আয়কর রিটার্ন কি?

আয়কর রিটার্ন হলো সরকার কর্তক নির্ধারিত একটি কাঠামোবদ্ধ ফরম যার মধ্যে করদাতা তাঁর আয়-ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য লিখে আয়কর অফিসে দাখিল করেন। ব্যক্তি শ্রেণীর করদাতা ও কোম্পানী করদাতাদের জন্য পৃথক রিটার্ন রয়েছে। ব্যক্তি শ্রেণীর করদাতার রিটার্ন ফরম বাংলা ও ইংরেজী উভয় ভাষায় পাওয়া যায়।

About Author

Profile Picture

Md. Jahangir Alam

Leave a Comment