সাপ্তাহিক রিটার্নে দর হারিয়েছে ১৭ খাতে

Picture

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৭ খাতে দর (রিটার্ন) হারিয়েছে। অপরদিকে দর বেড়েছে ৩ খাতে।

লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচিত সপ্তাহে ব্যাংক খাতে ১ দশমিক ৭৩ শতাংশ দর বেড়েছে। খাদ্য ও আনুসঙ্গিক খাতে ১ দশমিক ৮৯ শতাংশ ও পাট খাতে ১ দশমিক ৭০ শতাংশ দর বেড়েছে।

অন্যদিকে দর কমেছে বাকী ১৭ খাতে। এর মধ্যে সিমেন্ট খাতে ৫ দশমিক ৯৫ শতাংশ, সিরামিক খাতে ৪ দশমিক ৭৪ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে দশমিক ৬৬ শতাংশ, সাধারণ বিমা খাতে দশমিক ৫৪ শতাংশ, জীবন বিমা খাতে ২ দশমিক ১৪ শতাংশ, আইটি খাতে ৫ দশমিক ৮৬ শতাংশ, বিবিধ খাতে দশমিক ৬০ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে দশমিক ৭০ শতাংশ, এনবিএফআই খাতে দশমিক ৭ শতাংশ, কাগজ খাতে ৩ দশমিক ২২ শতাংশ, ওষুধ-রসায়ন খাতে দশমিক ১৫ শতাংশ, সেবা-আবাসন খাতে ৪ দশমিক ৪৭ শতাংশ, ট্যানারি খাতে ১ দশমিক ৫৯ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে দশমিক ৪৪ শতাংশ, বস্ত্র খাতে ১ দশমিক ৭৪ শতাংশ ও সেবা-আবাসন খাতে ৩ দশমিক ৩৬ শতাংশ দর কমেছে।

তথ্যসূত্র : অর্থসূচক

About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment