৮৬। ন্যায় নির্ণয়ার্থ (adjudication) কার্যধারা গ্রহণে মূসক কর্মকর্তাগণের আর্থিক সীমা।-

 ৮৬। (১) এই আইন বা তদধীন প্রণীত কোন বিধির উদ্দেশ্য পূরণকল্পে, বা করারোপ ও আদায়ের লক্ষ্যে—

(ক) আমদানি ও রপ্তানির ক্ষেত্রে, শুল্ক কর্মকর্তাগণ শুল্ক আইনের অধীন কার্যধারা গ্রহণ করিবেন; এবং
 (খ) পণ্য বা সেবা সরবরাহের ক্ষেত্রে, মূসক কর্মকর্তাগণ এই আইনের অধীন, নিম্নবর্ণিত সারণীতে উল্লিখিত আর্থিক ক্ষমতা সাপেক্ষে, কার্যধারা গ্রহণ করিবেন, যথা:

ক্রমিক নং কর্মকর্তা ক্ষমতা
(১) (2) (3)
(ক)

কমিশনার 

        

পণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য 40 (চল্লিশ ) লক্ষ  টাকার অধিক হেইলে;  
(খ)  অতিরিক্ত কমিশনার  পণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য অনধিক 40 (চল্লিশ ) লক্ষ টাকা হইলে 
(গ) যুগ্ন কমিশনার  পণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য অনধিক 30 (ত্রিশ) লক্ষ টাকা হইলে ;
(ঘ) উপ- কমিশনার  পণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য অনধিক 20 (বিশ) লক্ষ টাকা হইলে ;
(ঙ) সহকারী কমিশনার  পণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য অনধিক ১0 (দশ) লক্ষ টাকা হইলে ;
(চ) রাজস্ব কর্মকর্তা পণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য অনধিক 04 (চার) লক্ষ টাকা হইলে ;

তবে শর্ত থাকে যে, যেসকল কার্যধারার বিষয়বস্তুর সহিত কোন আর্থিক সংশ্লেষ নাই তথা অনিয়ম সংক্রান্ত, সেই সকল কার্যধারা 2[সহকারী কমিশনারের নিম্নে নহেন এমন কোন কর্মকর্তা] কর্তৃক নিষ্পত্তি করিতে হইবে। 
 (২) প্রত্যেক মূসক কর্মকর্তা এই ধারার অধীন গৃহীত প্রত্যেক কার্যধারায় সংশ্লিষ্ট ব্যক্তিকে নোটিশের মাধ্যমে শুনানির সুযোগ প্রদান করিবেন।
3[(৩) যদি কোন ব্যক্তি তৎকতৃর্ক 4[ব্যর্থতা, অনিয়ম বা কর ফাকির ক্ষেত্রে] সংক্ষিপ্ত ন্যায় নির্ণয়ন এর আবেদন করেন, তবে সেক্ষেত্রে ন্যায় নির্ণয়কারী কর্মকর্তা কারণ দর্শানো নোটিশ জারি ও শুনানি গ্রহণ ব্যতিরেকে উক্ত ক্ষেত্রে নির্ণয়ন কার্যক্রম সম্পন্ন করিতে পারিবেন।]

 


 অর্থ আইন, ২০১৯ (২০১৯ সনের ১০ নং আইন) এর ধারা ৮৯ দ্বারা প্রতিস্থাপিত

2অর্থ আইন, ২০২১ (২০২১ সনের ১১ নং আইন) এর ধারা ৮১ এর দফা (ক) দ্বারা ‘নির্ধারিত মূসক কর্মকর্তা’ এর পরিবর্তে প্রতিস্থাপিত
3অর্থ আইন, ২০২০ (২০২০ সনের ০৯ নং আইন) এর ধারা ৭৩ দ্বারা উপ—ধারা (৩) সংযোজিত
4অর্থ আইন, ২০২১ (২০২১ সনের ১১ নং আইন) এর ধারা ৫০ এর দফা (খ) দ্বারা ‘ব্যর্থতা ও অনিয়মের’ পরিবর্তে প্রতিস্থাপিত

About Author

Profile Picture

Md. Jahangir Alam

Leave a Comment