২। সংজ্ঞা।-

২। সংজ্ঞা।-(১) বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোনো কিছু না থাকিলে, এই বিধিমালায়,-

(ক) আইন” অর্থ মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন);

(খ) আমদানি মূল্য” Customs Act, ১৯৬৯ (IV of 1969) এর section ২৫ ও ২৫অ অনুযায়ী নিরূপিত মূল্য;

(গ) টার্নওভার কর সনদপত্র” অর্থ ধারা ১০ এর উপ-ধারা (২), বা ধারা ১২ এর অধীন কোনো তালিকাভুক্ত ব্যক্তির অনুকূলে কমিশনার কর্তৃক জারীকৃত টার্নওভার কর সনদপত্র;

(ঘ)  তালিকাভুক্ত ব্যক্তি” অর্থ ধারা ১০ এর অধীন তালিকাভুক্ত ব্যক্তি;

(ঙ)  ধারা” অর্থ আইনের ধারা;

(চ)  পরস্পর সম্পর্কযুক্ত ব্যক্তি” অর্থ আইনের অধীন নিবন্ধিত বাতালিকাভুক্ত দুই জন ব্যক্তি  যাহাদের  মধ্যে  একই  মালিকানার  শেয়ারের  পরিমাণ  ন্যূনতম ৫০  (পঞ্চাশ) শতাংশ;

1[[(চচ) “পশ্চাদ সংযোগ শিল্প প্রতিষ্ঠান” (Backward Linkage Industry) অর্থ  এইরূপ কোনো শিল্প প্রতিষ্ঠান যে শিল্প প্রতিষ্ঠান অভ্যন্তরীণ ব্যাক—টু—ব্যাক ঋণপত্র বা অভ্যন্তরীণ ঋণপত্রের বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময়ে এইরূপ কোনো নিবন্ধিত ব্যক্তির 
 নিকট পণ্য সরবরাহ বা সেবা প্রদান করে যিনি বৈদেশিক মুদ্রার বিনিময়ে কোনো প্রকৃত রপ্তানিকারকের নিকট পণ্য সরবরাহ বা সেবা প্রদানের জন্য অভ্যন্তরীণ ব্যাক—টু—ব্যাক ঋণপত্রে আবদ্ধ;]

 (ছ) প্রতিনিধি” অর্থ কোনো নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির পক্ষে আইনের অধীন যেকোনো কার্য সম্পাদনের লক্ষ্যে করদাতা কর্তৃক যথাযথ পদ্ধতিতে মনোনীত কোনো প্রতিনিধি;

2[[(ছছ) “প্রকৃত রপ্তানিকারক বা রপ্তানিকারক” অর্থ এইরূপ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যিনি তাহার উৎপাদিত পণ্য বা সেবা বা অন্যবিধভাবে সংগৃহীত পণ্য বা সেবা সরকার কতৃর্ক, সময় সময়, জারীকৃত রপ্তানি নীতি আদেশে বর্ণিত শর্তাবলি এবং বাংলাদেশ ব্যাংক কতৃর্ক, সময় সময়, জারীকৃত বৈদেশিক মুদ্রা সংক্রান্ত বিধি—বিধান পালন করিয়া সরাসরি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় বা বাংলাদেশের বাহিরে রপ্তানি করেন;

(জ)  ফরম” অর্থ এই বিধিমালার সহিত সংযোজিত যে কোনো ফরম;

(ঝ) বন্ডেড ওয়্যারহাউস” এবং “স্পেশাল বন্ডেড ওয়্যারহাউস” অর্থ Customs Act,, ১৯৬৯ (IV of 1969) এর Chapter XI এ বর্ণিত,যথাক্রমে, bonded warehouse এবং special bonded ware house;

(ঞ) বিনিময় পদ্ধতির সরবরাহ (supply under barter process)” অর্থ এমন কোনো সরবরাহ যাহা পরস্পর সম্পর্কযুক্ত ব্যক্তিদ্বয়ের মধ্যে অনুষ্ঠিত হয়;

(ট)  বিল অব এক্সপোর্ট” অর্থ  Customs Act, ১৯৬৯ (IV of 1969) এর section ১৩১ এর অধীন দাখিলকৃত বিল অব এক্সপোর্ট;

               3[(টট) বিভাগীয় কর্মকর্তা” অর্থ এমন কোনো সংশ্লিষ্ট কর্মকর্তা যিনি মূল্য সংযোজন কর বিভাগীয় কার্যালয়ের দায়িত্বে নিয়োজিত এবং বিভাগীয় কর্মকর্তার যে কোন কার্য সম্পাদনের জন্য দ্বায়িত্ব প্রাপ্ত মূল্য সংযোজন কর বৃহৎ করদাতা ইউনিট এর সহকারী কমিশনার পদের ন‡¤œ নহেন এইরূপ পদমর্যাদার কোন কর্মকর্তা:। 

(ঠ)            বোর্ড” অর্থ National Board of Revenue Order, ১৯৭২ (Presi dent Order 76 of  ১৯৭২) এর অধীন গঠিত জাতীয় রাজস্ব বোর্ড;

(ড)          ব্যক্তি” অর্থ ধারা ২ এর দফা (৭৪) এ সংজ্ঞায়িত কোনো ব্যক্তি;

(ঢ)           ব্যাংক হিসাব” অর্থ নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি কর্তৃক যেকোনো ব্যাংকের সহিত পরিচালিত হিসাব যাহা কমিশনারকে অবহিত করা হইয়াছে এবং উহা কমিশনার কর্তৃক মূসক কম্পিউটার সিস্টেমে ধারণ করা হইয়াছে;

(ণ)           মূসক আইন” অর্থ ধারা ১৩৭ এর অধীন রহিত মূল্য সংযোজনকর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২ নং আইন);

(ত)          মূসক  এজেন্ট”  অর্থ  অনাবাসিক  ব্যক্তি  কর্তৃক  তাহার  পক্ষে  মূল্য

সংযোজন কর কর্তৃপক্ষের সহিত কার্য সম্পাদনের লক্ষ্যে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি;

 (থ)     মূসক নিবন্ধন সনদপত্র” অর্থ ধারা ৬ এর উপ-ধারা (২), ধারা ৮ এর

উপ-ধারা (২) বা ধারা ১২ এর অধীন কোনো নিবন্ধিত ব্যক্তির অনুকূলে কমিশনার কর্তৃক জারীকৃত মূল্য সংযোজন কর নিবন্ধন সনদপত্র;

4[(থথ) “রাজস্ব কর্মকর্তা” অর্থ স্থনীয় মূল্য সংযোজন কর কার্যালয়ের বা সার্কেলের বা মূল্য সংযোজন কর বৃহৎ করদাতা ইউনিটের দায়িত্বে নিয়োজিত রাজস্ব কর্মকর্তা;

 (থথথ)  “স্থানীয়  মূল্য  সংযোজন  কর  কার্যালয়”  অর্থ  রাজস্ব  কর্মকর্তা  মূল্য সংযোজন কর এর কার্যালয়, মূল্যে সংযোজন কর বৃহৎ করদাতা ইউনিট

এর আওতাধীন রাজস্ব কর্মকর্তা এর অধীনে ন্যস্ত যে কোনো শাখা এবং

বোর্ড কর্তৃক সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা, নির্ধারিত অন্য কোনো কার্যালয়;]

(দ)           হিসাবরক্ষণ কর্মকর্তা” অর্থ প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা।

(২)           এই বিধিমালায় ব্যবহৃত হইয়াছে কিন্তু সংজ্ঞা প্রদান করা হয় নাই এইরূপ শব্দ বা অভিব্যক্তি আইনে যে সংজ্ঞা

প্রদান  করা  হইয়াছে  সেই  একই  অর্থে  ব্যবহৃত  হইয়াছে  বলিয়া গণ্য হইবে।


1এসআরও নং—১৪০—আইন/২০২১/১৩৭—মূসক, তারিখ: ০৩/০৬/২০২১ দ্বারা দফা (চচ) সন্নিবেশিত

2এসআরও নং—১৪০—আইন/২০২১/১৩৭—মূসক, তারিখ: ০৩/০৬/২০২১ দ্বারা দফা (চচ) সন্নিবেশিত

3এসআরও নং—১৭১—আইন/২০১৯/২৮—মূসক, তারিখ: ১৩/০৬/২০১৯ দ্বারা দফা (টট) সন্নিবেশিত

4এসআরও নং—২২৬—আইন/২০১৯/৬২—মূসক, তারিখ: ৩০/০৬/২০১৯ দ্বারা দফা ‘(থথ) ও(থথথ) সন্নিবেশিত

About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment