FAQ

Displaying 31-40 of 41 results.

আয়কর রিটার্ণ কারা দেবেন

কোন ব্যক্তি  (individual)  করদাতার  আয় যদি বছরে  ২,৫০,০০০/-  টাকার বেশী হয় তবে তাকে রিটার্ন দিতে হবে। মহিলা  এবং ৬৫ বছর বা তদুর্ধ্ব বয়সের পুরুষ করদাতার আয়  যদি  বছরে  ৩,০০,০০০/-  টাকার  বেশি,  প্রতিবন্ধী  করদাতার  আয়  যদি  বছরে ৩,৭৫,০০০/-  টাকার বেশী  এবং গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার আয় যদি বছরে ৪,২৫,০০০/-  টাকার বেশী  হয় তাহলে তাঁকে রিটার্ন দিতে হবে।  তবে আয়ের পরিমাণ যা-ই হোক না কেন কতিপয় ব্যক্তির  ক্ষেত্রে  রিটার্ন দাখিল বাধ্যতামূলক। তাঁদের তালিকা নীচে দেয়া হলোঃ
(১) আয়বর্ষে করযোগ্য আয় থাকলে;
(২) আয়বর্ষের পূর্ববর্তী তিন বছরের যে কোন বছর করযোগ্য আয় নিরূপিত হলে;
(৩) সিটি  কর্পোরেশন  অথবা  বিভাগীয়  ও  জেলা  শহরের  পৌরসভায় বসবাসকারীদেরঃ
ক) একটি গাড়ীর মালিক হলে;
খ) মূল্য সংযোজন কর আইনে নিবন্ধিত কোন ক্লাবের সদস্য হলে;
(৪) সিটি  কর্পোরেশন,  পৌরসভা  অথবা  ইউনিয়ন  পরিষদে  ব্যবসা  পরিচালনার জন্য ট্রেড লাইসেন্স এবং ব্যাংক এ্যাকাউন্ট থাকলে;
(৫) ডাক্তার,  দন্ত  চিকিৎসক, আয়কর আইনজীবী, আইনজীবী, চার্টার্ড একাউন্টেন্ট, কস্ট এন্ড ম্যানেজমেন্ট এ্যাকাউন্টেন্ট, প্রকৌশলী, স্থপতি, সার্ভেয়ার অথবা সমজাতীয় পেশায় নিয়োজিত সকল ব্যক্তিবর্গ;
(৬) চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ অথবা কোন ট্রেড এসোসিয়েশনের সকল সদস্য;
(৭) পৌরসভা, সিটি কর্পোরেশন অথবা জাতীয় সংসদ নির্বাচনে সকল পদপ্রার্থী;
(৮) সরকারি,  আধা-সরকারি,  স্বায়ত্তশাসিত  সংস্থা  অথবা  স্থানীয়  কর্তৃপক্ষের ঠিকাদারী কাজে টেন্ডারে অংশগ্রহণকারী সকল ব্যাক্তি বা প্রতিষ্ঠান;

আয়কর রিটার্ন কি

আয়কর রিটার্ণ হলো সরকার কর্তক নির্ধারিত একটি কাঠমোবদ্ধ ফরম যার মধ্যে করদাতা তাঁর আয়-ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য লিখে আয়কর অফিসে দাখিল করেন। ব্যক্তি শ্রেণীর করদাতা ও কোম্পানী করদাতাদের জন্য পৃথক রিটার্ণ রয়েছে। ব্যক্তি শ্রেণীর করদাতার রিটার্ণ ফরম বাংলা ও ইংরেজী উভয় ভাষায় এবং কোম্পানী করদাতার রিটার্ণ ফরম ইংরেজী ভাষায় পাওয়া যায়।

রিটার্ণ ফরম কোথায় পাওয়া যাবে

আয়কর রিটার্ণ ফরম কর সার্কেলসহ বিভিন্ন কর অফিসে বিনামূল্যে পাওয়া যায়। রিটার্ন ফরম ডাউনলোড করতে এখানে ক্লিক করুন  অথবা জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট থেকেও Download করা যাবে।

জাল করদাতা সনাক্তকরণ নম্বর (টিআইএন)ব্যবহারের জন্য জরিমানা/শাস্তির বিধান

জাল করদাতা সনাক্তকরণ নম্বর (টিআইএন) ব্যবহারের জন্য ব্যবহারকারীর উপর আর্থিক জরিমানা আরোপ সহ কারাদন্ডের বিধান রয়েছে। এলক্ষ্যে অধ্যাদেশে নতুন তিনটি ধারা রয়েছে, যা নিম্নরূপঃ
(ক) আয়কর অধ্যাদেশের Section 124A অনুযায়ী যুক্তিসঙ্গতকারন ছাড়া যদি কোন ব্যক্তি অন্যের টিআইএন ব্যবহার করেন অথবা
জাল টিআইএন ব্যবহার করেন বা আয়কর আইন অনূযায়ী যে সব ক্ষেত্রে টিআইএন ব্যবহার বাধ্যতামূলক, সেসব ক্ষেত্রে জাল প্রমান পত্র ব্যবহার করলে, জাল টিআইএন ব্যবহারকারীর উপর সংশ্লিষ্ট উপকর কমিশনার কর্তৃক সর্বোচ্চ ২০,০০০/-টাকা জরিমানা আরোপের বিধান প্রবর্তন করা হয়েছে। তবে জরিমানা আরোপের পূর্বে Section 130 এর বিধান পরিপালন করতে হবে।
(খ) আয়কর অধ্যাদেশের Section 124AA অনুযায়ী 184A ধারায় উল্লেখিত কর্তৃপক্ষ করদাতাকে  সংশ্লিষ্ট সেবা প্রদান কালে
টিআইএন সনদ যাচাই না করলে সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত জরিমানা করতে পারবে।
(গ) আয়কর অধ্যাদেশের Section 165A অনুযায়ী ইচ্ছাকৃতভাবে (Deliberately) যদি কোন ব্যক্তি জাল টিআইএন ব্যবহার
করেন বা অন্যের টিআইএন ব্যবহার করেন, সেক্ষেত্রে ব্যবহারকারীকে সর্বোচ্চ ৩ বছরের কারাদন্ড বা ৫০,০০০/-টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত করার বিধান প্রবর্তন করা হয়েছে।

করদাতা বাড়ী ভাড়া আয়ের ক্ষেত্রে যদি বাড়ী ভাড়া এক বা একাধিক মাস খালি (Vacant) থাকে সেই ক্ষেত্রে করনীয় কি ?

বাড়ী ভাড়ার ক্ষেত্রে বাড়ী যদি খালি হয় সেক্ষেত্রে সংশ্লিষ্ট উপ কর কমিশনার বরাবর বিষয়টি অবহিত করে একটি আবেদন করতে হবে। যে কয় মাস বাড়ী ভাড়া খালি থাকে সে কয় মাসের ভাড়া বার্ষিক বাড়ী ভাড়া থেকে বাদ যাবে।

আমি ঢাকার বাইরে চাকুরি করি এখন ঢাকায় বদলি হয়ে এসেছি, আমি এখন কোথায় রিটার্ন জমা দিব?

বদলি হওয়ার পূর্বে আপনি যে সার্কেলে রিটার্ন জমা দিয়েছেন, সেই সার্কেল থেকে সর্বশেষ কর বছরের আয়কর রিটার্নের সার্টিফাইড কপি উঠাবেন এবং আপনার আয়কর ফাইলটি স্থানান্তর করার জন্য উপ কর কমিশনার বরাবর একটি আবেদন করবেন এবং আবেদনের একটি কপি সংশ্লিষ্ট সার্কেল থেকে রিসিভ করিয়ে নিবেন। আপনি এখন যে সার্কেলে আয়কর রিটার্ণ জমা দিবেন সেই সার্কেলে গত বছরের সার্টিফাইড কপি এবং বদলি হওয়ার আবেদনের রিসিভ কপি সংযুক্ত করে রিটার্ণ জমা দিবেন।

আমার টিআইএন আছে, কিন্তু যে বেতন পাই সেই বেতন আয়করযোগ্য নয় এবং আমার অন্য কোন আয় নেই এইক্ষেত্রে রিটার্ন জমা দিতে হবে কি?

টিআইএন গ্রহণ করলে আপনার কমপক্ষে তিন বছর করযোগ্য আয় না থাকলে রিটার্ন জমা দেওয়ার পর যদি মনে করেন আপনার আর আয়করযোগ্য হবে না সেইক্ষেত্রে আপনি ৩য় বছরের রিটার্ন জমা দেওয়ার সময় উপ কর কমিশনার বরাবর আপনার আয়কর রিটার্নটি নথি¯করার জন্য একটি আবেদন করতে পারেন। উপকর কমিশনার আপনার জবাবে সন্তুষ্ট হলে আয়কর ফাইল নথিস্থ করে রাখবেন। যদি আপনি কোন সময় করযোগ্য আয়ের মধ্যে আসেন সেইক্ষেত্রে আপনি উক্ত আয়কর ফাইলটি পুনরায় চালু করতে পারেন।

কোম্পানির ক্ষেত্রে নগদে ঋণ গ্রহন করা যাবে কি?

অর্থ আইন ২০১২-এ অধ্যাদেশের ধারা ১৯ এর- উপ-ধারা ২৬ সংযোজন করা হয়েছে । এর ফলে কোন কোম্পানী করদাতাকে অন্য কোন কোম্পানীর নিকট থেকে ক্রসড চেক বা ব্যাংকের মাধ্যমে ঋণ গ্রহন করতে হবে । উলি−খিত মাধ্যম ছাড়া অন্যকোনভাবে যেমন নগদে ঋণ গ্রহন করা হলে সমপরিমাণ অর্থ ঋণ গ্রহনকারী কোম্পানীর অন্যান্য উৎসের আয় হিসেবে বিবেচিত হবে। যে বছরে এ ঋণ গ্রহন করা হবে, সে বছরের সংশি−ষ্ট করবর্ষে এটি তার আয় বিবেচিত হবে ।

বই প্রকাশের ৪/৫ দিন আগে প্রশ্নোত্তর পর্বটি নতুন সংযুক্তি হয়েছে যার জন্য এ বছর কয়েকটি নমুনা হিসেবে দেওয়া হল। আমাদের ব্যবসা সংক্রান্ত Web-এ প্রতিনিয়ত নতুন নতুন প্রশ্নোত্তর সংযুক্তি করা হচ্ছে।