‌‌’বুকবিল্ডিং পদ্ধতিতে কমবে মন্দ আইপিও’

Picture

বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এলে ওভার সাবসক্রিপশন কমবে। এই পদ্ধতিকে অগ্রাধিকার দিলে দুর্বল মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির বাজারে আসার প্রবণতাও অনেকটা দূর হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. স্বপন কুমার বালা এ কথা বলেছেন।

আজ শনিবার সন্ধ্যায় ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টন্স অব বাংলাদেশ-আইসিএমএবি এর ঢাকা ব্রাঞ্চ কাউন্সিল আয়োজিত এক মতবিনিময় সভায় এই কথা বলেন।

স্বপন কুমার বালা বলেন, বাজারে সব কোম্পানি আইপিওতেই কয়েকগুণ বেশী আবেদন জমা পড়ে। কোম্পানি দুর্বল মৌলভিত্তির হলে আবেদন আরও বেশি আবেদন পড়ে। কারণ এসব কোম্পানির আইপিওতে কোনো প্রিমিয়াম থাকে না।

তিনি বলেন, বিনিয়োগকারী যদি অসচেতনভাবে বাজারে শেয়ার কিনতে চায়, তবে তাতে কারো কিছু করার থাকে না।

তবে আগামীতে বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিও আনার ব্যাপারে কাজ চলছে। শিগগিরই পাবলিক ইস্যু রুলসে সংশোধনী আসছে। এই সংশোধনী হলে বুক বিল্ডিং পদ্ধতিতে ভালো মানের কোস্পানিগুলো বাজারে আসতে আগ্রহী হবে।

বিনিয়োগ নিয়ে তিনি বলেন, ঝুঁকি কমানোর সক্ষমতা বিনিয়োগকারীর থাকতে হবে। দীর্ঘ মেয়াদে বিনিয়োগ বাড়াতে হবে। এটাকে শুধু প্রতিদিনের আয় মনে করলে হবে না।

অনুষ্ঠানে রিস্ক ম্যানেজমেন্টের ওপরে প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত পাশা। তিনি পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ পদ্ধতি তুলে ধরেন।

তিনি বলেন, একটি কোম্পানির শেয়ার সম্পর্কে সঠিক তথ্য না পাওয়া পর্যন্ত কোনো বিদেশি বিনিয়োগকারী বিনিয়োগ করেন না। এমনকি কোনো কোম্পানির ম্যানেজমেন্টের সঙ্গে সরাসরি সাক্ষাৎ না করে তারা বিনিয়োগ করেন না। কোম্পানির ম্যানেজমেন্টের ওপর আস্থা পেলেই কেবল তারা বিনিয়োগ করেন।

এএফসি ক্যাপিটালের প্রধান নির্বাহী মাহবুব এইচ মজুমদার বিনিয়োগকারীদের বিনিয়োগে পরামর্শ দেন। তিনি বলেন, বাজারে আসতে হলে একটু বুঝে বিনিয়োগ করতে হবে। তবে আমাদের মার্কেটে তেমনটাই হচ্ছে না। কিছু টাকা থাকলেই অনেকে চলে আসে বিনিয়োগ করতে। এ ধরণের বিনিয়োগকারীদের প্রশিক্ষণ দেওয়া উচিত বলে মনে করেন তিনি।

তথ্যসূত্র : অর্থসূচক

About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment