চট্টগ্রামে ভ্যাট আপিল ট্রাইব্যুনাল স্থাপনের দাবি

Picture

চট্টগ্রামের ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্প-কারখানার মামলা জটিলতা দ্রুত নিরসনে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনাল চট্টগ্রামে স্থাপনের দাবি জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম। গতকাল মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যানকে চিঠি দিয়ে এই দাবি জানান তিনি।

এফবিসিসিআই সহসভাপতি মাহবুবুল আলম এর পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, বৃহৎ, মাঝারি ও ক্ষুদ্র শিল্পসহ বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানের দপ্তর এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি তিনটি ইপিজেড এবং বেসরকারি বিভিন্ন শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠান চট্টগ্রামে রয়েছে। এসব বাণিজ্যিক প্রতিষ্ঠানের আমদানি-রপ্তানিসহ উৎপাদন এবং পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের শুল্কায়ন ও ভ্যাট জটিলতাসংক্রান্ত কারণে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালে মামলা হয়ে থাকে। কিন্তু আপিলাত ট্রাইব্যুনাল ঢাকায় অবস্থিত হওয়ায় চট্টগ্রাম থেকে নিয়মিত ঢাকা গিয়ে মামলাসংক্রান্ত কাজ সমাধান করতে গলদঘর্ম হতে হয়। এতে ব্যবসায়ীদের যেমন ভোগান্তিতে পড়তে হয়, তেমনি সংশ্লিষ্ট শুল্ক কর্মকর্তাদেরও চট্টগ্রাম-ঢাকা দৌড়াদৌড়ি করতে হয়।

দেশের বেশির ভাগ আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠানের অনাকাঙ্ক্ষিত ব্যয় ও বিড়ম্বনা রোধসহ চট্টগ্রাম বিভাগের মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি এবং রাজস্ব আদায় ত্বরান্বিত করার লক্ষ্যে আপিলাত ট্রাইব্যুনাল চট্টগ্রামে স্থাপনের জন্য বিশেষভাবে অনুরোধ জানান চেম্বার সভাপতি।

তথ্যসূত্র : কালেরকন্ঠ

About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment