প্রশ্ন: সমবায় সমিতির আয় কি কর মুক্ত

(১)    কোন  সমবায় সমিতি   নিম্নোলিখিত  ক্ষেত্রসমূহে কর প্রদান করতে হবে না-
(এ) সমিতি কর্তৃক তার সদস্যের  সহিত পণ্য বিক্রয়, টাকা ধার দেওয়া,  ভবানদী ও ভূমি ইজারা দেযা ইত্যাদি ক্ষেত্রে লেনদেনের মাধ্যমে উপার্জিত  আয় এরুপ লেনদে সদস্যদের ব্রক্তিগত ব্যবহারার্থে হতে পারে  অথবা কোন ফার্ম অথবা ব্যক্তি  সংঘের ক্ষেত্রে তার অংশীদারী সদস্যদের ব্যক্তিগত ব্যবহারের মাধ্যমে  উপার্জিত হতে পারে ;

     (বি) সমিতি কর্তৃক পরিচালিত ব্যবসার সমস্ত আয়, যেক্ষেত্রে উহা নি¤েœাক্ত ক্ষেত্রে নিয়োজিত থাকে –
              (ক)  কৃষি অথবা পল্লী ঋণ
              (খ) কুটির শিল্প
              (গ) সমিতির সদস্যদের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাতকরণ
              (ঘ) কৃষির জন্য সমিতির সদস্যদের সরবরাহ করার উদ্দেশ্যে কৃষি উপকরণ, বীজ, পশুসম্পদ অথবা এতদলক্ষ্যে  দ্রব্যাদি  ক্রয়    করা    হলে;
             (ঙ) এমন ধরনের  প্রক্রিয়া বা প্রয়োগ  করে  সমিতির সদস্যগণ  সাধারন কৃষকের ন্যায়  কাজ করার মাধ্যমে অর্জিত সমিতির উৎপাদিত কৃষি ফসল বাজারজাতকরনের জন্য  কোন যান্ত্রিক  শক্তি  প্রয়োগ না করেই  ঐরুপ উৎপাদন কর্মকান্ড সম্পাদন করে থাকে;
(সি) অন্য কোন সমবায় সমিতিতে বিনিয়োগের মাধ্যমে প্রাপ্ত সুদ ও ডেভিডেন্ড হতে অর্জিত কোন আয়; এবং
(ডি) সমিতির সদস্যদের  মালিকানাধীন পণ্য কিংবা সমিতির সদস্যদের   নিকট বিক্রয়ের উদ্দেশ্যে কোন পন্যদি গুদামজাত, পক্রিয়াজাত
বা বাজারজাত সুবিধার আওতাধীন  কোন গোডাউন বা ওয়ারহাউজের ভাড়া  হতে আয়

ব্যাখ্যা: এই ধারার উদ্দেশ্যে সাধন করার নিমিত্ত—
 
(এ) কুটির শিল্প বলতে এমন একটি প্রতিষাঠানকে বুঝায়, য জয়েন্টস্টক কোম্পানি নয় এবং যা নি¤েœাক্ত শর্তসমূহ পূরন করে থাকে 
        (ক)  এটা মূলত: এরুপ একটি প্রতিষাঠান যার মালিক নিজেই একজন বিনিয়োগকারী, একজন সার্বক্ষণিক  কর্মচারী এবং প্রকৃত উদ্যোক্তা ও বটে ।
        (খ) আয় বৎসরের কোন সময়ই স্থাপনা, মেশিনপত্র এবং যান্ত্রিক সরনঞ্জামের জন্য বিনিয়োগকৃত মূলধন, যার পরিমান তিনলক্ষ  টাকার চাইতে  অধিক হয়না;
        (গ) কোন আয় বৎসরের চব্বিশ ঘন্টার একদিনের কোনদিন ও মাািলক ও তার পরিবারের সদস্য সংখ্যা সর্বাধিক পনের জনের অধিক হবেনা; এবং
        (ঘ) প্রতিষাঠানের  মালিক অথবা তার পরিবারের  কোন সদস্য স্বনামে বা বেনামে  অন্যবিধ কোন শিল্প বা বাণিজ্যিক প্রতিষাঠানের  মালিক না হন এবং
(বি) কোন প্রতিষ্ঠানের  মালিকানা সূত্রে তার পরিবারের সদস্য বলতে ঐ মালিকের পিতামাতা, স্বামী/স্ত্রী, মালিকের উপর  নির্ভরশীল সন্তান ইত্যদিকে বুঝানো হবে এবং যারা কোন প্রকার মজুরী, পারিতোষিক অথবা কোনরুপ ক্ষতিপূরণ ছাড়া প্রতিষাঠানে পূর্রকালীন বা খন্ডকালীন যেভাবেই হোক এরুপে কর্মে নিয়োজিত রয়েছে ।

(২)    মিউচ্যুয়াল ইন্সুরেন্স এসোসিয়েশন কর্তৃক পরিচালিত বীমা ব্যবসায় ন্যায় কার্যকর কোন সমবায় সমিতির ক্ষেত্রে,যার লাভও মুনাফার ক্ষেত্রে চতুর্থ তফসীলের ৮ প্যারা প্রযোজ্র রয়েছে, উপধারা ( ১) – বর্ণিত কোন বিধানই প্রয়োগ করা যাবে না

About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment