৭৮। মূল্য সংযোজন কর কর্তৃপক্ষ এবং উহার কর্মকর্তা।-

মূল্য সংযোজন কর কর্তৃপক্ষ

৭৮। মূল্য সংযোজন কর কর্তৃপক্ষ এবং উহার কর্মকর্তা।- (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, মূল্য সংযোজন কর কর্তৃপক্ষ নামে একটি কতৃর্পক্ষ থাকিবে যাহা বোর্ড, তদধীন এক বা একাধিক মূল্য সংযোজন কর দপ্তর এবং নিম্নবর্ণিত মূসক কর্মকর্তা সমন্বয়ে গঠিত হইবে, যথা:—
 (ক) চীফ কমিশনার, মূল্য সংযোজন কর;
 (খ) কমিশনার, মূল্য সংযোজন কর;
 (গ) কমিশনার (আপীল), মূল্য সংযোজন কর;
 (ঘ) কমিশনার (বৃহৎ করদাতা ইউনিট), মূল্য সংযোজন কর;
 (ঙ) মহাপরিচালক, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল;
 (চ) মহাপরিচালক, নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর 
 1[(চচ) মহাপরিচালক, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি;]
 2[(চচচ) মহাপরিচালক, শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তর;]
 3[(ছ) অতিরিক্ত কমিশনার বা অতিরিক্ত মহাপরিচালক বা পরিচালক (সিআইসি), মূল্য সংযোজন কর;]
 (জ) যুগ্ম কমিশনার বা পরিচালক, মূল্য সংযোজন কর;
 (ঝ) উপ কমিশনার বা উপ—পরিচালক, মূল্য সংযোজন কর;
 (ঞ)সহকারী কমিশনার বা সহকারী পরিচালক, মূল্য সংযোজন কর; 
 (্ট) রাজস্ব কর্মকর্তা, মূল্য সংযোজন কর; 
 (ঠ) সহকারী রাজস্ব কর্মকর্তা, মূল্য সংযোজন কর; এবং 
 (ড) বোর্ড কর্তৃক নিয়োগকৃত অন্য কোন কর্মকর্তা। 
 (২) বোর্ড, সরকারি গেজেটে প্রকাশিত সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা, মূসক কর্মকর্তাগণের নিয়োগ এবং আঞ্চলিক অধিক্ষেত্র নির্ধারণ করিয়া এই আইন বা তদধীন প্রণীত বিধি—বিধানের আওতায় তাহাদের দায়িত্ব, কর্তব্য, ক্ষমতা ও কার্যাবলী সুনির্দিষ্ট করিতে পারিবে।
 (৩) বোর্ড, সমগ্র দেশ বা বিশেষ কোন অঞ্চলের জন্য বা একটি বিশেষ শ্রেণীর করদাতার জন্য, সরকারি গেজেটে প্রকাশিত সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা, এক বা একাধিক বৃহৎ করদাতা ইউনিট গঠন, উক্ত ইউনিটে প্রয়োজনীয় সংখ্যক মূসক কর্মকর্তা 
নিয়োগ এবং উক্ত ইউনিটের কর্মপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে। 
 4[(৪) বোর্ড, এই আইনের উদ্দেশ্যে পূরণকল্লে, কোন বিশেষায়িত কার্যক্রম 
(Special Founction) সম্পন্নের লক্ষ্যে সরকারি গেজেটে প্রকাশিত সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা এক বা প্রয়োজনীয় সংখ্যক মূসক কর্মকর্তা নিয়োগ এবং উক্ত ইউনিটে  কর্মরতদের দায়িত্ব, কর্মপদ্ধতি ও ভাতা নির্ধারণ করিতে পারিবে। 


1অর্থ আইন, ২০১৯ (২০১৯ সনের ১০ নং আইন) এর ধারা ৮৪(ক) এর দফা (চচ) দ্বারা সন্নিবেশিত
2অর্থ আইন, ২০২০ (২০২০ সনের ০৯ নং আইন) এর ধারা ৭১ এর দফা (চচচ) দ্বারা সন্নিবেশিত
3অর্থ আইন, ২০১৯ (২০১৯ সনের ১০ নং আইন) এর ধারা ৮৪ (খ) এর দফা (ছ) ও (জ) দ্বারা প্রতিস্থাপিত
4অর্থ আইন, ২০১৯ (২০১৯ সনের ১০ নং আইন) এর ধারা ৮৪ এর দফা (গ) দ্বারা উপ—ধারা (৪) সংযোজিত

About Author

Profile Picture

Md. Jahangir Alam

Leave a Comment