Business FAQs

Displaying 11-16 of 16 results.

আমার কোন জাতীয় পরিচয়পত্র নেই, আমি কিভাবে টিআইএন সার্টিফিকেট পাব?

আপনি যদি  প্রাপ্ত বয়স্ক বাংলাদেশী হন এবং আপনার যদি NID না থাকে সেক্ষেত্রে  টিআইএন  সার্টিফিকেট পাওয়ার জন্য  Taxpayer’s Status a) অপশন থেকে Individual (Foreigner / NRB /  without NID ) সিলেক্ট করতে হবে এবং b)  অপশন থেকে  Individual -> Foreigner / NRB / Bangladeshi (without NID) -> Major

ই- টিআইএন Certificate এ আমার পিতা – মাতার নামের বানান ভুল হয়ে গেছে । এখন আমি কি করব?

ই- টিআইএন Certificate তৈরী হয়ে যাওয়ার পর আপনি এর আপনার পিতা – মাতার নামের বানান ঠিক করতে পারবেন না। এ ক্ষেতে আপনি আপনার Problem টি info@incometax.gov.bd এই আইডি তে মেইল করতে পারেন।

আমি যখন আমার পুরাতন টিআইএন টাইপ করছি কিন্তু তা সিস্টেম এ invalid দেখাচ্ছে । এখন আমি কি করব?

আপনি পুনরায় আরেকবার চেষ্টা করতে পারেন। তারপরও যদি invalid দেখায় তবে আপনি তা info@incometax.gov.bd ইমেইল করতে হবে।