৪৬। উপকরণ কর রেয়াত।-

[৪৬। উপকরণ কর রেয়াত।- — (১) এই আইনে ভিন্নরূপ কোন বিধান না থাকিলে, কোন নিবন্ধিত ব্যক্তি অর্থনৈতিক কার্যক্রম প্রক্রিয়ার করযোগ্য সরবরাহের উপর উৎপাদ করের বিপরীতে, নিম্নবর্ণিত ক্ষেত্র ব্যতীত, পরিশোধিত উপকরণ কর রেয়াত গ্রহণ করিতে পারিবেন, যথা:—
 (ক) যদি করযোগ্য সরবরাহের মূল্য ১,০০,০০০.০০ (এক লক্ষ) টাকা অতিক্রম করে এবং উক্ত সরবরাহের পণ ব্যাংকিং ব্যতিরেকে পরিশোধ করা হয়;
 (খ) যদি আমদানিকৃত সেবার সরবরাহ গ্রহণের ক্ষেত্রে দাখিলপত্রে উক্ত সেবা সরবরাহের উপর প্রদেয় উৎপাদ কর প্রদর্শন না করেন;
 (গ) যে কর মেয়াদে চালানপত্র বা বিল অব এন্ট্রির মাধ্যমে উপকরণ ক্রয় বা সংগ্রহ করা হয় সেই কর মেয়াদ বা তৎপরবতীর্ 2[চারটি কর মেযাদের] মধ্যে যদি উপকরণ কর রেয়াদ গ্রহণ না করে;
 (ঘ) অন্যের অধিকারে, দখলে বা তত্ত্বাবধানে রক্ষিত পণ্য বা সেবার বিপরীতে পরিশোধিত মূল্য সংযোজন কর;
 (ঙ) যদি কোন পণ্য বা সেবা বিধি দ্বারা নির্ধারিত ক্রয় হিসাব পুস্তকে 3[বা ক্রয়—বিক্রয় হিসাব পুস্তকে] অন্তভূক্ত না করা হয়;
 (চ) যদি চালানপত্রে ক্রেতা ও বিক্রেতা উভয়ের নাম, ঠিকানা ও নিবন্ধন নম্বর উল্লেখ না থাকে;
 (ছ) আমাদনিকারকের নিকট হইতে সরবরাহ গ্রহণের ক্ষেত্রে আমদানিকারক কর্তৃক ইস্যুকৃত কর চালানপত্রে আমদানি চালান সংশ্লিষ্ট বিল অপ এন্ট্রি উল্লেখ না থাকিলে এবং কর চালানপত্রে বর্ণিত পণ্যের বর্ণনার সহিত আমদানি বিল অব এন্ট্রিতে বর্ণিত পণ্যের বর্ণনার মিল না থাকিলে;

(জ) ব্যাংক গ্র্যারান্টির মাধ্যমে খালাসকৃত উপকরণ বা পণ্যের ক্ষেত্রে, যে কারণে উক্ত ব্যাংক গ্যারান্টি গ্রহণ করা হইয়াছে তাহা চূড়ান্তভাবে নিষ্পত্তি না হইলে, উক্ত ব্যাংক গ্যারান্টি অংশের সহিত সংশ্লিষ্ট উপকরণ কর;
(ঝ) অব্যাহতিপ্রাপ্ত পণ্য উৎপাদনে বা সেবা প্রদানে ব্যবহৃত পণ্য বা সেবার উপর পরিশোধিত উপকরণ কর;
(ঞ) টার্নওভার করের আওতায় পরিশোধিত টার্নওভার কর;
(ট) পণ্য উৎপাদনে বা সেবা প্রদানে ব্যবহৃত পণ্য বা সেবার উপর পরিশোধিত সম্পূরক শুল্ক;
(ঠ) 4[রপÍানি ক্ষেত্র ব্যতীত মূসকের হার ১৫ শতাংশের] নিম্নে কিংবা সুনিদিষ্ট কর আরোপিত রহিয়াছে এমন নির্দিষ্টকৃত কোন পণ্য বা সেবা সরবরাহের ক্ষেত্রে ক্রীত উপকরণের উপর পরিশোধিত মূল্য সংযোজন কর;
(ড) উপকরণ—উৎপাদ সহগ (ওহঢ়ঁঃ—ঙঁঃঢ়ঁঃ ঈড়বভভরপরবহঃ) এ ঘোষিত নেই এমন উপকরণ বা পণ্যের বিপরীতে পরিশোধিত উপকরণ কর। 5[;
(ঢ) মোট উপকরণ মূল্য ৭.৫ (সাত দশমিক পাঁচ) শতাংশের অধিক পরিবর্তনের ক্ষেত্রে নতুন উপকরণ—উৎপাদ সহগ প্রদান না করিলে অতিরিক্ত বর্ধিত উপকরণ কর;] 
 6[(ণ) উপকরণ মুল্যের চেয়ে কম মূল্যে পণ্য বা সেবা সরবরাহ করা হইলো]
(২) কোন অর্জন বা আমদানির বিপরীতে পরিশোধিত উপকরণ কর রেযাদ গ্রহণ করা যাইবে না যদি:— 
(ক) কোন অর্জন বা আমদানি যাত্রী যানবাহন সংক্রান্ত হয় বা উহার খুচরা যন্ত্রাংশ বা উক্ত যানবাহনের মেরামত বা রক্ষণাবেক্ষণ সেবার উদ্দেশ্যে করা হয়, তবে, যানবাহনের ব্যবসা করা, ভাড়া খাটানো বা পরিবহন সেবা প্রদান উক্ত ব্যক্তির অর্থনৈতিক কার্যক্রমের অন্তভুর্ক্ত হইলে এবং যানবাহনটি উক্ত উদ্দেশ্যে অর্জিত হইলে উপকরণ কর রেয়াত গ্রহন করা যাইবে;
(খ) উক্ত অর্জন বা আমদানি চিত্তবিনোদন সংক্রান্ত বা চিত্তবিনোদনের নিমিত্ত ব্যবহৃত হয়; তবে,বিনোদন প্রদান উক্ত ব্যক্তির অর্থনৈতিক কাযৃক্রম সংশ্লিষ্ট হইলে এবং বিনোদনটি অর্থনৈতিক কার্যক্রমের স্বভাবিক প্রক্রিয়ায় প্রদান করা হইলে উপকরণ কর রেয়াত গ্রহণ করা যাইবে;
(গ) উক্ত অর্জন ক্রিয়া বিষয়ক, সামাজিক বা বিনোদনমূলক ক্লাব সংঘ বা সমিতিতে কোন ব্যক্তির সদস্যপদ বা প্রবেশাধিকার সম্পর্কিত;
7[(ঘ) উক্ত অর্জন পণ্য পরিবহন সেবা সংক্রন্ত ব্যয়ের ৮০(আশি) শতাংশের অধিক হয়]
(৩) নিবন্ধিত ব্যক্তিকে দাখিলপত্র পেশকালে উপরকণ কর রেয়াদ দাবির সমর্থনে নিম্নবর্ণিত দলিলাদি দখলে রাখিতে হইবে, যথা:— 
(ক) আমদানির ক্ষেত্রে, আমাদনিকারকের নাম, ঠিকানা এবং ব্যবসা সনাক্তকরণ নম্বর সংবলিত বিল অব এন্ট্রি (ইরষষ ড়ভ ঊহঃৎু);

