৮৪। পণ্য জব্দকরণ ও উহার নিষ্পত্তি।-

৮৪। পণ্য জব্দকরণ ও উহার নিষ্পত্তি।- (১) যদি কোন ব্যক্তি এই আইন বা তদধীন প্রণীত বিধান লংঘন করিয়া কোন পণ্য সরবরাহ করেন বা কোন সেবা প্রদান করেন, তাহা হইলে উক্ত পণ্য, বা সেবা প্রদানের সহিত 1[সংশ্লিষ্ট পণ্য, দলিলাদি ও যানবাহন কমিশনার বা মহাপরিচালক বা তৎকতৃর্ক ক্ষমতাপ্রাপ্ত মূসক কর্মকর্তা নির্ধারিত পদ্ধতিতে আটক,] জব্দ ও নিষ্পত্তি করিতে পারিবেন। 
(২) কোন কার্যধারা নিষ্পন্নাধীন থাকা অবস্থায় উপ—ধারা (১) এর অধীন জব্দকৃত পণ্য কমিশনার উহার মালিক বা প্রতিনিধির অনুকূলে নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে অন্তবতীর্কালীন ছাড় প্রদান করিতে পারিবেন। 


অর্থ আইন, ২০১৯ (২০১৯ সনের ১০ নং আইন ) এর ধারা ৮৭ দ্বারা প্রতিস্থাপিত   

About Author

Profile Picture

Md. Jahangir Alam

Leave a Comment