপকরণ পণ্য প্রস্তুতকরণ বা উৎপাদন বা ব্যবসায়স্থলে প্রবেশের পর উক্ত উপকরণের উপর প্রদত্ত উপকরণ কর ফরম মূসক-১৮-তে প্রদর্শিত চলতি হিসাবের “রেয়াত” কলামে লিপিবদ্ধ করিবেন।]
[(২ক) উপ-বিধি (২) এর অধীন উক্ত উপকরণ কর যেই কর মেয়াদে করদাতার পণ্য প্রস্তুতকরণ বা উৎপাদন বা ব্যবসায় স্থলে প্রবেশ করিবে সেই কর মেয়াদে উৎপাদ করের বিপরীতে চলতি হিসাবে লিপিবদ্ধ করিয়া সমন্বয় সাধন করা যাইবে এবং কোন কর মেয়াদে উৎপাদ কর উপকরণ কর অপেক্ষা অধিক হইলে অতিরিক্ত পরিমাণ উৎপাদ কর সরকারী ট্রেজারীতে নগদ জমা করিতে হইবে এবং উৎপাদ করের তুলনায় উপকরণ কর অধিক হইলে অতিরিক্ত পরিমাণ উপকরণ কর পরবর্তী মাসে জের হিসেবে চলতি হিসাবে “জের” কলামে প্রদর্শন করিতে হইবে, যাহা পর্যায়ক্রমে পরবর্তী কর মেয়াদে উৎপাদ করের বিপরীতে সমন্বয় করা যাইবে।]
[(৩) যে নিবন্ধিত ব্যক্তি করযোগ্য ও অব্যাহতিপ্রাপ্ত উভয় প্রকার পণ্য সরবরাহ করেন তিনি তৎকর্তৃক ক্রীত উপকরণ পণ্য প্রস্তুতকরণ বা উৎপাদনস্থলে প্রবেশের পর উহার উপর প্রদত্ত উপকরণ কর চলতি হিসাবের  [“রেয়াত”] কলামে লিপিবদ্ধ করিয়া করযোগ্য পণ্য সরবরাহের উপর প্রদেয় উৎপাদ করের বিপরীতে উপকরণ কর রেয়াত গ্রহণ করিতে পারিবেন এবং সংশ্লিষ্ট কর মেয়াদ সমাপ্তির পর তাহাকে উক্ত কর মেয়াদে বিক্রয়কৃত অব্যাহতিপ্রাপ্ত পণ্য প্রস্তুতকরণে বা উৎপাদনে  ১০[বা ব্যবসায়ে বা ক্রয়-বিক্রয়ে] ব্যবহৃত উকরণের উপর যে পরিমাণ মূল্য সংযোজন কর প্রদত্ত হইয়াছে সেই পরিমাণ অর্থ চলতি হিসাবের “প্রদেয়” কলামে লিপিবদ্ধ করিয়া প্রয়োজনীয় সমন্বয় সাধন  ১১[*] করিতে হইবে এবং উক্ত কর মেয়াদের দাখিলপত্রে উহা প্রদর্শন করিতে হইবে।
(৪) যে নিবন্ধিত ব্যক্তি করযোগ্য পণ্য সরবরাহ করেন এবং এইরূপ কোন পণ্য রপ্তানি করেন যাহার প্রস্তুতকরণে বা উৎপাদনে মূল্য সংযোজন করসহ অন্যান্য শুল্ক ও কর প্রদত্ত উপকরণ ব্যবহৃত হয়, তিনি তৎকর্তৃক ক্রীত উপকরণ পণ্য প্রস্তুতকরণ বা উৎপাদনস্থলে প্রবেশের পর উহার উপর প্রদত্ত মূল্য সংযোজন কর চলতি হিসাবের  ১২[“রেয়াত”] কলামে লিপিবদ্ধ করিয়া করযোগ্য পণ্য সরবরাহের উপর প্রদেয় উৎপাদ করের বিপরীতে রেয়াত গ্রহণ করিতে পারিবেন এবং সংশ্লিষ্ট কর মেয়াদ সমাপ্তির পর উক্ত কর মেয়াদে রপ্তানীকৃত পণ্য প্রস্তুতকরণ বা উৎপাদনে ব্যবহৃত উপকরণের উপর যে পরিমাণ সম্পূরক শুল্ক, আমদানি শুল্ক, আবগারি শুল্ক ও অন্যান্য সকল প্রকার শুল্ক ও কর (আগাম আয়কর ব্যতীত) প্রদত্ত হইয়াছে, সেই পরিমাণ অর্থ চলতি হিসাবের  ১৩[“রেয়াত”] কলামে লিপিবদ্ধ করিয়া রেয়াত গ্রহণ করিতে পারিবেন এবং তিনি উহা উক্ত কর মেয়াদের দাখিলপত্রে প্রদর্শন করিবেন।]