(খ) সরবরাহের ক্ষেত্রে, সরবরাহকারী কর্তৃক ইস্যুকৃত কর চালানপত্র;
8[(গ) * * *]
(ঘ) ধারা ২০ এর উপ—ধারা 9[(২)] এর ক্ষেত্রে কর পরিশোধের স্বপক্ষে ট্রেজারি চালান।
10[(ঙ) গ্যাস, পানি, বিদ্যুৎ 11[ব্যাংক, বীমা, বন্দর] ও টেলিফোন সেবার উপর পরিশোধিত মূসক রেয়াত গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ।ট প্রতিষ্ঠান কতৃর্ক ইস্যুকৃত বিল, যাহা চালানপত্র হিসেবে গণ্য হবে] 


1অর্থ আইন, ২০১৯ (২০১৯ সনের ১০ নং আইন) এর ধারা ৭৪ দ্বারা প্রতিস্থাপিত 
2অর্থ আইন, ২০২০ (২০২০ সনের ০৯ নং আইন) এর ধারা ৬১(ক)(অ) দ্বারা “দুইটি কর মেয়াদের” পরিবর্তে প্রতিস্থাপিত 
3অর্থ আইন, ২০২০ (২০২০ সনের ০৯ নং আইন) এর ধারা ৬১(ক)(অ) দ্বারা সন্নিবেশি

4অর্থ আইন, ২০২১ (২০২১সনের ১১ নং আইন) এর ধারা ৪৪(ক)(অ) দ্বারা “মূসকের হার ১৫ শতাংশের” পরিবর্তে প্রতিস্থাপিত 
5অর্থ আইন, ২০২০ (২০২০ সনের ০৯ নং আইন) এর ধারা ৬১(ক)(ই) দ্বারা “(;)” প্রতিস্থাপিত এবং দফা (ঢ) সংযোজিত 
6অর্থ আইন, ২০২১ (২০২১ সনের ১১ নং আইন) এর ধারা ৪৪(ক)(আ) দ্বারা “(।)” পরিবর্তে ‘;’ প্রতিস্থাপিত এবং দফা (ণ) সংযোজিত 
7অর্থ আইন, ২০২০ (২০২০ সনের ০৯ নং আইন) এর ধারা ৬১(খ) দ্বারা প্রতিস্থাপিত 
8অর্থ আইন, ২০২১ (২০২১ সনের ১১ নং আইন) এর ধারা ৪৪(খ)(অ) দ্বারা বিলুপ্ত 
9অর্থ আইন, ২০২০ (২০২০ সনের ০৯ নং আইন) এর ধারা ৬১(গ)(অ) দ্বারা “(৫)” পরিবর্তে প্রতিস্থাপিত 
10অর্থ আইন, ২০২০ (২০২০ সনের ০৯ নং আইন) এর ধারা ৬১(গ)(আ) দ্বারা “;” প্রতিস্থাপিত এবং দফা (ঙ) সংযোজিত 
11অর্থ আইন, ২০২১ (২০২১ সনের ১১ নং আইন) এর ধারা ৪৪(খ)(আ) দ্বারা সন্নিবেশিত

About Author

Profile Picture

Md. Jahangir Alam

Leave a Comment