সঞ্চয়পত্রের টাকা জমা হবে ব্যাংক অ্যাকাউন্টে

Picture

সঞ্চয়পত্রের মুনাফা অথবা মূল টাকা সরাসরি গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে। এ বিষয়ে ব্যাংকগুলোর সব শাখায় যাতে প্রচার চালানো হয়, সে বিষয়ে ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ থেকে জারি করে দেশে কার্যরত সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সম্প্রতি ইএফটির (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের সব শাখা কর্তৃক সঞ্চয়পত্রের মুনাফা ও মূল টাকা নগদে বা সরাসরি গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। এ অবস্থায় তফসিলি ব্যাংকগুলোকে গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া এবং এ বিষয়ে ব্যাপক প্রচার চালানোর উদ্যোগ গ্রহণের পরামর্শ দেওয়া হলো।

তথ্যসূত্র : সমকাল

About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment