টিআইএন সনদের পাশাপাশি আয়কর রিটার্নে প্রাপ্তি স্বীকারপত্র ও Computer Generated সার্টিফিকেট বিবেচনার বিধান [Section 184A]

টিআইএন সনদের পাশাপাশি আয়কর রিটার্নে প্রাপ্তি স্বীকারপত্র ও  Computer Generated সার্টিফিকেট বিবেচনার বিধান [Section 184A]

আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ অনুযায়ী কতিপয় ক্ষেত্রে করদাতা সনাক্তকরণ নম্বর (ই—টিআইএন) সনদ দাখিলের প্রয়োজনীয়তা রয়েছে। উপ কর কমিশনার কর্তৃক প্রদত্ত প্রত্যায়নপত্র এবং সর্বশেষ কর বর্ষের আয়কর রিটার্নের প্রাপ্তি স্বীকার পত্রের পাশাপাশি Computer System এর মাধ্যমে প্রদত্ত Computer Generated সাটিফিকেটও নির্ধারিত এ সকল ক্ষেত্রে দাখিল করা যাবে। তবে একজন পুরাতন করদাতাকে এ ক্ষেত্রে টিআইএন এবং কর নির্ধারণ সম্পন্নের তথ্য সম্বলিত উপ কর কমিশনারের প্রত্যায়নপত্র দাখিল করতে হবে।

About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment