কুটির ও মাইক্রো উদ্যোক্তাদের জন্য আইএফআইসি ব্যাংকে ঋণ বিতরণ

Picture

আইএফআইসি ব্যাংক কুটির ও মাইক্রো উদ্যোক্তাদের জন্য ‘আইএফআইসি শিল্প-সহায়’ নামে একটি নতুন আর্থিক সেবার উদ্বোধন করা হয়েছে। গতকাল মতিঝিলে হোটেল পূর্বানীতে এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী প্রধান অতিথি হিসেবে নতুন এই আর্থিক সেবা উদ্বোধন করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নির্মল চন্দ্র ভক্ত, মহাব্যবস্থাপক এসএমইএসপিডি স্বপন কুমার রায় ও ক্রেডিট গ্যারান্টি ফান্ড ম্যানেজার-ডিএফআইডি ক্রিস অগাস্ট এবং আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহ এ সারওয়ার এবং আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ফরিদ উদ্দিন আল-মাহমুদ উপস্থিত ছিলেন। এস কে সুর চৌধুরী দেশের অর্থনৈতিক ভিত্তিকে আরও মজবুত করার লক্ষ্যে অন্য ব্যাংককেও কুটির ও মাইক্রো উদ্যোক্তাদের জন্য এগিয়ে আসার আহ্বান জানান। উল্লিখিত আইএফআইসি ব্যাংক শিল্প-সহায় প্রকল্পের অধীনে কুটির ও মাইক্রো উদ্যোক্তাদের মাঝে মৃৎশিল্প, জামদানি, পাদুকা শিল্প ইত্যাদি খাতে জামানত বিহীন ঋণ প্রদান করবে।

তথ্যসূত্র : মানবজমিন

About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment