রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জিত আয়কর মেলায়

Picture

শেষ হলো আয়কর মেলা। করদাতাদের ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে গতকাল সোমবার সাত দিনের এ মেলা শেষ হয়েছে। এবারের মেলা থেকে রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জিত হয়েছে।
রাজধানী ঢাকাসহ সারা দেশের সাতটি বিভাগীয় শহরে ১৬ সেপ্টেম্বর এ মেলা শুরু হয়। আর বিগত সাত দিনের মধ্যে চার দিন সব জেলায় এ মেলা অনুষ্ঠিত হয়।
এবারের মেলায় এক হাজার ৬৭৫ কোটি ৩০ লাখ ৭৩ হাজার ৪৫১ টাকার রাজস্ব আদায় হয়েছে। মেলা থেকে দেড় হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল। এ বছর প্রায় সাড়ে ছয় লাখ করদাতাকে বিভিন্ন সেবা দেওয়া হয়েছে।
মেলার শেষ দিনে রাজধানীর অফিসার্স ক্লাব প্রাঙ্গণের কর মেলায় করদাতাদের ব্যাপক ভিড় ছিল।
আয়কর মেলার শেষ দিনে সারা দেশে এক লাখ চার হাজার ৫৫২ জন করদাতাকে সেবা প্রদান করা হয়েছে। নতুন করদাতা হিসেবে নিবন্ধিত হয়েছেন তিন হাজার ৬৬ জন। ই-টিআইএন পুনর্নিবন্ধন করেছেন এক হাজার ৬৪০ জন। মেলায় আয়কর রিটার্ন জমা পড়েছে ৩৪ হাজার ৫৩৯টি। আয়কর আদায় হয়েছে ৩৫৯ কোটি ৮৩ লাখ ২৭ হাজার ১৮৮ টাকা।

সাত দিনের আয়কর মেলায় সারা দেশে ছয় লাখ ৪৯ হাজার ১৮৫ জন করদাতাকে সেবা প্রদান করা হয়েছে, যা গত বছরের তুলনায় ২৭ দশমিক ২৫ শতাংশ বেশি। নতুন করদাতা হিসেবে নিবন্ধিত হয়েছেন ১৫ হাজার ৯০৭ জন, যা গত বছরের আয়কর মেলার তুলনায় ২৩ দশমিক শূন্য ৪ শতাংশ বেশি। ই-টিআইএন পুনর্নিবন্ধন করেছেন ১০ হাজার ৮৩৮ জন। মেলায় আয়কর রিটার্ন জমা পড়েছে এক লাখ ৪৯ হাজার ৩০৯টি, যা গত বছরের আয়কর মেলার তুলনায় ১৩ দশমিক ১০ শতাংশ বেশি।

তথ্যসূত্র : প্রথমআলো

About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment