৮৫। ব্যর্থতা বা অনিয়মের ক্ষেত্রে জরিমানা আরোপ।-

৮৫। 1[ব্যর্থতা বা অনিয়ম বা কর ফাকির ক্ষেত্রে] জরিমানা আরোপ।— (১) 
নিম্নবর্ণিত সারণীর কলাম (২) এ বর্ণিত 2[ব্যর্থতা, অনিয়ম বা কর ফাকির ক্ষেত্রে] 3[ধারা ৮৬ 
তে উল্লিখিত মূসক কর্মকর্তা] কলাম (৩) এ বর্ণিত জরিমানা আরোপ করিতে পারিবেন, যথা:— 

ক্রমিক নং ব্যার্থতা বা অনিয়ম জরিমানার পরিমান

(ক)

            

 নির্ধারিত সময়সীমার মধ্যে নিবন্ধন বা তালিকাভুি ক্তর

জন্য আবেদন না করিবার ব্যর্থতা বা অনিয়ম;    

১০ (দশ) হাজার টাকা মাত্র
(খ)           

নিবন্ধন বা টার্নওভার কর সনদপত্র যথাস্থানে প্রদর্শন না করিবার ব্যর্থতা বা অনিয়ম;

১০ (দশ) হাজার টাকা মাত্র

    (গ)    

                   

নির্ধারিত সময়সীমার মধ্যে অর্থনৈতিক কার্যক্রম সম্পর্কিত তথ্যের পরিবর্তন সম্পর্কে কমিশনারকে অবহিত না করিবার ব্যর্থতা বা অনিয়ম;

              

  ১০ (দশ) হাজার টাকা মাত্র
ঘ)         

 নির্ধারিত সময়সীমার মধ্যে নিবন্ধন বা তালিকাভুি ক্ত বাতিলের আবেদন না করিবার ব্যর্থতা বা অনিয়ম;             

  ১০ (দশ) হাজার টাকা মাত্র
(ঙ) 

ধারা ৯(৫) এর বিধান পরিপালন না করিবার ব্যর্থতা বা অনিয়ম; 

১০ (দশ) হাজার টাকা মাত্র
           (চ)            

নির্ধারিত তারিখের মধ্যে মসূ ক বা টার্নওভার কর দাখিলপত্র পেশ না করিবার ব্যর্থতা বা অনিয়ম;   

১০ (দশ) হাজার টাকা মাত্র
 (ছ)  

 দাখিলপত্রে উৎপাদ করের কোন পরিমাণ অন্তভর্ক্তু না করিবার ব্যর্থতা বা অনিয়ম;

 

অনুে ল্লখিত উৎপাদ করের 4[সমপরিমাণ]

(জ) 

দাখিলপত্রে প্রাপ্য উপকরণ করের রেয়াত অধিক গ্রহণ করিবার অনিয়ম;        

  অনিয়মিতভাবে M„nxZ 

উপকরণ করের 5[সমপরিমাণ]

(ঝ)     

 দাখিলপত্রে  n«vmKvix  সমন্বয়ের পরিমাণ e„w× করিবার

 

বা e„w×Kvix  mgš^‡qi পরিমাণ হ্রাস করিবার অনিয়ম; 

বর্ধিত হ্রাসকারী সমন্বয়ের

 

6[সমপরিমাণ] ev n«mK„Z e„w×Kvix mgš^‡qi wظY;  

()

কর চালানপত্র, ক্রেডিট নোট, ডেবিট নোট, সমন্বিত কর চালানপত্র বা উৎসে কর কর্তন সনদপত্র প্রদান না করিবার ব্যর্থতা বা অনিয়ম;

১০ (দশ) হাজার টাকা মাত্র

(ঠ)  

 নির্ধারিত জামানত প্রদান না করিবার ব্যর্থতা বা অনিয়ম;   

 ১০ (দশ) হাজার টাকা মাত্র
(ড)   

 আরোপিত কর নিরূপণ ও পরিশোধ ইচ্ছাকৃত  ভাবে

পরিহার বা পরিহারের চেষ্টা করিবার অনিয়ম       

পরিহারকৃত করের 7[সমপরিমাণ]
(ঢ) 

[নির্ধারিত সময়ের মধ্যে উপকরণ-উৎপাদ সহগ (Input- Output Coefficient) দাখিল করিবার ব্যর্থতহা বা অনিয়ম          

  ১০ (দশ) হাজার টাকা মাত্র

 

8[(১ক) ধারা ৪৯ এর বিধান অনুযায়ী উৎসে মূল্য সংযোজন কর কর্তন এবং জমা প্রদানের বাধ্যকতা থাকা সেও¦ উৎসে মূল্য সংযোজন কর কর্তনকারী উক্ত ধারার অধীন উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও জমা প্রদানে ব্যর্থ হইলে—
 (অ) ধারা ১২৭ অনুযায়ী আরোপিত সুদসহ উক্ত মূল্য সংযোজন কজর তাহার নিকট হইতে এইরূপে আদায় করা হইবে যেন তিনি উক্ত ধারার অধীন একজন পণ্য বা সেবা সরবরাহকারী;
 (আ) দফা (অ) এর বিধানাবলী ক্ষুন্ন না করিয়া উৎসে কর্তিত মূল্য সংযোজন কর নিধার্রিত সময়ের মধ্যে সরকারি কোষাগারে জমা প্রধানে ব্যর্থ হইলে সংশ্লিষ্ট মূল্য সংযোজন কর কর্তনকারী ব্যক্তি, কর্তিত মূল্র সংযোজন কর জমা প্রদানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তাকে সংশ্লিষ্ট কমিশনার অনধিক ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা ব্যক্তিগত জরিমানা করিতে পারিবেন।] 
 (২) অপরাধ বা উপ—ধারা (১) এ উল্লিখিত 9[ব্যর্থতা, অনিয়ম বা কর ফাকি] ব্যতীত যদি কোন ব্যক্তি এই আইন বা তদধীন প্রণীত বিধিমালার বিধান অনুযায়ী করণীয় কোন কিছু করিতে ব্যর্থ হন বা নিষিদ্ধ কিছু করেন, তাহা হইলে 10[ধারা ৮৬ তে উল্লিখিত মূসক কর্মকর্তা] কমিশনার উক্ত ব্যক্তিকে উক্ত ব্যর্থতা বা কর্মকাণ্ডের গুরুত্ব ও পৌনঃপুনিকতাভেদে, নির্ধারিত পদ্ধতিতে ও পরিমাণে, জরিমানা আরোপ করিতে পারিবেন।
 (৩) কোন ঘটনায় অপরাধ ও ব্যর্থতা বা অনিয়মের উপাদান থাকিলে অপরাধের জন্য ফৌজদারী মামলা এবং ব্যর্থতা বা অনিয়মের জন্য কার্যধারা গ্রহণে এই আইনের কোন কিছুই 11[ধারা ৮৬ তে উল্লিখিত প্রত্যেক মূসক কর্মকর্তা] কমিশনারকে বাধাগ্রস্ত করিবে না। 
 (৪) 12[ধারা ৮৬ তে উল্লিখিত প্রত্যেক মূসক কর্মকর্তা] এই ধারার অধীন জরিমানা আরোপের পূর্বে সংশ্লিষ্ট ব্যক্তিকে 13[উপ—ধারা (১) এর সারণীয় (১) নং কলামের ক্রমিক নং 
(চ) এর ক্ষেত্র ব্যতীত,] নোটিশের মাধ্যমে শুনানির সুযোগ প্রদান কিরেবেন।
 (৫) মূসক, সম্পূরক শুল্ক, টার্নওভার কর, সুদ ও অর্থদণ্ডের অতিরিক্ত হিসাবে জরিমানা প্রদেয় হইবে।


1অর্থ আইন, ২০২১ (২০২১ সনের ১১ নং আইন) এর ধারা ৫০ (ক) দ্বারা “ব্যর্থতা বা অনিয়মের ক্ষেত্রে” এর পরিবর্তে প্রতিস্থাপিত
2অর্থ আইন, ২০২১ (২০২১ সনের ১১ নং আইন) এর ধারা ৫০ (খ) দ্বারা “ব্যর্থতা বা অনিয়মের ক্ষেত্রে” এর পরিবর্তে প্রতিস্থাপিত
3অর্থ আইন, ২০১৯ (২০১৯ সনের ১০ নং আইন) এর ধারা ৮৮ এর দফা (ক) দ্বারা ‘কমিশনারের’ পরিবর্তে প্রতিস্থাপিত এবং সারণিতে দফা (ঢ) সন্নিবেশিত
4অর্থ আইন, ২০২১ (২০২১ সনের ১১ নং আইন) এর ধারা ৫০ (গ) দ্বারা “দ্বিগুন” এর পরিবর্তে প্রতিস্থাপিত

5অর্থ আইন, ২০২১ (২০২১ সনের ১১ নং আইন) এর ধারা ৫০ (গ) দ্বারা “দ্বিগুন” এর পরিবর্তে প্রতিস্থাপিত

6অর্থ আইন, ২০২১ (২০২১ সনের ১১ নং আইন) এর ধারা ৫০ (গ) দ্বারা “দ্বিগুন” এর পরিবর্তে প্রতিস্থাপিত

7অর্থ আইন, ২০২১ (২০২১ সনের ১১ নং আইন) এর ধারা ৫০ (গ) দ্বারা “দ্বিগুন” এর পরিবর্তে প্রতিস্থাপিত

8অর্থ আইন, ২০১৯ (২০১৯ সনের ১০ নং আইন) এর ধারা ৮৮ এর দফা (খ) দ্বারা উপ—ধারা (১ক) সন্নিবেশিত
9অর্থ আইন, ২০২১ (২০২১ সনের ১১ নং আইন) এর ধারা ৫০ এর দফা (ঘ) দ্বারা ‘ব্যর্থতা ও অনিয়মের’ পরিবর্তে প্রতিস্থাপিত
10অর্থ আইন, ২০১৯ (২০১৯ সনের ১০ নং আইন) এর ধারা ৮৮ এর দফা (ক) দ্বারা “কমিশনার” শব্দটির পরিবর্তে প্রতিস্থাপিত
11অর্থ আইন, ২০১৯ (২০১৯ সনের ১০ নং আইন) এর ধারা ৮৮ এর দফা (গ) দ্বারা “কমিশনারকে” শব্দটির পরিবর্তে প্রতিস্থাপিত
12অর্থ আইন, ২০১৯ (২০১৯ সনের ১০ নং আইন) এর ধারা ৮৮ এর দফা (ঘ) (অ) দ্বারা প্রত্যেক “কমিশনার” শব্দটির পরিবর্তে প্রতিস্থাপিত
13অর্থ আইন, ২০১৯ (২০১৯ সনের ১০ নং আইন) এর ধারা ৮৮ এর দফা (ঘ) (আ) দ্বারা সন্নিবেশিত

 

  

About Author

Profile Picture

Md. Jahangir Alam

Leave a Comment