১৪[(৫) যে নিবন্ধিত ব্যক্তি করযোগ্য সেবা প্রদান করেন, তিনি তৎকর্তৃক কোন কর মেয়াদে প্রদত্ত সেবার জন্য যে উপকরণ ব্যবহার করিয়াছেন সেই উপকরণের উপর প্রদত্ত উপকরণ কর উক্ত কর মেয়াদেই প্রদেয় করের বিপরীতে রেয়াত গ্রহণ করিতে পারিবেন এবং রেয়াত গ্রহণের পর সংশ্লিষ্ট কর মেয়াদে প্রদেয় কর উপকরণ করের তুলনায় অধিক হইলে অতিরিক্ত প্রদেয় কর সরকারী ট্রেজারীতে জমা করিতে হইবে; প্রদেয় করের তুলনায় উপকরণ কর অধিক হইলে অতিরিক্ত পরিমাণ উপকরণ কর পরবর্তী মেয়াদে জের হিসেবে চলতি হিসাবের “জের” কলামে প্রদর্শন করা যাইবে এবং পর্যায়ক্রমে উহা প্রদেয় করের বিপরীতে সমন্বয়যোগ্য হইবে।
(৫ক) যে ক্ষেত্রে কোন নিবন্ধিত ব্যক্তি করযোগ্য এবং অব্যাহতিপ্রাপ্ত উভয় প্রকার সেবা প্রদান করেন, সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তি শুধুমাত্র করযোগ্য সেবা প্রদানের জন্য যে পরিমাণ উপকরণ ব্যবহৃত হইয়াছে সেই পরিমাণ উপকরণের উপর উপকরণ কর রেয়াত গ্রহণ করিতে পারিবেন।
(৫খ) যে ক্ষেত্রে কোন নিবন্ধিত ব্যক্তি করযোগ্য সেবা প্রদান এবং এইরূপ কোন সেবা রপ্তানি করেন যাহাতে মূল্য সংযোজন কর এবং অন্যান্য শুল্ক ও কর প্রদত্ত উপকরণ ব্যবহৃত হইয়াছে সেই ক্ষেত্রে তৎকর্তৃক সংশ্লিষ্ট কর মেয়াদ সমাপ্তির পর, ধারা ১৩ এর বিধান অনুযায়ী শূন্য হারে রপ্তানিকৃত সেবায় ব্যবহৃত উপকরণের ওপর যে পরিমাণ সম্পূরক শুল্ক, আমদানি শুল্ক, আবগারী শুল্ক ও অন্যান্য সকল প্রকার শুল্ক ও কর (আগাম আয়কর ব্যতীত) প্রদত্ত হইয়াছে, সেই পরিমাণ অর্থ উক্ত কর মেয়াদে করযোগ্য সেবা প্রদানের উপর প্রদেয় করের বিপরীতে রেয়াত গ্রহণ করিতে পারিবেন এবং অনুরূপভাবে গ্রহণ করার ক্ষেত্রে তিনি উহা সংশ্লিষ্ট কর মেয়াদের দাখিলপত্রে প্রদর্শন করিবেন।]
১৫[(৬) কুটিরশিল্পের আওতায় সুবিধাপ্রাপ্ত, টার্নওভার কর প্রদানকারী এবং অব্যাহতিপ্রাপ্ত পণ্যের উৎপাদনকারী ব্যক্তি তাহার পণ্য উৎপাদনে ব্যবহৃত উপকরণের উপর প্রদত্ত মূল্য সংযোজন কর রেয়াত গ্রহণ করিতে পারিবেন না।]
১৬[(৭) চুক্তি ভিত্তিতে পণ্যের উৎপাদনকারী পণ্য উৎপাদনে ব্যবহৃত স্বত্ত্বাধিকারী কর্তৃক সরবরাহকৃত উপকরণ ব্যতীত, অন্যান্য উপকরণের উপর পরিশোধিত মূল্য সংযোজন কর ঘোষিত মূল্যে অন্তর্ভুক্ত থাকিবার শর্তে আইনের ধারা ৯ এর বিধান প্রতিপালন করিয়া রেয়াত গ্রহণ করিতে পারিবেন।]

 


মূসক এসআরও নং-২৬৫, তারিখ: ০৮/০৬/২০০০ দ্বারা “সেবা প্রদান বাবদ” শব্দগুলির পর “কোন কর মেয়াদে” শব্দগুলি সন্নিবেশিত।
মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা “অধ্যাদেশের” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-২৬৫, তারিখ: ০৮/০৬/২০০০ দ্বারা “অন্যান্য কর ও শুল্ক” শব্দগুলির পর “উক্ত কর মেয়াদে” শব্দগুলি সন্নিবেশিত।
মূসক এসআরও নং-৪০৮, তারিখ: ১০/০৬/২০০৪ দ্বারা নূতন উপ-বিধি (১ক) সন্নিবেশিত এবং উপ-বিধি (২) এর পরিবর্তে নূতন উপ-বিধি (২) প্রতিস্থাপিত।

মূসক এসআরও নং-৫১১, তারিখ: ১১/০৬/২০০৯ দ্বারা “করযোগ্য পণ্য” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-১৭৯, তারিখ: ০৭/০৬/২০১২ দ্বারা বিল অব এন্ট্রি অথবা চালানপত্র অথবা সেবা আমদানির ক্ষেত্রে ট্রেজারী চালানসহ” শব্দগুলি প্রতিস্থাপিত
মূসক এসআরও নং-২৬৫, তারিখ: ০৮/০৬/২০০০ দ্বারা উপ-বিধি (২) এর পরিবর্তে নূতন উপ-বিধি (২) ও (২ক) প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৩৫, তারিখ: ০১/১০/১৯৯১ দ্বারা উপ-বিধি (৩) ও (৪) এর পরিবর্তে নূতন উপ-বিধি (৩) ও (৪) প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৪০৮, তারিখ: ১০/০৬/২০০৪ দ্বারা “ট্রেজারী জমা ও রেয়াত” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
১০মূসক এসআরও নং-১২৮, তারিখ: ২৮/০৭/১৯৯৬ দ্বারা “উৎপাদনে” শব্দটির পর “বা ব্যবসায়ে বা ক্রয়-বিক্রয়ে” শব্দগুলি সন্নিবেশিত।
১১মূসক এসআরও নং-২৬৫, তারিখ: ০৮/০৬/২০০০ দ্বারা “করিয়া ফেরত প্রদান” শব্দগুলি বিলুপ্ত।
১২মূসক এসআরও নং-৪০৮, তারিখ: ১০/০৬/২০০৪ দ্বারা “ট্রেজারী জমা ও রেয়াত” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
১৩মূসক এসআরও নং-৪০৮, তারিখ: ১০/০৬/২০০৪ দ্বারা “ট্রেজারী জমা ও রেয়াত” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
১৪মূসক এসআরও নং-২৬৫, তারিখ: ০৮/০৬/২০০০ দ্বারা উপ-বিধি (৫) এর পরিবর্তে নূতন উপ-বিধি (৫), (৫ক) ও (৫খ) প্রতিস্থাপিত।

১৫মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩  দ্বারা নূতন উপ-বিধি (৬) সংযোজিত।
১৬মূসক এসআরও নং-৪৭০, তারিখ: ২৭/০৭/২০০৭ দ্বারা নূতন উপ-বিধি (৭) সংযোজিত।

 

 

 

 

২০। বিলুপ্ত

 [২০। বিলুপ্ত]


মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা বিলুপ্ত।