১০৭। রেকর্ডপত্র এবং হিসাব সংরক্ষণ।-

পঞ্চদশ অধ্যায় 
ফরম, নোটিশ এবং রেকর্ডপত্র সংরক্ষণ


১০৭। রেকর্ডপত্র এবং হিসাব সংরক্ষণ।- (১) কোন নিবন্ধিত ব্যক্তির করদায় এবং অন্যান্য দায়দেনা নিরূপণের সুবিধার্থে ৫ (পাঁচ) বৎসর পর্যন্ত নির্ধারিত উপায় ও পদ্ধতিতে করদাতা তাহার অর্থনৈতিক কার্যক্রমের হিসাবাদি, দলিলপত্র এবং অন্যান্য রেকর্ডপত্র সংরক্ষণ করিবেন। 
 (২) উপ—ধারা (১) এর পরিধিকে ক্ষুন্ন না করিয়া, সংরক্ষিত রেকর্ডপত্র এবং হিসাবাদির মধ্যে নিম্নবর্ণিত বিষয়সমূহ অন্তর্ভুক্ত থাকিবে, যথা:—
 (ক) করযোগ্য বা কর অব্যাহতিপ্রাপ্ত নির্বিশেষে পণ্য, সেবা বা স্থাবর সম্পত্তি ক্রয়ের বিবরণী, এবং তৎসংশ্লিষ্ট চালানপত্র; 
 (খ) পণ্য, সেবা বা স্থাবর সম্পত্তি বিক্রয় সংক্রান্ত বিবরণী;
 (গ) কর চালানপত্র, ক্রেডিট নোট, ডেবিট নোট এবং উক্ত ব্যক্তি কতৃর্ক ইস্যুকৃত এবং প্রাপ্ত 1[* * *] কর চালানপত্র এবং উৎসে কর কর্তন সনদপত্র;
 (ঘ) উক্ত ব্যক্তি কতৃর্ক পণ্য আমদানি বা রপ্তানি সংশ্লিষ্ট শুল্ক দলিলপত্র; 
(ঙ) উক্ত ব্যক্তি কর্তৃক প্রস্তুতকৃত পণ্য কোন নির্দিষ্ট সময়ে যেমূল্যে সরবরাহ করা হয় সেই মূল্য, পণ্যের উপকরণ—উৎপাদ সম্পর্ক বা সহগ (রহঢ়ঁঃ—ড়ঁঃঢ়ঁঃ পড়বভভরপরবহঃ), এবং উক্ত পণ্যের উপর প্রস্তুতকারক কর্তৃক প্রদত্ত মূল্যছাড় বা রেয়াত সংশ্লিষ্ট রেকর্ডপত্র;
 (চ) সম্পূরক শুল্ক আরোপযোগ্য সেবা সরবরাহ বা সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্যের প্রস্তুতকরণ এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র; 
 (ছ) কর জমা প্রদানের সমর্থনে ট্রেজারি চালান এবং ট্রেজারি চালান ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কর জমা প্রদান করা হইয়া থাকিলে উক্তরূপ জমা প্রদানের সমর্থনে দালিলিক প্রমাণাদি; 
 (জ) প্রতিটি কর মেয়াদের দাখিলপত্র; এবং
 (ঝ) নির্ধারিত অন্য কোন দলিলাদি বা রেকর্ডপত্র। 

2[(৩) উপ—ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, উক্ত উপ—ধারায় বর্ণিত সময়ের পরেও অনিষ্পত্তি কোন কার্যধারা—সংশ্লিষ্ট দলিলাদি কার্যধারাটি নিষ্পন্ন না হওয়া পর্যন্ত সংরক্ষণ করিতে হইবে।]


অর্থ আইন, ২০২১ (২০২১ সনের ১১ নং আইন) এর ধারা ৫৪ দ্বারা “সমন্বিত” শব্দটি বিলুপ্ত

 

2অর্থ আইন, ২০১৯ (২০১৯ সনের ১০ নং আইন) এর ধারা ৯৬ দ্বারা উপ—ধারা (৩) সংযোজিত

About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment