১১৮ক। আদেশ, বিজ্ঞপ্তি, ব্যাখ্যা, পরিপত্র, স্পষ্টিকরণ ইত্যাদি জারির ক্ষমতা।-

 1[১১৮ক। আদেশ, বিজ্ঞপ্তি, ব্যাখ্যা, পরিপত্র, স্পষ্টিকরণ ইত্যাদি জারির ক্ষমতা।- এই বিধিমালা, আইনে নির্ধারিণযোগ্য বিষয়, মূল্য সংযোজন কর ব্যবস্থায় অর্থনৈতিক কর্মকান্ডের প্রক্রিয়া, অটোমেশনের সহিত মূসক প্রক্রিয়া সামঞ্জ¯্রকরণ, ইত্যাদি বিষয় হইতে উদ্ভূত যে কোনো সমস্যা নিরসণ কল্পে বোর্ড সামগ্রিকভাবে এবং কিরয়া আদেশ, বিজ্ঞপ্তি, ব্যাখ্যা পরিপত্র স্পষ্টিকরণ ইত্যাদি জারি করিতে পারিবে।

2[১১৮খ। সরবরাহ প্রদান হইতে সাময়িক বিরতির ঘোষণা।— (১) কোনো নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি করযোগ্য সরবরাহ প্রদান হইতে সাময়িকভাবে বিরত থাকিতে চাহিলে তিনি অন্যূন ৪৮ (আটচল্লিশ) ঘন্টা পূর্বে বিভাগীয় কর্মকর্তাকে উহা অবহিত করিবেন এবং উক্তরূপে অবহিত হইবার ২৪ (চব্বিশ) ঘন্টার মধ্যে বিভাগীয় কর্মকর্তা বা তৎকতৃর্ক মনোনীত কর্মকর্তা নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির মজুত উপকরণ এবং প্রস্তুতকৃত পণ্যের বা সেবার সরেজমিন হিসাব গ্রহণ করিবেন। 
(২) কোনো বিনন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি করযোগ্য সরবরাহ হইতে বিরত থাকিলে এবং পরবর্তীতে পুনরায় উহা আরম্ভ করিতে চাহিলে উক্তরূপ আরম্ভ করিবার পূর্ববর্তী কার্যদিবসে সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাকে অবহিত করিতে হইবে।

3[১১৮গ। স্থানীয় পর্যায়ে মূলধনী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ উৎপাদনে সুবিধা।—Customs Act, 1969 (Act No. IV of 1969) Gi Section 19 Gi sub-section (1) এবং আইনের ধারা ১২৬ এর উপ—ধারা (১) এর আওতায় সরকার কতৃর্ক, সময় সময়, জারীকৃত অব্যাহতি বা রেয়াতী সুবিধা সংক্রান্ত কাস্টমস ও মূল্য সংযোজন কর প্রজ্ঞাপনের আওতাভুক্ত অব্যাহতিপ্রাপ্ত সুনির্দিষ্ট এইচএস কোড এর মূলধনী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ বাংলাদেশে উৎপাদনের ক্ষেত্রে উহার প্রস্তুতকারক বা উৎপাদক, নম্ববর্ণিত শর্তসাপেক্ষে মূল্য সংযোজন কর পরিশোধ ব্যতিরেকে সরবরাহ করিতে পারিবেন, যথা:—
 (ক) আইন অনুযায়ী নিবন্ধিত হইতে হইবে;
 (খ) নিয়মিত মূল্য সংযোজন কর দাখিলপত্র পেশ করিতে হইবে।

 

1এসআরও নং—১৫৯—আইন/২০১৭/০২—মূসক, তারিখ—০১ জুন ২০১৭ দ্বারা সন্নিবেশিত

2এসআরও নং—১৪২—আইন/২০২০/১০৩—মূসক, তারিখ—১১ জুন ২০২০ দ্বারা বিধি ১১৮খ সংযোজিত
3এসআরও নং—১৪০—আইন/২০২১/১৩৭—মূসক, তারিখ—০৩ জুন ২০২১ দ্বারা দফা (খ) ও (গ) বিলুপ্ত

 

About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment