ডিএসই’র সূচক পুনরায় ৪৮০০ পয়েন্ট অতিক্রম করেছে

Picture

দেশের প্রধান পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচক বাড়লেও শেয়ার লেনদেন কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ মঙ্গলবার ইতিবাচক প্রবণতার মধ্য দিয়ে দিনের শেয়ার লেনদেন শেষ হয়। আজ সূচক বেড়ে পুনরায় ৪৮০০ পয়েন্ট অতিক্রম করেছে। তবে বিনিয়োগকারীদের সতর্কাবস্থানে দিনে শেয়ার লেনদেন কিছুটা কম হয়েছে। আজ ডিএসইতে দিনের শেয়ার লেনদেন ৩.৮০ শতাংশ কম হবার মধ্য দিয়ে শেয়ার ট্রেডিং শেষ হয়। আজ ৪২০.৪০ কোটি টাকা মূল্যের ১১.৩১ কোটি শেয়ার হাত বদল হয়। গতকালের চেয়ে শেয়ার লেনদেন ২.২২ শতাংশ কম হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক (ডিএসইএক্স) আগের দিনের চেয়ে ১৫.৬১ পয়েন্ট বেড়ে পুনরায় ৪৮০০.০০ পয়েন্ট অতিক্রম করেছে। ব্ল চীফ ডিএস-৩০ এবং শরীয়াহ ডিএসইএস দিনের শেষে সামান্য বেড়ে যথাক্রমে ১৮৩৭.৬৬ ও ১১৮০.৪২ পয়েন্ট হয়েছে।
আজ দিনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতার মধ্যদিয়ে দিনের লেনদেন শুরু হয়। তবে বিক্রয় চাপ বেড়ে যাওয়ায় দিনের মাঝামাঝিতে সূচক কিছুটা কমে যায়। দিনের শেষে সূচকে ইতিবাচক প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়।
দাম বাড়ার তালিকায় শীর্ষে ছিল পাওয়ার গ্রীড। পাওয়ার গ্রীডের শেয়ার দর দশ শতাংশ বেড়েছে। বেক্সিমকো ফার্মার শেয়ার চাহিদা ছিল সবচেয়ে বেশি।
এছাড়া দর বাড়া কোম্পানির তালিকায় ছিল ব্যাংক, খাদ্য এবং সহযোগি ও টেলিকম সেক্টরের শেয়ার।
দাম কমা শেয়ার কোম্পানির তালিকায় শীর্ষে ছিল বস্ত্র ও এনবিএফআই সেক্টর। দাম কমার তালিকায় শীর্ষে ছিল সোনারগাঁও টেক্সটাইল, দেশবন্ধু, পলিমার, মেঘনা লাইফ, পপুলার লাইফ।
আজ ডিএসইতে মোট ৩২০টি কোম্পানির শেয়ার হাতবদল হয়। এর মধ্যে ১০৬ কোম্পানির শেয়ার দর সামান্য বেড়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ইতিবাচক প্রবণতার মধ্য দিয়ে দিনের শেয়ার লেনদেন সম্পন্ন হয়। আজ সিএসইতে মোট ২৪১টি কোম্পানির শেয়ার হস্তান্তর হয়। এর মধ্যে দাম বেড়েছে ১০৫টি কোম্পানির শেয়ার। দাম কমেছে ১০৯টি কোম্পানির শেয়ার এবং ২৭টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। আজ সিএসইতে ২৬.০৩ কোটি টাকা মূল্যের ৯০.২২ লাখ শেয়ার হাতবদল হয়।

তথ্যসূত্র : কালেরকন্ঠ

About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment