দুই মাসে লক্ষ্যমাত্রার ৬ কোটি টাকা বেশি রাজস্ব আহরণ

Picture

অর্থবছরের প্রথম দুই মাসেই হিলি স্থলবন্দর দিয়ে লক্ষ্যমাত্রার বেশি রাজস্ব আহরণ হয়েছে। গত জুলাই ও আগস্টে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৪ কোটি ৭৪ লাখ টাকা। এর বিপরীতে আহরণ হয়েছে ১১ কোটি ১৩ লাখ ৯৮ হাজার টাকা। এতে স্থলবন্দরটি দিয়ে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে লক্ষ্যমাত্রার ৬ কোটি ৩৯ লাখ ৯৮ হাজার টাকা বেশি রাজস্ব আহরণ হয়েছে।

সূত্র জানায়, গত অর্থবছর হিলি স্থলবন্দরের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। ফলে ২০১৫-১৬ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) স্থলবন্দরটির রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা তুলনামূলক কমিয়ে এনে নির্ধারণ করে। ফলে অর্থবছরের প্রথম দুই মাসেই হিলি স্থলবন্দরে লক্ষ্যমাত্রার অনেক বেশি রাজস্ব আহরণ হয়।

হিলি স্থল শুল্কস্টেশন কার্যালয় সূত্রে জানা যায়, চলতি অর্থবছর হিলি স্থলবন্দর থেকে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ৩৩ কোটি ৫০ লাখ টাকা। সে অনুযায়ী জুলাইয়ে হিলি স্থলবন্দরের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২ কোটি ৩৭ লাখ টাকা। এর বিপরীতে মাস শেষে ২ কোটি ৭৬ লাখ টাকা আহরণ হয়। এছাড়া আগস্টে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২ কোটি ৩৭ লাখ টাকা। এর বিপরীতে আহরণ হয়েছে ৮ কোটি ৫৭ লাখ ৯৮ হাজার টাকা।

এদিকে ২০১৪-১৫ অর্থবছরে হিলি স্থলবন্দর থেকে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৫৬ কোটি ৮৮ লাখ ৬০ হাজার টাকা। ওই অর্থবছরের জুলাইয়ে ১১ কোটি ৪২ লাখ ৪৮ হাজার টাকার বিপরীতে রাজস্ব আহরণ হয়েছে ২ কোটি ৫২ লাখ ৫ হাজার টাকা। এছাড়া আগস্টে ২১ কোটি ৪৫ লাখ ৭২ হাজার টাকার বিপরীতে রাজস্ব আহরণ হয়েছিল ৪ কোটি ১৩ লাখ ৪৩ হাজার টাকা। এভাবে গত অর্থবছর শেষে স্থলবন্দরটি দিয়ে মোট রাজস্ব আহরণ হয় ৩০ কোটি ৫৫ লাখ ৪০ হাজার টাকা। ফলে রাজস্ব আহরণে ঘাটতির পরিমাণ দাঁড়ায় ১২৬ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা।

হিলি স্থল শুল্কস্টেশনের সহকারী কমিশনার (এসি) মতিয়ার রহমান বণিক বার্তাকে বলেন, হিলি স্থলবন্দর দিয়ে বর্তমানে আমদানি হওয়া পণ্যের বেশির ভাগই শুল্কমুক্ত বা কম শুল্কযুক্ত। তবে দুই মাস ধরে উল্লেখযোগ্য পরিমাণে কাঁচামরিচ আমদানি হওয়ায় বন্দর থেকে লক্ষ্যমাত্রার বেশি রাজস্ব আহরণ সম্ভব হয়েছে।

তথ্যসূত্র : বণিক বার্তা

About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment