২০২১—২০২২ কর বছরের জন্য প্রযোজ্য আয়কর হার

২০২১—২০২২ কর বছরের জন্য প্রযোজ্য আয়কর হার

(ক) ব্যক্তি শ্রেণির কর হার ঃ
(১) অর্থ আইন, ২০২১ এর মাধ্যমে ব্যক্তি করদাতা, হিন্দু অবিভক্ত পরিবার, অংশিদারী ফার্ম, ব্যক্তি সংঘ এবং আইনের দ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যক্তির। ২০২১—২০২২ কর বছরের জন্য এরূপ করদাতাদের আয়ের উপর প্রযোজ্য কর হার নিম্নরূপঃ

প্রথম ৩,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর  শূন্য
পরবতীর্ ১,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর  ৫%
পরবতীর্ ৩,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর  ১০%
পরবতীর্ ৪,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর  ১৫%
পরবতীর্ ৫,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর  ২০%
অবশিষ্ট মোট আয়ের উপর......... ২৫% 

(ক) তৃতীয় লিঙ্গের করদাতা মহিলা এবং ৬৫ বৎসর বা তদূর্ধŸ বয়সের পুরুষ করদাতার করমুক্ত আয়ের সীমা আয়ের সীমা হইবে ৩,৫০,০০০ টাকা।

(খ) প্রতিবন্ধী করদাতার করমুক্ত আয়ের সীমা ৪,৫০,০০০ টাকা।
(গ) গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধার আয়ের সীমা ৪,৭৫,০০০ টাকা।

(ঘ) কোন প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবকের জন্য করমুক্ত সীমা ৫০,০০০ টাকা বেশী হবে; প্রতিবন্ধী ব্যক্তির পিতা ও মাতা উভয়েই করদাতা হলে যে কোন একজন এই সুবিধা ভোগ করবেন; এবং

(ঙ) করমুক্ত সীমার ঊর্ধ্বের আয়ের ক্ষেত্রে প্রদেয় ন্যূনতম আয়করের পরিমাণ এলাকাভেদে নিম্নরূপভাবে বিন্যস্ত করা হয়েছে ঃ

এলাকার বিবরণ  ন্যূনতম করেরহার
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি 
কর্পোরেশন এলাকায় অবস্থিত করদাতা 
৫,০০০ টাকা
অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত করদাত ৪,০০০ টাকা
সিটি কর্পোরেশন ব্যতীত অন্যান্য এলাকায় অবস্থিত করদাতা ৩,০০০ টাকা  

*একজন চাকুরীজীবি করদাতা আয় বছরে একাধিক স্থানে কর্মরত থাকলে যে স্থানে তিনি অধিক কাল কর্মরত ছিলেন ন্যূনতম করের জন্য সে স্থানই তাঁর অবস্থান স্থল বলে বিবেচিত  হবে।
* করদাতা অনিবাসী হলে বাংলাদেশে তিনি যে ঠিকানা ব্যবহার করেন সে ঠিকানাই তাঁর 
 অবস্থানস্থল হিসেবে বিবেচিত হবে।
* করমুক্তসীমার ঊর্ধ্বে আয় আছে এমন করদাতার প্রদেয় আয়করের পরিমাণ হিসাব অনুযায়ী তাঁর জন্য প্রযোজ্য ন্যূনতম আয়করের পরিমাণ অপেক্ষা কম হলে বা বিনিয়োগজনিত কর রেয়াত বিবেচনার পর প্রদেয় আয়করের পরিমাণ প্রযোজ্য ন্যূনতম আয়করের কম বা ঋণাত্মক হলেও তাঁকে তাঁর জন্য প্রযোজ্য ন্যূনতম আয়কর পরিশোধ করতে হবে। অর্থাৎ  কর সীমা ৩,০০,০০০ টাকা এবং অন্য ক্ষেত্রে কর সীমা অতিক্রম করলেই নূন্যতম  আয়কর প্রদান করতে হবে।

 

(খ) ক্ষেত্রবিশেষে ব্যক্তি করদাতাদের উপর সারচার্জ আরোপ ঃ

অর্থ আইন, ২০২১ এর মাধ্যমে ব্যক্তি করদাতাদের প্রদেয় আয়করের উপর প্রযোজ্যসারচার্জ । আয়কর রিটার্নের সাথে দাখিলকৃত সম্পদ ও দায় বিবরণীতে প্রদর্শিত নীট সম্পদের পরিমাণ তিন কোটি টাকার ঊর্ধ্বে হলে নীট সম্পদের উপর ভিত্তি করে নিম্নলিখিত হারে প্রদেয় আয়করের উপর সারচার্জ আরোপিত হবেঃ

 নীট পরিসম্পদের মূল্যমান 

সারচার্জের হার

(ক) নীট পরিসম্পদের মূল্যবান তিন কোটি টাকা পর্যন্ত — শূন্য
(খ) নীট পরিসম্পদের মূল্যবান তিন কোটি টাকার অধিক কিন্তু দশ কোটি টাকার অধিক নহে;
 বা, নিজ নামে একের অধিক মোটর গাড়ি; 
 বা, কোন সিটি কর্পোরেশন এলাকায় মোট ৮,০০০ বর্গফুটের অধিক আয়তনের গৃহ সম্পত্তি
 ১০% 
(গ) নীট পরিসম্পদের মূল্যবান দশ কোটি টাকার অধিক কিন্তু বিশ কোটি টাকার অধিক নহে—  ২০%
(ঘ) নীট পরিসম্পদের মূল্যবান বিশ কোটি টাকার অধিক কিন্তু পঞ্চাশ কোটি টাকার অধিক নহে—  ৩০%
(ঙ) নীট পরিসম্পদের মূল্যবান পঞ্চাশ কোটি টাকার অধিক হলে—  ৩৫%

এখানে 
 (১) “নীট পরিসম্পদের মূল্যবান” বলিতে Income tax ordinance, 1984 (Ordinance No. XXXVI of 1984)  এর section 80 অনুযায়ী পরিসম্পদ, দায় ও খরচের বিবরণী (statement of assets, liabilities and expenses) তে প্রদর্শনযোগ্য নীট পরিসম্পদের মূল্যমানকে (total net warth) বুঝাইবে; এবং

(২) “মোটরগাড়ি” বলিতে প্রাইভেট কার, জীপ বা মাইক্রোবাসকে বুঝাইবে।

সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ যে কোন তামাকজাত পণ্য প্রস্তুতকারক করদাতার উক্ত ব্যবসায় হতে অর্জিত আয়ের উপর ২.৫% হারে সারচার্জ প্রদেয় হবে সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ যে কোন তামাকজাত পণ্য প্রস্তুতকারক কোন ব্যক্তি—করদাতার নীট পরিসম্পদের মূল্যমান তিন কোটি পঁচিশ লক্ষ টাকা অতিক্রম করলে তাকে নীট সম্পদের ভিত্তিতে প্রদেয় সারচার্জ এবং তার উক্ত ব্যবসায় হতে অর্জিত আয়ের 
উপর ২.৫% হারে সারচার্জ— উভয়টি পরিশোধ করতে হবে।

একজন পুরুষ করদাতার (৬৫ বছরের নিচে) সারচার্জ কিভাবে পরিগণনা করতে হবে তা নিচের উদাহরণগুলোর মাধ্যমে দেখানো হল:

(১) একজন করদাতার নীট সম্পদ                                     ২,৯৫,০০,০০০
 মোট আয়—                                                                       ১০,০০,০০০
 আয়ের উপর আরোপযোগ্য আয়করের পরিমাণ                        ৮০,০০০
 প্রদেয় সারচার্জের পরিমাণ                                                           শূন্য।
(২) একজন করদাতার নীট সম্পদ                                   ৩,৩৫,০০,০০০
 মোট আয়                                                                          ১০,০০,০০০
 আয়ের উপর প্রদেয় আয়করের পরিমাণ                                   ৮০,০০০
 প্রদেয় সারচার্জের পরিমাণ (১০%)                                              ৮,০০০
(৩) একজন করদাতার নীট সম্পদ                                 ১৯,০০,০০,০০০

মোট আয়                                                                          ১০,০০,০০০
 আয়ের উপর আরোপযোগ্য আয়করের পরিমাণ                       ৮০,০০০ 
 প্রদেয় সারচার্জের পরিমাণ (২০%)                                           ১৬,০০০
(৪) একজন করদাতার নীট সম্পদ                                 ২৪,৫০,০০,০০০
 মোট আয়                                                                         ১০,০০,০০০
 আয়ের উপর আরোপযোগ্য আয়করের পরিমাণ                       ৮০,০০০ 
 প্রদেয় সারচার্জের পরিমাণ (৩০%)                                           ২৪,০০০
(৫) একজন করদাতার নীট সম্পদ                                ৫২,০০,০০,০০০
 মোট আয়                                                                         ১০,০০,০০০
 আয়ের উপর আরোপযোগ্য আয়করের পরিমাণ                       ৮০,০০০ 
 
 বিনিয়োগজনিত আয়কর রেয়াত                                               ১০,০০০
 বিনেয়োগজনিত আয়কর রেয়াত বাদে প্রদেয় আয়কর               ৭০,০০০ 
 অগ্রিম আয়কর পরিশোধ                                                         ৭০,০০০
 অবশিষ্ট প্রদেয় আয়কর                                                               শূন্য
 প্রদেয় সারচার্জের পরিমাণ ৭০,০০০ টাকার (৩৫%)                   ২৪,৫০০

*ব্যক্তি (রহফরারফঁধষ) শ্রেণীর করদাতা ভিন্ন অন্য কারো উপর এ সারচার্জ আরোপিত হবে না
(গ) অনিবাসী ব্যক্তির করহারঃ 
বাংলাদেশী নয় এমন অনিবাসী ব্যক্তিদের কর হার ৩০% করা হয়েছে। তবে অনিবাসী ব্যক্তি করদাতা বাংলাদেশী নাগরিক হলে তাদের আয়ের ক্ষেত্রে বাংলাদেশী নিবাসীদের জন্য প্রযোজ্য হারে (০%, ৫%, ১০%, ১৫%, ২০% ও ২৫%) কর প্রদেয় হবে।

 

About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment